THIRD SUMMATIVE EVALUATION
CLASS 6 (VI) WBBSE
MATHEMATICS QUESTION PAPER
Class 6 Math 3rd Unit Test Question Paper Set-3 wbbse | ষষ্ঠ শ্রেণির গণিত তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৩
📌ষষ্ঠ শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
Set-3
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
ষষ্ঠ শ্রেণি
বিষয় : গণিত
পূর্ণমান : ৭০ সময় : ২.৩০ মিনিট
1. সঠিক উত্তর নির্বাচন করো : 1×10=10
(i) 40-এর রোমান সংখ্যা হল–
(a) XX (b) XL (c) XXXX (d) XXLL
উত্তরঃ (b) XL
(ii) “(b), 8-এর থেকে ছোট নয়।” এই বীজগাণিতিক সম্পর্কটি কোন প্রতীকে লেখা হবে ?
(a) b < 8 (b) b ≤ 8 (c) b ≥ 8 (d) b > 8
উত্তরঃ (c) b ≥ 8
(iii) সমকোনী ত্রিভুজের একটি কোন সর্বদা হবে –
(a) 180° (b) 90° (c) 105° (d) 15°
উত্তরঃ (b) 90°
(iv) `{\sqrt32×22}`-এর মান লেখো –
(a) 6 (b) 8 (c) 9 (d) 15
উত্তরঃ (a) 6
(v) মিশ্র আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো- `0.05\dot{5}`
(a) `frac(13){20}` (b) `frac(5){100}` (c) `frac(1){18}` (d) `frac(12){18}`
উত্তরঃ (c) `frac(1){18}`
(vi) 1.1 × 1.1 x 1 × 10 = কত ?
(a) 1.21 (b) 111 (c) 121 (d) 12.1
উত্তরঃ (d) 12.1
(vii) 2021 সালের 1 জানুয়ারী সোমবার হলে 2022 সালের 2 জানুয়ারী হয়–
(a) মঙ্গল বার (b) বৃহস্পতি বার
(c) বুধবার (d) সোমবার।
উত্তরঃ (c) বুধবার
viii) 15 : 9 :: 5 : x হলে, x-এর মান কত ?
(a) 4 (b) 1 (c) 3 (d) –61
উত্তরঃ (c) 3
(ix) একটি পঞ্চভুজাকার পিরামিডের তল সংখ্যা–
(a) 5 টি (b) 6 টি (c) 7 টি (d) কোনোটিই নয়।
উত্তরঃ (b) 6 টি
(x) (–11) + (–3) -এর মান হল–
(a) 8 (b) –8 (c) 14 (d) –14
উত্তরঃ (d) –14
2. শূন্যস্থান পূরণ করো (যে কোনো পাঁচটি) : 1×5=5
(i) দুটি অপ্রকৃত ভগ্নাংশের গুণফল সর্বদা ___________ ভগ্নাংশ (প্রকৃত / অপ্রকৃত)।
উত্তরঃ অপ্রকৃত ভগ্নাংশ।
(ii) 6.234 মিটার = ______________ ডেসিমিটার।
উত্তরঃ 62.34
(iii) < বা > চিহ্ন বসাও : – 100 [ ] –50
উত্তরঃ <
(iv) যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে ___________ বলা হয়।
উত্তরঃ সামন্তরিক
(v) সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখার সংখ্যা হল …………..টি।
উত্তরঃ 3টি
(vi) 3 : 5-এর ব্যস্ত অনুপাত = _____________ ।
উত্তরঃ 5 : 3
3. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো ছয়টি) : 1×6=6
(i) –22 এবং + 20 এর পরম মানের বিয়োগফল কত ?
উত্তরঃ 2
(ii) আয়তক্ষেত্র একটি বিশেষ ধরনের সমান্তরিক। (সত্য / মিথ্যা)
উত্তরঃ সত্য
(iii) একটি ঘনকের তলসংখ্যা ও ধার সংখ্যা লেখো।
উত্তরঃ একটি ঘনকের তলসংখ্যা 6টি এবং ধার সংখ্যা 12টি।
(iv) নীচের জ্যামিতিক চিত্রটি পরিসীমা কত ?
(পৃঃ নং 155)
(v) মান নির্ণয় করো : 60 এর 10%
উত্তরঃ 6
(vi) দুটি বিন্দু দিয়ে সর্বাধিক কতগুলি সরলরেখা অঙ্কন করাযায় ?
উত্তরঃ একটি।
(vii) একটি বৃত্তের ব্যাস 21 সেমি হলে ব্যাসার্ধ কত ?
উত্তরঃ 20.5 সেমি
(viii) কোন সংখ্যার অন্যোন্যক সেই সংখ্যার সমান ?
উত্তরঃ 1
4. নীচের প্রশ্নগুলির উত্তর দাও: (যে কোনো দশটি) : 2×10=20
(ⅰ) বড়ো থেকে ছোট হিসাবে সাজাও : 0.9×0.2, 0.9, 0.2
উত্তরঃ 0.9, 0.2, 0.9×0.2
(ii) সরল করো: (–5) + (–7 এর বিপরীত সংখ্যা) –(–5)
উত্তরঃ 7
(iii) ভাগ পদ্ধতির সাহায্যে বর্গমূল নির্ণয় করো: 1024
উত্তরঃ 32
(iv) 20 বছর 11 মাস –10 বছর ৪ মাস 23 দিন= কত বছর, কত মাস এবং কতদিন ?
