মাধ্যমিক ভূগোল MCQ মক্ টেস্ট অনলাইন সেট-২ | Madhyamik Geography Online MCQ Mock Test-2 wbbse

মাধ্যমিক ভূগোল MCQ মক্ টেস্ট অনলাইন সেট-২ | Madhyamik Geography Online MCQ Mock Test-2 wbbse

Madhyamik Exam Preparation Online Mock Test. আজকের বিষয় দশম শ্রেণির জন্য ভূগোল MCQ Mock Test. পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৩০ শতাংশের বেশি নম্বর থাকে। অনলাইন মক্‌ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে দারুণ ভাবে সাহায্য করে। তাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে সমস্ত বিষয়ের Online MCQ Mock Test- এর জন্য প্রশ্ন দেওয়া হল। এবার তোমরা নিজেরাই যাচাই করে নাও নিজের দক্ষতা।

GEOGRAPHY MCQ TEST – 2

১. বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো: ১৪×১=১৪

২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো। (যে কোনো ছয়টি) : ৬×১=৬

২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি) : ৬×১=৬

২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও। (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) : ৬×১=৬

Q ➤ ১.১ ভূপৃষ্ঠের সমতলীকরণ প্রক্রিয়াকে বলে- (ক) পুঞ্জিতক্ষয় (খ) অবরোহন (গ) আরোহণ (ঘ) পর্যায়ন।


Q ➤ ১.২ দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলে- (ক) জলবিভাজিকা (খ) দোয়াব (গ) উপত্যকা (ঘ) খাঁড়ি।


Q ➤ ১.৩ সমুদ্র উপকূলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট জলমগ্ন উপত্যকাকে বলে- (ক) রসেমতানে (খ) সার্ক (গ) ড্রামলিন (ঘ) ফিয়র্ড।


Q ➤ ১.৪ বায়ুমণ্ডলের কোন স্তরটি মেরুজ্যোতি সৃষ্টির কারণ- (ক) আয়নোস্ফিয়ার (খ) মেসোস্ফিয়ার (গ) ট্রপোস্ফিয়ার (ঘ) স্ট্রাটোস্ফিয়ার।


Q ➤ ১.৫ ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণাবাতকে বলে- (ক) হ্যারিকেন (খ) সাইক্লোন (গ) টাইফুন (ঘ) তাইফু।


Q ➤ ১.৬ যে অবস্থানে চাঁদ পৃথিবী সূর্য একই সরলরেখায় অবস্থান করে তাকে বলে- (ক) অ্যাপোজি (খ) পেরিজি (গ) প্রক্সিজিয়ান (ঘ) সিজিগি।


Q ➤ ১.৭ দূষিত বায়ুকে শুদ্ধ করার পদ্ধতিটি হলো- (ক) কম্পোস্টিং (খ) স্ক্রাবার (গ) ব্যাগাসি (ঘ) ম্যানিওর পিট।


Q ➤ ১.৮ যে গিরিপথটি শ্রীনগর ও জম্মুর সঙ্গে যোগাযোগ রক্ষা করে- (ক) সিপকিলা (খ) জোজিলা (গ) বানিহাল (ঘ) নাথুলা।


Q ➤ ১.৯ মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে বলে- (ক) মালাবার (খ) কঙ্কন (গ) করমণ্ডল (ঘ) উত্তর সরকার।


Q ➤ ১.১০ গোদাবরী ও কৃষ্ণা নদীর বন্ধী অঞ্চলের মধ্যবর্তী অংশে অবস্থিত একটি হ্রদ হল- (ক) চিলকা (খ) কোলেরু (গ) পুলিকট (ঘ) ভেম্বানাদ।


Q ➤ ১.১১ ছোটনাগপুর মালভূমিতে সৃষ্টি হয়েছে- (ক) ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য (খ) চিরহরিৎ অরণ্য (গ) পার্বত্য অরণ্য (ঘ) ম্যানগ্রোভ অরণ্য।


