2ND SUMMATIVE EVALUATION
CLASS 6 (VI) WBBSE
MATHEMATICS QUESTION PAPER
Set-1
Class 6 Mathematics 2nd Unit Test Question Paper Set-1 wbbse | ষষ্ঠ শ্রেণির গণিত দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-১
📌ষষ্ঠ শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌ষষ্ঠ শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫
ষষ্ঠ শ্রেণি
বিষয় : গণিত
পূর্ণমান-৫০ সময় : ১ ঘণ্টা ৪০ মিনিট
1. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : 1×10=10
(i) 200 টাকার 10% = কত টাকা ?
উত্তরঃ 200×`frac(10){100}`= 20 টাকা।
(ii) লসাগু-এর পুরো কথাটি কী ?
উত্তরঃ লঘিষ্ঠ সাধারণ গুণিতক।
(iii) `0.31\dot6` একটি ____________ আবৃত্ত দশমিক ভগ্নাংশ। (শূন্যস্থান পূরণ করো)
উত্তরঃ মিশ্র।
(iv) একটি বর্গক্ষেত্রের পরিসীমা 24 সেমি হলে, বাহুর দৈর্ঘ্য কত ?
উত্তরঃ বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য = (24÷4) = 6 সেমি।
(v) ‘–15 মিটার উপরে ওঠা’-এর বিপরীত রাশি কী ?
উত্তরঃ 15 মিটার নীচে নামা।
(vi) `\overline(AB)` রশ্মির প্রান্তবিন্দু ক-টি লেখো।
উত্তরঃ একটি।
(vii) `frac2(3)`- সসীম দশমিক না আবৃত্ত দশমিক সংখ্যা ?
উত্তরঃ আবৃত্ত দশমিক
(viii) 120 টাকার 15% কত টাকা?
উত্তরঃ 120 টাকার 15% = 120 ×`frac(15){100}`= 18 টাকা
(ix) 4 ডেসিমিটার 6 মিলিমিটার = কত মিলিমিটার?
উত্তরঃ (4×100) + 6 = 406 মিলিমিটার।
(x) ঘনকের শীর্ষবিন্দুর সংখ্যা ক-টি লেখো।
উত্তরঃ 8টি
2. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 2×2=4
(i) 3.432-কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো।
উত্তরঃ
`frac(3432–34){990}` = `frac(3398){990}` = `frac(1699){495}`
(ii) একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10.5 সেমি। বর্গক্ষেত্রের পরিসীমা কত?
উত্তরঃ বর্গক্ষেত্রের পরিসীমা = 4 × বর্গক্ষেত্রের বাহু = 4 × 10.5 = 42 সেমি।
(iii) 24, 36, 54-এর গসাগু নির্ণয় করো।
উত্তরঃ
24 = 2×2×2×3
36 = 2×2×3×3
54=2×3×3×3
নির্ণেয় গ.সা.গু = 2×3=6
ভাগ পদ্ধতিতে গ.সা.গু
3. যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : 4×4 = 16
(i) অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন ও 13% বাজার খরচ করেন। যদি প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তবে তিনি কত টাকা বাজার খরচ করেন ?
উত্তরঃ ধরি অনিলবাবুর মাসিক আয় x টাকা।
বাড়ি ভাড়া দেন, x×22%= x×`frac(22){100}`
শর্ত, x×`frac(22){100}` = 1870
বা, x=1870×`frac(100){22}` = 8500
অনিল বাবুর মাসিক আয় 8500 টাকা।
অতএব, তিনি বাজার খরচ করেন –
8500×`frac(13){100}` = 1105
(ii) একটি বাগানের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3 : 1। বাগানটির ক্ষেত্রফল 432 বর্গমিটার হলে, বাগানটির পরিসীমা কত ?
উত্তরঃ বাগানের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:1
ধরি, বাগানটির দৈর্ঘ্য 3x মিটার ও প্রস্থ x মিটার।
শর্ত, 3x.x = 432 বা, 3x² = 432
x² = `frac(432){3}` = 144
x = `sqrt(144)` = `sqrt(12×12)` = 12x² = `frac(432){3}` = 144
বাগানের দৈর্ঘ্য = 3×12 = 36 মিটার। বাগানের প্রস্থ 12 মিটার।
অতএব, বাগানটির পরিসীমা—
= 2(দৈর্ঘ্য+ প্রস্থ)
= 2(36+12)
= (2×48) = 96 মিটার।
(iii) 28, 33, 42 ও 77 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি 98765-এর নিকটতম, তা নির্ণয় করো।
উত্তরঃ
নির্ণেয় ল.সা.গু = 7×11×2×3×2=924
28, 33, 42 ও 77 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি 98765-এর নিকটতম তা হলো 98,868
(iv) গুণক 7.26 এবং গুণফল 913.5984 হলে, গুণ্য নির্ণয় করো।
উত্তরঃ গুণ্য = গুণফল ÷ গুণক = `frac(913.5984){7.26}` = 125.84
(v) 4.15 থেকে 2.646 বিয়োেগ করে বিয়োগফলের সঙ্গে কত যোগ করলে 10 পাওয়া যাবে?
