Class 10 Physical Science 2nd Unit Test Question Paper Set-3 wbbse | দশম শ্রেণির ভৌতবিজ্ঞান দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৩

SECOND SUMMATIVE EVALUATION
CLASS 10 (X) WBBSE
PHYSICAL SCIENCE QUESTION PAPER

Class 10 Physical Science 2nd Unit Test Question Paper Set-3 wbbse | দশম শ্রেণির ভৌতবিজ্ঞান দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৩

📌দশম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 মাধ্যমিক সমস্ত বিষয় প্রশ্নপত্র Click Here

Set-3

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
দশম শ্রেণি
বিষয় : ভৌতবিজ্ঞান
সময় : ১ ঘণ্টা ৩০ মিনিট         পূর্ণমান : ৪০

GROUP-A

1. সঠিক উত্তরটি নির্বাচন করো : 1×7=7

1.1 STP তে 2 মোল অক্সিজেনের আয়তন—
(a) 44.8 L (b) 22.4 L (c) 11.2 L (d) 44.8 mL

উত্তরঃ (d) 44.8 L

1.2 গ্যাসের আয়তন প্রসারণ গুনাঙ্কের মান—
(a) `\frac1{373}`/°C (b) `\frac1{273}` / °CC (c) 273/°C (d) কোনোটিই নয়

উত্তরঃ (a) `\frac1{373}`/°C

1.3 নিচের কোনটির তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি—
(a) তামা (b) রুপো (c) অ্যালুমিনিয়াম (d) হীরা

উত্তর (b) রুপো

1.4 বাড়ির বৈদ্যুতিক বর্তনীতে মেইন ফিউজটি যুক্ত করা হয়—
(a) লাইভ লাইনে (b) নিউট্রাল লাইনে
(c) আর্থ লাইনে (d) লাইভ এবং নিউট্রাল উভয় লাইনে

উত্তরঃ (a) লাইভ লাইন

1.5 ফিউজ তারের বৈশিষ্ট্য হল—
(ক) উচ্চ রোধ ও উচ্চ গলনাঙ্ক
(খ) নিম্ন রোধ ও উচ্চ গলনাঙ্ক
(গ) উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্ক
(ঘ) নিম্ন রোধ ও নিম্ন গলনাঙ্ক

উত্তরঃ (গ) উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্ক

1.6 জলীয় দ্রবণে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য হলো— (a) H₂SO₄ (b) NaCl (c) CH₃COOH (d) NaOH

উত্তরঃ CH₃COOH

1.7 থার্মিট পদ্ধতিতে বিজারক হিসেবে ব্যবহৃত হয়— (a) কার্বন (b) আয়রন (c) কপার (d) অ্যালুমিনিয়াম

উত্তরঃ (d) অ্যালুমিনিয়াম

1.8 নিচের কোন গ্যাসটি কিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা হয়— (a) N₂ (b) H₂S (c) HCI (d) NH₃

উত্তরঃ (b) H₂S

GROUP – B

2. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : 1×9=9

2.1 তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এর মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য ?

2.2 কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য, ক্ষেত্রফল ও আয়তন প্রসারণ গুণাঙ্ক এর মধ্যে সম্পর্কটি লেখ।

2.3 লোহা, ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটির ?

2.4 রোধাঙ্কের SI একক লেখো।

2.5 ফিউজ তারের একটি বৈশিষ্ট্য লেখ।

2.6 গৃহস্থালীর বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার কোন লাইনের সঙ্গে যুক্ত থাকে ?

2.7 তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী ?

অথবা, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কি প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয় ?

2.8 লাইকার অ্যামোনিয়া কী ?

অথবা, নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কি রং উৎপন্ন হয় ?

2.9 সিলভার নাইট্রেট এর জলীয় দ্রবণে H₂S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধঃক্ষেপ পরে তার সংকেত লেখো।

অথবা, আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণে H₂S গ্যাস চালনা করলে বর্ণের কি পরিবর্তন হয়?

2.10 অ্যালুমিনিয়ামের একটি আকরিকের নাম ও সংকেত লেখ।

অথবা, ডুরালুমিনের প্রধান উপাদান কী ?