Q ➤ ১.১২ চেন্নাই-এর টাইডেল পার্ক যে শিল্পের জন্য বিখ্যাত সেটি হল- (ক) পেট্রোরাসায়নিক শিল্প (খ) লৌহ ইস্পাত শিল্প (গ) কার্পাস বস্ত্রবয়ন শিল্প (ঘ) তথ্যপ্রযুক্তি শিল্প।


Q ➤ ১.১৩ বৃষ্টির জল সংরক্ষণে ভারতের অগ্রণী রাজ্য হল- (ক) পশ্চিমবঙ্গ (খ) মহারাষ্ট্র (গ) হরিয়ানা (ঘ) তামিলনাড়ু।


Q ➤ ১.১৪ উপগ্রহ চিত্রের ছদ্ম রঙে লাল রং-এ চেনা যায়- (ক) সবুজ উদ্ভিদ (খ) জনবসতি (গ) রাস্তাঘাট (ঘ) পতিত জমি।


Q ➤ ২.১.১ পার্বত্য এলাকায় হিমরেখাগুলি সবসময় স্থির থাকে।


Q ➤ ২.১.২ সিফ বালিয়াড়ি দেখতে অর্ধ চন্দ্রাকার।


Q ➤ ২.১.৩ ট্রপোস্ফিয়ারের উচ্চতা বাড়লে উষ্ণতা বাড়ে।


Q ➤ ২.১.৪ ব্ল্যাকফুট রোগ হয় আর্সেনিকের প্রভাবে।


Q ➤ ২.১.৫ লৌহ ইস্পাত শিল্প একটি স্থানু শিল্পের উদাহরণ।


Q ➤ ২.১.৬ NH-44 হল ভারতের দীর্ঘতম সড়কপথ।


Q ➤ ২.১.৭. ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ – স্পুটনিক।


Q ➤ ২.২.১ পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম ____________ ।


Q ➤ ২.২.২ প্রায় সমতল মরুভূমির মধ্যে বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে থাকা কঠিন শিলা দ্বারা গঠিত টিলাগুলিকে __________ বলে।


Q ➤ ২.২.৩ পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ অবস্থান করার সময় যে জোয়ার হয় তাকে ___________ বলে।


Q ➤ ২,২.৪ ___________ পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ।


Q ➤ ২.২.৫ জায়িদ শস্য চাষ করা হয় ____________ কালে।


Q ➤ ২.২.৬ উন্নয়নের জীবনরেখা বলা হয় ____________ পথকে।


Q ➤ ২.২.৭ ভারতের ডেট্রয়েট নামে পরিচিত __________শহর।


Q ➤ ২.৩.১ হিমবাহের সঞ্চয়কাজের ফলে গঠিত ডিমের ঝুড়ির মতো ভূমিরূপটির নামা লেখো।


Q ➤ ২.৩.২ নদীর পুরোনো ও নতুন ঢালের ছেদবিন্দুতে কী গঠিত হয় ?


Q ➤ ২.৩.৩ বায়ুর চরম আর্দ্রতার একক কী ?


Q ➤ ২.৩.৪ কোন সমুদ্রস্রোতের প্রভাবে লন্ডনের জলবায়ু উষ্ণ হয় ?


Q ➤ ২.৩.৫ ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটির নাম কী ?


Q ➤ ২.৩.৬ ভারতের সর্বাধিক মৃত্তিকা ক্ষয়প্রবণ রাজ্য কোনটি ?


Q ➤ ২.৩.৭ ভারতে সবুজ বিপ্লবের- সুফল কোন্ শস্যের ক্ষেত্রে সব থেকে বেশি দেখা যায় ?


Q ➤ ২.৩.৮ উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক কী ?


📌আরো দেখুনঃ

📌মাধ্যমিকের মক্ টেস্ট Click Here

📌মাধ্যমিকের প্রশ্নপত্র Click Here

📌দশম শ্রেণি ইউনিট টেস্ট Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:5 mins read