অদল বদল
—পান্নালাল প্যাটেল
অদল বদল গল্পের MCQ প্রশ্নোত্তর দশম শ্রেণি বাংলা | Adol Bodol Golper MCQ Question Answer Class 10 Bengali wbbse
সাহিত্য সঞ্চয়ন
দশম শ্রেণি বাংলা (প্রথম ভাষা)
অদল বদল গল্পের MCQ প্রশ্নোত্তর দশম শ্রেণি বাংলা | Adol Bodol Golper MCQ Question Answer Class 10 Bengali wbbse
📌দশম শ্রেণির ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 দশম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
অদল বদল গল্পের MCQ প্রশ্নোত্তর দশম শ্রেণি বাংলা | Adol Bodol Golper MCQ Question Answer Class 10 Bengali wbbse
◆ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : প্রতিটি প্রশ্নের মান-১
১. অমৃত একেবারেই গররাজি ছিল-
(ক) ইসাবের সঙ্গে কুস্তি লড়তে (খ) স্কুলে যেতে (গ) জামা ছিঁড়তে (ঘ) মার খেতে
উত্তরঃ ইসাবের সঙ্গে কুস্তি লড়তে
২. অমৃত ও ইসাবের জামা যে যে দিক থেকে একরকম ছিল-
(ক) রং, মাপ, কাপড় (খ) রং, ছাপা ও ঝুল (গ) ছাপা, ঝুল ও কাপড় (ঘ) মাপ, ঝুল ও কাপড়
উত্তরঃ রং, মাপ, কাপড়
৩. ইসাবের জামা ছিঁড়ে গিয়েছিল, কারণ-
(ক) তার জামা পুরোনো হয়ে গিয়েছিল
(খ) সে যত্ন নিতে জানত না
(গ) তাকে খেতে কাজ করতে হত
(ঘ) তাকে একই জামা রোজ পরতে হত
উত্তরঃ তাকে খেতে কাজ করতে হত
৪. নিম গাছের নীচে গাঁয়ের একদল ছেলে জড়ো হয়ে যা খেলছিল, তা হল-
(ক) ফুটবল (খ) ধুলো ছোড়াছুড়ি (গ) ছোঁয়াছুঁয়ি (ঘ) দড়ি টানাটানি
উত্তরঃ ধুলো ছোড়াছুড়ি
৫. দুজনের বাবা পেশায় ছিলেন-
(ক) শিক্ষক (খ) চাষি (গ) কুমোর (ঘ) তাঁতি
উত্তরঃ চাষি
৬. ইসাবের বাবা জাতিতে ছিলেন-
(ক) শিখ (খ) রাজপুত (গ) পাঠান (ঘ) জাঠ
উত্তরঃ পাঠান
৭. ‘হোলির দিনের পড়ন্ত বিকেল।’- হোলি যে-ঋতুতে হয়, তা হল-
(ক) শীত (খ) শরৎ (গ) বসন্ত (ঘ) হেমন্ত
উত্তরঃ বসন্ত
৮. ইসাবের বাবার নাম ছিল-
(ক) হাসান (খ) অমৃত (গ) বাহালি (ঘ) কালিয়া
উত্তরঃ হাসান
৯. ‘অদল বদল’ যে-দুই বন্ধুর গল্প, তাদের নাম হল-
(ক) অমৃত ও ইরফান (খ) অমৃত ও ইসাব (গ) অমিত ও ইসাব (ঘ) অমিত ও ইরফান
উত্তরঃ অমৃত ও ইসাব
১০. ছেলেছোকরার দঙ্গল অমৃতকে কুস্তির উদ্দেশ্যে নিয়ে গেল-
(ক) শান বাঁধানো ফুটপাথে (খ) দুই বাড়ির মাঝখানে (গ) খোলা মাঠে (ঘ) ইসাবের বাবার গোয়ালঘরে
উত্তরঃ খোলা মাঠে
১১. ‘শোনামাত্র অমৃত ফতোয়া জারি করে দিল,’-‘ফতোয়া’ শব্দের অর্থ হল-
