THIRD SUMMATIVE EVALUATION
CLASS 5 (V) WBBSE
AMADER PORIBESH QUESTION
Class 5 Amader Poribesh 3rd Unit Test Question Paper Set-2 wbbse | পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-২
📌পঞ্চম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
Set-2
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
পঞ্চম শ্রেণি
বিষয় : আমাদের পরিবেশ
পূর্ণমান : ৫০ সময় : ১.৩০ মিনিট
১। সঠিক উত্তর নির্বাচন করো : 1×6=6
(ক) পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হল- (কয়লা / খনিজ তৈল / লোহা)।
উত্তরঃ কয়লা।
(খ) গাছের পাতা আমাদের (অক্সিজেন / কার্বনডাই অক্সাইড / নাট্রোজেন) সরবরাহ করে।
উত্তরঃ অক্সিজেন।
(গ) ধূমকেতু দেখতে লাগে অনেকটা (বাঁশি / বল / ঝাঁটার) মতো।
উত্তরঃ ঝাঁটার।
(ঘ) ভূমিকম্পপ্রবন এলাকায় বাড়িঘর (ইঁট / কাঠ / মাটি) দিয়ে তৈরী করা হয়।
উত্তরঃ কাঠ।
(ঙ) তেলের প্যাকেটের গায়ে আগমার্কা থাকার অর্থ- (তেল বেশী / ভেজাল তেল / বিশুদ্ধ তেল)।
উত্তরঃ বিশুদ্ধ তেল।
(চ) একটি অপ্রচলিত শক্তি হল- (কয়লা / জলবিদ্যুৎশক্তি / সৌরশক্তি)।
উত্তরঃ জলবিদ্যুৎশক্তি / সৌরশক্তি।
২। একটি বাক্যে উত্তর দাও : 1×5=5
(ক) একটি পরিবেশ বান্ধব যানবাহনের নাম লেখো।
উত্তরঃ সাইকেল।
(খ) পশ্চিমবঙ্গের কোন জেলায় আয়লা ঝড়ে মারাত্মক ক্ষতি হয় ?
উত্তরঃ দক্ষিণ ২৪ পরগনা।
(গ) ক্রয় করা পন্যের রসিদে কী কী থাকা থাকা দরকার ?
উত্তরঃ জিনিসের নাম, পরিষেবার বিবরণ আর তারিখ থাকা দরকার।
(ঘ) কোন্ অতিকায় প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে ?
উত্তরঃ ডাইনোসর।
(ঙ) প্রায় ৫০০ বছর আগে টেলিস্কোপ কে তৈরী করেন ?
উত্তরঃ গ্যালিলিও গ্যালিলি।
৩। শূন্যস্থান পূরণ করো : 1×4
(ক) আগ্নেয় গিরি থেকে গরম …………… বাইরে বেরিয়ে আসে।
উত্তরঃ লাভা।
(খ) সূর্যের জন্ম হয়েছে প্রায় ……………. বছর আগে।
উত্তরঃ ৪৫০ কোটি
(গ) ………. বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা তোমার আইনত অধিকার।
উত্তরঃ ১৪
(ঘ) ভুটানের কাছে ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি ………….. নদীর উপর তৈরী হয়েছে।
উত্তরঃ তিস্তা।
৪. বেমানান শব্দটি খুজে বার করঃ 1×3=3
(ক) সাইকেল, মোটর সাইকেল, বাস, অটোরিক্সা।
উত্তরঃ সাইকেল (কারণ এটি জ্বালানি ছাড়া চলে)।
(খ) সুনামি, আয়লা, ভূমিকম্প, জোয়ার ভাটা
উত্তরঃ জোয়ার ভাটা (কারণ এটি প্রাকৃতিক নিয়মিত ঘটনা, দুর্যোগ নয়)।
(গ) পৃথিবী, চাঁদ, বুধ, মঙ্গল
উত্তরঃ চাঁদ (কারণ এটি গ্রহ নয়, উপগ্রহ)।
৫. সঠিক বাক্যের পাশে ‘সত্য’ ভুল বাক্যর পাশে ‘মিথ্যা’ লেখো। 1×3=3
(ক) কিছু মানুষ গন্ডার মারে তার খড়্গর জন্য।
উত্তরঃ সত্য
(খ) সূর্য্য পৃথিবীর চারিদিকে ঘোরে।
উত্তরঃ মিথ্যা
(গ) সেকালের মানুষ যাতায়াতের জন্য গাধার পিঠে চড়ত।
উত্তরঃ সত্য
৬। দুই-তিনটি বাক্যে উত্তর দাওঃ- (যেকোন ৭টি) : 2×7=14
(ক) জঙ্গল কেটে বসতি স্থাপন করলে ভবিষ্যতে কী কী সমস্যা হতে পারে ?
