3rd SUMMATIVE EVALUATION
CLASS 9 (IX) WBBSE
GEOGRAPHY QUESTION PAPER
Class 9 Geography 3rd Unit Test Question Paper Set-3 wbbse | নবম শ্রেণির ভূগোল বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র সেট-৩
📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 নবম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
Set-3
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
নবম শ্রেণি
বিষয় : ভূগোল
সময় : ৩.১৫ ঘণ্টা পূর্ণমান : ৯০
ক-বিভাগ
১। সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো : ১×১৪=১৪
১.১ ‘জিয়ড’ শব্দের অর্থ-
(ক) অভিগত গোল (খ) পৃথিবীর বিপরীত
(গ) পৃথিবী সদৃশ (ঘ) গোল
১.২ সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব-
(ক) 14-95 কোটি কিমি (খ) 14-95 কিমি
(গ) 15 লক্ষ কিমি (ঘ) ৭ কোটি মাইল
১.৩ পৃথিবীর আবর্তনজনিত যে বল বায়ুপ্রবাহের দিক পরিবর্তন করে-
(ক) অভিকর্ষজ বল (খ) অভিকেন্দ্রিক বল
(গ) কোরিওলিস বল (ঘ) অভিযোজন বল
১.৪ পৃথিবীর উভয় গোলার্ধের 23°30′ থেকে 60°30′ অক্ষাংশের মধ্যবর্তী তাপবলয় হল-
(ক) নিরক্ষীয় অঞ্চল (খ) ক্রান্তীয় অঞ্চল
(গ) উষ্ণমণ্ডল (ঘ) নাতিশীতোষ্ণ মণ্ডল
১.৫ ভারতের প্রমাণ সময় হল-
(ক) 82°30′ পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময়
(খ) 80°30′ দক্ষিণ দ্রাঘিমার স্থানীয় সময়
(গ) 40°30′ পশ্চিম দ্রাঘিমার স্থানীয় সময়
(ঘ) 23°30′ উত্তর দ্রাঘিমার স্থানীয় সময়।
১.৬ ভারতের লাভা মালভূমি হল-
(ক) মালব (খ) লাদাখ (গ) সিনকিয়াং (ঘ) পামির
১.৭ সমপ্রায়ভূমির মধ্যে অবস্থিত কঠিন শিলাবিশিষ্ট অনুচ্চ টিলাকে বলে-
(ক) পেডিমেন্ট (খ) কার্ষ্ট (গ) শীল্ড (ঘ) মোনাডনক
১.৮ আবহবিকার সৃষ্ট বিভিন্ন পদার্থের বন্টনের কারণে সৃষ্ট কঠিন ত্বক-
(ক) উর (খ) রেগোলিথ (গ) ভূরিকাস্ট (ঘ) টেরারোজা
১.৯ বর্ষার সময়ে একটানা 15 দিন মোট বৃষ্টিপাতের পরিমাণ 0-8 মিমি-এর কম হলে, তা—
(ক) শুদ্ধ খরা (খ) আংশিক খরা
(গ) পূর্ণ খরা (ঘ) অতি খরা
১.১০ ONGC-এর সদর দফতর যে স্থানে অবস্থিত-
(ক) বরোদা (খ) সুরাট (গ) দেহরাদুন
(ঘ) হানসাপুং
১.১১ ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র-
(ক) দেহার (হিমাচলপ্রদেশ) (খ) শিবসমুদ্রম (কর্ণাটক)
(গ) হীরাকুঁদ (ওড়িশা) (ঘ) নিজামসাগর (অন্ধ্রপ্রদেশ)
১.১২ পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র-
(ক) বাংলাদেশ (খ) নেপাল (গ) মায়ানমার
(খ) ভূটান
১.১৩ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ-
(ক) সান্দাকফু (খ) ফালুট (গ) গোর্গাবুরু (ঘ) সবরগ্রাম
১.১৪ ক্যাশসূচক মেল (RF) নির্ণয়ের সূত্র হল-
(ক) ভূমিভাগের দূরত্ব ÷ মানচিত্রের দূরত্ব
(খ) ভূমিভাগের দূরত্ব + মানচিত্রের দূরত্ব
(গ) ভূমিভাগের দূরত্ব × মানচিত্রের দূরত্ব
(ঘ) মানচিত্রের দূরত্ব ÷ ভূমিভাগের দূরত্ব
খ-বিভাগ
২। নির্দেশমতো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :
