Class 6 Bengali 2nd Unit Test Question Paper Set-1 wbbse | ষষ্ঠ শ্রেণির বাংলা দ্বিতীয় ইউনিট টেস্ট সেট-২

2ND SUMMATIVE EVALUATION
CLASS 6 (VI) WBBSE
BENGALI QUESTION PAPER

Set-1

Class 6 Bengali 2nd Unit Test Question Paper Set-1 wbbse | ষষ্ঠ শ্রেণির বাংলা দ্বিতীয় ইউনিট টেস্ট সেট-১

📌ষষ্ঠ শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌ষষ্ঠ শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫
ষষ্ঠ শ্রেণি
বিষয় : বাংলা

পূর্ণমান-৫০ সময় : ১ ঘণ্টা ৪০ মিনিট

১। সঠিক উত্তরটি নির্বাচন করো: (যে কোনো ৪টি) : ১×৪=৪

১.১ আগে বছর আরম্ভ হতো— (বৈশাখে / অগ্রহায়ণে / কার্তিক মাসে)।

উত্তরঃ অগ্রহায়ণে।

১.২ দেয়ালচিত্র এঁকে থাকেন সাধারণত গ্রামের (পুরুষেরা / মেয়েরা / বালকেরা)।

উত্তরঃ মেয়েরা।

১.৩ ‘ফাঁকি’ গল্পে আমের চারা এসেছিল–
(টবে / প্লাস্টিক প্যাকেটে / বস্তায় /মাটির হাঁড়িতে)।

উত্তরঃ মাটির হাঁড়িতে।

১.৪ হাট কবিতাটি লিখেছেন— (নীরেন্দ্রনাথ চক্রবর্তী / শক্তি চট্টোপাধ্যায় / যতীন্দ্রনাথ সেনগুপ্ত)।

উত্তরঃ যতীন্দ্রনাথ সেনগুপ্ত।

১.৫ পিঁপড়ে যে শ্রেণির অন্তর্গত— (পতঙ্গ / সরীসৃপ / পাখি / কীট)।

উত্তরঃ কীট

২। সঠিক উত্তরটি নির্বাচন করো (যে কোনো ৮টি) : ১×৮=৮

২.১ উপসর্গ বসে– (শব্দের আগে / শব্দের পরে / শব্দের মাঝে)।

উত্তরঃ শব্দের আগে।

২.২ বিভক্তিযুক্ত শব্দকে বলা হয়— (পদ / ধাতু বিভক্তি / শব্দ বিভক্তি।

উত্তরঃ পদ।

২.৩ অনুসর্গের একটি উদাহরণ হল— ( কে / দিয়ে / এ)।

উত্তরঃ দিয়ে।

২.৪ বিভক্তি যুক্ত হয়- (শব্দের শেষে / শব্দের মাঝে / শব্দের আগে / শব্দের পূর্বে)।

উত্তরঃ শব্দের শেষে।

২.৫ সংস্কৃত উপসর্গের সংখ্যা হল— (২০টি / ২১টি / ২২টি)।

উত্তরঃ ২০টি

২.৬ বিদেশি অনুসর্গের একটি উদাহরণ হল (বিনা / বনাম / ব্যতীত)।

উত্তরঃ বনাম।

২.৭ (আ / না / সম্) একটি উপসর্গ যা বাংলা এবং সংস্কৃতে ব্যবহৃত হয়।

উত্তরঃ আ

২.৮ ‘তোমার দ্বারা কিছুই হবে না।’- এখানে ‘দ্বারা’ শব্দটি (সংস্কৃত / তদ্ভব / বিদেশি) অনুসর্গ।

উত্তরঃ সংস্কৃত।

২.৯ বিভক্তিগুলির (দুটি / তিনটি / চারটি / পাঁচটি) ভাগ।

উত্তরঃ দুটি।

৩। অতি সংক্ষেপে নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো ৮টি) : ১×৮=৮

৩.১ বসুধারা ব্রত কোন্ ঋতুতে হয় ?

উত্তরঃ বসুধারা ব্ৰত এদেশে গ্রীষ্ম ঋতুতে হয়।

৩.২ পাখির জীবনের একটি মধুর দৃশ্য লেখো ?

