HS Bengali 3rd Semester Question Paper 2026 wbchse | উচ্চ মাধ্যমিক বাংলা তৃতীয় সেমিস্টার প্রশ্নপত্র ২০২৬

HS Bengali 3rd Semester Question Paper 2026 wbchse | উচ্চ মাধ্যমিক বাংলা তৃতীয় সেমিস্টার প্রশ্নপত্র ২০২৬

📌উচ্চমাধ্যমিক সমস্ত বিষয় প্রশ্নপত্র Click Here

বাংলা
‘ক’ ভাষা
সেমিস্টার-III
২০২৬

মোট সময় : ১ ঘন্টা ১৫ মিনিট            পূর্ণমান : ৪০

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি

পরীক্ষার্থীর উদ্দেশে নির্দেশাবলি :

1. উত্তর দেওয়ার পূর্বে OMR উত্তরপত্রে 1 নং পৃষ্ঠায় প্রদত্ত 1 থেকে 5 এন্ট্রিগুলি সতর্কভাবে পূরণ করবে (বেজিস্ট্রেশন নং, রোল নং, প্রশ্নপুস্তিকা ক্রমসংখ্যা, বিষয় এবং পরীক্ষার্থীর পূর্ণ স্বাক্ষর)। অন্যথায় OMR উত্তরপত্রের মূল্যায়ন হবে না এবং এর জন্য পরীক্ষার্থী সম্পূর্ণরূপে দায়ী থাকবে। এন্ট্রি নং 6 এবং 7 কেবলমাত্র ইনভিজিলেটর পূরণ করবে।

2. OMR উত্তরপত্রের 2 নং পৃষ্ঠায় প্রদত্ত সকল নির্দেশাবলি মনোযোগসহকারে পড়বে এবং ঐ অনুযায়ী কাজ করবে।

3. এই প্রশ্নপুস্তিকায় 40 টি বহুবিকল্পভিত্তিক প্রশ্ন আছে।

4. সকল প্রশ্নই আবশ্যিক। প্রতিটি প্রশ্নের মান 1। ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না।

5. প্রশ্নগুলির উত্তর OMR উত্তরপত্রের 1 নং পৃষ্ঠার এন্ট্রি নং 8-এর অধীন ঘরগুলিতে দিতে হবে।

6. পরীক্ষার্থীর OMR উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল / কালো বলপয়েন্ট পেন ব্যবহার করা আবশ্যিক।

7. প্রদত্ত উদাহরণ অনুযায়ী প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে কেবলমাত্র একটি বৃত্ত বস্তুসহকারে পূর্ণরূপে গাঢ় / ভরাট করতে হবে। পেনের কালি বৃত্তের বাইরে যাবে না। কোনোরূপ পরিবর্তন / কাটা / ওভাররাইটিং / মোছার অনুমতি নেই।

8. উদাহরণস্বরূপ : কোনো একটি প্রশ্নের যদি বিকল্প (B) সঠিক উত্তর হয় তবে বৃত্তটি গাঢ় / ভরাট করার ধরন :

9. খসড়া কার্য কেবলমাত্র প্রশ্নপুস্তিকাতে প্রদত্ত স্থানেই করতে হবে।

10. কোনো প্রকারেই OMR উত্তরপত্র ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না বা উত্তরপত্রে কোনো স্থানেই কোনো দাগ দেওয়া যাবে না।

11. পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে OMR উত্তরপত্রটি ইনভিজিলেটরকে অবশ্যই জমা দিতে হবে। পরীক্ষার্থী কেবলমাত্র তার সাথে প্রশ্নপুস্তিকাটি নিয়ে যেতে পারবে।

12. OMR উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য সাধারণ। সকল বিষয়ের প্রশ্ন শুরু প্রশ্ন নং ১ থেকে। পরীক্ষার্থী অবশ্যই তার Admit Card-এ উল্লিখিত নির্বাচিত বিষয় অনুযায়ী OMR উত্তরপত্রে উত্তর দেওয়া শুরু করবে ১নং প্রশ্ন থেকে যতগুলি প্রশ্ন আছে তত পর্যন্ত এবং অবশিষ্ট প্রশ্ন নম্বরগুলি ফাঁকা / অব্যবহৃত রাখতে হবে।

