আত্মকথা গল্পের প্রশ্ন উত্তর সপ্তম শ্রেণি বাংলা | Atmokotha Golper Question Answer Class 7 wbbse
আত্মকথা
—রামকিঙ্কর বেইজ
আত্মকথা গল্পের প্রশ্ন উত্তর সপ্তম শ্রেণি বাংলা | Atmokotha Golper Question Answer Class 7 wbbse
আত্মকথা গল্পের প্রশ্ন উত্তর সপ্তম শ্রেণি বাংলা | Atmokotha Golper Question Answer Class 7 wbbse
📌সপ্তম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 সপ্তম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌 অন্যান্য বিষয়ের প্রশ্নোত্তরঃ
📌 সপ্তম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি গণিত সমাধান Click Here
হাতে কলমে প্রশ্নোত্তর : আত্মকথা রামকিঙ্কর বেইজ সপ্তম শ্রেণি বাংলা প্রশ্ন উত্তর | Class-7 Bengali Atmokotha Question-Answer wbbse
১। ঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো :
১.১ রামকিঙ্করের প্রথম শিল্পের স্কুল বাড়ির পাশে— (কামারপাড়া / কুমোরপাড়া / পটুয়াপাড়া।)
উত্তরঃ কুমোরপাড়া।
১.২ ‘পোর্ট্রেট’ শব্দটির অর্থ হল— (প্রতিকৃতি / আত্ম-প্রতিকৃতি / প্রকৃতির ছবি।)
উত্তরঃ প্রতিকৃতি।
১.৩ ‘অয়েল পেন্টিং’ বলতে বোঝায়— (জলরঙে আঁকা ছবি / মোমরঙে আঁকা ছবি / তেলরঙে আঁকা ছবি।)
উত্তরঃ তেলরঙে আঁকা ছবি।
১.৪ রামকিঙ্করের ছবি বা মূর্তির অধিকাংশ ক্যারেকটারই খুব – (অসাধারণ / সাধারণ/ নগণ্য।)
উত্তরঃ সাধারণ।
(অতিরিক্ত প্রশ্ন ও উত্তর ১.৫ থেকে ১.১৩ পর্যন্ত)
১.৫ লেখককের বাড়িঘরের চারিদিকের দেওয়ালে টাঙানো থাকতো – (দেবদেবীর ছবি / নিজের আঁকা ছবি / গাছপালার ছবি)।
উত্তরঃ দেবদেবীর।
১.৬ রামকিঙ্কর বেইজ প্রথম ছবি আঁকা শুরু করেন ( জলরঙে / মোম রঙে / ভিসুয়াল আর্টে )।
উত্তরঃ ভিসুয়াল আর্টে।
১.৭ লেখক ছোটবেলায় পুতুল তৈরি করতেন – ( লাল রঙের মাটি দিয়ে / নীল রঙের মাটি দিয়ে / সবুজ রঙের মাটি দিয়ে)।
উত্তরঃ নীল রঙের মাটি দিয়ে।
১.৮ লেখক তুলে বানাতেন ( ছাগলের ঘাড়ের লোম কেটে / গরুর লেজের চুল কেটে / ভেড়ার লোম কেটে )।
উত্তরঃ ছাগলের ঘাড়ের লোম কেটে।
১.৯ রামকিঙ্কর বেইজ কে আচার্য নন্দলাল বাবুর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন– (রবীন্দ্রনাথ ঠাকুর / রামানন্দ চট্টোপাধ্যায় / রামনিধি গুপ্ত)।
উত্তরঃ রামানন্দ চট্টোপাধ্যায়।
১.১০ প্রবাসী পত্রিকার সম্পাদক ছিলেন– (রবীন্দ্রনাথ ঠাকুর / রামানন্দ চট্টোপাধ্যায় / রামকিঙ্কর বেইজ)।
উত্তরঃ রামানন্দ চট্টোপাধ্যায়।
১.১১ শান্তিনিকেতনে প্রথম অয়েল পেইন্টিং শুরু করেন– (রবীন্দ্রনাথ ঠাকুর / রামানন্দ চট্টোপাধ্যায় / রামকিঙ্কর বেইজ)।
উত্তরঃ রামকিঙ্কর বেইজ।
১.১২ রামকিঙ্কর বেইজ এর অয়েল পেন্টিং করা একটি ছবি হল– (ডগ এন্ড দ্য গার্ল / গার্ল এন্ড দ্য ডগ / গার্ল এন্ড দ্য গোট)।
