বাংলা ভাষার শব্দ প্রথম অধ্যায় সপ্তম শ্রেণি ব্যাকরণ | Bangla Bhasar Sobdo Ch-1 Class 7 Bengali Grammar wbbse

বাংলা ভাষার শব্দ প্রথম অধ্যায় সপ্তম শ্রেণি ব্যাকরণ | Bangla Bhasar Sobdo Ch-1 Class 7 Bengali Grammar wbbse

প্রথম অধ্যায়
বাংলা ভাষার শব্দ

📌সপ্তম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 সপ্তম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌 অন্যান্য বিষয়ের প্রশ্নোত্তরঃ

📌 সপ্তম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি গণিত সমাধান Click Here

হাতে কলমে প্রশ্নোত্তর : বাংলা ভাষার শব্দ প্রথম অধ্যায় সপ্তম শ্রেণি বাংলা | Bangla Bhasar Sobdo Bhasachorcha Class 7 Bengali Grammar wbbse

১। দৃষ্টান্তসহ কাকে বলে লেখো :

১.১ তদ্ভব শব্দ।

উত্তরঃ যে সমস্ত সংস্কৃত শব্দ দীর্ঘসময় ধরে ভাষাগত বিবর্তনের পথে প্রাকৃত-অপভ্রংশ ইত্যাদি স্তরগুলির মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষার শব্দভাণ্ডারে স্থান নিয়েছে, সেগুলিকেই বলা হয় তদ্ভব শব্দ।

উদাহরণ—

• গাত্র (সংস্কৃত) > গাঅ (প্রাকৃত) > গা (বাংলা)

• মৎস্য (সংস্কৃত) > মচ্ছ (প্রাকৃত) > মাছ (বাংলা)

১.২ সংকর শব্দ

উত্তরঃ তৎসম, তদ্ভব, দেশি বা বিদেশি শব্দের মধ্যে যে কোনো এক শ্রেণির শব্দের সঙ্গে অপর শ্রেণির শব্দ বা প্রত্যয় ইত্যাদির যোগে তৈরি যে সব নতুন শব্দ, তাদেরকেই বলা হয় সংকর শব্দ বা মিশ্র শব্দ।

উদাহরণ—

তৎসম + তদ্ভব — আকাশগঙ্গা।

তৎসম + দেশি — জলঢাকা।

১.৩ প্রাকৃতজ শব্দ

উত্তরঃ প্রাকৃতভাষা থেকে জাত বলে তদ্ভব শব্দকে প্রাকৃতজ শব্দও বলা হয়।

উদাহরণ—

• ভক্ত (সংস্কৃত) > ভত্ত (প্রাকৃত) > ভাত (বাংলা)

• কার্য (সংস্কৃত) > কজ্জ (প্রাকৃত) > কাজ (বাংলা)

১.৪ খাঁটি বাংলা শব্দ

উত্তরঃ আর্যরা আসার আগে এদেশে অন্য মানুষেরা ছিলেন। তারা যে ভাষায় কথা বলতেন তার বেশিরভাগ শব্দই অপ্রচলনের আড়ালে হারিয়ে গেছে। তবুও এর মধ্যে বেশকিছু শব্দ রয়ে গেছে। শিকড়ের দিক থেকে কোনো শব্দ অস্ট্রিক, কিছু দ্রাবিড়, কিছু মঙ্গোলয়েড। এগুলোই হল খাঁটি বাংলা শব্দ। যেমন, ধামা, ঢোল, ঝাঁটা প্রভৃতি।

১.৫ বিদেশাগত শব্দ

উত্তরঃ বিভিন্ন সময়ে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক বা রাষ্ট্রীয় যোগাযোগের কারণে অজস্র আরবি, ফারসি, ইংরেজি, পোর্তুগিজ, ওলন্দাজ, তুর্কি, চিনা, জাপানি, বর্মি ও রুশ শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে। এই শব্দগুলোকেই বিদেশাগত শব্দ বা বিদেশি শব্দ বলে।

উদাহরণ—

আরবি— হাওয়া, বাকি, মতলব।

ফারসি— কোমর, হাজার, চেহারা।

ইংরেজি— বাস, ট্রাম, স্কুল, কলেজ।

১.৬ ভগ্ন তৎসম শব্দ

উত্তরঃ যে সমস্ত তৎসম শব্দ বাংলা ভাষায় অবিকৃতভাবে গৃহীত হবার পরেও উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলেছে, সেই শব্দগুলিই অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ।