13. পরীক্ষার্থী অবশ্যই OMR উত্তরপত্রে এন্ট্রি নং 4-এ তার নির্বাচিত বিষয়ের পুরো নাম লিখবে।

14. উল্লিখিত নির্দেশাবলি পালন / মান্য না করলে OMR উত্তরপত্র বাতিল হিসেবে গণ্য হবে এবং মূল্যায়ন করা হবে না।

প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে OMR উত্তরপত্রে উত্তর দাও।

1. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও :

কবীরের ধর্ম ছিল ………………..।

(A) গান (B) না-থামা কখনও

(C) সত্যের বয়ান (D) দিগন্ত পেরনো

উত্তরঃ (C) সত্যের বয়ান।

2. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও :

শাণিত ইস্পাতখণ্ড। অভঙ্গুর। নাম ……………….।

(A) ভালোবাসা (B) বিশ্বাস

(C) শিরস্ত্রাণ (D) কবচকুণ্ডল

উত্তরঃ (A) ভালোবাসা।

3. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও:

নিশ্চিত পৌঁছুবো সেই ……………. খর্জুরের দ্বীপে।

(A) ছায়াময় (B) দূরতম

(C) তৃষ্ণাহর (D) অনির্বচনীয়

উত্তরঃ (C) তৃষ্ণাহর।

4. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও :

যাঁরা ………….. এসেছেন, তাঁরা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন।

(A) দেশে (B) গ্রামে (C) শহরে (D) লোকহিতায়

উত্তরঃ (D) লোকহিতায়।

5. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও :

দূরপত মারী-আই-কে ভোগের সঙ্গে দিত ……………..।

(A) পাকা কলা (B) খেজুর

(C) নারকেল (D) জামরুল

উত্তরঃ (C) নারকেল।

6. প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিগুলিকে বলে-

(A) কম্পিত ধ্বনি (B) তাড়িত ধ্বনি

(C ) পার্শ্বিক ধ্বনি (D) নাসিক্য ধ্বনি

উত্তরঃ (D) নাসিক্য ধ্বনি।

7. স্টাইল হল ব্যাকরণের সম্ভাবনার বিশেষ–

(A) নির্যাস (B) নিষ্কাশন

(C) বাচন ক্রিয়া (D) প্রতিক্রিয়া

উত্তরঃ (B) নিষ্কাশন।

8. ‘সংস্কৃত’ শব্দটি ক’টি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনি হয়েছে ?

(A) চারটি (B তিনটি (C) পাঁচটি (D) ছ’টি

উত্তরঃ (A) চারটি

9. খণ্ডধ্বনির নাম—

(A) বিভাজ্য ধ্বনি (B) অঘোষ ধ্বনি

(C) মহাপ্রাণ ধ্বনি (D) কম্পিত ধ্বনি

উত্তরঃ (A) বিভাজ্য ধ্বনি।

10. বাংলায় দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা—

(A) ১০০ টির বেশি (B) ২০০ টির বেশি

(C) ৩০০ টির বেশি (D) ৪০০ টির বেশি

উত্তরঃ (B) ২০০ টির বেশি।

11. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও :

আমরা আমাদের চার হাত চার ….……… একে যুঝবোই।

(A) পায়ে (B) জনে (C) চোখে (D) মাথায়

উত্তরঃ (C) চোখে।

12. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও :

বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনির সংখ্যা ……………।

(A) পাঁচটি (B) আটটি (C) চারটি (D) ছয়টি

উত্তরঃ (C) চারটি।

13. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও :

রবীন্দ্রনাথ হিন্দি গানের সুর নিয়ে মোট ………….. রচনা করেছেন।

(A) ৭৭ টি ধ্রুপদ (B) ৭০ টি খেয়াল

(C) ৬০ টি ধামার (D) ৫০ টি টপ্পা

উত্তরঃ (A) ৭৭ টি ধ্রুপদ।

14. ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো:

(i) আদরিণীকে ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল।

(ii) আদরিণীর সেই নবজলধরবর্ণ বিশাল দেহখানি আম্রবনের ভিতরে পতিত রহিয়াছে— তাহা আজ নিশ্চল-নিস্পন্দ।

