WBBSE Class 8 Bengali 3rd Unit Test Question Paper Set-3 wbbse | অষ্টম শ্রেণি বাংলা তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৩

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ANNUAL EXAMINATION
CLASS 8 (VIII) ★ WBBSE
BENGALI QUESTION PAPER

WBBSE Class 8 Bengali 3rd Unit Test Question Paper Set-3 | অষ্টম শ্রেণি বাংলা তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৩

📌অষ্টম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌অষ্টম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

Set-3

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
অষ্টম শ্রেণি
বিষয় : বাংলা
পূর্ণমান : ৭০ সময় : ২.২০ মিনিট

DHULIYAN BANICHAND A.B. VIDYALAYA
3rd Summative Evaluation-2023
Class-VIII ★ SUB – Bengali
F.M.-70                   Time-2.30 minutes.

১। যে কোন ১১টি প্রশ্নের উত্তর দাও : ১×১১=১১

১.১ ‘জেলখানার চিঠি’ কার লেখা ?
(ক) নজরুল ইসলাম (খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) সুভাষচন্দ্র বসু (ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

১.২ ‘মৃত্যুর পরে তো আমার…. প্রয়োজন হবে না’–
(ক) স্বাধীনতার (খ) খাবার (গ) হাওয়ার
(ঘ) পোষাক

১.৩ ‘আদাব’ গল্পটি লিখেছেন–
(ক) সমরেশ বসু (খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(গ) শিবনাথ শাস্ত্রী (ঘ) জগদীশ চন্দ্র বসু

১.৪ ‘বঙ্গীয় শব্দকোষ’ একটি–
(ক) উপন্যাস (খ) নাটক (গ) অভিধান
(ঘ) প্রবন্ধ

১.৫ ফুল ছুঁয়ে যায়–
(ক) ঠোটে (খ) চোখের পাতায় (গ) হাতে
(ঘ) চুল্যে

১.৬ ‘মোদের.. দিয়েই জ্বলবে দেশে আবার বজ্রানল।’–
(ক) প্রাণ (খ) হাসি (গ) স্বাধীনতা (ঘ) অস্থি

১.৭ সমাস করে যে নতুন পদটি হয়, তাকে বলে–
(ক) পূর্বপদ (খ) পরপদ (গ) সমস্ত পদ
(ঘ) ব্যাসবাক্য

১.৮ ‘সমাস’ শব্দের অর্থ–
(ক) শেষ করা (খ) সংক্ষিপ্ত করা (গ) বড় করা (ঘ) মেলানো

১.৯ পাঁচ মাথার মিলন- পাঁচ মাথা-কোন সমাসের দৃষ্টান্ত–
(ক) দ্বিগু সমাস (খ) দ্বন্দ্ব সমাস
(গ) বহুব্রীহি সমাস (ঘ) নিত্য সমাস

১.১০ ‘আপনাদিগের’-এর চলিত ভাষার রূপটি হলো—
(ক) আপনার (খ) আপনি (গ) আমাদের
(ঘ) আপনাদের

১.১১ বর্তমান কালকে কয় ভাগে ভাগ করা হয়—
(ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫

১.১২ শব্দের মূলকে বলা হয়—
(ক) সমাপিকা (খ) অসমাপিকা (গ) ধাতু (ঘ) প্রত্যয়

২। পূর্ণবাক্যে উত্তর দাও (যে-কোন দশটি) : ২×১০=২০

২.১ ‘ঘুরে দাঁড়াও’ কবিতায় কবি কোন আহ্বান জানিয়েছেন ?

২.২ নাগরাজনের অ্যালবামটি তাকে কে উপহার দিয়েছিলেন ?

২.৩ সুভার প্রকৃত নাম কী ?

২.৪ ‘আদাব’ গল্পে ‘ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী’-প্রাণী দুটির পরিচয় দাও।

২.৫ ‘লোকটি জানলই না’- কবিতায় লোকটির দু’আঙুলের ফাঁক দিয়ে কী খসে পড়ল ?

২.৬ ‘শিকল পড়ার গান’- কবিতাটি কার লেখা?

২.৭ ছায়াপথ (ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো)।

২.৮ খানিকক্ষণ চুপচাপ। (না সূচক বাক্য)

২.৯ মোরা ফাঁসি পরে আনব হাসি মৃত্যুজয়ের ফল। (যৌগিক বাক্য)।

২.১০ সাধু ভাষার দুটি বৈশিষ্ট্য লেখ।

২.১১ একদা আরব জাতির সহিত মুরদিগের সংগ্রাম হইয়াছিল। (চলিত ভাষায় রূপান্তর করো)।

২.১২ অপুর টিনের বাক্সতে কী কী বই ছিল ?

২.১৩ অপুরা গ্রাম ছেড়ে কোথায় যাবে ঠিক হয়েছিল ?

৩। সংক্ষিপ্ত উত্তর দাও : ২x২=৪

(ক) ‘এত দুঃখ এত ব্যথা সে কখনও পায়নি’-কার কোন দুঃখের কথা বলা হয়েছে ?

(খ) টিকা লেখ : বঙ্গীয় শব্দ কোষ

৪। সংক্ষিপ্ত উত্তর দাও : ২x২=৪

(ক) ‘অনেকগুলো পেট বাড়িতে’-‘পেট’- এর আভিধানিক অর্থ কী ? এখানে কী অর্থে ব্যবহৃত হয়েছে ?

(খ) ‘পাড়া গাঁর দু-পহর ভালোবাসি’-কার লেখা ? কবিতায় ডিঙিটি কোথায় বাঁধা আছে ?

৫। সংক্ষিপ্ত উত্তর দাও : ৩x২=৬

(ক) ‘পথের পাঁচালী’ কার লেখা ? গল্পের প্রধান চারটি চরিত্র্যের নাম লেখ ? তাদের গ্রামের নাম কী ?

অথবা, ‘তোরা নাকি এ গাঁ ছেড়ে চলে যাবি’- বক্তা কে ? কাকে সে একথা বলেছে ? কোন গাঁয়ের কথা বলা হয়েছে ?

(খ) ‘সুভা’ গল্পে সুভার কটি বন্ধুর কথা বলা হয়েছে ? তাদের পরিচয় দাও। তাদের সাথে ওর সম্পর্ক কেমন ছিলো ?

৭। নিম্নোক্ত প্রশ্নের নিজের ভাষায় উত্তর দাও : ৫x২=১০

(ক) ‘বাঁধন-ভয়কে করবো মোরা জয়’- কেন এই বাঁধন ? কারা, কী ভাবে এই ‘বাঁধন ভয়’কে জয় করবে ?

(খ) ‘সবুজ জামা’ কবিতায় সবুজ জামা চাওয়ার মাধ্যমে কবি কী বলতে চেয়েছেন- ব্যাখ্যা করো।

৮। যে কোন ১টি প্রশ্নের উত্তর দাও : ৫x১=৫

৮.১ কালবৈশাখী ঝড়ে দুর্গা-অপুর আম কুড়ানোর ঘটনাটি লেখো।

৮.২ অপু-দুর্গার চড়ুই ভাতির আয়োজন সম্পর্কে লেখো।

৯। তোমার অঞ্চলে যত্রতত্র আবর্জনার স্তুপ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি সংবাদ পত্রের সম্পাদককে চিঠি পাঠাও। ৪

১০। প্রবন্ধ লেখ (যেকোনো একটি) : ৬

১০.১ খেলাধূলার প্রয়োজনীয়তা

১০.২ ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য

📌আরও পড়ুনঃ

📌অষ্টম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌অষ্টম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:4 mins read