মাধ্যমিক ভৌতবিজ্ঞান মক্ টেস্ট অনলাইন সেট-৩ | Madhyamik Physical Science Online MCQ Mock Test-3 wbbse

মাধ্যমিক ভৌতবিজ্ঞান মক্ টেস্ট অনলাইন সেট-৩ | Madhyamik Physical Science Online MCQ Mock Test-3 wbbse

Madhyamik Exam Preparation Online Mock Test. আজকের বিষয় দশম শ্রেণির জন্য ভৌতবিজ্ঞান MCQ Mock Test. পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৪০ শতাংশ নম্বর থাকে। অনলাইন মক্‌ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে ভীষণ ভাবে সাহায্য করে। তাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে জীববিজ্ঞানের Online MCQ Mock Test- এর জন্য প্রশ্ন দেওয়া হল। এবার তোমরা নিজেরাই যাচাই করে নাও পরীক্ষার জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছ।

মাধ্যমিক ভৌত বিজ্ঞান বিষয়ে বিভাগ ‘ক’ তে মোট ১৫ টি প্রশ্ন থাকে। তাই প্রতিটি সেটে ১৫টি করে প্রশ্ন দেওয়া হল।

PHYSICAL SCIENCE TEST – 3

∆ বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো :

Q ➤ 1.1 বায়ুমণ্ডলের কোন্ স্তরে কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ স্টেশন স্থাপন করা হয় ? (a) ট্রপোস্ফিয়ার (b) মেসোস্ফিয়ার (c) এক্সোস্ফিয়ার (d) থার্মোস্ফিয়ার।


Q ➤ 1.2 8 গ্রাম অক্সিজেন গ্যাসের অবস্থার সমীকরণ হল— (a) PV=8RT (b) PV=`frac(RT){4}` (c) PV=RT (d) PV=`frac(RT){2}`


Q ➤ 1.3 STP-তে 1 লিটার H₂ গ্যাসের ভর— (a) 1 g (b) 2 g (c) 0.089 g (d) 0.89 g


Q ➤ 1.4 কঠিন পদার্থের ক্ষেত্রে α, β ও γ -এর মধ্যে সম্পর্ক— (a) 6α = 3β = 2γ (b) α = 2β = 3y (c) α = β = γ (d) 2α = 3β = γ


Q ➤ 1.5 আলোেক কেন্দ্রগামী কোনো রশ্মির চ্যুতি হয়— (a) 0° (b) 60° (c) 90° (d) 45°


Q ➤ 1.6 আলোর প্রতিসরণের ক্ষেত্রে যেটি অপরিবর্তিত থাকে সেটি হল— (a) আলোর বেগ (b) কম্পাঙ্ক (c) তরঙ্গদৈর্ঘ্য (d) সবকয়টি।


Q ➤ 1.7 1C = _______ esu আধান (শূন্যস্থান পূরণ করো)— (a) `frac1{300}` (b) 3×10⁹ (c) 3.6×10⁶ (d) 3×10⁶


Q ➤ 1.8 বৈদ্যুতিক যন্ত্রের গায়ে অঙ্কিত তারা (star) চিহ্ন নির্দেশ করে— (a) ভোল্টেজ রেটিং (b) ওয়াট রেটিং (c) এনার্জি রেটিং (d) অ্যাম্পিয়ার রেটিং।


Q ➤ 1.9 তড়িৎক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না— (a) α-রশ্মি (b) β-রশ্মি (c) γ-রশ্মি (d) পজিট্রন।


Q ➤ 1.10 4, 12, 20, 38 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলগুলিকে বলে— (a) ক্ষার ধাতু (b) ক্ষারীয় মৃত্তিকা ধাতু (c) মুদ্রা ধাতু (d) হ্যালোজেন।


Q ➤ 1.11 কোন্ যৌগটির মধ্যে তড়িৎযোজী ও সমযোজী উভয় প্রকার বন্ধন বর্তমান ? (a) H₂O (b) CaCl₂ (c) KCN (d) KCI


Q ➤ 1.12 অ্যাসিড মিশ্রিত জলের তড়িদ্ বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের ওজনের অনুপাত— (a) 1:2 (b) 2:1 (c) 1:8 (d) 8:1


Q ➤ 1.13 নেসলার বিকারকের সঙ্গে বিক্রিয়া করে বাদামী বর্ণের অধঃক্ষেপ উৎপন্ন করে— (a) NH₃ (b) HCI (c) KNO₃ (d) NaOH


Q ➤ 1.14 থার্মিট মিশ্রণটি হল— (a) Fe₂O₃ + Al (b) Fe₂O₃ + Cu (c) FeO + Al (d) FeO + Cu


Q ➤ 1.15 কোনটি অসম্পৃক্ত যৌগ ? (a) CH₄ (b) C₂H₆ (c) C₂H₄ (d) C₂H₅OH


📌আরো দেখুনঃ

📌মাধ্যমিকের মক্ টেস্ট Click Here

📌মাধ্যমিকের প্রশ্নপত্র Click Here

📌দশম শ্রেণি ইউনিট টেস্ট Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:3 mins read