Class 6 History 2nd Unit Test Question Paper Set-1 wbbse | ষষ্ঠ শ্রেণি ইতিহাস দ্বিতীয় ইউনিট টেস্ট সেট-১

2ND SUMMATIVE EVALUATION
CLASS 6 (VI) WBBSE
HISTORY QUESTION PAPER

Set-1

Class 6 History 2nd Unit Test Question Paper Set-1 wbbse | ষষ্ঠ শ্রেণি ইতিহাস দ্বিতীয় ইউনিট টেস্ট সেট-১

📌ষষ্ঠ শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌ষষ্ঠ শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫
ষষ্ঠ শ্রেণি    বিষয় : ইতিহাস
সময় : ১ ঘণ্টা ৩০ মিনিট               পূর্ণমান : ৫০

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১x৫=৫

১.১ আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান–
(ক) জেন্দ-আবেস্তা, (খ) মহাকাব্য
(গ) ঋগ্বেদ (ঘ) পুরাণ।

উত্তরঃ (গ) ঋগ্বেদ।

১.২ মেগালিথ বলা হয়–
(ক) বড়ো পাথরের গাড়িকে
(খ) বড়ো পাথরের সমাধিকে,
(গ) বড়ো পাথরের খেলনাকে
(ঘ) বড়ো পাথরের বাড়িকে।

উত্তরঃ (খ) বড়ো পাথরের সমাধিকে।

১.৩ জৈন ধর্মের প্রধান প্রচারককে বলা হত–
(ক) কেবলিন (খ) মহাবীর (গ) তীর্থঙ্কর (ঘ) পার্শ্বনাথ।

উত্তরঃ (গ) তীর্থঙ্কর।

১.৪ পিটক কথার অর্থ হল–
(ক) ঝাঁপি (খ) ঝুড়ি (গ) সাজি (ঘ) বাটি।

উত্তরঃ (খ) ঝুড়ি।

১.৫ মৌর্য আমলে জেলা প্রশাসনকে বলা হত–
(ক) আহার (খ) বিহার (গ) প্রহার (ঘ) প্রতিহার।

উত্তরঃ (ক) আহার।

২। ‘ক’-স্তম্ভের সঙ্গে ‘খ’-স্তম্ভ মিলিয়ে লেখো :
১x৫=৫

‘ক’-স্তম্ভ ‘খ’-স্তম্ভ
(১) মজঝিম পতিপদা (ক) কনিষ্ক
(২) গুপ্ত সম্রাট (খ) গৌতম বুদ্ধ
(৩) কুষাণ সম্রাট (গ) সমুদ্রগুপ্ত
(৪) মৌর্য সম্রাট (ঘ) ধননন্দ
(৫) নন্দ রাজা (ঙ) অশোক

উত্তরঃ

‘ক’-স্তম্ভ ‘খ’-স্তম্ভ
(১) মজঝিম পতিপদা (খ) গৌতম বুদ্ধ
(২) গুপ্ত সম্রাট (গ) সমুদ্রগুপ্ত
(৩) কুষাণ সম্রাট (ঘ) অশোক
(৪) মৌর্য সম্রাট (ক) কনিষ্ক
(৫) নন্দ রাজা (ঙ) ধননন্দ

৩। নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ১x৫=৫

(ক) ঋবৈদিক যুগের প্রধান দেবতা কে ছিলেন ?

উত্তরঃ ইন্দ্র।

(খ) ‘সকলোত্তরপথনাথ’ কাকে বলা হত।

উত্তরঃ হর্ষবর্ধনকে।

(গ) আলেকজান্ডারের সেনাপতির নাম কী ?

উত্তরঃ সেলুকাস।

(ঘ) ‘এলাহাবাদ প্রশস্তি’র রচয়িতা কে ?

উত্তরঃ হরিষেন।

(ঙ) কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?

উত্তরঃ কুজুল কদফিসেস।

৪। নির্দেশ অনুযায়ী উত্তর দাও : ১x৬=৬

(ক) ঠিক / ভুল লেখো : বৌদ্ধধর্ম প্রচারের ভাষা ছিল সংস্কৃত।

উত্তরঃ ভুল (পালি)

(খ) শূন্যস্থান পূরণ করো : ‘ইন্ডিকা’ গ্রন্থের লেখক হলেন ____________।

উত্তরঃ মেগাস্থিনিস।

(গ) ঠিক / ভুল লেখো : জেন্দ-আবেস্তার শ্রেষ্ঠ দেবতা ইন্দ্র।

উত্তরঃ ভুল

(ঘ) বেমানান শব্দটি লেখো : ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শুদ্র, নৃপতি।

উত্তরঃ নৃপতি।

(ঙ) বেমানান শব্দটি লেখো : নাসিক লেখ , মহাস্থানগড় লেখ, অর্থশাস্ত্র, কার্লে লেখ।

উত্তরঃ অর্থশাস্ত্র।

(চ) শূন্যস্থান পূরণ করো : ‘শকারি’ বলা হয়, ___________কে।

উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত

৫। নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ২x৫=১০

(ক) ত্রিরত্ন কী ?

(খ) শ্বেতাম্বর কাদের বলা হয় ?

(গ) ‘পঞ্চমহাব্রত’ কী ?

(ঘ) বৈদিক সমাজ কটি শ্রেণিতে বিভক্ত ছিল ও কী কী ?

(ঙ) ‘আইহোল প্রশস্তি’ কে রচনা করেন ও কোন রাজার প্রসঙ্গে এটি রচিত হয় ?

উত্তরঃ রবি কীর্তি, দ্বিতীয় পুলকেশী।

৬। টীকা লেখো : ৩x৩=৯

(ক) চতুরাশ্রম। (খ) ষোড়শ মহাজনপদ।

(গ) দশ রাজার যুদ্ধ

৭। নীচের যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫x২=১০

(ক) বৈদিক যুগের শিক্ষাব্যবস্থা কেমন ছিল ?

(খ) মৌর্য শাসনব্যবস্থার প্রধান বিষয়গুলি উল্লেখ করো।

(গ) নব্যধর্ম আন্দোলনের উদ্ভবের কারণগুলি কী কী ?

📌ষষ্ঠ শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌ষষ্ঠ শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:3 mins read