(ক) প্রতিবাদ (খ) রায় (গ) দাবি (ঘ) চিৎকার
উত্তরঃ রায়
১২. নতুন জামা পাওয়াটা অমৃত ও ইসাবের পক্ষে কঠিন ছিল। কারণ-
(ক) তাদের জামার প্রয়োজন ছিল না
(খ) তারা ছিল গরিব
(গ) তাদের বাবারা ছিলেন রাগি
(ঘ) তখন কোনো উৎসব ছিল না
উত্তরঃ তারা ছিল গরিব
১৩. ইসাবের বাড়িতে ছিলেন-
(ক) শুধু বাবা (খ) বাবা ও ভাই (গ) বাবা ও মা (ঘ) বাবা-মা ও তিন ভাই
উত্তরঃ শুধু বাবা
১৪. ‘ও মরিয়া হয়ে বলল,’- ‘ও’ হল–
(ক) ইসাব (খ) অমৃতের মা (গ) অমৃত (ঘ) ইসাবের বাবা
উত্তরঃ অমৃত
১৫. অমৃতের বাড়িতে ছিলেন-
(ক) শুধু বাবা (খ) বাবা ও ভাই (গ) বাবা-মা ও তিন ভাই (ঘ) বাবা ও মা
উত্তরঃ বাবা-মা ও তিন ভাই
১৬. ‘ওদের তখন বুকের ধুকপুকুনি বন্ধ হবার জোগাড়,’- ‘বুকের ধুকপুকুনি’ অর্থাৎ-
(ক) ভয় (খ) হৃদ্রোগ (গ) হৃৎস্পন্দন (ঘ) হৃৎকম্পন
উত্তরঃ হৃৎস্পন্দন
১৭. ‘পাবার জন্য তুমি কী কাণ্ডটাই না করেছিলে।’-
(ক) প্রশংসা (খ) বই (গ) নতুন জামা (ঘ) পুরস্কার
উত্তরঃ নতুন জামা
১৮. অমৃত ও ইসাবের বয়স ছিল-
(ক) বারো (খ) এগারো (গ) দশ (ঘ) নয়
উত্তরঃ দশ
১৯. ‘তাহলে তোমার কপালে কী আছে মনে রেখো।’-এখানে কপালে আছে বলতে বলা হয়েছে-
(ক) প্রহার (খ) ভাগ্যরেখা (গ) প্রশংসা (ঘ) তিলক
উত্তরঃ প্রহার
২০. ইসাবের জামার যতটা কাপড় ছিঁড়ে গিয়েছিল-
(ক) ছ-ইঞ্চি (খ) পাঁচ ইঞ্চি (গ) তিন ইঞ্চি (ঘ) চার ইঞ্চি
উত্তরঃ ছ-ইঞ্চি
২১. ‘মা যখন দেখলেন জামাটা ছিঁড়েছে’- তখন উনি-
(ক) ছুঁচসুতো দিয়ে ছেঁড়া জামা রিফু করে দিলেন
(খ) কেঁদে ফেললেন
(গ) অমৃতকে মারলেন
(ঘ) প্রচন্ড রেগে গেলেন
উত্তরঃ ছুঁচসুতো দিয়ে ছেঁড়া জামা রিফু করে দিলেন
২২. ‘ওরা ভয়ে কাঠ হয়ে গেল।’-ওদের ভয় পাওয়ার কারণ-
(ক) জামা ছিঁড়ে যাওয়া (খ) সবকটিই (গ) শাস্তি পাওয়া (ঘ) বাবার হাতে মার খাওয়া
উত্তরঃ বাবার হাতে মার খাওয়া
২৩. ‘ছেলেরা খুব খুশি হল,’-ছেলেদের খুশি হওয়ার কারণ-
(ক) তাদের নতুন স্কুল (খ) তাদের নতুন নাম (গ) তাদের নতুন বাজি (ঘ) তাদের নতুন জামা
উত্তরঃ তাদের নতুন নাম
২৪. ‘উনি দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন।’-এর মধ্য দিয়ে ইসাবের বাবার যে-বোধ প্রকাশিত হয়েছে, তা হল-
(ক) অহংকার (খ) রাগ (গ) গর্ব (ঘ) ভয়
উত্তরঃ গর্ব
২৫. অমৃত যেখানে লুকিয়ে ছিল, সেই স্থানটি হল-
(ক) ইসাবের বাবার গোয়ালঘর (খ) অমৃতের স্কুল (গ) বাড়ির পাশের গলি (ঘ) ইসাবের বাড়ি
