মাধ্যমিক ভূগোল MCQ মক্ টেস্ট অনলাইন সেট-৪ | Madhyamik Geography Online MCQ Mock Test-4 wbbse
Madhyamik Exam Preparation Online Mock Test. আজকের বিষয় দশম শ্রেণির জন্য ভূগোল MCQ Mock Test. পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৩০ শতাংশের বেশি নম্বর থাকে। অনলাইন মক্ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে দারুণ ভাবে সাহায্য করে। তাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে সমস্ত বিষয়ের Online MCQ Mock Test- এর জন্য প্রশ্ন দেওয়া হল। এবার তোমরা নিজেরাই যাচাই করে নাও নিজের দক্ষতা।
GEOGRAPHY MCQ TEST – 4
১. বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো: ১৪×১=১৪
২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো। (যে কোনো ছয়টি) : ৬×১=৬
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি) : ৬×১=৬
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও। (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) : ৬×১=৬
Q ➤ ১.১ প্লাবন ভূমি, বদ্বীপ ইত্যাদি সঞ্চয়জাত ভূমিরূপ যে পদ্ধতিতে সৃষ্টি হয় তা হল- (ক) বিচূর্ণীভবন (খ) আরোহণ (গ) অবরোহণ (ঘ) পুঞ্জক্ষয়।
Q ➤ ১.২ জলপ্রপাতের নীচে বিশালাকার গর্তকে বলে- (ক) মন্থকূপ (খ) আর্টেজীয় কূপ (গ) প্রপাত কূপ (ঘ) খরস্রোতা।
Q ➤ ১.৩ চলমান বালিয়াড়িগুলিকে বলে- (ক) শটস্ (খ) ওয়াদি (গ) ধ্রিয়ান (ঘ) প্লায়া।
Q ➤ ১.৪ উল্কা পিণ্ড পুড়ে ছাই হয়- (ক) আয়নোস্ফিয়ারে (খ) মেসোস্ফিয়ারে (গ) ট্রপোস্ফিয়ারে (ঘ) ম্যাগনেটোস্ফিয়ারে।
Q ➤ ১.৫ মৌসুমী বায়ুর প্রভাবে কোন মহাসাগরের সমুদ্র স্রোতের দিক পরিবর্তিত হয়- (ক) প্রশান্ত (খ) ভারত (গ) আটলান্টিক (ঘ) সুমেরু মহাসাগরে।
Q ➤ ১.৬ প্রতিযোগ অবস্থানের সময় থাকে- (ক) অমাবস্যা (খ) অষ্টমী (গ) দ্বাদশী (ঘ) পূর্ণিমা।
Q ➤ ১.৭ স্ক্রাবার যন্ত্রটি ব্যবহৃত হয়- (ক) জলদূষণ নিয়ন্ত্রণে (খ) মৃত্তিকা দূষণ নিয়ন্ত্রণে (গ) বায়ুদূষণ নিয়ন্ত্রণে (ঘ) তেজস্ক্রিয় দূষণ নিয়ন্ত্রণে।
Q ➤ ১.৮ ‘ভারতে নায়াগ্রা’ বলা হয়- (ক) শিবসমুদ্রম (খ) হুডু (গ) চিত্রকূট (ঘ) কপিলধারা জলপ্রপাতকে।
Q ➤ ১.৯ ভোরঘাট গ্যাপ অবস্থিত- (ক) সুরাট (খ) মুম্বাই (গ) পুণে (ঘ) নাসিক এর নিকটে।
Q ➤ ১.১০ ভারতে সর্বাধিক রাগি চাষ হয়- (ক) কর্ণাটক (খ) রাজস্থান (গ) মহারাষ্ট্র (ঘ) কেরালায়।
Q ➤ ১.১১ ২০১১ জনগণনা অনুসারে ভারতে প্রতি হাজার পুরুষে নারীর সংখ্যা হল- (ক) ৯২০ জন (খ) ৯৩০ জন (গ) ৯৪০ জন (ঘ) ১০২৪ জন।
Q ➤ ১.১২ ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি অবস্থিত- (ক) পেরাম্বুর (খ) কলকাতা (গ) শ্রীনগর (ঘ) বারাণসীতে।
Q ➤ ১.১৩ ভারতের কোন জাতীয় সড়কের নাম হল গ্র্যান্ড ট্যাঙ্ক রোড- (ক) NH-1 (খ) NH-15 (গ) NH-2 (ঘ) NH-34
Q ➤ ১.১৪ ভারতের ভূবৈচিত্রসূচক মানচিত্র তৈরি করে- (ক) ISRO (খ) SOI (গ) NTPC (ঘ) NASA
Q ➤ ২.১.১ টাইফুন নামে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতটি চীন সাগরে দেখা যায়।
Q ➤ ২.১.২ হিমরেখার উচ্চতা সবচেয়ে কম হয় মেরু অঞ্চলে।
Q ➤ ২.১.৩ আকাশ মেঘাচ্ছন্ন থাকলে শিশির জমার সম্ভাবনা বাড়ে।
Q ➤ ২.১.৪ গৌণ জোয়ার সৃষ্টির প্রধান কারণ পৃথিবীর কেন্দ্রাতিগ শক্তি।
Q ➤ ২.১.৫ লাদাখ মালভূমি প্রকৃতপক্ষে লাভা মালভূমি।
Q ➤ ২.১.৬ গোয়াকে ‘আরব সাগরের রানী’ বলে।
Q ➤ ২.১.৭ একটি জিওস্টেশনারি উপগ্রহ হল INSAT ।
Q ➤ ২.২.১ মন্থকূপ নদীর _________ গতিতে দেখা যায়।
Q ➤ ২.২.২ ঊর্ধ্বমুখী উপত্যকা বায়ুকে _________ বলে।
Q ➤ ২.২.৩ ওজনস্তরের ঘনত্ব __________ এককের সাহায্যে মাপা হয়।
Q ➤ ২.২.৪ একটি তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ হল __________।
Q ➤ ২.২.৫ নাগার্জুন সাগর প্রকল্পটি ________ নদীর উপর অবস্থিত।
Q ➤ ২.২.৬ __________ কে ভারতের কার্পাস বয়ন শিল্পের রাজধানী বলে।
Q ➤ ২.২.৭ ভারত-পাকিস্তানের সীমারেখা নামে __________ খ্যাত।
Q ➤ ২.৩.১ নদীপ্রবাহ পরিমাপের একককে কি বলে ?
Q ➤ ২.৩.২ ‘লোয়েশ’ শব্দটির অর্থ কী ?
Q ➤ ২.৩.৩ স্থলবায়ুর সর্বাধিক বেগ কখন দেখা যায় ?
Q ➤ ২.৩.৪ কোন স্থানীয় বায়ু ডাক্তার বায়ু নামে পরিচিত ?
Q ➤ ২.৩.৫ ভারতের ‘সিলিকন ভ্যালি’ কাকে বলে ?
Q ➤ ২.৩.৬ হীরক চতুর্ভুজ কথাটি কোন পরিবহণের সাথে যুক্ত ?
Q ➤ ২.৩.৭ একটি নিষ্ক্রিয় সেন্সরের নাম লেখো।
📌আরো দেখুনঃ
📌মাধ্যমিকের মক্ টেস্ট Click Here
📌মাধ্যমিকের প্রশ্নপত্র Click Here
📌দশম শ্রেণি ইউনিট টেস্ট Click Here