উদাহরণ— কৃষ্ণ > কেষ্ট, বিষ্ণু > বিষ্টু, শ্রী > ছিরি।

১.৭ দেশি শব্দ

উত্তরঃ আর্যরা আসার আগে এদেশে যারা বসবাস করত। তাদের ব্যবহৃত ভাষার বেশকিছু শব্দ এখনও রয়ে গেছে। শিকড়ের দিক থেকে যা অস্ট্রিক, দ্রাবিড়, মঙ্গোলয়েড প্রভৃতি। এগুলোকেই খাঁটি দেশি শব্দ বলে। যেমন– ধামা, ঢোল, মাঠ, ঝাঁটা প্রভৃতি।

২. উদাহরণসহ তৎসম ও তদ্ভব শব্দের পার্থক্য বুঝিয়ে দাও।

তৎসম শব্দ তদ্ভব শব্দ
(১) সংস্কৃত শব্দ অপরিবর্তিত হয়ে বাংলা ভাষায় মিশেছে। (১) সংস্কৃত শব্দ পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় মিশেছে।
(২) এগুলি সম্পূর্ণ সংস্কৃত শব্দ। যেমন– মাতা, বন্ধু, বৎস। (২) সংস্কৃত শব্দগুলি প্রাকৃত ও অপভ্রংশের মধ্য দিয়ে পরিবর্তিত। যেমন– ভক্ত > ভত্ত > ভাত, কার্য > কজ্জ > কাজ।

৩. সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলা যায় কি না, বিচার করো।

উত্তরঃ সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলা যায় না। খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে গোটা ভারতে মান্য একটি ভাষার প্রয়োজনে ছান্দস ভাষার আদর্শে পাণিনি নামে এক পন্ডিত সমসময়ে প্রচলিত ভাষার সংস্কার করেন। সেই ভাষাকেই বলে সংস্কৃত ভাষা। তাই বলা যায় সংস্কৃত একটি কৃত্রিম ভাষা। সুতরাং বাংলা ভাষার জন্ম মাগধী প্রাকৃত থেকেই হয়েছে বলে পন্ডিতেরা মনে করেন।

৪. তদ্ভব ও অর্ধ-তৎসম শব্দের পার্থক্য উদাহরণ দিয়ে বোঝাও।

উত্তরঃ

তদ্ভব শব্দ অর্ধ-তৎসম শব্দ
(১) তদ্ভব শব্দের রূপান্তর বহু শতাব্দীর ধ্বনিতাত্ত্বিক ক্রমবিবর্তনের ফল। (১) অর্ধ তৎসম শব্দের পরিবর্তন আকস্মিক, উচ্চারণ বিকৃত জনিত।
(২) সংস্কৃত থেকে প্রাকৃত ও অপভ্রংশ স্তর পেরিয়ে বাংলা ভাষায় মেশে। যেমন,- তিক্ত > তিত > তেতো, ধর্ম > ধম্ম > ধাম, খাদ্য > খজ্জ > খাজা প্রভৃতি। (২) বাংলা শব্দের উচ্চারণগত ত্রুটির কারণে এর উৎপত্তি। যেমন— কৃষ্ণ > কেষ্ট, বিষ্ণু > বিষ্টু, শ্রী > ছিরি প্রভৃতি।
(৩) তদ্ভব শব্দ সংখ্যায় প্রচুর। (৩) অর্ধ তৎসম শব্দ সংখ্যায় কম।

৫. বাংলা ভাষায় বহু ব্যবহৃত পাঁচটি বিদেশি শব্দ এবং তাদের উৎস উল্লেখ করো।

আরবি— হাওয়া, ফারসি— কোমর,

ইংরেজি— স্কুল, পোর্তুগিজ— পিস্তল,

তুর্কি— বাবা।

৬. নিম্নোদ্ভূত অংশগুলির নিম্নরেখাচিহ্নিত শব্দের উৎস নির্ণয় করো :

৬.১ তুমি একটা স্পাই

উত্তরঃ ইংরেজি।

৬.২ ইমারত তৈরি করা কত সোজা

উত্তরঃ ইমারত— আরবি, সোজা— ফার্সি।

৬.৩ সুযোগ পেলেই মাটিতে হাত লাগিয়ে ছানাছানি করতাম।

উত্তরঃ মাটিতে— তদ্ভব, হাত— তদ্ভব, ছানাছানি— বিদেশি।

৬.৪ মা বলবে, ঠ্যাং দুটো কী কুচ্ছিৎ

উত্তরঃ মা— তদ্ভব, ঠ্যাং— দেশি, অর্ধ কুচ্ছিৎ— তৎসম।

৬.৫ এই তুফানেতে কেউ গাঙ পাড়ি দিও না।

উত্তরঃ তুফানেতে— আরবি, গাঙ— তদ্ভব, পাড়ি— দেশি।

অতিরিক্ত প্রশ্ন উত্তর :

