মাধ্যমিক ইতিহাস মক্ টেস্ট অনলাইন সেট-৩ | Madhyamik History Online MCQ Mock Test-3 wbbse
Madhyamik Exam Preparation Online Mock Test. আজকের বিষয় দশম শ্রেণির জন্য ইতিহাস MCQ Mock Test. পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৩০ শতাংশের বেশি নম্বর থাকে। অনলাইন মক্ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে দারুণ ভাবে সাহায্য করে। তাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে সমস্ত বিষয়ের Online MCQ Mock Test- এর জন্য প্রশ্ন দেওয়া হল। এবার তোমরা নিজেরাই যাচাই করে নাও নিজের দক্ষতা।
HISTORY MCQ TEST – 3
১. ঠিক বা ভুল নির্ণয় করো :
Q ➤ ১. ‘হুতোম প্যাঁচা’ রামমোহন রায়ের ছদ্মনাম।
Q ➤ ২. ‘ভারতমাতা’ চিত্রটি এঁকেছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর।
Q ➤ ৩. আচার্য জগদীশচন্দ্র বসু ছিলেন ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স’ এর প্রতিষ্ঠাতা।
Q ➤ ৪. ‘খুঁৎকাঠি’ প্রথা প্রচলিত ছিল মুন্ডাদের মধ্যে।
Q ➤ ৫. ভারতের প্রথম রাজনৈতিক পত্রিকা হল সোমপ্রকাশ।
Q ➤ ৬. ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর।
Q ➤ ৭. কার্ল মার্কস মহাবিদ্রোহ (১৮৫৭ খ্রিস্টাব্দ) কে সামন্ত বিদ্রোহ বলেছিলেন।
Q ➤ ৮. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বর্ণপরিচয় বইটি প্রথম প্রকাশিত হয় ১৮৫৫ খ্রিস্টাব্দে।
Q ➤ ৯. ফরাজী একটি প্রাচীন উপজাতির নাম।
Q ➤ ১০. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এম.এ. কাদম্বিনী গাঙ্গুলী।
Q ➤ ১১. মেধা পাটেকর ‘নর্মদা বাঁচাও আন্দোলনের বিপক্ষে ছিলেন।
Q ➤ ১২. ‘বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন প্রফুল্লচন্দ্র রায়।
Q ➤ ১৩. মারাদোনা ফুটবল ‘খেলার রাজা’ নামে পরিচিত।
Q ➤ ১৪. লালন ফকির নদীয়া জেলার সন্তান।
Q ➤ ১৫. রানি শিরোমনি কোল বিদ্রোহের নেতা ছিলেন।
Q ➤ ১৬. সিলভ্যাঁ লেভি শ্রীনিকেতনের সঙ্গে যুক্ত ছিলেন।
Q ➤ ১৭. ভারতে নির্মিত প্রথম নির্বাক চলচ্চিত্র হল ‘রাজা হরিশচন্দ্র’।
Q ➤ ১৮. ‘সোমপ্রকাশ’ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ।
Q ➤ ১৯. সতীদাহ প্রথা উচ্ছেদ করেন রাজা রামমোহন রায়।
Q ➤ ২০. বাংলা লাইনোটাইপ প্রবর্তন করেন পঞ্চানন কর্মকার।
📌আরো দেখুনঃ
📌মাধ্যমিকের মক্ টেস্ট Click Here
📌মাধ্যমিকের প্রশ্নপত্র Click Here
📌দশম শ্রেণি ইউনিট টেস্ট Click Here