মাধ্যমিক জীববিজ্ঞান মক্ টেস্ট অনলাইন সেট-১ | Madhyamik Life Science Online MCQ Mock Test-1 wbbse

মাধ্যমিক জীববিজ্ঞান মক্ টেস্ট অনলাইন সেট-১ | Madhyamik Life Science Online MCQ Mock Test-1 wbbse

Madhyamik Exam Preparation Online Mock Test. আজকের বিষয় দশম শ্রেণির জন্য জীববিজ্ঞান MCQ Mock Test. পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৪০ শতাংশ নম্বর থাকে। অনলাইন মক্‌ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে ভীষণ ভাবে সাহায্য করে। তাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে জীববিজ্ঞানের Online MCQ Mock Test- এর জন্য প্রশ্ন দেওয়া হল। এবার তোমরা নিজেরাই যাচাই করে নাও পরীক্ষার জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছ।

LIFE SCIENCE MCQ TEST – 1

∆ নীচের বাক্যগুলি ‘সত্য’ অথবা ‘মিথ্যা’ নিরূপণ করো :

Q ➤ ১. জিব্বেরেলিন হরমোন উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে।


Q ➤ ২. প্ল্যানেরিয়া খন্ডীভবন পদ্ধতিতে জনন সম্পন্ন করে।


Q ➤ ৩. YyRR জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কেবলমাত্র এক ধরনের গ্যামেট উৎপন্ন হয়।


Q ➤ ৪. ঘোড়ার বিবর্তনে তার ক্ষুর ও দাঁতের আকার ক্রমশ বৃদ্ধি পায়।


Q ➤ ৫. JFM প্রকল্প শুরু হয় পশ্চিমবঙ্গের সুন্দরবনে।


Q ➤ ৬. ফ্লেক্সর পেশি পরপর অবস্থিত দুটি অস্থিকে কাছাকাছি আসতে সাহায্য করে।


Q ➤ ৭. প্রজনন সঙ্গী খোঁজা গমনের একটি চালিকা শক্তি।


Q ➤ ৮. অ্যামাইটোসিস কোশ বিভাজনে বেমতত্ত্ব ও ক্রোমোজোম গঠিত হয়।


Q ➤ ৯. yyrr জিনোটাইপের ফিনেটাইপ হল সবুজ রঙের এবং কুণ্ঠিত বীজযুক্ত মটর গাছ।


Q ➤ ১০. মিলার ও উরের পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেনের অনুপাত ছিল 2:1:2।


Q ➤ ১১. ব্রংকাইটিসের ফলে শ্বাসতন্ত্রের ক্রোমশাখা গহ্বরে শ্লেষ্মা তৈরি হয়।


Q ➤ ১২. ফ্লেক্সর পেশি পাশাপাশি থাকা দুটি অস্থির দূরে সরে যেতে সাহায্য করে।


Q ➤ ১৩. প্রোজেস্টেরন হরমোন স্ত্রীদেহে গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে।


Q ➤ ১৪. মিয়োসিস—II-কে হ্রাসবিভাজন বলে।


Q ➤ ১৫. Yy RR জিনোটাইপযুক্ত মটরগাছ থেকে কেবলমাত্র এক ধরনের গ্যামেট উৎপন্ন হয়।


Q ➤ ১৬. অনুকুল প্রকরন যুক্ত জীব জীবন সংগ্রামে জয়ী হয়।


Q ➤ ১৭. DDT খাদ্যশৃঙ্খলে প্রবেশ করলে জীববিবর্ধন দেখা যায়।


Q ➤ ১৮. কাশি একটি সহজাত প্রতিবর্ত ক্রিয়া।


Q ➤ ১৯. কোরয়েড লেন্সের বক্রতা ও আকার পরিবর্তন করে উপযোজনে সাহায্য করে।


Q ➤ ২০. জাইগোট থেকে ভুণের সৃষ্টি হয়।


Q ➤ ২১. মেন্ডেল মটর গাছে এক সংকর জনন পরীক্ষায় প্রথম অপত্য জনুতে 75 শতাংশ বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন।