(iii) ডালপালা প্রভৃতি মামুলী খাদ্য শেষ হইলে, মুখোপাধ্যায় মহাশয় স্বহস্তে মুঠা মুঠা করিয়া সেই রসগোল্লা হস্তিনীকে খাওয়ালেন।

(iv) আজ আর বৃদ্ধ তাহার কাছে গিয়া বিদায় সম্ভাষণ করিতে পারিলেন না।

বিকল্প সমূহ:

(A) (iii), (iv), (i), (ii) (B) (i), (iii), (iv), (ii)

(C) (iii), (i), (iv), (ii) (D) (iv), (iii), (ii), (i)

উত্তরঃ (C) (iii), (i), (iv), (ii)

15. সত্য ও মিথ্যা নির্ণয় করো:

(i) আমাদের ভাষা— সংস্কৃতর গদাই-লস্করি চাল— ঐ এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে।

(ii) কোন জেলার ভাষা সংস্কৃতর বেশি নিকট, সে কথাই হচ্ছে।

(iii) সমস্ত দেশের যাতে কল্যাণ, সেথা তোমার গ্রাম্য জেলা বা গ্রামের প্রাধান্যটি মনে রাখতে হবে।

(iv) এগুলো শোধরাবার লক্ষণ এখন হচ্ছে, এখন ক্রমে বুঝবে যে, যেটা ভাবহীন, প্রাণহীন— সে ভাষা, সে শিল্প, সে সঙ্গীত কোনও কাজের নয়।

বিকল্প সমূহ:

(A) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য

(B) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) মিথ্যা, (iv) সত্য

(C) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (in সত্য, (iv) সত্য

(D) (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা

উত্তরঃ (B) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) মিথ্যা, (iv) সত্য

16. বাংলা গানের জগতের ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টিকারী ‘তোমাকে চাই’ অ্যালবামটির গীতিকার, সুরকার ও গায়ক কে ?

(A) গৌতম চট্টোপাধ্যায়

(B) কবীর সুমন (সুমন চট্টোপাধ্যায়)

(C) নচিকেতা চক্রবর্তী

(D) অঞ্জন দত্ত

উত্তরঃ (B) কবীর সুমন (সুমন চট্টোপাধ্যায়)

17. ‘ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স’ গড়ে তোলেন—

(A) মেঘনাদ সাহা (B) জগদীশচন্দ্র বসু

(C) প্রফুল্লচন্দ্র রায় (D) সত্যেন্দ্রনাথ বসু

উত্তরঃ (A) মেঘনাদ সাহা

18. ‘বেটন কাপ’ ভারতে কোন্ খেলার সঙ্গে যুক্ত একটি টুর্নামেন্ট ?

(A) ফুটবল (B) হকি (C) লন টেনিস (D) ব্যাডমিন্টন

উত্তরঃ (B) হকি।

19. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও :

‘আদর, যাও মা …………….. মেলা দেখে এসো।’

(A) বামুনহাটের (B) বামুনগাছির

(C) পীরগঞ্জের (D) বীরপুরের

উত্তরঃ (A) বামুনহাটের।

20. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও :

অত্যাচারিত ……………. গরীর লোকের মোকর্দমা তিনি কত সময় বিনা ফিসে, এমনকি নিজে অর্থব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়াছেন।

(A) নিপীড়িত (B) উৎপীড়িত

(C) হতভাগ্য (D) আক্রান্ত

উত্তরঃ (B) উৎপীড়িত।

21. জরিমানা মকুবের জন্য মোক্তার মহাশয় কত টাকা ব্যয় করেছিলেন ?

(A) ২০০০ টাকা (B) ৩০০০ টাকা

(C) ৪০০০ টাকা (D) ১৭০০ টাকা

উত্তরঃ (D) ১৭০০ টাকা।

22. আদরিণী মারা যাওয়ার পর মুখোপাধ্যায় মহাশয় কতদিন জীবিত ছিলেন ?

(A) এক মাস (B) ছয় মাস

(C) পাঁচ মাস (D) দুই মাস

উত্তরঃ (D) দুই মাস।

23. আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল–

(A) পাঁচ টাকা (B) সাত টাকা

(C) নয় টাকা (D) দশ টাকা

উত্তরঃ (A) পাঁচ টাকা।

24. জয়রাম মুখোপাধ্যায় কত টাকা দিয়ে হস্তিনী কিনেছিলেন ?

