The Shop That Never Was Question Answer Lesson 4 Class 6 English wbbse | ষষ্ঠ শ্রেণির ইংরেজি প্রশ্নোত্তর লেশন ৪
Lesson 4 (Class VI)
📌ষষ্ঠ শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌ষষ্ঠ শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
The Shop That Never Was
(দ্য শপ্ দ্যাট নেভার ওয়াস)
দোকান যা কখনও ছিল না।
-H.G. Wells (এইচ্ জি ওয়েলস)
Let’s start:
ACTIVITY 1
Rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes. One is done for you: [নীচের বাক্যগুলিকে সঠিক ক্রম অনুসারে সাজাও এবং প্রদত্ত বাক্সে সঠিক সংখ্যাটি লেখো। একটি তোমার জন্য করে দেওয়া আছে:]
Rearrange (রিঅ্যারেঞ্জ)– পুনরায় সাজানো।
correct order (কারেক্ট অর্ডার)– সঠিক ক্রম
1. The shopman brought out a glass ball from his hair. (দোকানদার তার চুলের মধ্যে থেকে একটি কাঁচের বল বের করেছিল।)
2. It was a small shop, not so well-lit. (এটি ছিল একটি ছোটো দোকান, যথেষ্ট আলোকিত ছিল না।)
3. Gip wanted to take the glass ball. (জিপ কাচের বলটি নিতে চেয়েছিল।)
4. Gip dragged his father to the magic shop. (জিপ তার বাবাকে টানতে টানতে জাদুর দোকানে নিয়ে গেল।) [1]
5. Gip and his father were surprised. (জিপ এবং তার বাবা অবাক হয়ে গিয়েছিল।)
6. There were different kinds of magic mirrors in the shop. (দোকানে বিভিন্ন ধরনের জাদু আয়না ছিল।)
Ans. 1 – (iv), 2 –(ii), 3 – (vi), 4 – (ⅰ), 5 – (v), 6 – (iii)
ACTIVITY 2
Fill in the blanks using words from the Help Box: [সাহায্যকারী বাক্স থেকে শব্দ ব্যবহার করে শূন্যস্থান পূরণ করো:]
Gip was __________ to enter the magic shop. The shop had many _________ balls. Gip’s father wanted to buy some _________ son. The shopman performed an __________ action. for his
Help Box: scratched, keen, unexpected, tricks, crystal
Ans. keen, crystal, tricks, unexpected.
[জিপ জাদুর দোকানে ঢোকার জন্য উৎসাহী ছিল। দোকানে অনেক স্ফটিক বল ছিল। জিপের বাবা ছেলের জন্য কিছু কৌশল কিনতে চেয়েছিল। দোকানদার এক অপ্রত্যাশিত কাণ্ড ঘটাল।]
ACTIVITY 3
Answer the following question: [নীচের প্রশ্নটির উত্তর দাও:]
Why did Gip find the shopman’s palm blank ? (জিপ দোকানদারের হাতের তালু ফাঁকা পেলেন কেন ?)
Ans. Gip found the shopman’s palm blank. There was no glass ball in it. It was a magic trick of the shopman.
[জিপ দোকানদারের হাতের তালু ফাঁকা দেখেছিল। সেটায় কোনো কাচের বল ছিল না। এটি ছিল দোকানদারের এক জাদু কৌশল।]
Let’s Do
ACTIVITY 4
Write ‘T’ for true and ‘F’ for false statements in the given boxes. Give supporting statements for each of your answers: [প্রদত্ত বাক্সে ঠিক বিবৃতির জন্য ‘T’ এবং ভুল বিবৃতির জন্য ‘F’ লেখো। তোমার প্রত্যেকটি উত্তরের সপক্ষে সমর্থনসূচক বিবৃতি দাও:]
(a) The shopman drew out a business card from his hair. [দোকানদার তার চুল থেকে বিজনেস কার্ড বের করল।]
Ans. [ F ]
S.S : He drew a business card from his cheek and handed it to me.
(b) Gip found the magic box in his pocket. [জিপ তার পকেটে জাদুবাক্সটি খুঁজে পেল।]
Ans. [ T ]
S.S : Gip discovered the box with surprise.