উত্তরঃ গার্ল এন্ড দ্য ডগ।
১.১৩ নন্দলাল বসু যে আর্টের প্রবর্তক– (ওরিয়েন্টাল আর্ট / ওয়েস্টার্ন আর্ট অয়েল / পেইন্টিং আর্ট)।
উত্তরঃ ওরিয়েন্টাল আর্ট।
২। একই অর্থ-যুক্ত শব্দ রচনাংশ থেকে বেছে নিয়ে লেখো :
উত্তরঃ
» বিনা ব্যয়ে— অবৈতনিক। » অভ্যুত্থান— আন্দোলন।
» দরকার— প্রয়োজন। » নিপুণ— নিখুঁত।
» সম্মানীয়— মর্যাদাবান।
৩। বিশেষ্য থেকে বিশেষণে এবং বিশেষণ থেকে বিশেষ্যে বদলাও :
উত্তরঃ
» সার্থক (বিণ.) > সার্থকতা (বি.),
» সুন্দর (বিণ.) > সৌন্দর্য (বি.),
» মূর্তি (বি.) > মূর্ত (বিণ),
» চরিত্র (বি.) > চারিত্রিক (বিণ.),
» উদ্ধৃতি (বি.) > উদ্ধৃত (বিণ.)।
৪। একটি বাক্যে উত্তর দাও।
৪.১ কী কী দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন ?
উত্তরঃ গাছের পাতার রস, বাটনা-বাটা শিলের হলুদ, মেয়েদের পায়ের আলতা ও মুড়ি-ভাজা খোলার চাঁছা ভুসোকালি দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন।
৪.২ কার সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয় ?
উত্তরঃ ‘প্রবাসী’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের সৌজন্যে ১৯২৫ খ্রিস্টাব্দে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয়।
৪.৩ শান্তিনিকেতনের আচার্য নন্দলাল বসু কাজের ক্ষেত্রে কেমন মনোভাব দেখাতেন?
উত্তরঃ শান্তিনিকেতনের কলাভবনের আচার্য নন্দলাল বসু কাজের ক্ষেত্রে শিক্ষার্থীদের পূর্ণ স্বাধীনতা দিতে সবসময় আগ্রহী ছিলেন।
৪.৪ নন্দলাল বসুর কাজের কোন্ দিকটা শিল্পী রামকিঙ্করকে বেশি প্রভাবিত করেছিল ?
উত্তরঃ নন্দলাল বসুর কাজের সাদামাটা সুরটাই শিল্পী রামকিঙ্করকে বেশি প্রভাবিত করেছিল।
∆ অতিরিক্ত প্রশ্নোত্তর : (৪.৫ থেকে ৪.১০ এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী ১ থেকে ১০)
৪.৫ রামকিঙ্করের প্রথম শিল্প-ইস্কুল কোনটি ছিল ?
উত্তরঃ রামকিঙ্করের প্রথম শিল্প-ইস্কুল ছিল বাড়ির পাশের কুমোরপাড়া।
৪.৬ ছোটোবেলায় রামকিঙ্কর কীভাবে আঁকার অভ্যাস গড়ে তুলেছিলেন?
উত্তরঃ ছোটোবেলায় রামকিঙ্কর বাড়ির চারপাশের দেওয়ালে থাকা দেবদেবীর ছবি দেখে সেগুলি কপি করে আঁকার অভ্যাস গড়ে তুলেছিলেন।
৪.৭ স্কুলজীবনে রামকিঙ্কর কী ধরনের ছাত্র পড়ার সুযোগ পেয়েছিলেন ?
উত্তরঃ বাবার আর্থিক অসচ্ছলতার কারণে রামকিঙ্কর স্কুলে অবৈতনিক ছাত্র হিসেবে পড়াশোনার সুযোগ পেয়েছিলেন।
৪.৮ নন-কোঅপারেশন আন্দোলনের সময় রামকিঙ্করের উপর কী দায়িত্ব ছিল?
উত্তরঃ নন-কোঅপারেশন আন্দোলনের সময় রামকিঙ্করের দায়িত্ব ছিল মহাপুরুষদের বাণী লিখে ঝুলিয়ে দেওয়া এবং মিছিলে নেতাদের পোর্ট্রেট এঁকে দেওয়া।
৪.৯ শান্তিনিকেতনে এসে রামকিঙ্কর কেন ম্যাট্রিক পরীক্ষা না দিয়েই চলে আসেন?
