সিন্ধুতীরে
—সৈয়দ আলাওল
সিন্ধুতীরে কবিতার SAQ প্রশ্নোত্তর দশম শ্রেণি বাংলা | Sindhutire Kobitar SAQ Question Answer Class 10 Bengali wbbse
সাহিত্য সঞ্চয়ন
দশম শ্রেণি বাংলা (প্রথম ভাষা)
সিন্ধুতীরে কবিতার SAQ প্রশ্নোত্তর দশম শ্রেণি বাংলা | Sindhutire Kobitar SAQ Question Answer Class 10 Bengali wbbse
📌দশম শ্রেণির ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 দশম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
সিন্ধুতীরে কবিতার SAQ প্রশ্নোত্তর দশম শ্রেণি বাংলা | Sindhutire Kobitar SAQ Question Answer Class 10 Bengali wbbse
অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর : সিন্ধুতীরে কবিতা দশম শ্রেণির বাংলা | Sindhutire Kobitar Question Answer Class 10 Bengali wbbse
∆ কমবেশি ১৫টি শব্দের মধ্যে উত্তর দাও : প্রতিটি প্রশ্নের মান-১
১. ‘সিন্ধুতীরে’ কাব্যাংশটির রচয়িতা কে ?
উত্তর: সপ্তদশ শতাব্দীর প্রখ্যাত কবি সৈয়দ আলাওলই ‘সিন্ধুতীরে’ কাব্যাংশের রচয়িতা ছিলেন।
২. সৈয়দ আলাওল কোন্ রাজসভার পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন?
উত্তর: তিনি আরাকান রাজসভার অধীনে কবি হিসেবে পৃষ্ঠপোষকতা লাভ করেন।
৩. ‘সিন্ধুতীরে’ কাব্যাংশটি কোন্ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ?
উত্তর: এই কাব্যাংশটি সৈয়দ আলাওল রচিত ‘পদ্মাবতী’ কাব্যের পদ্মা সমুদ্র খণ্ড থেকে সংগৃহীত।
৪. আলাওল রচিত ‘পদ্মাবতী’ কাব্যগ্রন্থটি কোন্ কাব্যের অনুসরণে লেখা হয়েছে?
উত্তর: ‘পদ্মাবতী’ কাব্যগ্রন্থটি হিন্দি কবি মালিক মুহম্মদ জায়সীর ‘পদুমাবৎ’ কাব্যের আদলে রচিত।
৫. ‘পদ্মা সমুদ্র’ খণ্ড থেকে গৃহীত ‘সিন্ধুতীরে’ কাব্যাংশটি কোন্ ছন্দে রচিত?
উত্তর: সৈয়দ আলাওলের ‘পদ্মাবতী’ কাব্যের পদ্মা সমুদ্র খণ্ডের ‘সিন্ধুতীরে’ অংশটি ত্রিপদী ছন্দে লেখা হয়েছে।
৬. ‘দিব্য পুরী সমুদ্র মাঝার।’ — ‘দিব্য পুরী’-র বৈশিষ্ট্য কী ছিল?
উত্তর: কবির বর্ণনায় ‘দিব্য পুরী’ ছিল এক অপরূপ নগরী, যেখানে দুঃখ-দুর্দশার কোনো স্থান ছিল না। সেখানে সর্বদা সত্যধর্ম চর্চা ও সৎ আচরণ পালিত হতো।
৭. ‘সমুদ্রনৃপতি সুতা’ বলতে কাকে বোঝানো হয়েছে ?
উত্তর: এখানে ‘সমুদ্রনৃপতি সুতা’ বলতে সমুদ্ররাজের গুণবতী কন্যা পদ্মাকে বোঝানো হয়েছে। যদিও মালিক মুহম্মদ জায়সীর মূল রচনায় তাঁর নাম ছিল লক্ষ্মী।
৮. ‘সিন্ধুতীরে দেখি দিব্যস্থান।’ — স্থানটিকে ‘দিব্যস্থান’ বলা হয়েছে কেন?
উত্তর: নগরটির অসামান্য প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের দুঃখহীন জীবন, সত্যধর্ম ও সৎ আচরণের প্রচলন এবং তার স্বর্গোদ্যানসম শোভা—এসব কারণেই স্থানটিকে ‘দিব্যস্থান’ বলা হয়েছে।
৯. ‘তার পাশে রচিল উদ্যান।।’— কে, কীসের পাশে উদ্যান নির্মাণ করেছিলেন?