২.১ বিবৃতিগুলি শুদ্ধ হলে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো (যে-কোনো ছয়টি) : ১×৬=৬
২.১.১ হ্যাডলির অক্ট্যান্ট নক্ষত্রটিকে কেবলমাত্র পৃথিবীর দক্ষিণ গোলার্ধ থেকে দেখা যায়।
২.১.২ পৃথিবীর উত্তর মেরু অঞ্চলে যে মেরুজ্যোতি দেখা যায় তাকে অরোরা অস্ট্রালিস বলে।
২.১.৩ যান্ত্রিক আবহবিকারে উষ্ণতার ভূমিকা মুখ্য।
২.১.৪ পারমাণবিক শক্তির অন্যতম কাঁচামাল হল ইউরেনিয়াম।
২.১.৫ পশ্চিমবঙ্গের ‘তিস্তা’ একটি দক্ষিণবাহিনী নদী।
২.১.৬ ধানের উৎপাদন বৃদ্ধির জন্য নবদ্বীপে ধান গবেষণাকেন্দ্র গড়ে তোলা হয়েছে।
২.১.৭ ভার্নিয়ার স্কেল স্বয়ংসম্পূর্ণ স্কেল নয়, এটি মূল স্কেলের পরিপূরক পাঠ দান করে।
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে-কোনো ছয়টি) : ১×৬=৬
২.২.১ উত্তর গোলার্ধে ___________ দিনটি কর্টসংক্রান্তি বা উত্তর অয়নান্ত দিবস হিসেবে পরিচিত।
২.২.২ অক্ষাংশের সর্বোচ্চ মান ____________ উত্তর বা দক্ষিণ।
২.২.৩ গুজরাটের ____________ ভারত তথা এশিয়ার বৃহত্তম বায়ুবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র।
২.২৪ পাটজাত দ্রব্য উৎপাদনে ভারত পৃথিবীতে _______________।
২.২.৫ হিন্দুস্থান সিস্টল লিমিটেড (HSL) কারখানা পশ্চিমবঙ্গের _____________ অবস্থিত।
২.২.৬ পশ্চিমবঙ্গের ____________ তে তন্তুজ, তসর, রেশম বয়নশিল্প গড়ে উঠেছে।
২.২.৭. পশ্চিমবঙ্গের ______________ এ সার্ভে অফ ইন্ডিয়ার শাখা অবস্থিত।
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে-কোনো ছয়টি) : ১×৬=৬
২.৩.১ পশ্চিমবঙ্গের ‘পাট গবেষণা কেন্দ্র’ কোথায় অবস্থিত ?
২.৩.২ সৌরজগতে কোন গ্রহের ‘পরিক্রমণ কাল’ সবচেয়ে কম ?
২.৩.৩ এশিয়ার কোন পর্বতকে নবীন ভঙ্গিল পর্বত বলা যায় ?
২.৩.৪ 2004 সালের ১৩ ডিসেম্বর কোন মহাসাগরে ভয়ংকর ‘সুনামি’ সৃষ্টি হয়েছিল ?
২.৩.৫ পশ্চিমবঙ্গের একটি পর্যটন ক্ষেত্রের নাম লেখো যা সৈকতভূমিতে অবস্থিত ?
২.৩.৬ কলকাতায় অবস্থিত একটি তথ্যপ্রযুক্তি শিল্প সংস্থার নাম লেখো।
২.৩.৭ কোন মানচিত্র একটি দেশের প্রতিরক্ষা ও সামরিক ক্ষেত্রে বিশেষ প্রয়োজন ?
২.৪ বামদিকের সাথে ডানদিক মিলিয়ে লেখো : ১×৪=৪
বামদিক | ডানদিক |
২.৪.১ সময়মাপক যন্ত্র | ১. লিও পিচোঁ |
২.৪.২ পাত সংস্থান তত্ত্বের জনক | ২. দুর্গাদুয়ানি |
২.৪.৩ মৃত্তিকা সংরক্ষণ | ৩. ক্রোনোমিটার |
২.৪.৪ জোয়ারভাটা শক্তি কেন্দ্র | ৪. শস্যাবর্তন |
গ-বিভাগ
৩। নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : ২×৬=১২
৩.১ মহাশূন্য থেকে পৃথিবীর নানা অংশের রং কেমন দেখায় ? অথবা, নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ সর্বাধিক কেন ?
৩.২. পৃথিবীর আন্তর্জাতিক তারিখ রেখাটিকে বক্রভাবে টানার কারণ কী ? অথবা, ‘গ্রস্ত উপত্যকা’ বলতে কী বোঝো ?
৩.৩ ‘উপকূলীয় সমভূমি’ উৎপত্তির কারণ কী ? অথবা, ‘কার্বনেশন’ বলতে কী বোঝো ?