Q ➤ ২২. মিলার ও উরের প্রাণের উদ্ভব সংক্রান্ত রাসায়নিক পরীক্ষায় অ্যামোনিয়া, নাইট্রোজেন ও মিথেন ব্যবহৃত হয়।


Q ➤ ২৩. পূর্ব হিমালয়ের হটস্পট-এ সংরক্ষিত একটি বিপন্ন উদ্ভিদ হলো রডোডেনড্রন।


Q ➤ ২৪. এক্সটেনসার পেশি পাশাপাশি থাকা দুটি অস্থিকে কাছে নিয়ে আসতে সাহায্য করে।


Q ➤ ২৫. পনস মানবদেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে।


Q ➤ ২৬. মাইটোসিস কোশ বিভাজনকে হ্রাস বিভাজন বলে।


Q ➤ ২৭. মেন্ডেল তার দ্বিসংকর পরীক্ষা F1 জনুতে 75% বিশুদ্ধ গোলাকার হলুদ বীজযুক্ত অপত্য মটর উদ্ভিদ পেয়েছিলেন।


Q ➤ ২৮. মানুষের ক্ষেত্রে কর্ণছত্র পেশী হল একটি নিষ্ক্রিয় অঙ্গ কিন্তু অ্যাপেন্ডিক্স নয়।


Q ➤ ২৯. ইউট্রোফিকেশনের মুখ্য কারন হলো জলাশয়ে ফসফেট জাতীয় অজৈব পদার্থের মাত্রা বৃদ্ধি পাওয়া।


Q ➤ ৩০. আইরিশ তারারন্দ্রের সংকোচন ও প্রসারণ নিয়ন্ত্রণ করে।


Q ➤ ৩১. অ্যামিবা ফ্ল্যাজেলার সাহায্যে গমন করে।


Q ➤ ৩২. জোড়কলমে ব্যবহৃত উন্নত উদ্ভিদের শাখাকে সিয়ন বলে।


Q ➤ ৩৩. ক্রোমোজোমে অবস্থিত ত্রুটিযুক্ত জিনের কারণে হিমোফিলিয়া রোগ হয়।


Q ➤ ৩৪. ল্যামার্কের মতে, জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন ক পারে।


Q ➤ ৩৫. জলের BOD বৃদ্ধি পেলে সেই জলকে বেশি দূষিত ধরা হয়।


Q ➤ ৩৬. প্রোজেস্টেরন গর্ভাবস্থায় ভ্রুণের বৃদ্ধিতে সাহায্য করে।


Q ➤ ৩৭. উদ্ভিদের ক্ষেত্রে বীজের সুপ্তাবস্থাভঙ্গকারী হরমোন হল জিব্বেরেলিন।


Q ➤ ৩৮. মিয়োসিস কোশ বিভাজনে ক্রসিং ওভার ঘটে।


Q ➤ ৩৯. YYRr জিনোটাইপ হলুদ কুঞ্চিত বীজ সৃষ্টির জন্য দায়ী।


Q ➤ ৪০. প্রাকৃতিক নির্বাচন ডারউইনবাদের একটি উল্লেখযোগ্য প্রতিপাদ্য বিষয়।


Q ➤ ৪১. SPM হলো বাতাসে ভাসমান 10 মাইক্রোমিটার-এর অধিক ব্যাসের কণাসমূহ।


Q ➤ ৪২. চোখের কোন কোশ মৃদু আলোতে দেখতে সাহায্য করে।


📌আরো দেখুনঃ

📌মাধ্যমিকের মক্ টেস্ট Click Here

📌মাধ্যমিকের প্রশ্নপত্র Click Here

📌দশম শ্রেণি ইউনিট টেস্ট Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:4 mins read