উত্তরঃ শান্তিনিকেতন ব্রিটিশ কর্তৃত্বের বাইরে ছিল বলে রামকিঙ্কর ম্যাট্রিক পরীক্ষা না দিয়েই সেখানে চলে আসেন।
৪.১০ শান্তিনিকেতনে অয়েল পেন্টিং শুরু করার ক্ষেত্রে রামকিঙ্করের ভূমিকা কী ছিল?
উত্তরঃ শান্তিনিকেতনে অয়েল পেন্টিং প্রথম শুরু করেছিলেন শিল্পী রামকিঙ্কর নিজেই।
∆ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর : প্রতিটি প্রশ্নের মান- ২
১. শৈশবে শিল্পের প্রতি রামকিঙ্করের আকর্ষণ কীভাবে তৈরি হয়েছিল?
উত্তরঃ শৈশবেই রামকিঙ্কর বাড়ির চারপাশের দেওয়ালে নানা দেবদেবীর ছবি দেখতে পেতেন। সেই ছবিগুলি দেখে দেখে কপি করাই ছিল তাঁর প্রথম শিল্পচর্চা। এভাবেই ভিজুয়াল আর্টের সঙ্গে তাঁর পরিচয় ঘটে।
২. মূর্তিগড়ার সঙ্গে রামকিঙ্করের প্রথম পরিচয় কীভাবে হয়?
উত্তরঃ একদিন বৃষ্টির পরে রাস্তায় লাল মোরাম ধুয়ে নীল রঙের মাটি বেরিয়ে পড়ে। সেই মাটি তুলে নিয়ে তিনি নানারকম পুতুল তৈরি করতে শুরু করেন। এটিই তাঁর মূর্তিগড়ার প্রথম অভিজ্ঞতা।
৩. কুমোরপাড়ার প্রভাব রামকিঙ্করের শিল্পজীবনে কীভাবে পড়েছিল?
উত্তরঃ বাড়ির পাশের কুমোরপাড়ায় কুমোরদের কাজ তিনি ছোটবেলা থেকেই গভীর আগ্রহ নিয়ে দেখতেন। সুযোগ পেলেই মাটিতে হাত লাগিয়ে কাজ করতেন। এর ফলে তাঁর মূর্তি গড়ার দক্ষতা স্বাভাবিকভাবেই বেড়ে ওঠে।
৪. রামকিঙ্কর কীভাবে রঙ ও তুলি সংগ্রহ করতেন?
উত্তরঃ গাছের পাতার রস, বাটনা-বাটা শিলের হলুদ, আলতা ও ভুসোকালি দিয়ে তিনি রঙ তৈরি করতেন। ছাগলের ঘাড়ের লোম বাঁশের কাঠিতে বেঁধে তুলি বানাতেন। অভাবই তাঁকে সৃজনশীল হতে শিখিয়েছিল।
৫. স্কুলজীবনে রামকিঙ্করের পড়াশোনার অভিজ্ঞতা কেমন ছিল?
উত্তরঃ ছোটোবেলায় পড়াশোনা তাঁর ভালো লাগত না।পড়তে বসালে তিনি আঁকতে শুরু করতেন। তবু অনেক কষ্টে বাঁকুড়া থেকে ম্যাট্রিক পর্যন্ত পড়াশোনা করেন।
৬. নন-কোঅপারেশন আন্দোলনের সময় রামকিঙ্করের ভূমিকা কী ছিল?
উত্তরঃ নন-কোঅপারেশন আন্দোলনের সময় তিনি ন্যাশনাল স্কুলে ভর্তি হন। কংগ্রেসের কাজে যুক্ত হয়ে তিনি বাণী লিখে ঝুলিয়ে দেওয়া ও নেতাদের পোর্ট্রেট আঁকার দায়িত্ব পালন করতেন।
৭. রামানন্দ চট্টোপাধ্যায়ের সঙ্গে পরিচয়ের গুরুত্ব কী ছিল?
উত্তরঃ রামানন্দ চট্টোপাধ্যায়ের সঙ্গে পরিচয়ের ফলেই রামকিঙ্করের শান্তিনিকেতনের সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়। তাঁর অনুপ্রেরণায় ১৯২৫ সালে রামকিঙ্কর শান্তিনিকেতনে চলে আসেন। এটি তাঁর শিল্পজীবনের এক গুরুত্বপূর্ণ মোড়।
৮. শান্তিনিকেতনে নন্দলাল বসুর শিক্ষাদানের পদ্ধতি কেমন ছিল?
