মাধ্যমিক জীববিজ্ঞান মক্ টেস্ট অনলাইন সেট-২ | Madhyamik Life Science Online MCQ Mock Test-2 wbbse

মাধ্যমিক জীববিজ্ঞান মক্ টেস্ট অনলাইন সেট-২ | Madhyamik Life Science Online MCQ Mock Test-2 wbbse

Madhyamik Exam Preparation Online Mock Test. আজকের বিষয় দশম শ্রেণির জন্য জীববিজ্ঞান MCQ Mock Test. পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৪০ শতাংশ নম্বর থাকে। অনলাইন মক্‌ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে ভীষণ ভাবে সাহায্য করে। তাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে জীববিজ্ঞানের Online MCQ Mock Test- এর জন্য প্রশ্ন দেওয়া হল। এবার তোমরা নিজেরাই যাচাই করে নাও পরীক্ষার জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছ।

LIFE SCIENCE MCQ TEST – 2

∆নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাওঃ

Q ➤ ১. আয়োডিনের অভাবে ____________ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়।


Q ➤ ২. জীবের দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহনকারী ক্রোমোজোমকে ____________ বলে।


Q ➤ ৩. কন্যা বর্ণান্ধ হলে পিতা ____________ হবে।


Q ➤ ৪. উটের রক্তের RBC-র আকৃতি ____________ হওয়ায় এটি অধিক মাত্রায় জল ক্ষয় সহন করতে পারে।


Q ➤ ৫. বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট একটি ব্যাধি ____________ হলো।


Q ➤ ৬. উদ্ভিদের পরাগরেণুকে-196° তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্সসিটু সংরক্ষণকে ____________ বলে।


Q ➤ ৭. ____________ হর মনের প্রভাবে বংশগতভাবে খর্ব উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি পায়।


Q ➤ ৮. পুনরুৎপাদন ও ক্ষয়পূরণ ____________ কোষ বিভাজনের তাৎপর্য।


Q ➤ ৯. মেন্ডেলের একসংকর জনন পরীক্ষার প্রথম অপত্য জনুতে উৎপন্ন সকল উদ্ভিদ ____________ প্রকৃতির হয়।


Q ➤ ১০. ____________ বিবর্তনের ফলে সমবৃত্তীয় অঙ্গের উৎপত্তি হয়েছে।


Q ➤ ১১. ____________ জীববিবর্ধন ঘটায়।


Q ➤ ১২. কুমির সংরক্ষণের মূলনীতি হল ____________।


Q ➤ ১৩. প্রকরন চলন দেখা যায় ____________ উদ্ভিদে।


Q ➤ ১৪. DNA-তে অ্যাডেনিন, থাইমিনের সঙ্গে ____________ হাইড্রোজেন বন্ধনী দ্বারা আবন্ধ থাকে।


Q ➤ ১৫. বীজের কুঞ্চিত আকার একটি ____________ বৈশিষ্ট্য।


Q ➤ ১৬. উই ঢিবি থেকে শিম্পাঞ্জির উইপোকা ভক্ষণ একটি ____________ অভিযোজন।


Q ➤ ১৭. ____________ হল ক্ষয়প্রাপ্ত বনভূমি পুনরুদ্ধার ও পতিত জমিতে বনসৃজন প্রকল্প।


Q ➤ ১৮. CO₂, NO₂, মিথেন ও ____________ হল গ্রিনহাউস গ্যাস।


Q ➤ ১৯. ____________ হলো মাছের গমনের সহায়ক পেশি।


Q ➤ ২০. মেরুদন্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় ____________ কোশ বিভাজন ঘটে।


Q ➤ ২১. ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন অবস্থান করে তাকে বলে ____________।


Q ➤ ২২. ____________ ছিল প্রাণ সৃষ্টির প্রাথমিক পর্যায়ের বৃহৎ কলোয়ডীয় অণুর সমন্বয়।


Q ➤ ২৩. নমুনা জীবকে তরল নাইট্রোজেনে অতি অল্প তাপমাত্রায় রেখে সংরক্ষণ পদ্ধতি হলো ____________।


Q ➤ ২৪. বায়োস্ফিয়ার রিজার্ভের ____________ অঞ্চলে মানুষের প্রবেশ আইনত নিষিদ্ধ।


Q ➤ ২৫. বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে কৃত্রিম ____________ হরমোন।


Q ➤ ২৬. মেরুদণ্ডী জীবদের ভূণের বিকাশকালীন ____________ কোশ বিভাজন ঘটে।


Q ➤ ২৭. ‘rrYY’ জেনোটাইপযুক্ত মটর উদ্ভিদের ফেনোটাইপ হলো ____________।


Q ➤ ২৮. উট তার কুঁজে ____________ সঞ্চিত রাখে।


Q ➤ ২৯. স্থানীয় জীববৈচিত্রের অস্তিত্বকে প্রভাবিত করে এমন একটি বৈদেশিক প্রজাতি হলো ____________।


Q ➤ ৩০. অ্যাজমা রোগটি ____________ দূষণের ফলে সৃষ্ট হয়।


Q ➤ ৩১. কর্ষণ দ্রবণে জনিত্ব উদ্ভিদের কোশ বা কলার বৃদ্ধি ঘটানোর জন্য ____________ ও সাইটোকাইনিন হরমোন ব্যবহার করা হয়।


Q ➤ ৩২. প্রাণীকোশে ____________ পদ্ধতিতে সাইটোকাইনেসিস হয়।


Q ➤ ৩৩. প্রকট বৈশিষ্টযুক্ত পিতামাতার যে গুণটি অপত্যের মধ্যে প্রকাশ পায় না, তা হলো ____________ গুণ।


Q ➤ ৩৪. খাদ্যের জন্য দুটি ভিন্ন প্রজাতির জীবের মধ্যে প্রতিযোগিতাকে ____________ সংগ্রাম বলে।


Q ➤ ৩৫. উদ্ভিদরা মাটি থেকে N₂ কে ____________ লবণ হিসেবে শোষণ করে।


Q ➤ ৩৬. যে পদার্থ ক্যানসার সৃষ্টি করে তাকে ____________ বলে।


Q ➤ ৩৭. ____________ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়।


Q ➤ ৩৮. মাইটোসিসের ____________ দশায় ক্রোমোজোমগুলি কোশের নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করে।


Q ➤ ৩৯. জিন নিয়ন্ত্রিত জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে ____________ বলে।


Q ➤ ৪০. প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা হলেন ____________।


Q ➤ ৪১. CO₂, CFC, N₂O ইত্যাদি হলো ____________ গ্যাসের উদাহরণ।


Q ➤ ৪২. ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক পদার্থগুলিকে এককথায় বলে ____________।


📌আরো দেখুনঃ

📌মাধ্যমিকের মক্ টেস্ট Click Here

📌মাধ্যমিকের প্রশ্নপত্র Click Here

📌দশম শ্রেণি ইউনিট টেস্ট Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:4 mins read