উত্তর: সমুদ্রকন্যা পদ্মা সমুদ্রতীরের মনোরম নগরীর নিকটবর্তী সুউচ্চ পর্বতের পাশে এক সুন্দর উদ্যান নির্মাণ করেছিলেন।
১০. ‘তথা কন্যা থাকে সর্বক্ষণ।’ — ‘তথা’ বলতে কোন্ স্থানের কথা বলা হয়েছে?
উত্তর: এখানে ‘তথা’ দ্বারা বোঝানো হয়েছে সমুদ্রকন্যা পদ্মার নির্মিত রত্নখচিত উচ্চ টঙঘর বা প্রাসাদ, যা তাঁর উদ্যানের ভেতরে অবস্থিত ছিল।
১১. প্রত্যুষকালে পদ্মা কী করতেন?
উত্তর: ভোরবেলায় পদ্মা সখীদের সঙ্গে নিয়ে নিজ হাতে সাজানো উদ্যানের পথে বেরিয়ে পড়তেন, সেখানে হেসে-খেলে আনন্দে সময় কাটাতেন।
১২. ‘তুরিত গমনে আসি’ — দ্রুত এসে পদ্মা কী দেখলেন?
উত্তর: সমুদ্রতীরে হঠাৎ একটি ভেলা দেখে পদ্মা তাড়াতাড়ি কাছে গিয়ে দেখলেন, ভেলাটিতে অচেতন অবস্থায় পাঁচ কন্যা শায়িত রয়েছে।
১৩. ‘মধ্যেতে যে কন্যাখানি’ — এখানে কাকে বোঝানো হয়েছে?
উত্তর: সংজ্ঞাহীন পাঁচ কন্যার মাঝখানে শায়িত ছিলেন অপরূপ সুন্দরী সিংহল রাজকন্যা পদ্মাবতী। তাঁর কথাই এখানে বলা হয়েছে।
১৪. ‘বিস্মিত হইল বালা’ — বালা কী ভেবেছিল?
উত্তর: সেই অতুলনীয় রূপ দেখে পদ্মা মনে করলেন, হয়তো তিনি দেবলোকে জন্ম নেওয়া কোনো অপ্সরা, যিনি ইন্দ্রের অভিশাপে বা অন্য কোনো কারণে মর্ত্যে এসে পড়েছেন।
১৫. পদ্মা আর কী ধারণা করেছিলেন?
উত্তর: পদ্মা ভেবেছিলেন, হয়তো প্রবল ঝড়ে সমুদ্রে জাহাজডুবি হয়ে তারা অসুস্থ ও অচেতন হয়ে তীরে ভেসে এসেছে।
১৬. ‘সখী সবে আজ্ঞা দিল’ — পদ্মা সখীদের কী নির্দেশ দিয়েছিলেন?
উত্তর: পদ্মা তাঁর সখীদের বলেছিলেন, পঞ্চকন্যাদের দেহ কাপড়ে ঢেকে নিয়ে এসে উদ্যানে নিরাপদ স্থানে রাখতে।
১৭. পদ্মা ও তাঁর সখীরা কী চিকিৎসা করেছিলেন?
উত্তর: তারা মাথা ও পায়ে গরম সেঁক দেন এবং পদ্মা তাঁর জানা তন্ত্রমন্ত্র ও ঔষধ দিয়ে কন্যাদের সেবা করেন।
১৮. পঞ্চকন্যারা কীভাবে চেতনা ফিরে পেল?
উত্তর: দীর্ঘক্ষণ যত্নসহকারে চিকিৎসা ও মন্ত্র-তন্ত্রের প্রভাবে তারা ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়।
১৯. আলাওল কবিতার শেষে মাগনের নামোল্লেখ কেন করেছেন?
উত্তর: ‘পদ্মাবতী’ রচনার উদ্যোগ মাগন ঠাকুরের অনুপ্রেরণায় শুরু হয়েছিল, তাই আলাওল কৃতজ্ঞতাস্বরূপ তাঁর নাম উল্লেখ করেছেন।
২০. ‘শ্রীযুত মাগন গুণী’-আলাওল তাঁর কবিতার শেষে মাগনের নামোল্লেখ করেছেন কেন?
উত্তর: আরাকান রাজসভার প্রভাবশালী অমাত্য মাগন ঠাকুরের নির্দেশেই আলাওল ‘পদ্মাবতী’ রচনায় হাত দেন। সেই সময়ের সাহিত্যচর্চায় পৃষ্ঠপোষকের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ ছিল স্বাভাবিক রীতি। তাই কবিতার শেষাংশে মাগন ঠাকুরের নাম উল্লেখ করেছেন তিনি।
২১. ‘কন্যারে ফেলিল যথা’- কন্যাকে কোথায় ফেলা হল ?
