সিন্ধুতীরে কবিতার MCQ প্রশ্নোত্তর দশম শ্রেণি বাংলা | Sindhutire Kobitar MCQ Question Answer Class 10 Bengali wbbse

সিন্ধুতীরে
—সৈয়দ আলাওল

সিন্ধুতীরে কবিতার MCQ প্রশ্নোত্তর দশম শ্রেণি বাংলা | Sindhutire Kobitar MCQ Question Answer Class 10 Bengali wbbse

সাহিত্য সঞ্চয়ন
দশম শ্রেণি বাংলা (প্রথম ভাষা)

সিন্ধুতীরে কবিতার MCQ প্রশ্নোত্তর দশম শ্রেণি বাংলা | Sindhutire Kobitar MCQ Question Answer Class 10 Bengali wbbse

📌দশম শ্রেণির ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 দশম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

সিন্ধুতীরে কবিতার MCQ প্রশ্নোত্তর দশম শ্রেণি বাংলা | Sindhutire Kobitar MCQ Question Answer Class 10 Bengali wbbse

সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : প্রতিটি প্রশ্নের মান-১

১.১ ‘সিন্ধুতীরে’ কাব্যাংশটির রচয়িতা–
(ক) মালিক মুহম্মদ জায়সী (খ) থদোমিন্তা
(গ) মাগন ঠাকুর (ঘ) সৈয়দ আলাওল

উত্তরঃ (ঘ) সৈয়দ আলাওল

১.২ ‘পদ্মাবতী’ কাব্যের মূল গ্রন্থ ‘পদুমাবৎ’ কাব্যের রচয়িতা–
(ক) মালিক মুহম্মদ জায়সী (খ) মাগন ঠাকুর
(গ) সৈয়দ আলাওল (ঘ) থদোমিন্তা

উত্তরঃ (ক) মালিক মুহম্মদ জায়সী

১.৩ ‘সিন্ধুতীরে’ কাব্যাংশটি কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত ?
(ক) লোরচন্দ্রাণী (খ) সতীময়না (গ) পদ্মাবতী (ঘ) তোহফা

উত্তরঃ (গ) পদ্মাবতী

১.৪ ‘পদ্মাবতী’ কাব্যের যে-খন্ড থেকে ‘সিন্ধুতীরে’ কাব্যাংশটি গৃহীত, সেটি হল-
(ক) পদ্মা সমুদ্র খণ্ড
(খ) লক্ষ্মী সমুদ্র খণ্ড
(গ) পদ্মাবতী রত্নসেন খন্ড
(ঘ) রত্নসেন বন্ধন খণ্ড

উত্তরঃ (ক) পদ্মা সমুদ্র খণ্ড

১.৫ সৈয়দ আলাওল যে-সময়কার কবি, তা হল-
(ক) সপ্তদশ শতক (খ) ষোড়শ শতক
(গ) অষ্টাদশ শতক (ঘ) ত্রয়োদশ শতক

উত্তরঃ (ক) সপ্তদশ শতক

১.৬ ‘দিব্য পুরী’ শব্দটির অর্থ হল-
(ক) সুন্দর প্রাসাদ (খ) শপথ নিলাম
(গ) সুন্দর বাগান (ঘ) দৈব মহিমা

উত্তরঃ (ক) সুন্দর প্রাসাদ

১.৭ ‘দিব্য পুরী’ ছিল-
(ক) পিতৃপুরে (খ) জলের মাঝারে
(গ) সমুদ্র মাঝারে (ঘ) উদ্যানের মাঝে

উত্তরঃ (গ) সমুদ্র মাঝারে

১.৮ ‘সমুদ্রনৃপতি সুতা’ কে ?
(ক) লক্ষ্মী (খ) উমা (গ) পদ্মা (ঘ) বারুণী

উত্তরঃ (গ) পদ্মা

১.৯ ‘প্রত্যুষ’ শব্দের অর্থ হল–
(ক) রাত্রি (খ) দ্বিপ্রহর (গ) অপরাহ্ণ (ঘ) ভোর

উত্তরঃ (ঘ) ভোর

১.১০ ‘তুরিত গমনে আসি’- তুরিত গমনে এসেছেন-
(ক) সখীগণ (খ) পদ্মা (গ) আলাওল (ঘ) সমুদ্রনৃপতি

উত্তরঃ (খ) পদ্মা

১.১১ ‘মধ্যেতে যে কন্যাখানি’ সে ছিল-
(ক) সংজ্ঞাহীন (খ) আনন্দিত (গ) স্নেহপ্রবণ
(ঘ) নিরাশ