উত্তরঃ নন্দলাল বসু ছাত্রদের কাজে পূর্ণ স্বাধীনতা দিতেন। তিনি খুব কম নির্দেশ দিতেন এবং নিজের মত চাপিয়ে দিতেন না। এই স্বাধীন পরিবেশেই ছাত্রদের সৃজনশীলতা বিকশিত হতো।
৯. অয়েল পেন্টিং সম্পর্কে নন্দলাল বসুর মনোভাব কী ছিল?
উত্তরঃ নন্দলাল বসু মূলত ওরিয়েন্টাল আর্টের প্রবক্তা ছিলেন। তাই তিনি অয়েল পেন্টিং বিশেষ পছন্দ করতেন না। তবে রামকিঙ্কর অয়েলে কাজ করলেও তিনি বাধা দেননি।
১০. নন্দলাল বসুর শিল্পভাবনা রামকিঙ্করের কাজে কীভাবে প্রভাব ফেলেছিল?
উত্তরঃ নন্দলাল বসুর ছবির সাদামাটা বিষয় ও সাধারণ চরিত্র রামকিঙ্করকে গভীরভাবে প্রভাবিত করে। এর ফলেই রামকিঙ্করের শিল্পকর্মেও সাধারণ মানুষের জীবন ও গ্রামীণ চরিত্র বেশি করে উঠে এসেছে।
৫। নিম্নলিখিত ব্যক্তি ও বিষয়গুলি নিয়ে দু-একটি বাক্য লেখো: নন্-কোঅপারেশন মুভমেন্ট, অয়েল পেন্টিং, আচার্য নন্দলাল বসু, ল্যান্ডস্কেপ।
উত্তরঃ
» নন্-কোঅপারেশন মুভমেন্ট: ইংরেজ শাসনের বিরুদ্ধে নন্-কোঅপারেশন মুভমেন্ট বা অসহযোগ আন্দোলন সংগঠিত হয়েছিল। ‘জাতির জনক’ মহাত্মা গান্ধি ১৯২০ খ্রিস্টাব্দে এই আন্দোলনের ডাক দেন।
» অয়েলপেন্টিং: অয়েলপেন্টিং-এর বাংলা প্রতিশব্দ হল তৈলচিত্র। রং ও তেল ব্যবহার করে এই ছবি আঁকা হয়। আচার্য নন্দলাল বসু: আচার্য নন্দলাল বসু হলেন ভারতবর্ষের বিখ্যাত এক ভাস্কর ও শিল্পী। তিনি শান্তিনিকেতনের কলাভবনের অধ্যক্ষ ছিলেন। তাঁকে ওরিয়েন্টাল আর্টের পথপ্রদর্শক বলা হয়।
» ল্যান্ডস্কেপ: ল্যান্ডস্কেপ (Landscape) কথাটির অর্থ প্রাকৃতিক দৃশ্য। প্রকৃতির বিচিত্র রূপ শিল্পীর কল্পনায় ও নিপুণ তুলির টানে ক্যানভাসের ওপর যে দৃশ্যপট তৈরি করে, তাকেই সাধারণভাবে ল্যান্ডস্কেপ বলা হয়।
৬। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো।
৬.১ “ভিসুয়াল আর্টে আমার প্রথম বর্ণপরিচয়।”— শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে প্রথম বর্ণপরিচয় হয়েছিল কীভাবে ?
উত্তরঃ নিজের আত্মকথায় শিল্পী রামকিঙ্কর জানান, শিশুকাল থেকেই তাঁর চোখে পড়ত তাঁদের বাড়িঘরের চারদিকের দেয়ালে টাঙানো নানান দেবদেবীর ছবি। তখন থেকেই ছবির প্রতি তাঁর আকর্ষণ। শৈশবে দেখা সেইসব ছবি তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ‘কপি’ করতেন। এইভাবেই ‘ভিসুয়াল আর্ট’ বা চিত্রকলার সঙ্গে রামকিঙ্করের প্রথম ‘বর্ণপরিচয়’।
৬.২ “জেনারেল লাইব্রেরির উপরতলায় কলাভবনে নিয়ে গেলেন”—কে কাকে নিয়ে গিয়েছিলেন ? তারপর কী ঘটেছিল ?
