মাধ্যমিক ভূগোল MCQ মক্ টেস্ট অনলাইন সেট-৩ | Madhyamik Geography Online MCQ Mock Test-3 wbbse

মাধ্যমিক ভূগোল MCQ মক্ টেস্ট অনলাইন সেট-৩ | Madhyamik Geography Online MCQ Mock Test-3 wbbse

Madhyamik Exam Preparation Online Mock Test. আজকের বিষয় দশম শ্রেণির জন্য ভূগোল MCQ Mock Test. পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৩০ শতাংশের বেশি নম্বর থাকে। অনলাইন মক্‌ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে দারুণ ভাবে সাহায্য করে। তাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে সমস্ত বিষয়ের Online MCQ Mock Test- এর জন্য প্রশ্ন দেওয়া হল। এবার তোমরা নিজেরাই যাচাই করে নাও নিজের দক্ষতা।

GEOGRAPHY MCQ TEST – 3

১. বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো: ১৪×১=১৪

২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো। (যে কোনো ছয়টি) : ৬×১=৬

২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি) : ৬×১=৬

২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও। (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) : ৬×১=৬

Q ➤ ১.১ যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূ-পৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে- (ক) বহির্জাত প্রক্রিয়া (খ) অন্তর্জাত প্রক্রিয়া (গ) গিরিজনি আলোড়ন (ঘ) মহিভাবক আলোড়ন।


Q ➤ ১.২ ক্যানিয়ন ‘I’ আকৃতি হওয়ায় প্রধান কারণ হল- (ক) নদীর নিম্নক্ষয় (খ) ভূমির খাড়া ঢাল (গ) বৃষ্টিহীন শুষ্ক মরু অঞ্চল (ঘ) নদীর পার্শ্বক্ষয়।


Q ➤ ১.৩ বদ্রীনাথের কাছে অবস্থিত নীলকন্ঠ একটি- (ক) এরিটি (খ) পিরামিড চূড়া (গ) সার্ক (ঘ) ঝুলন্ত উপত্যকা।


Q ➤ ১.৪ তরবারির ন্যায় বালির শৈলশিরাকে বলে- (ক) বার্খান (খ) অ্যাকলে (গ) সিফ্‌ (ঘ) ধ্রিয়ান।


Q ➤ ১.৫ নীলনদের ব-দ্বীপটির আকৃতি- (ক) ধনুকাকৃতি (খ) খাঁড়ীয় (গ) করাতের দাঁতের মতো (ঘ) কোনোটিই নয়।


Q ➤ ১.৬ ট্রান্স বা টেথিস হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গটি হল- (ক) সান্দাকফু (খ) লিওপারগেল (গ) হিমরেখা (ঘ) গড উইন।


Q ➤ ১.৭ ভারত ও আফগানিস্তানের মধ্যবর্তী সীমান্তরেখা হল- (ক) র‍্যাডক্লিভ লাইন (খ) ম্যাকমোহন লাইন (গ) LOC (ঘ) ডুরান্ড লাইন।


Q ➤ ১.৮ লোকটাক হ্রদ যে রাজ্যে অবস্থিত তা হল- (ক) ওড়িশা (খ) রাজস্থান (গ) তামিলনাড়ু (ঘ) মণিপুর।


Q ➤ ১.৯ ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলটি হল- (ক) চন্ডীগড় (খ) লাক্ষাদ্বীপ (গ) পুদুচেরী (ঘ) দমন ও দিউ।


Q ➤ ১.১০ পূর্ব হিমালয়ের একটি গিরিপথের নাম- (ক) নাথুলা (খ) জোজিলা (গ) মানা (ঘ) জেলেপলা।


Q ➤ ১.১১ পশ্চিম উপকূলের উপহ্রদগুলিকে বলা হয়- (ক) তাল (খ) ধান্দ (গ) কয়াল (ঘ) প্লায়া।


Q ➤ ১.১২ ধুঁয়াধর জলপ্রপাতটি অবস্থিত- (ক) নর্মদা (খ) মহানদী (গ) তাপ্তি (ঘ) শোন নদীতে।


Q ➤ ১.১৩ কৃষ্ণ মৃত্তিকা সৃষ্টি হয়েছে- (ক) গ্রানাইট (খ) নিস (গ) ব্যাসল্ট (ঘ) বেলেপাথর।


Q ➤ ১.১৪ চন্দন গাছ জন্মায়- (ক) শুষ্ক পর্ণমোচী (খ) আর্দ্র পর্ণমোচী (গ) সরলবর্গীয় (ঘ) চিরহরিৎ অরণ্যে।


Q ➤ ২.১.১ নিউমুর দ্বীপটি হলদি মোহনায় অবস্থিত।


Q ➤ ২.১.২ দুটি কেটলের মধ্যবর্তী উঁচু অংশকে বলে নব।


Q ➤ ২.১.৩ আশ্বিনের ঝড় দেখা যায় অক্টোবর – নভেম্বর মাসে।


Q ➤ ২.১.৪ বিহার ও ছত্তিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি দেখা যায়।


Q ➤ ২.১.৫ দুর্গাপুর স্টিল প্ল্যান্টের প্রয়োজনীয় চুনাপাথর আসে রানীগঞ্জ থেকে।


Q ➤ ২.১.৬ পেট্রোরসায়ন শিল্পকে ‘আধুনিক শিল্পদানব’ বলা হয়।


Q ➤ ২.১.৭ Namma Metro হায়দ্রাবাদে দেখা যায়।


Q ➤ ২.২.১ দুটি নদীর মধ্যবর্তী উচ্চভূমিকে বলা হয় __________।


Q ➤ ২.২.২ গ্রাবরেখায় গঠিত আঁকাবাঁকা সংকীর্ণ উচ্চভূমিকে __________ বলে।


Q ➤ ২.২.৩ হিমসিঁড়িতে সৃষ্ট হ্রদগুলিকে বলা হয় __________ হ্রদ।


Q ➤ ২.২.৪ আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ হল __________।


Q ➤ ২.২.৫ কেরালার মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় বলা হয় _________।


Q ➤ ২.২.৬ ভারতের সর্বনিম্ন সাক্ষরতা __________ রাজ্যে।


Q ➤ ২.২.৭ পশ্চিমবঙ্গের প্রধান তথ্যপ্রযুক্তি শিল্পকেন্দ্রটি হল __________।


Q ➤ ২.৩.১ শুষ্ক অঞ্চলের গিরিখাতগুলিকে কী বলে ?


Q ➤ ২.২.৩ বহিঃধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কী বলে ?


Q ➤ ২.৩.৩ ভারতে কত বছর অন্তর জনগননা হয় ?


Q ➤ ২.৩.৪ কোন্‌ সড়কপথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে ?


Q ➤ ২.৩.৫ ভারতের একমাত্র উপকূলের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম কী ?


Q ➤ ২.৩.৬ শিকড় আলগা শিল্প কাকে বলে ?


Q ➤ ২.৩.৭ পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত ?


📌আরো দেখুনঃ

📌মাধ্যমিকের মক্ টেস্ট Click Here

📌মাধ্যমিকের প্রশ্নপত্র Click Here

📌দশম শ্রেণি ইউনিট টেস্ট Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:5 mins read