উত্তরঃ জঙ্গল কেটে বসতি স্থাপন করলে বনভূমি নষ্ট হয়, পশুপাখির আবাসভূমি ধ্বংস হয়, বন্যপ্রাণী হুমকির মুখে পড়ে। বায়ু দূষণ, মাটির ক্ষয়, বন্যা ও খরার মতো প্রাকৃতিক বিপর্যয় বেড়ে যেতে পারে।
(খ) আবহাওয়ার পূর্বাভাস আমরা কী কী উপায়ে জানতে পারি ?
উত্তরঃ আবহাওয়ার পূর্বাভাস আমরা খবরের কাগজ, রেডিও, টেলিভিশন ও ইন্টারনেটের মাধ্যমে জানতে পারি। আজকাল মোবাইল অ্যাপ্লিকেশনেও আবহাওয়া সম্পর্কে সঠিক পূর্বাভাস পাওয়া যায়।
(গ) বিভিন্ন যানবাহনের মাধ্যমে স্থানীয় পরিবেশ কীভাবে দূষিত হয় ?
উত্তরঃ বিভিন্ন যানবাহনের ধোঁয়া থেকে কার্বন-ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড ও ক্ষতিকর গ্যাস নির্গত হয়। এগুলো বাতাস দূষিত করে, শ্বাসকষ্ট, অ্যাজমা ও অন্যান্য রোগের কারণ হয় এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করে।
(ঘ) সৌর শক্তিকে আমরা কীভাবে প্রতিদিনের জীবনে কাজে লাগাতে পারি ?
উত্তরঃ সৌর শক্তিকে আমরা রান্না, জল গরম করা, সৌর বাতি, সৌর ক্যালকুলেটর, সৌর পাম্প, সৌর কুকার ইত্যাদির মাধ্যমে প্রতিদিনের জীবনে ব্যবহার করতে পারি। এটি পরিবেশবান্ধব এবং খরচ কমায়।
(ঙ) অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব লেখ।
উত্তরঃ অ্যাসিড বৃষ্টির ফলে গাছপালা শুকিয়ে যায়, মাটি উর্বরতা নষ্ট হয়, স্থাপত্য ও লোহার তৈরি জিনিস ক্ষয়ে যায়। এছাড়া মানুষের শ্বাসকষ্ট ও ত্বকের সমস্যা সৃষ্টি করে।
(চ) সমাজে বয়স্করা অসম্মানের সম্মুখিন হন, এমন দুটি কারণ লেখো।
উত্তরঃ সমাজে বয়স্করা অসম্মানের সম্মুখীন হন কর্মক্ষমতা কমে যাওয়ার কারণে এবং পরিবারের আর্থিক নির্ভরশীল হয়ে পড়ায়। অনেক সময় আধুনিক প্রজন্ম তাদের মতামতকে গুরুত্ব দেয় না।
(ছ) শহরের রাস্তায় যানবাহন কারা নিয়ন্ত্রণ করেন ? গাড়ি কখন আস্তে চালানো উচিৎ ?
উত্তরঃ শহরের রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ করেন ট্রাফিক পুলিশ। গাড়ি স্কুল, হাসপাতাল, বাজারের ভিড়, সংকীর্ণ রাস্তা ও বাঁক ঘোরার সময় আস্তে চালানো উচিত।
(জ) ‘পথের পাচালি’ সিনেমাটি কে বানিয়েছেন ? এই সিনেমার দুটি চরিত্রের নাম লেখ।
উত্তরঃ ‘পথের পাঁচালী’ সিনেমাটি সত্যজিৎ রায় বানিয়েছিলেন। এই সিনেমার দুটি চরিত্র হলো অপু ও দুর্গা।
৭। পাঁচ-ছয়টি বাক্যে উত্তর দাওঃ (যেকোন ৫টি) : 3×5=15
(ক) বন থেকে আমরা কী কী পাই ?
উত্তরঃ বন আমাদের জীবনের জন্য অপরিহার্য সম্পদ। বন থেকে আমরা কাঠ, বাঁশ, গাছের পাতা, ফল, ফুল, মধু, গাম ও ওষধি পাই। পশুপাখির আবাসস্থলও বন। বন বায়ু শুদ্ধ করে, অক্সিজেন সরবরাহ করে ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এছাড়া বন বৃষ্টিপাত ঘটায় এবং মাটির ক্ষয় রোধ করে। বন ধ্বংস হলে বন্যা, খরা, ঝড় ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ বাড়ে। তাই বনকে আমাদের বাঁচাতে হবে।
(খ) চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের পার্থক্য লেখ।
উত্তরঃ চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ দুটোই জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। চন্দ্রগ্রহণে পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এসে চাঁদে ছায়া ফেলে। সূর্যগ্রহণে চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝে এসে সূর্যের আলোকে ঢেকে দেয়। চন্দ্রগ্রহণ সাধারণত পূর্ণিমার রাতে ঘটে, আর সূর্যগ্রহণ ঘটে দিনে, অমাবস্যায়। দুটি গ্রহণের সময়ই আকাশে বিরল দৃশ্য দেখা যায়। তবে চন্দ্রগ্রহণ দীর্ঘ সময় স্থায়ী হয়, সূর্যগ্রহণ হয় অল্প সময়ের জন্য।
(গ) হড়পা বান কী ? ভূমিকম্পের সময় আমাদের কী কী সাবধানতা অবলম্বন করা উচিৎ ?