উত্তরঃ ইসাবের বাবার গোয়ালঘর
২৬. ‘হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল,’-বুদ্ধিটা ছিল-
(ক) কালিয়ার সঙ্গে কুস্তি লড়ার (খ) পালিয়ে যাওয়ার (গ) লুকিয়ে থাকার (ঘ) জামা অদলবদল করার
উত্তরঃ জামা অদলবদল করার
২৭. গ্রামপ্রধান ইসাবের নাম দিয়েছিলেন-
(ক) অদল (খ) বদল (গ) বাহালি (ঘ) হাসান
উত্তরঃ বদল
২৮. ‘এরপর উনি গিয়ে ইসাবের বাবার গোয়ালঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি নিয়ে এলেন।’- উনি বলতে বোঝানো হয়েছে-
(ক) অমৃতের বাবা (খ) ইসাবের মা (গ) অমৃতের মা (ঘ) ইসাবের বাবা
উত্তরঃ অমৃতের মা
২৯. নতুন জামা পাওয়ার জন্য অমৃত তার বাবা-মা-কে জ্বালিয়েছিল-
(ক) নতুন জামার জন্য (খ) স্কুলে যাবে না বলে (গ) খেলার জন্য (ঘ) পড়াশোনা না-করার জন্য
উত্তরঃ নতুন জামার জন্য
৩০. ইসাবের বাবা তারা জামা সেলাই করাবার জন্য-
(ক) চুরি করেছেন
(খ) কষ্ট স্বীকার করে টাকা উপার্জন করেছেন
(গ) ভিক্ষা করেছেন
(ঘ) সুদখোরের কাছ থেকে টাকা ধার করেছেন
উত্তরঃ সুদখোরের কাছ থেকে টাকা ধার করেছেন
৩১. যে-ছেলেটি অমৃতকে কুস্তি লড়তে ডেকেছিল, তার নাম-
(ক) কালিয়া (খ) ইসাব (গ) হাসান (ঘ) বাহালি
উত্তরঃ কালিয়া
৩২. ‘ইসাবের মেজাজ চড়ে গেল।’-কারণ-
(ক) ইসাব কালিয়াকে পছন্দ করত না
(খ) অমৃতের জামাটা বেশি সুন্দর ছিল
(গ) ইসাব অমৃতকে ঈর্ষা করত
(ঘ) ইসাব অমৃতকে খুব ভালোবাসত
উত্তরঃ ইসাব অমৃতকে খুব ভালোবাসত
৩৩. ‘এমন সময়ে শুনতে পেল’-
(ক) ইসাবের বাবা ইসাবকে ডাকছেন
(খ) অমৃতের বাবা ইসাবকে ডাকছেন
(গ) অমৃতের বাবা অমৃতকে ডাকছেন
(ঘ) ইসাবের বাবা অমৃতকে ডাকছেন
উত্তরঃ ইসাবের বাবা ইসাবকে ডাকছেন
৩৪. পান্নালাল প্যাটেল ছিলেন-
(ক) বাংলা ভাষার লেখক
(খ) হিন্দি ভাষার লেখক
(গ) গুজরাটি ভাষার লেখক
(ঘ) মারাঠি ভাষার লেখক
উত্তরঃ গুজরাটি ভাষার লেখক
৩৫. ‘তাঁদেরও বুক ভরে গেল।’-তাঁদের বুক ভরে যাওয়ার কারণ-
(ক) অমৃতের মায়ের ভালোবাসার গল্প
(খ) অমৃত, ইসাব ও তাদের বন্ধুদের মারামারির গল্প
(গ) অমৃত ও ইসাবের ভালোবাসার গল্প
(ঘ) ইসাব ও তার বাবার ভালোবাসার গল্প
উত্তরঃ অমৃত ও ইসাবের ভালোবাসার গল্প
৩৬. হোলির সময় যা যা পোড়ানো হয়, তা হল-
(ক) খড়ের গাদা ও কাপড় (খ) জঞ্জাল ও কাগজ (গ) পুরোনো জিনিসপত্র (ঘ) বাজি ও বুড়ির বাড়ি