(c) The toy sword was a magic item. [খেলনা তরবারিটি ছিল একটি জাদু দ্রব্য।]
Ans. [ T ]
S.S : A Magic Toy Sword-this is a unique one!
(d) The narrator found his full name on the magic box. [বক্তা জাদুবাক্সে তার পুরো নাম দেখতে পেল।]
Ans. [ F ]
S.S : And there it was, in brown paper, tied up and with Gip’s full name and address on the paper.
ACTIVITY 5
Answer the following questions: [নীচের প্রশ্নগুলির উত্তর দাও:]
(a) Why was Gip surprised? [জিপ কেন অবাক হয়ে গিয়েছিল ?]
Ans. Gip was surprised because he discovered that the magic box was in his pocket. [জিপ অবাক হয়ে গিয়েছিল কারণ সে দেখল যে ম্যাজিক বাক্সটি তার পকেটে রয়েছে।]
(b) Why did the narrator fail to find out the cost of the magic items? [কেন বক্তা জাদু দ্রব্যগুলির দাম জানতে ব্যর্থ হয়েছিল?]
Ans. The narrator failed to find out the cost of the magic items because the shopman paid no attention to him. [বক্তা জাদুদ্রব্যগুলির দাম জানতে ব্যর্থ হয়েছিল কারণ তার জিজ্ঞাসায় দোকানদার কান দেয়নি।]
(c) What items did the shopman show to Gip? [দোকানদার জিপকে কোন্ কোন্ দ্রব্য দেখিয়েছিল?]
Ans. The shopman showed Gip a magic box, a magic sword, magic trains, a clockwork and a box of soldiers. [দোকানদার জিপকে দেখিয়েছিল একটি জাদুবাক্স, একটি জাদু তরবারি, ম্যাজিক ট্রেন, ঘড়ির কাজ এবং এক বাক্স সৈনিক।]
(d) What was the cause of the narrator’s amazement? [বস্তার অবাক হওয়ার কারণ কী ছিল?]
Ans. The narrator was amazed because the soldier’s box was tied up in brown paper and had Gip’s full name and address on it. [বক্তা অবাক হয়েছিল কারণ সৈনিকদের বাক্সটি একটি ব্রাউন পেপারে বাঁধা ছিল এবং তার ওপরে জিপের নাম ও ঠিকানা লেখা ছিল।]
Let’s Do– চলো করে দেখাই
ACTIVITY 6
Fill in the chart with information from the text: [পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে ছকটি পূরণ করো:]
Cause | Effect |
(a) The narrator thought that his son would be frightened. [বক্তা ভেবেছিল যে তার ছেলে ভয় পেয়ে যাবে।] | |
(b) Gip’s father jumped at the shopman. [জিপের বাবা দোকানদারের ওপর ঝাঁপিয়ে পড়ল।] | |
(c) | The narrator called for a cab. [বক্তা একটি ট্যাক্সি ডাকল।] |
(d) | Gip’s father went up and down Regent Street looking for the magic shop. [জিপের বাবা ওই জাদু দোকানের খোঁজে রিজেন্ট স্ট্রিটে এদিক-ওদিক খুঁজতে লাগল।] |
Ans.
Cause | Effect |
(a) The narrator thought that his son would be frightened. [বক্তা ভেবেছিল যে তার ছেলে ভয় পেয়ে যাবে।] | He cried to the magician to take that drum off that instant. [সে চিৎকার করে জাদুকরকে সেই মুহূর্তে বড়ো পাত্রটি তুলে নিতে বলল।] |
(b) Gip’s father jumped at the shopman. [জিপের বাবা দোকানদারের ওপর ঝাঁপিয়ে পড়ল।] | He fell into utter darkness. [সে চরম অন্ধকারে গিয়ে পড়ল।] |
(c) The narrator was puzzled finding no magic shop anywhere. [কোথাও কোনো জাদু দোকান না দেখতে পেয়ে বক্তা হতভম্ব হয়েছিল।] | The narrator called for a cab. [বক্তা একটি ট্যাক্সি ডাকল।] |
Gip’s father had not paid for the magic items. [জিপের বাবা জাদুদ্রব্যগুলির দাম মেটায়নি।] | Gip’s father went up and down Regent Street looking for the magic shop. [জিপের বাবা ওই জাদু দোকানের খোঁজে রিজেন্ট স্ট্রিটে এদিক-ওদিক খুঁজতে লাগল।] |
ACTIVITY 7
Answer the following questions in complete sentences: [নীচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও:]
(a) What did the shopman do with the drum? [বড়ো পাত্রটিকে নিয়ে দোকানদার কী করল?]