(A) দুই হাজার (B) তিন হাজার

(C) এক হাজার পাঁচশো (D) দুই হাজার পাঁচশো

উত্তরঃ (A) দুই হাজার।

25. ‘ধর্ম’ কবিতাটির মূল গ্রন্থ—

(A) অন্ধকার বারান্দা

(B) অন্ধকার লেখা গুচ্ছ

(C) ধর্মে আছো জিরাফেও আছো।

(D) কর্কটক্রান্তির দেশ

উত্তরঃ (B) অন্ধকার লেখা গুচ্ছ।

26. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো :

ক-স্তম্ভ খ-স্তম্ভ
(i) জয়রাম মুখোপাধ্যায় (a) জমিদার
(ii) কুঞ্জবিহারী বাবু (b) ডাক্তার
(iii) নগেন (c) জুনিয়ার উকিল
(iv) উমাচরণ লাহিড়ী (d) মোক্তার

(A) (i)-(b), (i)-(a), (iii)-(d), (iv)-(c)

(B) (i)-(d), (ii)-(b), (iii)-(c), (iv)-(d)

(C) (i)-(d), (ii)-(c), (iii)-(b), (iv)-(a)

(D) (i)-(a), (ii)-(d), (iii)-(b), (iv)-(c)

উত্তরঃ (C) (i)-(d), (ii)-(c), (iii)-(b), (iv)-(a)

27. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:

ক-স্তম্ভ খ-স্তম্ভ
(i) আবদুল করিম খাঁ (a) কবি ও নাট্যকার
(ii) আইনস্টাইন (b) চিত্রশিল্পী
(iii) ভ্যান গঘ (c) সংগীত শিল্পী
(iv) গার্সিয়া লোরকা (d) বিজ্ঞানী

(A) (i)-(c), (ii)-(d), (iii)-(b), (iv)-(a)

(B) (i)-(b), (ii)-(a), (iii)-(c), (iv)-(d)

(C) (i)-(d), (ii)-(c), (iii)-(a), (iv)-(b)

(D) (i)-(c), (ii)-(b), (iii)-(a), (iv)-(d)

উত্তরঃ (A) (i)-(c), (ii)-(d), (iii)-(b), (iv)-(a)

28. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:

ক-স্তম্ভ খ-স্তম্ভ
(i) ঝুলন গোস্বামী (a) ফুটবল
(ii) দিব্যেন্দু বড়ুয়া (b) সাঁতার
(iii) গোষ্ঠ পাল (c) ক্রিকেট
(iv) আরতি সাহা (d) দাবা

(A) (i)-(d), (ii)-(c), (iii)-(b), (iv)-(a

(B) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)

(C) (i)-(c), (ii)-(b), (iii)-(a), (iv)-(d)

(D) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)

উত্তরঃ (D) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)

29. বিবৃতি (Assertion) ও কারণ (Reason) -এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো :

নিম্নে প্রদত্ত প্রশ্নটিতে দুটি অংশ রয়েছে। প্রথম অংশটি বিবৃতি (A) এবং দ্বিতীয় অংশটি কারণ (R)। নির্দেশ অনুযায়ী সঠিক উত্তরটির সন্ধান করো :

বিবৃতি (A) : গ্রামের লোকেরা ভেবেছিল পোটরাজ মারী-আই-এর কুনজরে পড়েছে।

কারণ (R) : গ্রামের মানুষেরা মারী-আইকে গ্রামের বাইরে রেখে আসতে চেয়েছিল।

(A) (A) ভুল, (R) ঠিক

(B) (A) ঠিক, (R) ভুল

(C) (A) এবং (R) উভয়েই ঠিক

(D) (A) এবং (R) উভয়েই ভুল

উত্তরঃ (C) (A) এবং (R) উভয়েই ঠিক

30. সমার্থকতার উদাহরণ হিসেবে কোনগুলি ঠিক ?

