মাধ্যমিক জীববিজ্ঞান মক্ টেস্ট অনলাইন সেট-৬ | Madhyamik Life Science Online MCQ Mock Test-6 wbbse
Madhyamik Exam Preparation Online Mock Test. আজকের বিষয় দশম শ্রেণির জন্য জীববিজ্ঞান MCQ Mock Test. পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৪০ শতাংশ নম্বর থাকে। অনলাইন মক্ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে ভীষণ ভাবে সাহায্য করে। তাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে জীববিজ্ঞানের Online MCQ Mock Test- এর জন্য প্রশ্ন দেওয়া হল। এবার তোমরা নিজেরাই যাচাই করে নাও পরীক্ষার জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছ।
LIFE SCIENCE MCQ TEST – 6
∆ নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাওঃ
Q ➤ ১. মানব মস্তিষ্কের ________________ অংশটি হৃদক্রিয়া, শ্বাসক্রিয়া ও ঘাম নিঃসরণ নিয়ন্ত্রণ করে।
Q ➤ ২. সপুষ্পক উদ্ভিদের নিষেকের সময় দ্বিতীয় পুংগ্যামেটটি ______________ প্রকৃতির।
Q ➤ ৩. থ্যালাসেমিয়া হলো ______________ বাহিত রোগ।
Q ➤ ৪. মানুষের ক্ষুদ্রান্ত ও বৃহদান্তের সংযোগমূলে অবস্থিত ______________ অ্যাপেনডিক্সে পরিণত হয়েছে।
Q ➤ ৫. শস্যক্ষেতে ব্যবহৃত ক্ষতিকারক কীটনাশক খাদ্যশৃঙ্খলের পুষ্টিস্তরের সর্বোচ্চ স্তরে জমা হয়। এই ঘটনাটি ______________ নামে পরিচিত।
Q ➤ ৬. ক্রায়োসংরক্ষণ হল একটি ______________ সংরক্ষণের উদাহরণ।
Q ➤ ৭. ক্লোরোফিলের বিনষ্টকরণ বিলম্বিত করে ______________ হরমোন।
Q ➤ ৮. প্রোফেজ দশায় ক্রোমোটিন জালিকা থেকে ______________ এর উৎপত্তি ঘটে।
Q ➤ ৯. বর্ণান্ধতা এক প্রকারের ______________ বংশগত রোগ।
Q ➤ ১০. প্লিস্টোসিন যুগে আবির্ভূত ঘোড়া হল ______________।
Q ➤ ১১. কয়লাখনিতে কর্মরত শ্রমিকদের ফুসফুসে _____________ রোগ দেখা যায়।
Q ➤ ১২. _____________ হলো পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বায়োস্ফিয়ার রিজার্ভ।
Q ➤ ১৩. ‘সুপ্রিম কমান্ডার’ বা ‘প্রভু গ্রন্থির প্রভু’ হিসেবে যে গ্রন্থি পরিচিত তা হল _____________।
Q ➤ ১৪. জাইগোটের সৃষ্টি হয় পুং গ্যামেট ও ______________ -এর মিলনের ফলে।
Q ➤ ১৫. সমসংস্থ ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত অ্যালিলগুলি বিপরীতধর্মী হলে জীবটিকে বলে ______________।
Q ➤ ১৬. পায়রার চোখে ______________ এর উপস্থিতির জন্য দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর হয়।
Q ➤ ১৭. একটি গৌণ বায়ু দূষক হল ______________।
Q ➤ ১৮. ভারতীয় জীববৈচিত্র্যে একটি ওষধি গুণসম্পন্ন বিপন্ন উদ্ভিদ হলো ______________।
Q ➤ ১৯. আয়োডিনের অভাবে ______________ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়।
Q ➤ ২০. মাইটোসিস কোশ বিভাজনের দীর্ঘস্থায়ী দশাটি হলো ______________।
Q ➤ ২১. মানুষের পপুলেশনে ‘X’ ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনঘটিত রোগ হল ______________।
Q ➤ ২২. ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ হল ______________।
Q ➤ ২৩. জীববৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে বলা হয় ______________।
Q ➤ ২৪. ______________ ফলে হাঁপানি রোগ সৃষ্টি হয়।
📌আরো দেখুনঃ
📌মাধ্যমিকের মক্ টেস্ট Click Here
📌মাধ্যমিকের প্রশ্নপত্র Click Here
📌দশম শ্রেণি ইউনিট টেস্ট Click Here