Ans. Taking the drum, the shopman put it over Gip to cover him. [বড়ো পাত্রটিকে নিয়ে দোকানদার সেটিকে জিপের ওপর চাপিয়ে ঢাকা দিয়ে দিল।]
(b) Why did the narrator think that his son would be frightened? [কেন বক্তা ভাবল যে তার ছেলে ভয় পেয়ে যাবে?]
Ans. As the shopman put the big drum over Gip, the narrator thought that his son would be frightened.
[যখন দোকানদার বড়ো পাত্রটিকে জিপের ওপর ঢাকা দিয়ে দিল তখন বক্তা ভাবল যে তার ছেলে ভয় পেয়ে যাবে।]
(c) Where did the narrator again find his son? [বক্তা তার 3 ছেলেকে আবার কোথায় দেখতে পেল ?]
Ans. The narrator again found his son in Regent Street, a yard away from him. [বক্তা তার ছেলেকে দেখতে পেল রিজেন্ট স্ট্রিটে, তার থেকে এক গজ দূরে।]
(d) What was the mental state of the narrator ? [বত্তার মানসিক অবস্থা কেমন ছিল ?]
Ans. The narator was at a loss for a second. [দ্য ন্যারেটর ওয়াজ অ্যাট আ লস ফর আ সেকেন্ড। -এক মুহূর্তের জন্য বক্তা হতভম্ব হয়ে গেল।
Let’s Do
ACTIVITY 8
Fill in the blanks with appropriate articles: [উপযুক্ত article ব্যবহার করে শূন্যস্থান পূরণ করো:]
(a) Last week I saw ______ India and Australia. one-day cricket match between
Ans. Last week I saw a one-day cricket match between India and Australia. [গত সপ্তাহে আমি ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে একটি একদিনের ক্রিকেট ম্যাচ দেখেছিলাম ।]
(b) There is __________ university in our district.
Ans. There is a university in our district. [আমাদের জেলায় একটি বিশ্ববিদ্যালয় আছে।]
(c) Brutus is honourable man.
Ans. Brutus is ______ an honourable man. [ব্লুটাস হলেন একজন সম্মাননীয় ব্যক্তি।
(d) She arrived ______ hour late.
Ans. She arrived an hour late. [সে এক ঘণ্টা দেরিতে পৌঁছেছিল।]
ACTIVITY (9a)
Make meaningful sentences of your own with the following words: [নীচের শব্দগুলি ব্যবহার করে অর্থপূর্ণ বাক্য রচনা করো:]
prevent, disappeared, stared, parcel
Prevent [বিরত করা]— He prevented me from telling the truth. [সত্যি কথা বলা থেকে সে আমাকে বিরত করেছিল।]
Disappeared [উধাও হয়ে গিয়েছিল]— The thief disappeared in the darkness. [অন্ধকারের মধ্যে চোরটি উধাও হয়ে গিয়েছিল।]
Stared [একদৃষ্টে তাকিয়েছিল]— Nilu stared at the picture for a long time.
[ নীলু একদৃষ্টে দীর্ঘক্ষণ ছবিটির দিকে তাকিয়ে রইল।]
Parcel [প্যাকেট]— Make a parcel to send the items. [জিনিসগুলিকে পাঠানোর জন্য প্যাকেট করো।]
ACTIVITY (9b)
Find words from the text which are similar in meaning to the following: [নীচের শব্দগুলির সমার্থক শব্দ পাঠ্যাংশ থেকে খুঁজে বের করো:]
(i) Frightened— scared [ভীত]
(ii) At a particular moment— instant [তৎক্ষণাৎ]
(iii) Showing— displaying [দেখিয়ে]
(iv) Relating to the mind— mental [মানসিক]
📌আরও পড়ুনঃ
📌ষষ্ঠ শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌ষষ্ঠ শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here