2ND SUMMATIVE EVALUATION
CLASS 9 (IX) WBBSE
GEOGRAPHY QUESTION PAPER
Set-3
Class 9 Geography 2nd Unit Test Question Paper Set-3 wbbse | নবম শ্রেণি ভূগোল দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৩
📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
সিলেবাস/Syllabus—
৩. পৃথিবীপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়
৪. ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ
৫. আবহবিকার
৮. পশ্চিমবঙ্গ (অবস্থান ও প্রশাসনিক বিভাগ, প্ৰাকৃতিক পরিবেশ)
DIGNAGAR GIRL’S HIGH SCHOOL (H.S)
2nd Summative Evaluation-2024
CLASS IX
Subject : Geography
Full Mark : 40 Time : 1 Hour 20 Minutes
১। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১x৮=৮
১.১ সমপ্রায় ভূমির মাঝে যে শক্ত পাথরের টিলা থাকে তাকে বলে—
(ক) ইনসেলবার্জ (খ) মোনাডনক্ (গ) পেডিমেন্ট (ঘ) পিডমন্ট
১.২ কার্সী ভূমিরূপ যে আবহবিকারের ফলে ঘটে তা হল—
(ক) জারন (খ) অঙ্গারযোজন (গ) শল্কমোচন
(ঘ) জলযোজন
১.৩ ভারতের একটি জীবন্ত আয়ের পর্বত হল—
(ক) আরাবল্লী (খ) শুশুনিয়া (গ) ব্যারেন (খ) সাতপুরা
১.৪ পশ্চিমবঙ্গের নবতম ও ২৩তম জেলা—
(ক) কালিম্পং (খ) আলিপুরদুয়ার
(গ) পশ্চিম বর্ধমান (ঘ) পূর্ব মেদিনীপুর
১.৫ পশ্চিমবঙ্গো ‘Nor-Wester’ দেখা যায়—
(ক) গ্রীষ্ম (খ) বর্ষা (গ) শরৎ (ঘ) শীত ঋতুতে
১.৬ মৃত্তিকা সংরক্ষণের একটি উপায় হল—
(ক) ধানচাষ (খ) ঝুমচাষ (গ) নগরায়ণ (ঘ) বৃক্ষরোপন
১.৭ কালিম্পং জেলাটি যে জেলা থেকে আলাদা হয়ে সৃষ্টি হয়েছে সেটি হল—
(ক) দাজিলিং (খ) আলিপুরদুয়ার (গ) জলপাইগুড়ি (ঘ) কোচবিহার
১.৮ পশ্চিমবঙ্গোর উচ্চতম শৃঙ্গ—
(ক) সান্দাকফু (খ) ফালুট (গ) সবরগ্রাম (ঘ) টাংলু
২। নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও : ১x৫=৫
২.১ দুটি স্তূপ পর্বতের মাঝে সৃষ্ট গ্রস্ত উপত্যকাকে ___________ বলে। (শূন্যস্থান পূরণ কর)
২.৩ পশ্চিমবঙ্গের পশ্চিমে অবস্থিত রাজ্যটির নাম কী ?
২.৪ পশ্চিমবঙ্গের ‘ধানের ভাণ্ডার’ বলা হয় কোন জেলাকে ?
২.৫ পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি ?
৩। অতি সংক্ষিপ্ত উত্তর দাও (৪টি) : ৪×২=৮
৩.১ তিস্তাকে ‘ত্রাসে নদী’ বলা হয় কেন ?
৩.২ রেগোলিথ বা ভু-স্তর কাকে বলে ?
৩.৩ পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশগুলির নাম লেখ।
৩.৪ আশ্বিনের ঝড় কী ?
৩.৫ ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি লেখো।
৩.৬ বহুমুখী নদী পরিকল্পনা বলতে কী বোঝ ?
৪। সংক্ষিপ্ত উত্তর দাও : ৩×৩=৯
৪.১ পর্বতবেষ্টিত মালভূমি ও ব্যবচ্ছিন্ন মালভূমির পার্থক্য লেখো।
অথবা, আগ্নেয় পর্বত ও ক্ষয়জাত পর্বতের মধ্যে পার্থক্য লেখো।
৪.২ দার্জিলিং হিমালয়ের বিভিন্ন উচ্চতায় বিভিন্ন প্রকার স্বাভাবিক উদ্ভিদ জন্মায় কেন ?
অথবা, পশ্চিমবঙ্গে শীতকাল শুষ্ক কেন ?
৪.৩ কীভাবে জলসম্পদ বাড়ানো ও সংরক্ষণ করা যায় ?
অথবা, শিলায় মরচে পড়ে কেন ?
৫। যে-কোন দুটি প্রশ্নের উত্তর দাও : ৫×২=১০
৫.১ সমভূমির শ্রেণিবিভাগ করো ও সঞ্চয়জাত সমভূমি সম্পর্কে আলোচনা করো (৩টি)।
অথবা, প্রস্তর চাঁই খন্ডীকরণ ও শঙ্কমোচন প্রক্রিয়া চিত্রসহ বর্ণনা করো।
৫.২ চা চাষের অনুকুল ভৌগোলিক পরিবেশের বিবরণ দাও।
অথবা, পশ্চিমবঙ্গে মালভূমি অঞ্চলের নদ-নদীর বিবরণ দাও।
📌আরও পড়ুনঃ
📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 নবম শ্রেণির বাংলা প্রশ্নোত্তর Click Here