উত্তরঃ 4.15 – 2.646 = 1.504 10-1.504 = 8.496
অতএব, বিয়োগফলের সঙ্গে 8.496 যোগ করলে 10 পাওয়া যাবে।
(vi) আয়তক্ষেত্রের পরিসীমা 170 সেমি। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 50 সেমি হলে, প্রস্থ কত ?
উত্তরঃ আয়তক্ষেত্রের পরিসীমা = 170 সেমি। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য = 50 সেমি।
অতএব, আয়তক্ষেত্রটির প্রস্থ—
= {পরিসীমা – (দৈর্ঘ্য×2)} ÷ 2
= {170 – (50×2)} ÷2
= {170 – 100} ÷ 2
= {70 ÷ 2} = 35 সেমি।
4. যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : 2×4=8
(i) সংখ্যারেখার সাহায্যে যোগফল নির্ণয় করো : (+15), (–8)
উত্তরঃ
নির্ণেয় যোগফল = +7
(ii) সংখ্যারেখার সাহায্যে যোগফল নির্ণয় করো: (+7), (–11)
উত্তরঃ
অতএব, নির্ণেয় যোগফল = –4
(iii) বিপরীত সূত্র প্রয়োেগ করে বিয়োেগ করো: (31) – (- 12)
উত্তরঃ (31) – (- 12)
বিপরীত সূত্র প্রয়োগ করে পাই, (31) + (12)
= (31 + 12) = 43
অতএব, নির্ণেয় বিয়োগফল = 43
(iv) সরল করো: (19) + (36) + (- 39)
উত্তরঃ (19) + (36) + (- 39)
= (19) + (36 – 39)
= (19) + (- 3)
= (+19 – 3)
= 16
(v) –৪-এর চেয়ে বড়ো 4টি ধনাত্মক পূর্ণসংখ্যা লেখো।
উত্তরঃ 1,2,3,4
(vi) –5 -এর পরম মানটি লেখো।
উত্তরঃ 5
(vii) 25-এর সঙ্গে কত যোগ করলে –42 পাওয়া যাবে?
উত্তরঃ (–42–25) = –67
5. যে-কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও : 2×6=12
(i) শঙ্কুর চিত্র আঁকো এবং শঙ্কু আকৃতির ঘনবস্তুর উদাহরণ দাও।
উত্তরঃ
রাজমিস্ত্রির ওলং একটি শঙ্কু আকৃতির ঘনবস্তুর উদাহরণ।
(ii) আয়তঘন ও ঘনকের মধ্যে পার্থক্য কী?
উত্তরঃ আয়তঘনের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার পরিমাপ আলাদা আলাদা হয়। কিন্তু ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সবগুলি সমান।
(iii) এমন একটি ঘনবস্তুর ছবি আঁকো যা একটি বক্রতল ও একটি সমতল দিয়ে গঠিত।
উত্তরঃ image
(iv) সমরেখ বিন্দু বলতে কী বোঝায়? চিত্র এঁকে দেখাও।
উত্তরঃ একই সরলরেখার ওপর অবস্থিত বিন্দুগুলোকে সমরেখ বিন্দু বলা হয়।
Image
(v) একটি আয়তঘনের ক-টি তল, ক-টি ধার এবং ক-টি কৌণিক বিন্দু আছে?
উত্তরঃ একটি আয়তঘনের 6টি তল, 12টি ধার এবং ৪টি কৌণিক বিন্দু আছে
(vi) সমবিন্দু কাকে বলে ? চিত্র এঁকে দেখাও।
উত্তরঃ কতকগুলো সরলরেখা একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করলে ঐ বিন্দুটিকে সমবিন্দু বলে। আর সরলরেখাগুলোকে সমবিন্দু সরলরেখা বলে।
(vii) শঙ্কুর সমতল ক-টি ও শীর্ষবিন্দু ক-টি?
উত্তরঃ শঙ্কুর সমতল 1টি ও শীর্ষবিন্দু 1টি
(viii) PQ ও RS দুটি পরস্পরছেদী সরলরেখাংশ আঁকো যারা পরস্পরকে ০ বিন্দুতে ছেদ করেছে।
উত্তরঃ
📌আরও পড়ুনঃ
📌ষষ্ঠ শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌ষষ্ঠ শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here