উত্তরঃ (ক) সংজ্ঞাহীন

১.১২ ‘বিস্মিত হইল বালা’-‘বালা’ শব্দের অর্থ হল-
(ক) সঙ্গিনী (খ) কন্যা (গ) সখী (ঘ) দুখিনি

উত্তরঃ (খ) কন্যা

১.১৩ ‘অনুমান করে নিজ চিতে’- সে অনুমান করেছিল যে-
(ক) মেয়েটি হল দেবী
(খ) মেয়েটি হল পরি
(গ) মেয়েটি হল রাজকন্যা
(ঘ) মেয়েটি হল বিদ্যাধরি

উত্তরঃ (ঘ) মেয়েটি হল বিদ্যাধরি

১.১৪ বিদ্যাধরি স্বর্গভ্রষ্ট হতে পারত-
(ক) ইন্দ্রের অভিশাপে (খ) স্বেচ্ছায়
(গ) মুনির অভিশাপে (ঘ) অসাবধানতায়

উত্তরঃ (ক) ইন্দ্রের অভিশাপে

১.১৫ ‘ভাঙ্গিল প্রবল বাও’- ‘বাও’ শব্দের অর্থ হল-
(ক) প্রণাম (খ) বজ্র (গ) বায়ু (ঘ) আঘাত

উত্তরঃ (গ) বায়ু

১.১৬ ‘আছয়’ শব্দের গদ্যরূপ হল-
(ক) আশ্রয় (খ) ছয় সংখ্যা (গ) আছে (ঘ) ছন্নছাড়া

উত্তরঃ (গ) আছে

১.১৭ ‘চিকিৎসিমু’ শব্দের গদ্যরূপ হল-
(ক) চিকিৎসা করব (খ) চিকিৎসক
(গ) চিকিত্সা করা হয়েছে (ঘ) চিকিৎসা

উত্তরঃ (ক) চিকিৎসা করব

১.১৮ ‘কৃপা কর…….’- পদ্মা যাঁর কৃপা চাইছেন, তিনি হলেন-
(ক) ইন্দ্র (খ) সমুদ্রনৃপতি (গ) মাগনগুনি (ঘ) নিরঞ্জন

উত্তরঃ (ঘ) নিরঞ্জন

১.১৯ ‘সখী সবে আজ্ঞা দিল’- আজ্ঞা যে দিল, সে হল-
(ক) পদ্মা (খ) বিদ্যাধরী (গ) মনোরমা (ঘ) আলাওল

উত্তরঃ (ক) পদ্মা

১.২০ অচেতন কন্যাদের সংখ্যা ছিল-
(ক) পাঁচ   (খ) ছয়   (গ) চার   (ঘ) তিন

উত্তরঃ (ক) পাঁচ

১.২১ অচেতন পঞ্চকন্যাকে সারিয়ে তোলা হল-
(ক) ফল-মূল দিয়ে
(খ) কন্দ-শিকড় দিয়ে
(গ) তন্ত্র-মন্ত্র-মহৌষধি দিয়ে
(ঘ) ভেষজ ওষুধ দিয়ে

উত্তরঃ (গ) তন্ত্র-মন্ত্র-মহৌষধি দিয়ে

১.২২ ‘শ্রীযুত মাগন’ হলেন—
(ক) পদ্মার পিতা (খ) আলাওলের পৃষ্ঠপোষক
(গ) মোহন্ত (ঘ) ইন্দ্র

উত্তরঃ (খ) আলাওলের পৃষ্ঠপোষক

১.২৩ ‘হীন আলাওল সুরচন।।’- কাব্যের মধ্যে কবির আত্মপরিচয় দানের এই রীতিকে বলে-
(ক) গৌরচন্দ্রিকা (খ) উপস্থাপনা
(গ) উপসংহার (ঘ) ভনিতা

উত্তরঃ (ঘ) ভনিতা

১.২৪ সিন্ধুতীরে রহিছে মাঞ্জুস।’-‘মাঞ্জুস’ শব্দটির অর্থ-
(ক) ভেলা (খ) জাহাজ (গ) লহর (ঘ) বজরা

উত্তরঃ (ক) ভেলা

১.২৫ বিদ্যাধরি’ আসলে কে ?
(ক) ইন্দ্রের সভার নৃত্যশিল্পী
(খ) ব্রহ্মার মানসকন্যা
(গ) ইন্দ্রের সভার বাচিক শিল্পী
(ঘ) ইন্দ্রের সভার গায়িকা