(i) পাখি, পক্ষী, খেচর, বিহঙ্গ

(ii) জননী, মাতা, তনয়া, আত্মজা

(iii) পর্বত, দিবাকর, তটিনী, গিরি

(iv) আনন্দ, হর্ষ, পুলক, প্রফুল্লতা

(A) (ii) ও (iii) (B) (i) ও (iv)

(C) ( ii) ও (iv) (D) (iii) ও (iv)

উত্তরঃ (B) (i) ও (iv)

31. ‘পোটরাজ’ গল্পটি অনুবাদ করেছেন–

(A) সুনন্দন চক্রবর্তী (B) সুচন্দন চক্রবর্তী

(C) সুনীল চক্রবর্তীতে (D) সুনন্দন মুখার্জী

উত্তরঃ (A) সুনন্দন চক্রবর্তী।

32. আমাদের দু’জনের হাতগুলোই লাগবে—

(A) ধুয়ে মুছে আগুন বানানোর জন্য

(B) কারনেশন ফুলের জন্য

(C) মধু তালাসের জন্য

(D) পাথরে ফাটলেও বাসা বানানোর জন্য

উত্তরঃ (A) ধুয়ে মুছে আগুন বানানোর জন্য

33. ‘ক’ থেকে ‘ম’ পর্যন্ত পঁচিশটি ধ্বনিকে বলা হয়—

(A) অল্পপ্রাণ ধ্বনি (B) স্পর্শধ্বনি

(C) অঘোষ ধ্বনি (D) ঘোষধ্বনি

উত্তরঃ (B) স্পর্শধ্বনি।

34. ‘মিঠু কাল স্কুলে যাবে’ এবং ‘মিঠু কাল স্কুলে যাবে ?’— এই দুটি বাক্যের উচ্চারণ বৈশিষ্ট্য দু’রকমের। এই বৈশিষ্ট্যকে বলে—

(A) যতি (B) শ্বাসাঘাত (C) সুরতরঙ্গ (D) দৈর্ঘ্য

উত্তরঃ (C) সুরতরঙ্গ।

35. ‘দারুণ’ শব্দের আদি অর্থ দারু বা কাইনির্মিত। পরিবর্তিত অর্থ ‘অত্যন্ত’। এটি শব্দার্থ পরিবর্তনের কোন্ নিয়মে হয়েছে ?

(A) প্রসার (B) উৎকর্ষ (C) রূপান্তর (D) সংকোচ

উত্তরঃ (C) রূপান্তর।

36. ‘দিগ্বিজয়ে যেতে হবে’ দিগ্বিজয়ের জন্য কে সাজিয়ে দিলেন ?

(A) দুয়োরানী (B) সুয়োরানী

(C) রাজকন্যা (D) রাজমাতা

উত্তরঃ (A) দুয়োরানী।

37. ‘খর্জুরের দ্বীপ’ আসলে কী ?

(A) যে দ্বীপ কবি আবিষ্কার করতে চান

(B) যেখানে কবি বসবাস করতে চান

(C) যেখানে কবি হারিয়ে যেতে চান

(D) যেখানে কবি পৌঁছতে চান

উত্তরঃ (D) যেখানে কবি পৌঁছতে চান।

38. ‘চলিতভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না ? — ‘চলিতভাষা’ বলতে বোঝায়—

(A) চলতে চলতে যে ভাষা বলা হয়

(B) সংস্কৃত ছাড়া অন্য ভাষা

(C) মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন ভাষা

(D) যে ভাষায় কম সংখ্যক মানুষ কথা বলে

উত্তরঃ (C) মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন ভাষা।

39. সংস্কৃত ভাষাকে স্বামী বিবেকানন্দ বলেছেন

(A) কথ্য ভাষা (B) জ্যান্ত ভাষা

(C) মরা ভাষা (D) আঞ্চলিক ভাষা

উত্তরঃ (C) মরা ভাষা।

40. দুটো চলিতভাষায় যে ভাবরাশি আসবে, তা পাওয়া যাবে না—

(A) দু’হাজার ছাঁদি বিশেষণে

(B) সাধুপন্ডিতি ভাষায়

(C) আলংকারিক ভাষায়

(D) কোনো লিখিত ভাষায়

উত্তরঃ (A) দু’হাজার ছাঁদি বিশেষণে।

📌 আরো দেখুনঃ

📌 উচ্চমাধ্যমিক সমস্ত বিষয় প্রশ্নপত্র Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:9 mins read