উত্তরঃ পাহাড়ি অঞ্চলে আকস্মিক প্রবল বর্ষণে নদী বা ঝরনায় হঠাৎ তীব্র স্রোত নেমে আসা বন্যাকে হড়পা বান বলে। এটি খুব ক্ষতিকর ও প্রাণঘাতী। ভূমিকম্পের সময় আমাদের শান্ত থাকতে হবে, আতঙ্কিত হওয়া চলবে না। বিদ্যুৎ ও আগুন ব্যবহার এড়িয়ে চলতে হবে। জানালার পাশে বা উঁচু দেয়ালের কাছে দাঁড়ানো উচিত নয়। নিরাপদ আশ্রয়ে যেতে হবে অথবা টেবিল, খাটের নিচে বসে মাথা রক্ষা করতে হবে। খোলা জায়গায় থাকা সবচেয়ে নিরাপদ।
(ঘ) পশ্চিমবঙ্গের দুটি কয়লা খনির নাম লেখো। কয়লার ধোঁয়া থেকে আমাদের কী কী ক্ষতি হয় ?
উত্তরঃ পশ্চিমবঙ্গের দুটি প্রধান কয়লা খনি হলো রাণীগঞ্জ ও আসানসোল। এখান থেকে প্রচুর কয়লা পাওয়া যায় যা বিদ্যুৎকেন্দ্র, কারখানা ও রেল ইঞ্জিনে ব্যবহার হয়। তবে কয়লার ধোঁয়া অত্যন্ত ক্ষতিকর। এতে কার্বন ডাই-অক্সাইড, সালফার ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইডের মতো গ্যাস বের হয় যা বায়ু দূষণ ঘটায়। এই ধোঁয়ায় শ্বাসকষ্ট, অ্যাজমা ও হৃদরোগ বাড়ে। গ্লোবাল ওয়ার্মিং ও অ্যাসিড বৃষ্টির মতো বিপদও তৈরি হয়।
(ঙ) কত বছর বয়সের নিচে মেয়েদের বিবাহ দেওয়া আইনত অপরাধ ? বাল্য বিবাহের কোনো ঘটনা জানতে পারলে তুমি কী করবে ?
উত্তরঃ ১৮ বছরের নিচে মেয়েদের বিয়ে দেওয়া আইনত অপরাধ। অল্প বয়সে বিয়ে হলে মেয়েদের স্বাস্থ্য, শিক্ষা ও মানসিক বিকাশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যদি আমি কোথাও বাল্য বিবাহ হতে দেখি, তবে অবিলম্বে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় প্রশাসনকে জানাবো। প্রয়োজনে থানায় খবর দেবো যাতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায়। পাশাপাশি মেয়েটিকে পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহ দেবো এবং সমাজকে বাল্য বিবাহের ক্ষতিকর দিক বোঝাতে সচেতন করবো।
(চ) ‘স্বাস্থ্যই আমাদের সম্পদ’। তাই শরীরকে সুস্থ্য রাখতে আমদের নিয়মিত কী কী করা উচিত ?
উত্তরঃ স্বাস্থ্য ভালো না থাকলে জীবনের সব কাজকর্ম ব্যাহত হয়। তাই স্বাস্থ্যকে সম্পদ বলা হয়। শরীর সুস্থ রাখতে নিয়মিত শরীরচর্চা, খেলাধুলা ও হাঁটা দরকার। পুষ্টিকর ও সুষম খাবার খেতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, নিয়মিত গোসল করা ও যথেষ্ট ঘুমানো দরকার। ধূমপান, মাদকাসক্তি বা অস্বাস্থ্যকর অভ্যাস থেকে দূরে থাকতে হবে। মানসিক শান্তি বজায় রাখতে পড়াশোনা ও বিনোদনের মধ্যে ভারসাম্য রাখতে হবে। সুস্থ শরীরেই সুস্থ মন বাস করে।
(ছ) শিশুদের কয়েকটি মৌলিক অধিকারের কথা উল্লেখ করো।
উত্তরঃ শিশুরা সমাজের ভবিষ্যৎ, তাই তাদের মৌলিক অধিকার রক্ষা করা জরুরি। শিশুদের শিক্ষা লাভের অধিকার রয়েছে। তারা স্বাস্থ্য ও চিকিৎসা সেবার অধিকারী। পর্যাপ্ত খাদ্য ও পুষ্টি পাওয়ার অধিকারও শিশুদের রয়েছে। খেলার মাঠে আনন্দ করা, মত প্রকাশ করা ও নিরাপদ পরিবেশে বড় হওয়ার অধিকার আছে। কোনো শিশু যেন নির্যাতন, শোষণ বা বৈষম্যের শিকার না হয়, তা নিশ্চিত করা প্রয়োজন। এই অধিকারগুলো রক্ষা করাই আমাদের কর্তব্য।
📌পঞ্চম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌পঞ্চম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here
📌পঞ্চম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