উত্তরঃ বাজি ও বুড়ির বাড়ি
৩৭. গ্রামপ্রধান অমৃতের নামকরণ করেছিলেন-
(ক) অদল (খ) বদল (গ) কালিয়া (ঘ) বাহালি
উত্তরঃ অদল
৩৮. ‘পড়ন্ত’ শব্দের অর্থ হল-
(ক) পড়াশোনা করছে এমন (খ) পতনোন্মুখ (গ) শেষ হয়ে আসছে এমন (ঘ) পরিত্যক্ত
উত্তরঃ শেষ হয়ে আসছে এমন
৩৯. অদলবদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে যাঁর কানে গেল, তিনি হলেন-
(ক) গ্রামপ্রধান (খ) গ্রামোন্নয়ন মন্ত্রী (গ) গ্রামবাসী (ঘ) গ্রামরক্ষী
উত্তরঃ গ্রামপ্রধান
৪০. ‘ও আমাকে শিখিয়েছে, খাঁটি জিনিস কাকে বলে।’-‘খাঁটি জিনিস’ বলতে বোঝানো হয়েছে-
(ক) বন্ধুত্ব (খ) ভালোবাসা (গ) মাতৃস্নেহ (ঘ) সবকটিই
উত্তরঃ সবকটিই
৪১. ‘সবাই যে যেদিকে পারে পালিয়ে গেল’-কারণ-
(ক) অমৃত তাদের মারবে (খ) কালিয়ার বাবা-মা তাদের মারবে (গ) ইসাব তাদের মারবে (ঘ) কালিয়া তাদের মারবে
উত্তরঃ কালিয়ার বাবা-মা তাদের মারবে
৪২. অমৃত ও ইসাবের কাছে নতুন যে-জিনিসটি ছিল, তা হল-
(ক) জামা (খ) বল (গ) বই (ঘ) প্যান্ট
উত্তরঃ জামা
৪৩. ‘ইসাবের মেজাজ চড়ে গেল।’-কারণ-
(ক) ইসাব অমৃতকে খুব ভালোবাসত (খ) ইসাব কালিয়াকে পছন্দ করত না (গ) অমৃতের জামাটা বেশি সুন্দর ছিল (ঘ) ইসাব অমৃতকে ঈর্ষা করত
উত্তরঃ ইসাব অমৃতকে খুব ভালোবাসত
৪৪. ‘পাড়াপড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়াল।’-যে-গল্পের কথা বলা হয়েছে, তা হল-
(ক) মারামারির গল্প (খ) হাসির গল্প (গ) ভূতের গল্প (ঘ) জামা বদলের গল্প
উত্তরঃ জামা বদলের গল্প
৪৫. দুজনের একরকম পোশাক দেখে অমৃত ও ইসাবকে বলা হয়েছিল-
(ক) নাচ করতে (খ) খেলা করতে (গ) গান করতে (ঘ) কুস্তি করতে
উত্তরঃ কুস্তি করতে
৪৬. হোলির দিন দলের ছেলেরা অমৃত আর ইসাবকে একরকম পোশাকে দেখে কী করতে বলেছিল ?
(ক) কুস্তি লড়তে (খ) হোলি খেলতে (গ) ফুটবল খেলতে (ঘ) ছবি আঁকতে
উত্তরঃ কুস্তি লড়তে
∆ অদল বদল বিষয়বস্তু আলোচনা Click Here
∆ অদল বদল SAQ প্রশ্নোত্তর Click Here
∆ অদল বদল সংক্ষিপ্ত প্রশ্নোত্তর Click Here
∆ অদল বদল বড়ো প্রশ্নোত্তর Click Here
∆ অদল বদল MCQ মক্ টেস্ট Click Here
📌 আরো দেখুনঃ
📌দশম শ্রেণির ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 দশম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌 মাধ্যমিক সমস্ত বিষয় প্রশ্নপত্র Click Here
📌 মাধ্যমিক সমস্ত বিষয় মক্ টেস্ট Click Here