উত্তরঃ পাখির জীবনের একটি মধুর দৃশ্য হলো, পাখি তার বাচ্চাটিকে ঠোঁটে ঠোঁট রেখে খাওয়ানো।

৩.৩ পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল ?

উত্তরঃ বন্যার সময় পিঁপড়ে একটি ঘাসের পাতার নীচে নিজেকে বাঁচাতে আশ্রয় নিয়েছিল।

৩.৪ ‘এক ভূতুড়ে কাণ্ড’ রচনাংশে লেখক কোথা থেকে কোথায় যাচ্ছিলেন ?

উত্তরঃ ‘এক ভূতুড়ে কাণ্ড’ রচনাংশে লেখক রাঁচি থেকে হুড্রু যাচ্ছিলেন।

৩.৫ কতগুলি গ্রামের পরে সাধারণত একটি হাট চোখে পড়ে ?

উত্তরঃ দশ বারোটি গ্রামের পরে সাধারণত একটি হাট চোখে পড়ে।

৩.৬ ‘কোন অতলে ডাকুক’ – কে কাকে এই ডাক দেয় ?

উত্তরঃ ‘পিঁপড়ে’ কবিতায় ছোট্ট পিঁপড়ে কবি অমিয় চক্রবর্তীকে এই ডাক দেয়।

৩.৭ কবি আজ প্রাণের কোন পরিচয় পেয়েছেন ?

উত্তরঃ ‘পিঁপড়ে’ কবিতায় কবি অমিয় চক্রবর্তী ছোট্ট পিঁপড়ের প্রাণের ভালোবাসার পরিচয় পেয়েছেন।

৩.৮ পাখিরালয়ের বাসায় কী পাওয়া যেত না ?

উত্তরঃ পাখিরালয়ের বাসায় ছাগল, হরিণ, ভেড়া পাওয়া যেত না।

৩.৯ দেয়াল চিত্র করার জন্য কী কী উপাদান ব্যবহৃত হয় ?

উত্তরঃ দেয়াল চিত্রে রং ফুটিয়ে তােলার জন্য লালচে গেরুয়া মাটি এবং গিরিফল ব্যবহৃত হয়।

৩.১০ রাজকিশাের পট্টনায়ক কোন্ ভাষার লেখক ?

উত্তরঃ রাজকিশাের পট্টনায়ক ওড়িয়া ভাষার লেখক।

৪। নীচের যে কোনো ৪টি প্রশ্নের উত্তর দাও : ১×৪=৪

৪.১ রাক্ষসটা ঘুমের ঘোরে কী বলে খাট থেকে পড়ে গিয়েছিল ?

উত্তরঃ হাঁউ-মাঁউ-কাঁউ, মানুষের গন্ধ পাওয়া পাঁচ বলে হুড় মুড় করে খাট থেকে পড়ে গিয়েছে।

৪.২ বিজ্ঞাপনে কয় প্রকার কাকের কথা বলা হয়েছে ?

উত্তরঃ বিজ্ঞাপনে তিন প্রকার কাকের কথা বলা হয়েছে। তারা হলো— দাঁড় কাক, পাতিকাক ও রাম কাক।

৪.৩ কাকে দেখে বােঝা যাচ্ছিল না সে ‘মানুষ না বাঁদর, প্যাঁচা না ভূত’‌ ?

উত্তরঃ হিজি বিজ বিজ’কে দেখে বোঝা যাচ্ছিল না সে মানুষ না বাঁদর, প্যাঁচা না ভূত।

৪.৪ ছাগলটির নাম ব্যাকরণ হওয়ার কারণ কী ?

উত্তরঃ ছাগলটি খুব চমৎকার ‘ব্যা’ করতে পারে তাই তার নাম ব্যাকরণ।

৪.৫ এল. সি. এম (LCM) কথার অর্থ কী ?

উত্তরঃ এল. সি. এম কথার অর্থ ল. সা. গু (LCM= Least common multiple)

৫। নীচের যে কোনো ২টি প্রশ্নের উত্তর দাও : ৩×২=৬

৫.১ ‘গ্রামের সঙ্গে শহরের যে এখনও নাড়ির টান’— এই নাড়ির টানের প্রসঙ্গ রচনাংশে কীভাবে এসেছে ?

