মাধ্যমিক ইতিহাস মক্ টেস্ট অনলাইন সেট-৫ | Madhyamik History Online MCQ Mock Test-5 wbbse

মাধ্যমিক ইতিহাস মক্ টেস্ট অনলাইন সেট-৫ | Madhyamik History Online MCQ Mock Test-5 wbbse

Madhyamik Exam Preparation Online Mock Test. আজকের বিষয় দশম শ্রেণির জন্য ইতিহাস MCQ Mock Test. পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৩০ শতাংশের বেশি নম্বর থাকে। অনলাইন মক্‌ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে দারুণ ভাবে সাহায্য করে। তাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে সমস্ত বিষয়ের Online MCQ Mock Test- এর জন্য প্রশ্ন দেওয়া হল। এবার তোমরা নিজেরাই যাচাই করে নাও নিজের দক্ষতা।

HISTORY MCQ TEST – 5

∆ সঠিক উত্তরটি নির্বাচন করো :

Q ➤ ১. ‘জীবনের ঝরাপাতা’ গ্রন্থটি হল একটি– (ক) উপন্যাস (খ) আত্মজীবনী (গ) কাব্যগ্রন্থ (ঘ) প্রবন্ধ


Q ➤ ২. নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক বলা হয়– (ক) ইরফান হাবিব (খ) রণজিৎ গুহ (গ) রোমিলা থাপার (ঘ) যদুনাথ সরকার


Q ➤ ৩. ‘বঙ্গদর্শন’ পত্রিকাটি প্রকাশিত হয়– (ক) ১৮৬০ খ্রিঃ (খ) ১৮৬২ খ্রিঃ (গ) ১৮৭০ খ্রিঃ (ঘ) ১৮৭২ খ্রিঃ


Q ➤ ৪. রামমোহন রায়ের পরবর্তীকালে ব্রাহ্মসমাজ পরিচালনা করেন– (ক) অক্ষয়কুমার দত্ত (খ) দেবেন্দ্রনাথ ঠাকুর (গ) রামচন্দ্র বিদ্যাবাগীশ (ঘ) তারাচাঁদ চক্রবর্তী


Q ➤ ৫. ‘নীলদর্পণ’ নাটকটি প্রথম ছাপা হয়েছিল– (ক) নদিয়াতে (খ) ঢাকায় (গ) শ্রীরামপুরে (ঘ) কলকাতায়


Q ➤ ৬. বাংলার নবজাগরণ ছিল– (ক) ব্যক্তিকেন্দ্রিক (খ) প্রতিষ্ঠানকেন্দ্রিক (গ) কলকাতাকেন্দ্রিক (ঘ) গ্রামকেন্দ্রিক


Q ➤ ৭. প্রথম সরকারি শিক্ষা কমিশন (হান্টার কমিশন) গঠিত হয়– (ক) ১৮৭২ খ্রিঃ (খ) ১৮৭৮ খ্রিঃ (গ) ১৮৮২ খ্রিঃ (ঘ) ১৮৯০ খ্রিঃ


Q ➤ ৮. ১৮৭৮ খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়– (ক) দু’টি স্তরে (খ) তিনটি স্তরে (গ) চারটি স্তরে (ঘ) পাঁচটি স্তরে


Q ➤ ৯. কোল বিদ্রোহ (১৮৩১-৩২) অনুষ্ঠিত হয়েছিল– (ক) মেদিনীপুরে (খ) ঝাড়গ্রামে (গ) ছোটনাগপুরে (ঘ) রাঁচিতে


Q ➤ ১০. ‘সন্ন্যাসী বিদ্রোহ’-কে ‘হিন্দুস্থানের যাযাবর’ বলেছেন– (ক) ভিনসেন্ট স্মিথ (খ) জেমস মিল (গ) ওয়ারেন হেস্টিংস (ঘ) লর্ড কর্ণওয়ালিস


Q ➤ ১১ ১৮৫৭ সালের বিদ্রোহকে ‘ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ’ বলেছিলেন– (ক) সুভাষচন্দ্র বসু (খ) জওহরলাল নেহেরু (গ) বি. ডি. সাভারকর (ঘ) রাসবিহারী বসু


Q ➤ ১২. ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল– (ক) ভারতসভা (খ) ভারতের জাতীয় কংগ্রেস (গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা (ঘ) ল্যান্ড হোল্ডার্স স্যোসাইটি


Q ➤ ১৩ মহারাণীর ঘোষণাপত্রের (১৮৫৮) প্রধান উদ্দেশ্য ছিল– (ক) ভারতবাসীর আনুগত্য অর্জন (খ) ভারতে ব্রিটিশদের একচেটিয়া ব্যবসার অধিকার লাভ (গ) ভারতীয় প্রজাদের স্বায়ত্বশাসনের অধিকার প্রদান (ঘ) মহাবিদ্রোহে (১৮৫৭) বন্দি ভারতীয়দের মুক্তিদান


Q ➤ ১৪. ‘দিগদর্শন’-এর সম্পাদক ছিলেন– (ক) উইলিয়াম কেরি (খ) জশুয়া মার্শম্যান (গ) ফেলিক্স কেরি (ঘ) জন ক্লার্ক মার্শম্যান


Q ➤ ১৫. ‘জাতীয় শিক্ষা পরিষদ’ (১৯০৬)-এর প্রথম সভাপতি ছিলেন– (ক) রাসবিহারী ঘোষ (খ) অরবিন্দ ঘোষ (গ) তারকনাথ পালিত (ঘ) সতীশচন্দ্র মুখোপাধ্যায়


Q ➤ ১৬. বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্থ হয়েছিল– (ক) বাংলার কৃষক শ্রেণি (খ) মধ্যবিত্ত শ্রেণি (গ) জমিদার শ্রেণি (ঘ) ছাত্রসমাজ


Q ➤ ১৭. বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন– (ক) বিহারে (খ) যুক্তপ্রদেশে (গ) রাজস্থানে (ঘ) মহারাষ্ট্রে


Q ➤ ১৮. দলিতদের ‘হরিজন’ আখ্যা দিয়েছিলেন– (ক) জ্যোতিবা ফুলে (খ) নারায়ণ গুরু (গ) গান্ধিজী (ঘ) ডঃ বি. আর. আম্বেডকর


Q ➤ ১৯. গোয়া ভারতভুক্ত হয়– (ক) ১৯৪৭ খ্রিঃ (খ) ১৯৫৬ খ্রিঃ (গ) ১৯৬১ খ্রিঃ (ঘ) ১৯৭১ খ্রিঃ


Q ➤ ২০. নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়– (ক) ১৯৪৭ খ্রিঃ (খ) ১৯৪৮ খ্রিঃ (গ) ১৯৪৯ খ্রিঃ (ঘ) ১৯৫০ খ্রিঃ


📌আরো দেখুনঃ

📌মাধ্যমিকের মক্ টেস্ট Click Here

📌মাধ্যমিকের প্রশ্নপত্র Click Here

📌দশম শ্রেণি ইউনিট টেস্ট Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:4 mins read