মাধ্যমিক ভূগোল MCQ মক্ টেস্ট অনলাইন সেট-১ | Madhyamik Geography Online MCQ Mock Test-1 wbbse

মাধ্যমিক ভূগোল MCQ মক্ টেস্ট অনলাইন সেট-১ | Madhyamik Geography Online MCQ Mock Test-1 wbbse

Madhyamik Exam Preparation Online Mock Test. আজকের বিষয় দশম শ্রেণির জন্য ভূগোল MCQ Mock Test. পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৩০ শতাংশের বেশি নম্বর থাকে। অনলাইন মক্‌ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে দারুণ ভাবে সাহায্য করে। তাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে সমস্ত বিষয়ের Online MCQ Mock Test- এর জন্য প্রশ্ন দেওয়া হল। এবার তোমরা নিজেরাই যাচাই করে নাও নিজের দক্ষতা।

GEOGRAPHY MCQ TEST – 1

১. বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো: ১৪×১=১৪

২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো। (যে কোনো ছয়টি) : ৬×১=৬

২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি) : ৬×১=৬

২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও। (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) : ৬×১=৬

Q ➤ ১.১ ‘ক্ষয়সীমা’ ধারণার (Base Level) প্রবর্তক হলেন– (ক) এল সি কিং (খ) ডব্লিউ পেঙ্ক (গ) জে ডব্লিউ পাওয়েল (ঘ) ডব্লিউ এম ডেভিস।


Q ➤ ১.২ হিমবাহের সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট দীর্ঘ, আঁকাবাঁকা শৈলশিরার ন্যায় ভূমিরূপকে বলে– (ক) এসকার (খ) কেম্ (গ) ড্রামলিন (ঘ) কেটল।


Q ➤ ১.৩ ক্রান্তীয় ঘূর্ণবাত ফিলিপাইনস-এ যে নামে পরিচিত– (ক) টুইস্টার (খ) তাইফুন (গ) হ্যারিকেন (ঘ) ব্যাগুই।


Q ➤ ১.৪ পর্বতের ঢাল বেয়ে উপরের দিকে বয়ে চলা বায়ুকে বলে– (ক) ক্যাটাবেটিক বায়ু (খ) অ্যানাবেটিক বায়ু (গ) পশ্চিমা বায়ু (ঘ) আয়ন বায়ু।


Q ➤ ১.৫ উষ্ণ কুরোশিও স্রোত প্রবাহিত হয় যে মহাসাগরে– (ক) আটলান্টিক মহাসাগর (খ) প্রশান্ত মহাসাগর (গ) ভারত মহাসাগর (ঘ) উত্তর সাগর।


Q ➤ ১.৬ পৃথিবীর বৃহৎ মৎস্যক্ষেত্রগুলি গড়ে উঠেছে যে দুই ধরনের সমুদ্রস্রোতের মিলন স্থলে তা হল– (ক) দুটি উষ্ণস্রোতের (খ) উষ্ণ ও শীতল স্রোতের (গ) দুটি শীতল স্রোতের (ঘ) কোনটাই নয়।


Q ➤ ১.৭ বর্জ্য সৃষ্টি হয় না নীচের যে উৎস থেকে– (ক) বায়ু বিদ্যুৎ কেন্দ্র (খ) সৌর বিদ্যুৎ কেন্দ্র (গ) জোয়ার ভাটা শক্তি কেন্দ্র (ঘ) সবগুলিই প্রযোজ্য।


Q ➤ ১.৮ গাঙ্গেয় সমভূমির নদীতীরবর্তী নবীন পলিমাটিকে বলে– (ক) ভাবর (খ) ভুর (গ) খাদার (ঘ) ভাঙর।


Q ➤ ১.৯ পশ্চিমঘাট পর্বতের একটি গিরিপথ যা নীলগিরি পর্বতের নিকটবর্তী তা হল– (ক) থলঘাট (খ) ভোরঘাট (গ) পলঘাট (ঘ) কাসারা ঘাট।


Q ➤ ১.১০ গোদাবরীর একটি উপনদী হল– (ক) ধানসিড়ি (খ) তুঙ্গভদ্রা (গ) কোশি (ঘ) ইন্দ্রাবতী।