উত্তরঃ 10 বছর 2 মাস 7 দিন
(v) সমকোনী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোনের অনুপাত কত ?
উত্তরঃ 1 : 1 : 2
(vi) (8 বছর 7 মাস 21 দিন) × 9 বছর = কত বছর, কত মাস এবং কত দিন ?
উত্তরঃ 77 বছর 9 মাস 9 দিন
(vii) মান নির্ণয় করো : `\5frac1(5)` ÷ `frac(13){5}`
উত্তরঃ `frac(4){5}`
(viii) 15, 20, 24 ও 32 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো।
উত্তরঃ 240
(ix) 2010 সাল থেকে 2030 সাল পর্যন্ত লিপইয়ার গুলি লেখো।
উত্তরঃ 2012, 2016, 2020, 2024, 2028
(x) 10 বছর আগে এক ব্যাক্তির বয়স ছিল x বছর। 10 বছর পর তার বয়স কত হবে ?
উত্তরঃ (x + 20)
(xi) একটি সমকোনী ত্রিভুজের সমকোনের বিপরীত কোন দুটির একটির মান 30° হলে অপরটি কত ?
উত্তরঃ 60°
(xii) বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার ও কী কী ?
উত্তরঃ বাহু ভেদে ত্রিভুজ তিন প্রকার। সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষম বাহু ত্রিভুজ।
5. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে কোন ছয়টি) : 4×6 = 24
(i) সরল করো : `frac(3){8}` ÷ `frac(2){3}` এর `frac(1){9}` এর `frac(1){16}`
উত্তরঃ 81
(ii) অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়িভাড়া দেন তবে অনিলবাবু মাসিক আয় কত হিসাব করো।
(পৃঃ নং 113)
উত্তরঃ 8500 টাকা।
(iii) 5320-এরসাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে হিসাব করো।
(পৃঃ নং 217)
উত্তরঃ 9 যোগ করলে
(iv) আমার পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত 4 : 3; পড়ার বই 28 টি হলে গল্পের বইয়ের সংখ্যা কত হিসাব করো।
(পৃঃ নং 247)
উত্তরঃ 21টি
(v) 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4 টিট্রাক্টর লাগে। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কটি ট্রাক্টর লাগবে হিসাব করো।
(পৃঃ নং 42)
উত্তরঃ 40টি
(vi) কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে বিয়োগফল 7, 11, 13 দ্বারা বিভাজ্য হবে হিসাব করো।
(পৃঃ নং 137)
সমাধানঃ
7, 11 ও 13 এর ল.সা.গু = 7 × 11 × 13=1001
∴ ক্ষুদ্রতম সংখ্যাটি হল = 4000 + 1001 = 5001
উত্তরঃ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হল 5001 যা থেকে 4000 বিয়োগ করলে বিয়োগফল 7, 11 ও 13 দিয়ে বিভাজ্য হবে।
(vii) রমেনবাবু এ সপ্তাহে তার দোকানে ব্যাগ বিক্রির তালিকা প্রকাশ করলেন-
(পৃঃ নং 147)
নিজের সুবিধা মতো স্কেল নিয়ে এই তথ্য থেকে একটি স্তম্ভ চিত্র অঙ্কন করো।
(viii) একটি শহরের বর্তমান জনসংখ্যা 6250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে। তবে পরের বছরের জনসংখ্যা কত হবে ?
(গণিত প্রভা পৃঃ নং 113, সংখ্যা পরিবর্তন করে দেওয়া হয়েছে)
সমাধান :
প্রদত্ত,
শহরের বর্তমান জনসংখ্যা = 6250 জন।
পরের বছর জনসংখ্যা বেড়েছে
= 6250 এর 4%
= 6250 × `frac(4){100}`
= 250 জন
∴ পরের বছরের জনসংখ্যা হবে = (6250+250) জন = 6500 জন
উত্তরঃ 6500 জন।
(ix) দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 2175 এবং 145। যদি একটি সংখ্যা 725 হয়, তাহলে অপর সংখ্যাটি কত ?
সমাধান :
দুটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
অতএব,
অপরসংখ্যা = (ল.সা.গু × গ. সা.গু) ÷ প্রদত্তসংখ্যা
মান বসিয়ে পাই,
অপরসংখ্যা = `frac(2175×145){725}`
অপরসংখ্যা = 3×145 = 435
উত্তরঃ 435
6. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 1×5 = 5
(i) একটি সরলরেখাংশ AB অঙ্কন করো যার দৈর্ঘ্য 6 সেমি। এইসরলরেখাংশের বাইরে একটি বিন্দু K। স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে K বিন্দু থেকে AB সরলরেখাংশের উপর KL লম্ব অঙ্কন করো।
(পৃঃ নং 260, 8 নং প্রশ্ন)
(ii) একটি 4 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করো। ওই বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ, জ্যা, বৃত্তচাপ চিহ্নিত করো।
(পৃঃ নং 233, 3 নং প্রশ্ন)
📌আরও দেখুনঃ
📌ষষ্ঠ শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌ষষ্ঠ শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌ষষ্ঠ শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here