উত্তরঃ (ঘ) ইন্দ্রের সভার গায়িকা

১.২৬) বাহুরক কন্যার জীবন।’-এক্ষেত্রে ‘কন্যা’ কে ?
(ক) বিদ্যাধরি (খ) পদ্মা (গ) পদ্মাবতী (ঘ) অপ্সরা

উত্তরঃ (গ) পদ্মাবতী

১.২৭) সিন্ধুতীরের উপরের পর্বত ছিল-
(ক) পশুপাখিতে ভরা (খ) জনমানুষে পূর্ণ
(গ) ফল ফুলে সজ্জিত (ঘ) ঘরবাড়িতে পূর্ণ

উত্তরঃ (গ) ফল ফুলে সজ্জিত

১.২৮ অতি মনোহর দেশ’ বলতে বোঝানো হয়েছে-
(ক) সিংহলকে (খ) চিতোরকে (গ) সমুদ্রকে
(ঘ) সমুদ্র পার্শ্ববর্তী পার্বত্য অঞ্চলকে

উত্তরঃ (ঘ) সমুদ্র পার্শ্ববর্তী পার্বত্য অঞ্চলকে

১.২৯ ‘তাহাতে বিচিত্র টঙ্গি …’-‘টঙ্গি’ শব্দের অর্থ–
(ক) টালি (খ) তিরধনুক (গ) গাছপালা (ঘ) প্রাসাদ

উত্তরঃ (ঘ) প্রাসাদ

১.৩০ ‘কন্যারে ফেলিল যথা …’-এই ‘কন্যা’ হলেন-
(ক) রত্নসেনের স্ত্রী পদ্মাবতী
(খ) রত্নসেনের কন্যা পদ্মাবতী
(গ) পদ্মাবতীর পঞ্চম সখী
(ঘ) সমুদ্রকন্যা পদ্মা

উত্তরঃ (ক) রত্নসেনের স্ত্রী পদ্মাবতী

১.৩১ বাহুরক কন্যার জীবন।’-‘বাহুরক’ শব্দের অর্থ-
(ক) স্বস্তি পাক (খ) ফিরে আসুক
(গ) বেরিয়ে যাক (ঘ) সফল হোক

উত্তরঃ (খ) ফিরে আসুক

১.৩২ ক-টি দন্ডের মধ্যে পঞ্চকন্যা চেতন পেয়েছিল ?
(ক) তিন   (খ) পাঁচ   (গ) চার   (ঘ) সাত

উত্তরঃ (গ) চার

১.৩৩ ‘… বেথানিত হৈছে কেশ বেশ।’- ‘বেথানিত’ শব্দের অর্থ-
(ক) ছিন্ন (খ) ব্যক্ত (গ) সিক্ত (ঘ) অসংবৃত

উত্তরঃ (ঘ) অসংবৃত

১.৩৪ ‘মধ্যেতে যে কন্যাখানি রূপে অতি রম্ভা জিনি…’-মধ্যের কন্যাটি হলেন-
(ক) বিজয়া (খ) পদ্মা (গ) পদ্মাবতী (ঘ) নাগমতী

উত্তরঃ (গ) পদ্মাবতী

১.৩৫ চেতনাহীন কন্যাকে দেখে পদ্মার মনে কীসের উদয় হয়েছিল?
(ক) দ্বেষ (খ) স্নেহ (গ) মমতা (ঘ) করুণা

উত্তরঃ (খ) স্নেহ

১.৩৬ নীচের কোন্ রচনাটি সৈয়দ আলাওলের নয়-
(ক) তোহফা (খ) নাগাষ্টক (গ) সেকেন্দরনামা (ঘ) লোরচন্দ্রানী

উত্তরঃ (খ) নাগাষ্টক

∆ সিন্ধুতীরে বিষয়বস্তু আলোচনা Click Here

∆ সিন্ধুতীরে SAQ প্রশ্নোত্তর Click Here

∆ সিন্ধুতীরে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর Click Here

∆ সিন্ধুতীরে বড়ো প্রশ্নোত্তর Click Here

∆ সিন্ধুতীরে MCQ মক্ টেস্ট Click Here

📌 আরো দেখুনঃ

📌দশম শ্রেণির ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 দশম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌 মাধ্যমিক সমস্ত বিষয় প্রশ্নপত্র Click Here

📌 মাধ্যমিক সমস্ত বিষয় মক্ টেস্ট Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:5 mins read