Q ➤ ১.১১ ভারতের মৃত্তিকা সংরক্ষণের একটি পদ্ধতি হল– (ক) জলসেচ (খ) ঝুম চাষ (গ) ফালি চাষ (ঘ) পশুচারণ।


Q ➤ ১.১২ উত্তর ভারতের একটি ডিজেল রেলইঞ্জিন নির্মাণ কেন্দ্র হল– (ক) কানপুর (খ) কাপরথালা (গ) বারানসী (ঘ) গুরগাঁও।


Q ➤ ১.১৩ পূর্ব উপকূলের গভীরতম সমুদ্র বন্দরটি হল– (ক) চেন্নাই (খ) তুতিকোরিন (গ) পারাদ্বীপ (ঘ) বিশাখাপত্তনম।


Q ➤ ১.১৪ নীচের যেটি ‘জিও স্টেশনারি’ উপগ্রহ নয়, তা হল– (ক) INSAT (খ) LANDSAT (গ) GOES (ঘ) METEOSAT


Q ➤ ২.১.১ সমপ্রায় ভূমিতে ইনসেলবার্জ দেখা যায়।


Q ➤ ২.১.২ পর্বতের অনুবাত ঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটে।


Q ➤ ২.১.৩ চিল্কা হল ভারতের বৃহত্তম উপহ্রদ।


Q ➤ ২.১.৪ দুটি মুখ্য জোয়ারের সময়ের ব্যবধান ২৪ ঘণ্টা।


Q ➤ ২.১.৫ মরু অঞ্চলে লবণাম্বু উদ্ভিদ দেখা যায়।


Q ➤ ২.১.৬ ১নং জাতীয় জলপথটি হলদিয়া থেকে এলাহাবাদ পর্যন্ত বিস্তৃত।


Q ➤ ২.১.৭ মৌজা ম্যাপ হল একটি বৃহৎ স্কেলের মানচিত্র।


Q ➤ ২.২.১ __________ হল পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ।


Q ➤ ২.২.২ ঘনীভবনের সময় __________ নির্গত হয়।


Q ➤ ২.২.৩ পৃথিবী এবং সূর্যের মাঝে চাঁদ অবস্থিত হলে তাকে _________ বলে।


Q ➤ ২.৪ জৈব ভঙ্গুর বর্জ্যের জীবাণু দ্বারা বিয়োজনের স্বাভাবিক প্রক্রিয়াকে ___________ বলে।


Q ➤ ২.২.৫ অণুস্রাবণ (Leaching) প্রক্রিয়াটি গুরুত্বপূর্ণ ___________ মৃত্তিকার উৎপত্তিতে।


Q ➤ ২.২.৬ ____________ হল একটি বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প।


Q ➤ ২.২.৭ উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় __________ শহরকে।


Q ➤ ২.৩.১ হিমবাহের উপর সৃষ্টি হওয়া সমান্তরাল ও আড়াআড়ি ফাটলকে কী বলে ?


Q ➤ ২.৩.২ রকি পর্বতের পূর্বঢালে প্রবাহিত উষ্ণ বায়ুটির নাম কী ?


Q ➤ ২.৩.৩ ঋতু পরিবর্তনের সাথে সাথে কোন সমুদ্রস্রোতের দিক পরিবর্তন ঘটে ?


Q ➤ ২.৩.৪ কালবৈশাখি আসামে কী নামে পরিচিত ?


Q ➤ ২.৩.৫ পৃথিবীর দ্রুতগামী সমুদ্র স্রোতটির নাম কী ?


Q ➤ ২.৩.৬ কোন ক্ষতিকারক ধাতুর প্রভাবে ‘ডিসলেক্সিয়া’ রোগ হয়।


Q ➤ ২.৩.৭ সিকিমের কোন গিরিপথ দ্বারা ভারত এবং চিনের মধ্যে বাণিজ্যিক আদানপ্রদান হয় ?


Q ➤ ২.৩.৮ ISRO-র সদর দপ্তর কোথায় অবস্থিত ?


📌আরো দেখুনঃ

📌মাধ্যমিকের মক্ টেস্ট Click Here

📌মাধ্যমিকের প্রশ্নপত্র Click Here

📌দশম শ্রেণি ইউনিট টেস্ট Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:5 mins read