৩.৪ তুষার ঝড়ের কারণ কী ? অথবা, ‘অগ্ন্যুৎপাত’ বলতে কী বোঝো ?
৩.৫ কোন প্রকারের কয়লাকে কেন সর্বাপেক্ষা উন্নত শ্রেণির কয়লা বলা হয় ? অথবা, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের ‘চিরহরিৎ’ অরণ্যের বৈশিষ্ট্য কী ?
৩.৬ পশ্চিমবঙ্গের হাওড়াকে ‘প্রাচ্যের শেফিল্ড’ বলার কারণ কী ? অথবা, ‘রাজনৈতিক মানচিত্র বলতে কী বোঝো ?
‘ঘ’ -বিভাগ
৪। নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : ৩×৪=১২
৪.১ পৃথিবীতে মনুষ্য বসবাসের কারণগুলি উল্লেখ করো।
অথবা, ‘উষা’ ও ‘গোধূলি’ বলতে কী বোঝো ?
৪.২ আগ্নেয় পর্বতের (সঞ্চয়জাত পর্বত) সঙ্গে ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বতের তিনটি পার্থক্য দেখাও।
অথবা, শল্কমোচন ও ক্ষুদ্রকণা বিশরণের তিনটি পার্থক্য দেখাও।
৪.৩ ‘বন্যা’ নিয়ন্ত্রণের তিনটি পদ্ধতি বিবৃত করো।
অথবা, বিপর্যয় মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকারের নীতিগুলি উল্লেখ করো।
৪.৪ খনিজ তেলের বহুমুখী ব্যবহার সম্পর্কে ধারণা দাও।
অথবা, পাবর্ত্য অঞ্চলের নদনদীর সঙ্গে মালভূমি অঞ্চলের নদনদীর বৈশিষ্ট্যগত তিনটি পার্থক্য নির্ণয় করো।
অথবা, টোপোগ্রাফিক্যাল মানচিত্রের গুরুত্ব ও ব্যবহার উল্লেখ করো।
‘ঙ’ – বিভাগ
৫। নির্দেশ অনুসারে প্রশ্নগুলির উত্তর দাও :
৫.১ যে-কোনো দুটি প্রশ্নের যথাযথ উত্তর দাও : ৫×২=১০
৫.১.১ যখন কলকাতায় (88° 30° পূর্ব, 22°34′ উত্তর) স্থানীয় সময় সকাল 8 (আট) টা, শুক্রবার, 1996 খ্রিস্টাব্দ, তখন প্রতিপাদ স্বানের সময়, বার ও তারিখ নির্ণয় করো।
৫.১.২ পৃথিবীর পরিক্রমণ গতির প্রভাবে ‘সূর্যের আপাত বার্ষিক গতি ও দিন-রাত্রির হ্রাস-বৃদ্ধি ব্যাখ্যা করো।
৫.১.৩ মালভূমি সৃষ্টির কারণ এবং মালভূমির বৈশিষ্ট্য উল্লেখ করো।
৫.১.৪ আবহবিকারের ফলাফলগুলি লিপিবদ্ধ করো এবং শব্দছকের মাধ্যমে মৃত্তিকা সৃষ্টির পর্যায়ক্রম উল্লেখ করো।
৫.২ যে-কোনো দুটি প্রশ্নের যথাযথ উত্তর দাও : ৫×২=১০
৫.২.১ উত্তর-পূর্ব ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্র অধিক মাত্রায় গড়ে ওঠার কারণ কী ?
৫.২.২ পশ্চিমবঙ্গের ‘ঋতুচক্র’ বিবৃত করো।
৫.২.৩ পশ্চিমবঙ্গের চা শিল্পের উন্নতির কারণগুলি লিপিবদ্ধ করো।
৫.২.৪ মৌজা মানচিত্রের বৈশিষ্ট্য উল্লেখ করো এবং রাজনৈতিক মানচিত্র সম্পর্কে ধারণা দাও।
চ-বিভাগ
৬। প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত পশ্চিমবঙ্গের রেখামানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও : ১×১০=১০
৬.১ বদ্বীপ অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ।
৬.২ তরাই অঞ্চল।
৬.৩ দামোদর নদ।
৬.৪ অযোধ্যা পাহাড়।
৬.৫ নদিয়ার কার্পাস বয়ন শিল্পকেন্দ্র।
৬.৬ হলদিয়া বন্দর।
৬.৭ বহরমপুর (মুর্শিদাবাদ)।
৬.৮ জলবিদ্যুৎ কেন্দ্রে।
৬.৯ ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল।
৬.১০ অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল
📌 আরো দেখুনঃ
📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 নবম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here