উত্তরঃ মাঠে ফসল উঠলে বাসে ভিড় হয়। লােকে মেয়ে দেখতে, পুজো দিতে এখানে সেখানে যায়। জিনিস কিনতে, সিনেমা দেখতে, মামলার তদবির-তদারকি করতে শহরে যায়। উকিল-মােক্তার, বামুন-পুরুত, দরজি-দোকানি দুটো পয়সার মুখ দেখে। এইভাবেই গ্রামের সঙ্গে শহরের নাড়ির টানের প্রসঙ্গ এসেছে।

৫.২ কোন্ তিথিতে কৃষিজীবীরা কীভাবে তাদের গৃহসজ্জা করে তা লেখাে।

উত্তরঃ কার্তিক মাসের অমাবস্যা তিথিতে বা কালীপূজার সময় কৃষিজীবীরা তাদের ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে তােলে। তারা তাদের ঘরবাড়ি মেরামত করে লেপাপপাছা করে। পরিষ্কার গৃহাঙ্গনে দরজা, উঠান, গােহাল, ধানের গােলা এবং মূল বাসগৃহকে বিচিত্র বর্ণের আল্পনার মাধ্যমে সাজিয়ে তােলে সুন্দর করে।

৫.৩ আমগাছটি কীভাবে গােপালবাবুর বাড়ির নিশানা হয়ে উঠেছিল ?

উত্তরঃ আমগাছটি গােপালবাবুর বাড়ি চিনে নেওয়ার একটা নিশানা হয়ে উঠেছিল। যখন গােপালবাবুকে কেউ তার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করত তখন তিনি তাদের বলতেন কাঠজোড়ি নদীর ধারে, পুরীঘাট পুলিশ ফাঁড়ির পশ্চিমে পাঁচিলের মধ্যে আমগাছ থাকা বাড়িটাই তার বাড়ি।

৬। নীচের যে কোনো ২টি প্রশ্নের উত্তর দাও : ৩×২=৬

৬.১ হাটের স্থান ছড়িয়ে দূরের গ্রামের ছবি কীভাবে কবিতায় ফুটে উঠেছে ?

উত্তরঃ হাট কবিতায় দেখা যায় দশ-বারোখানি গ্রামের মাঝখানে একটি হাট। সেই গ্রামের লোকজন হাট থেকে প্রয়োজনীয় সামগ্রী কিনে যে যার ঘরে ফিরে যায়। সন্ধ্যাবেলায় গ্রামগুলিতে প্রত্যেক ঘরে ঘরে সন্ধ্যাপ্রদীপ জ্বলে ওঠে। দূরে অবস্থিত হলেও অন্ধকারে ঢাকা নির্জন এক হাট সেই গ্রামের পার্শ্ববর্তী নদীর বাতাসের দীর্ঘনিশ্বাস শুনতে পায়। গ্রামের মানুষজন তখন নিজ নিজ কাজে ব্যস্ত থাকলেও হাট একাকী পড়ে থাকে চেনা-অচেনা মানুষের অপেক্ষায়।

৬.২ “মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে”—’এই দু-দিনের ঘরে’ বলতে কী বোঝ ? কে সবাইকে কীভাবে এই দুদিনের ঘরে আদরে ঘিরে রাখে ?

উত্তরঃ আমাদের সকলে জন্মগ্রহণ করার পর নির্দিষ্ট সময়ের অবসানে এই পৃথিবী থেকে বিদায় নিই অর্থাৎ মৃত্যুমুখে পতিত হই। এই দুদিনের ঘর’ কথার মাধ্যমে কবি আমাদের জীবনের ক্ষণস্থায়িত্বকে বুঝিয়েছেন। আমাদের এই দুদিনের ঘরে’ পিঁপড়ে সকলকে ভালোবাসার বাঁধনে আদর করে ঘিরে রাখে।

৬.৩ বাঘের ছানা গর্তে থাবা দিয়েই কেঁদে উঠেছিল কেন ?

উত্তরঃ বাঘের ছানা জানত না যে কাঁকড়া তার দাঁড়া দিয়ে চিমটে ধরে। এই বাঘের বাচ্চা যখন কাঁকড়ার গর্তে থাবা দেয় তখন লাল ঠেঙো কাঁকড়া তার লম্বা দাঁড়া দিয়ে বাঘের বাচ্চার থাবা কামড়ে ধরে। এইজন্যই বাঘের ছানা গর্তে থাবা দিয়েই কামড়ের যন্ত্রণায় কেঁদে উঠেছিল।

৭। নীচের যে কোনো ২টি প্রশ্নের উত্তর দাও : ৩×২=৬

৭.১ কাক্কেশ্বর কুচকুচে কোথায় থাকে‌ ? তার পরিচয় কী ?