GROUP – C

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 2×6=12

3.1 ২০০ গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত হয়ে কত গ্রাম CO₂ উৎপন্ন করবে ?

অথবা, 65.4 গ্রাম দস্তা লঘু H₂SO₄ এর সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে STP তে কত আয়তনের H₂ উৎপন্ন করবে ?

3.2 কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুনাঙ্কের সংজ্ঞা দাও। এটি কী দৈর্ঘ্যের একক বা উষ্ণতার এককের ওপর নির্ভর করে ?

3.3 পরিবাহীর রোধ পরিবাহী দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ওপর কিভাবে নির্ভর করে ?

অথবা, 220V – 100W কথাটি বাল্বে লেখা আছে এর অর্থ কী ?

3.4 অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্রটি লেখো। অথবা ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটি লেখো।

3.5 ভাস্কর বাতি ব্যবহারের চেয়ে CFL বাতি ব্যবহারের দুটি সুবিধা লেখ ।

অথবা, DC অপেক্ষা AC এর সুবিধা ব্যাখ্যা কর।

3.6 Cu তড়িৎদ্বারের সাহায্যে CuSO₄ জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার দুটিতে যে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে, তার সমীকরণ লেখো।

3.7 ইউরিয়ার শিল্প উৎপাদনে উপাদান গুলির নাম লেখ ও প্রয়োজনীয় শর্তের উল্লেখ কর।

অথবা, নাইট্রোলিম কী ? এর ব্যবহার লেখো।

3.8 অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে P₂O₅ বা গাঢ় H₂SO₄ ব্যবহার করা হয় না কেন ?

অথবা, দুটি গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়- গ্যাস গুলির নাম ও সমীকরণ লেখো।

3.9 অ্যালুমিনিয়াম পাতে মোড়া আচার বা চাটনি খাওয়া উচিত নয় কেন ?

GROUP – D

4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 3×4=12

4.1 10.7 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কলিচুন মিশিয়ে উত্তপ্ত করলে কত গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হবে ? [N=14, H=1]

অথবা, কত গ্রাম কার্বন-ডাই-অক্সাইড চুন জলের মধ্যে চালনা করলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে ?

4.2 কঠিনের মধ্যে দিয়ে পরিবাহিত তাপ কি কি বিষয়ের উপর কিভাবে নির্ভর করে ?

অথবা, তাপীয় রোধ কাকে বলে ? কঠিন পদার্থের তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালাটি লেখো।

4.3 তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র গুলি লেখো।

অথবা, একটি বাড়িতে দুটি 60 ওয়াট বাতি এবং দুটি ৪০ ওয়াটের পাখা আছে। বাতি ও পাখা গুলি দৈনিক 5 ঘন্টা করে চলে। প্রতি ইউনিটের দাম 4 টাকা হলে এক মাসে কত খরচ হবে নির্ণয় করো।

4.4 অ্যালুমিনিয়ার তড়িৎ বিশ্লেষণে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের সময় উহার সাথে ক্রায়োলাইট ও ফ্লোস্পার মেশানো হয় কেন ?

4.5 অসওয়াল্ড পদ্ধতিতে HNO₃ এর শিল্প প্রস্তুতির নীতি ও সমীকরণ লেখো।

অথবা, স্পর্শ পদ্ধতিতে SO₂ থেকে SO₃ এর শিল্প উৎপাদনের শর্তসহ সমিত রাসায়নিক সমীকরণ লেখো। উৎপন্ন SO₃ থেকে কিভাবে H₂SO₄ প্রস্তুত করা হয় ?

অথবা, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদনের শর্তাবলী ও সমিত রাসায়নিক সমীকরণ লেখো।

4.6 থার্মিট পদ্ধতি কাকে বলে ? এর ব্যবহার লেখো।

অথবা, লোহার মরচে নিবারনের উপায় গুলি বর্ণনা করো।

📌 আরো দেখুনঃ

📌দশম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 মাধ্যমিক সমস্ত বিষয় প্রশ্নপত্র Click Here

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:5 mins read