উত্তরঃ ‘প্রবাসী’ পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় শান্তিনিকেতনের জেনারেল লাইব্রেরির উপরতলায় কলাভবনে রামকিঙ্কর বেইজকে নিয়ে গিয়েছিলেন।
» তারপর রামানন্দ চট্টোপাধ্যায় কলাভবনের আচার্য নন্দলাল বসুর সঙ্গে রামকিঙ্করের পরিচয় করিয়ে দেন। ।
৬.৩ যতদূর মনে হচ্ছে— গার্ল অ্যান্ড দ্য ডগ।” কার উক্তি ? ‘গার্ল অ্যান্ড দ্য ডগ’ কীসের নাম ? তিনি কীভাবে এ ধরনের কাজ শিখলেন ?
উত্তরঃ আলোচ্য উক্তিটি শিল্পী রামকিঙ্কর বেইজের।
» ‘গার্ল অ্যান্ড দ্য ডগ’ হল রামকিঙ্কর বেইজের একটি বিখ্যাত অয়েলপেন্টিং বা তৈলচিত্রের নাম।
» অয়েলপেন্টিং-এর কাজ শান্তিনিকেতনে রামকিঙ্করই প্রথম শুরু করেন। এই বিদ্যা বা ছবি আঁকার কৌশল তাঁকে হাতে ধরে কেউ শেখাননি। সম্পূর্ণ নিজে নিজেই এই কলা তিনি রপ্ত করেছিলেন। অয়েলপেন্টিং বা তেল রং কেনার জন্য তিনি যখন দোকানে যান তখন দোকানদার তাঁকে শুধু জানান, টিউবের রং ও পাত্রের তেলে তুলি ডুবিয়েই রং করতে হয়। এইভাবেই তিনি অয়েলপেন্টিং-এর কাজ শিখেছিলেন।
৬.৪ “এই সাদামাটা সুরটাই আমাকে ভীষণভাবে টানে।”– কাকে টানে ? ‘সাদামাটা সুর’ বলতে তিনি কী বুঝিয়েছেন ? তাঁকে এই সুর টানে কেন ?
উত্তরঃ আচার্য নন্দলালবসুর আঁকার ‘সাদামাটা সুরটাই’ লেখক রামকিঙ্কর বেইজকে টানে।
» নন্দলাল বসু একেবারে সাধারণ চরিত্র, পরিচিত প্রকৃতি, গ্রামের পরিপূর্ণ রূপ দিয়ে অসাধারণ ছবি সৃষ্টি করতেন। আচার্য নন্দলালের ছবির এই বৈশিষ্ট্যটি রামকিঙ্করকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল। একেই রামকিঙ্কর ‘সাদামাটা সুর’ বলে উল্লেখ করেছেন।
» রামকিঙ্কর বলেছেন, নন্দলালের আঁকা ছবিগুলির ভেতর যে সাদামাটা সুর রয়েছে, সেই সুরটিই তাঁকে টানত। এর কারণ তাঁর সমস্ত ছবির প্রেক্ষাপটেই থাকত সাধারণ চরিত্র আর একেবারে ‘কমন ল্যান্ডস্কেপ’, যা দিয়ে গ্রামের সম্পূর্ণরূপ অতি অনায়াসে বিশ্বাসযোগ্যভাবে ফুটে উঠত।
◆ প্রথম ইউনিট টেস্ট বাংলা প্রশ্নোত্তর
◆ ছন্দে শুধু কান রাখো কবিতার প্রশ্ন উত্তর
◆ পাগলা গনেশ গল্পের বিষয়বস্তু
◆ পাগলা গনেশ গল্পের প্রশ্ন উত্তর
◆ বঙ্গভূমির প্রতি কবিতার বিষয়বস্তু
◆ বঙ্গভূমির প্রতি কবিতার প্রশ্ন উত্তর
◆ মাতৃভাষা কবিতার প্রশ্ন উত্তর
◆ আঁকা লেখা কবিতার প্রশ্ন উত্তর
◆ খোকনের প্রথম ছবি প্রশ্ন উত্তর
◆ কুতুবমিনারের কথা প্রশ্ন উত্তর
◆ মাকু প্রথম ও দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর
◆ ভাষাচর্চা প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর
📌 আরো দেখুনঃ
📌সপ্তম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 অন্যান্য বিষয়ের প্রশ্নোত্তরঃ
📌 সপ্তম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি গণিত সমাধান Click Here
📌 অন্যান্য ক্লাসের বাংলা প্রশ্নোত্তরঃ
📌পঞ্চম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌 ষষ্ঠ শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌 অষ্টম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌 নবম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
