মাধ্যমিক ভৌতবিজ্ঞান মক্ টেস্ট অনলাইন সেট-৪ | Madhyamik Physical Science Online MCQ Mock Test-4 wbbse

মাধ্যমিক ভৌতবিজ্ঞান মক্ টেস্ট অনলাইন সেট-৪ | Madhyamik Physical Science Online MCQ Mock Test-4 wbbse

Madhyamik Exam Preparation Online Mock Test. আজকের বিষয় দশম শ্রেণির জন্য ভৌতবিজ্ঞান MCQ Mock Test. পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৪০ শতাংশ নম্বর থাকে। অনলাইন মক্‌ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে ভীষণ ভাবে সাহায্য করে। তাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে জীববিজ্ঞানের Online MCQ Mock Test- এর জন্য প্রশ্ন দেওয়া হল। এবার তোমরা নিজেরাই যাচাই করে নাও পরীক্ষার জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছ।

মাধ্যমিক ভৌত বিজ্ঞান বিষয়ে বিভাগ ‘ক’ তে মোট ১৫ টি প্রশ্ন থাকে। তাই প্রতিটি সেটে ১৫টি করে প্রশ্ন দেওয়া হল।

PHYSICAL SCIENCE TEST – 4

∆ বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো :

Q ➤ 1.1 বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরটি হল— (a) এক্সোস্ফিয়ার (b) ওজোনোস্ফিয়ার (c) থার্মোস্ফিয়ার (d) মেসোস্ফিয়ার।


Q ➤ 1.2 বয়েলের সূত্রের গাণিতিক রূপটি হল— (a) PV = ধ্রুবক (b) PT = ধ্রুবক (c) `fracV{T}` = ধ্রুবক (d) `fracP{T}` = ধ্রুবক।


Q ➤ 1.3 অ্যামোনিয়ার বাষ্পঘনত্ব হল— (a) 17 (b) 17 g/cc (c) 8.5 (d) 8.5 g/cc.


Q ➤ 1.4 কোনো কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হল— (a) m (b) m⁻¹ (c) °C⁻¹ (d) °C


Q ➤ 1.5 একটি পাতলা উত্তল লেন্সের আলোেক কেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে। বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কোনটি ? (a) অসদ ও অবশীর্ষ (b) সদ্ ও অবশীর্ষ (c) সদ্ ও সমশীর্ষ (d) অসদ্ ও সমশীর্ষ।


Q ➤ 1.6 কোন্ ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না ? (a) তির্যক আপতন (b) সমান্তরাল আপতন (c) লম্ব আপতন (d) প্রতিসরণ।


Q ➤ 1.7 কোনো পরিবাহীর রোধ R, দৈর্ঘ্য l এবং প্রস্থচ্ছেদ A হলে— (a) R & IA (b) R & `fracI{A}` (c) R & `fracA{I}` (d) `R & frac1{IA}`


Q ➤ 1.8 ফিউজ তারের উপাদানগুলি হল— (a) তামা ও টিন (b) টিন ও সিসা (c) তামা ও সিসা (d) তামা, সিসা ও টিন।


Q ➤ 1.9 সর্বাধিক ভেদন ক্ষমতাযুক্ত তেজস্ক্রিয় রশ্মিটি হল— (a) α (b) β (c) γ (d) β ও γ উভয়ই।


Q ➤ 1.10 পর্যায় বরাবর বামদিক থেকে ডানদিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা— (a) বৃদ্ধি পায় (b) হ্রাস পায় (c) একই থাকে (d) প্রথমে হ্রাস পায় ও পরে বৃদ্ধি পায়।


Q ➤ 1.11 দৈনন্দিন জীবনে ব্যবহৃত তড়িৎযোজী যৌগ হল— (a) ভিনিগার (b) জল (c) খাদ্যলবণ (d) চিনি।


Q ➤ 1.12 তড়িৎ বিশ্লেষণে তড়িৎশক্তি রূপান্তরিত হয়— (a) শব্দ শক্তিতে (b) তাপ শক্তিতে (c) চুম্বক শক্তিতে (d) রাসায়নিক শক্তিতে।


Q ➤ 1.13 নীচের কোন্ গ্যাসটি কিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায় ? (a) N₂ (b) H₂S (c) HCI (d) NH₃


Q ➤ 1.14 ডুরালুমিন সংকর ধাতুর প্রধান উপাদান— (a) Al (b) Zn (c) Fe (d) Cu


Q ➤ 1.15 কোটির বন্ধন দৈর্ঘ্য সর্বাধিক ? (a) C–C (b) C = C (c) C ≡ C (d) C–H


📌আরো দেখুনঃ

📌মাধ্যমিকের মক্ টেস্ট Click Here

📌মাধ্যমিকের প্রশ্নপত্র Click Here

📌দশম শ্রেণি ইউনিট টেস্ট Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:3 mins read