∆ সঠিক উত্তরটি নির্বাচন করো : প্রতিটি প্রশ্নের মান-১

১. চা, চিনি, লুচি এই শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে (চিনা / ফরাসি / আরবি / তৎসম)।

উত্তরঃ চিনা

২.প্রদত্ত শব্দগুলির কোনটি তদ্ভব শব্দ (কানাই / কাট / কেষ্ট / কৃষ্ণ)।

উত্তরঃ কানাই

৩. প্রদত্ত কোন বানানটি ভুল (অবনি / সূর্য্য / অর্ঘ্য / কিংবদন্তি)

উত্তরঃ সূর্য্য।

৪. নীচের কোনটি দেশি শব্দ – ( জামা / চাল / মধু / সূর্য)।

উত্তরঃ চাল

∆ সংক্ষেপে উত্তর দাও : প্রতিটি শব্দের মান-১/২

১. ভাত শব্দটি সংস্কৃত রূপ কি ?

উত্তরঃ ভাত শব্দটি সংস্কৃত রূপ ভক্ত।

২. নীচের শব্দ দুটি কোন্ মূল শব্দ থেকে এসেছে লেখো : জোছনা, ঢাকা।

উত্তরঃ জোছনা– জোৎস্না। চাকা– চক্র।

৩. ‘তুমি একটা স্পাই।’ তলায় দাগ দেওয়া শব্দটির উৎস নির্ণয় করো।

উত্তরঃ স্পাই— ইংরেজি শব্দ।

৪. ‘ছেরাদ্দ’ এবং ‘হাত’ শব্দ দুটি কোনটি কী ধরনের শব্দ ?

উত্তরঃ ছেরাদ্দ— অর্ধ-তৎসম শব্দ।
হাত— তদ্ভব শব্দ।

৫. খণ্ডিত শব্দ কাকে বলে ?

উত্তরঃ কোন সম্পূর্ণ শব্দের কোন একটি অংশ এককভাবে ভাষায় ব্যবহৃত হলে তাকে খণ্ডিত শব্দ বলে।

৬. মিশ্র শব্দ কাকে বলে ?

উত্তরঃ তৎসম, তদ্ভব ও দেশি বা বিদেশি শব্দের মধ্যে যেকোনো একশ্রেণীর শব্দের সঙ্গে অপর শ্রেণীর শব্দ বা প্রত্যয় যোগে যে নতুন শব্দ তৈরি হয় তাকে মিশ্র শব্দ বলে।

৭. বিদেশি ও তৎসম শব্দ যোগে দুটি সংকর শব্দের উদাহরণ দাও।

উত্তরঃ জলহাওয়া, হেডপন্ডিত।

৮. তৎসম শব্দ কাকে বলে ?

উত্তরঃ যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত আকারে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদেরকেই তৎসম শব্দ বলব। উদাহরণ— মাতা, বন্ধু, মৎস্য প্রভৃতি।

প্রথম ইউনিট টেস্ট বাংলা প্রশ্নোত্তর

ছন্দে শুধু কান রাখো কবিতার প্রশ্ন উত্তর

পাগলা গনেশ গল্পের বিষয়বস্তু

পাগলা গনেশ গল্পের প্রশ্ন উত্তর

বঙ্গভূমির প্রতি কবিতার বিষয়বস্তু

বঙ্গভূমির প্রতি কবিতার প্রশ্ন উত্তর

মাতৃভাষা কবিতার প্রশ্ন উত্তর

একুশের কবিতা প্রশ্ন উত্তর

একুশের তাৎপর্য প্রশ্ন উত্তর

আত্মকথা গল্পের বিষয়বস্তু

আত্মকথা গল্পের প্রশ্ন উত্তর

আঁকা লেখা কবিতার প্রশ্ন উত্তর

খোকনের প্রথম ছবি প্রশ্ন উত্তর

কুতুবমিনারের কথা প্রশ্ন উত্তর

মাকু প্রথম ও দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর

মাকু হাতে কলমে প্রশ্ন উত্তর

📌 অন্যান্য বিষয়ের প্রশ্নোত্তরঃ

📌 সপ্তম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি গণিত সমাধান Click Here

📌 অন্যান্য ক্লাসের বাংলা প্রশ্নোত্তরঃ

📌পঞ্চম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌 ষষ্ঠ শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌 অষ্টম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌 নবম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:6 mins read