উত্তরঃ শ্রী কাক্কেশ্বর কুচকুচে থাকে ৪১ নং গেছোবাজার, কাগেয়াপটিতে।

শ্রী কাক্কেশ্বর কুচকুচে একজন জ্যোতিষী। তিনি হিসাবি, বেহিসাবি, খুচরা ও পাইকারি সকল প্রকার গণনার কার্য বৈজ্ঞানিক প্রক্রিয়ায় সম্পন্ন করে থাকেন জুতোর মাপ গায়ের রং কান কটকট করে কিনা জীবিত কে মৃত ইত্যাদি বিবরণ পাঠালে তিনি ফিরতি ডাকে ক্যাটালগ পাঠিয়ে থাকেন।

৭.২ ‘বছর হলেই আমরা বয়স ঘুরিয়ে দিই’— বক্তা কে ? তাদের বয়স ঘুরিয়ে দেওয়ার ব্যাপারটি লেখো।

উত্তরঃ উদ্ধৃত অংশটির বক্তা একটি কাক।

কাকদের জগতে বয়স বাড়ে চল্লিশ বছর পর্যন্ত। তারপরই শুরু হয় বয়স্ক মার পালা। কাকদের বয়স ৪০ হলেই তারা তাদের বয়স ঘুরিয়ে দেয়। অর্থাৎ তাদের বয়স একচল্লিশ বিয়াল্লিশ হয় না, ঊনচল্লিশ, আটত্রিশ, সাঁইত্রিশ করে করে বয়েস কমতে থাকে। এমনি করে যখন ১০ পর্যন্ত নামে তখন আবার বয়স বাড়তে দেওয়া হয়।

৭.৩ “বিজ্ঞাপন পেয়েছ ? হ্যান্ডবিল ?”— বিজ্ঞাপনটি কার ? বিজ্ঞাপনের বিষয়বস্তু কী ছিল ?

উত্তরঃ বিজ্ঞাপনটি কাক্কেশ্বর কুচকুচের। তার অফিস ছিল ৪১নং গেছোবাজার, কাগেয়াপটি।

বিজ্ঞাপনের বিষয়বস্তু ছিল জ্যোতিষবিচার সংক্রান্ত। সব ধরনের গণনাকার্য করা হতো। এমনকি ডাকযোগে সমস্ত বিবরণ জানালে বিচার করে ক্যাটালগ পাঠানোর ব্যবস্থা আছে। বাজারে অনেক কাকেরা ব্যবসা চালালেও তারাই বায়স বংশীয় কুলীন দাঁড়কাক। সুতরাং নকল কাকেদের বিচারপদ্ধতি থেকে প্রতারিত না হবার অনুরোধও বিজ্ঞাপনে আছে।

৮। নির্দেশ অনুসারে উত্তর দাও :

৮.১ সমোচ্চারিত ভিন্নার্থক শব্দযুগলের অর্থ লেখো (যে কোনো ২টি) : ১×২=২

(ক) অনু / অণু, (খ) কটি / কোটি,

(গ) কুল / কূল, (ঘ) দ্বীপ / দীপ,

৮.২ পদ পরিবর্তন করো (যে কোনো ২টি) : ১×২=২

(ক) অবসাদ— (খ) ঈশ্বর—

(গ) খ্যাতি— (ঘ) নিয়ম—

৯। নীচের যে-কোনো একটি বিষয় অবলম্বনে অনুচ্ছেদ রচনা করো : ৪×১=৪

৯.১ বর্ষণমুখর বাংলা

উত্তরঃ ভাষাচর্চা বই পৃষ্ঠা ৮১

৯.২ স্বামী বিবেকানন্দ

উত্তরঃ ভাষাচর্চা বই পৃষ্ঠা ৮৩

৯.৩ বিদ্যালয়ে পরিবেশ দিবস উদ্যাপন

📌আরও পড়ুনঃ

📌ষষ্ঠ শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌ষষ্ঠ শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:7 mins read