উত্তর: ‘সিন্ধুতীরে’ কাব্যে উল্লিখিত কন্যা হল সিংহলরাজ গন্ধর্বসেনের কন্যা, চিতোররাজ রত্নসেনের স্ত্রী পদ্মাবতী। সমুদ্রে ভয়াবহ ঝড়ে পড়লে রত্নসেন তাঁকে ও চার সখীকে একটি মান্দাসে তুলে দেন। সেই মান্দাস ঢেউয়ে ভেসে এসে সমুদ্রতটে গিয়ে আছড়ে পড়ে।
২২. ‘অতি মনোহর দেশ’- দেশটিকে মনোহর বলা হয়েছে কেন?
উত্তর: কবিতায় বর্ণিত সমুদ্রসংলগ্ন দেশটি ছিল সৌন্দর্য ও শান্তিতে ভরা। সেখানে মানুষের মধ্যে দুঃখ-কষ্টের ছোঁয়া ছিল না, সবাই ন্যায় ও ধর্মাচরণে জীবন যাপন করত।
২৩. ‘তথা কন্যা থাকে সর্বক্ষণ।’- কন্যার বসবাসের জায়গাটি কেমন ছিল?
উত্তর: এখানে ‘তথা’ বলতে বোঝানো হয়েছে রত্নখচিত উঁচু প্রাসাদ, যা সমুদ্রকন্যা পদ্মা নিজ হাতে গড়ে তুলেছিলেন বাগানের মাঝে। এই প্রাসাদই ছিল তাঁর সার্বক্ষণিক বাসস্থান।
২৪. ‘সিন্ধুতীরে’ কবিতায় উল্লিখিত দেশটিতে কী নেই?
উত্তর: সেই দেশের মানুষের জীবনে কোনো দুঃখ, দারিদ্র্য বা দুর্দশা ছিল না—দেশটি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুখসমৃদ্ধ।
২৫. ‘তাহাতে বিচিত্র টঙ্গি’- ‘টঙ্গি’ শব্দের অর্থ কী?
উত্তর: এই প্রসঙ্গে ‘টঙ্গি’ বলতে রাজপ্রাসাদ বা অভিজাত আবাসকেই বোঝানো হয়েছে।
২৬. ‘সিন্ধুতীরে’ কবিতায় দুজন নারীকে ‘কন্যা’ বলা হয়েছে, সেই দুই কন্যা কে কে?
উত্তর: একজন হলেন চিতোররাজ রত্নসেনের স্ত্রী সিংহল রাজকন্যা পদ্মাবতী, আরেকজন হলেন সমুদ্ররাজের কন্যা পদ্মা।
২৭. ‘নিপতিতা চেতন রহিত।’- কে, কোথায় চেতনা হারিয়েছে?
উত্তর: মান্দাসে ভেসে আসা রাজকন্যা পদ্মাবতী ঢেউয়ের ধাক্কায় তীরে পৌঁছে অচেতন হয়ে পড়ে ছিলেন।
২৮. ‘সিন্ধুতীরে’ কবিতাটি কোন্ সময়ের বাংলা সাহিত্যের নিদর্শন?
উত্তর: সপ্তদশ শতাব্দীর মধ্যযুগীয় বাংলা কাব্যের অন্যতম নিদর্শন ‘সিন্ধুতীরে’। এটি আলাওলের ‘পদ্মাবতী’ কাব্যের অন্তর্ভুক্ত, যা ১৬৪৫-১৬৫২ খ্রিস্টাব্দের মধ্যে রচিত।
২৯. ‘মোহিত পাইয়া সিন্ধু-ক্লেশ।’- ‘সিন্ধু-ক্লেশ’ বলতে কী বোঝানো হয়েছে ?
উত্তর: এখানে ‘সিন্ধু-ক্লেশ’ বলতে সমুদ্রঝড় বা নৌকাডুবির কারণে সৃষ্ট কষ্ট ও অসুস্থতাকে বোঝানো হয়েছে, যা পদ্মাবতীর অচেতনতার কারণ বলে পদ্মা ভেবেছিলেন।
∆ সিন্ধুতীরে বিষয়বস্তু আলোচনা Click Here
∆ সিন্ধুতীরে MCQ প্রশ্নোত্তর Click Here
∆ সিন্ধুতীরে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর Click Here
∆ সিন্ধুতীরে বড়ো প্রশ্নোত্তর Click Here
∆ সিন্ধুতীরে MCQ মক্ টেস্ট Click Here
📌 আরো দেখুনঃ
📌দশম শ্রেণির ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 দশম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌 মাধ্যমিক সমস্ত বিষয় প্রশ্নপত্র Click Here
📌 মাধ্যমিক সমস্ত বিষয় মক্ টেস্ট Click Here