মাধ্যমিক ইতিহাস মক্ টেস্ট অনলাইন সেট-২ | Madhyamik History Online MCQ Mock Test-2 wbbse
Madhyamik Exam Preparation Online Mock Test. আজকের বিষয় দশম শ্রেণির জন্য ইতিহাস MCQ Mock Test. পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৩০ শতাংশের বেশি নম্বর থাকে। অনলাইন মক্ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে দারুণ ভাবে সাহায্য করে। তাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে সমস্ত বিষয়ের Online MCQ Mock Test- এর জন্য প্রশ্ন দেওয়া হল। এবার তোমরা নিজেরাই যাচাই করে নাও নিজের দক্ষতা।
HISTORY MCQ TEST – 2
১. সঠিক উত্তরটি নির্বাচন করো : ১×২০=২০
Q ➤ ১.১ নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়- (ক) ১৯৪০-এর দশকে (খ) ১৯৫০-এর দশকে (গ) ১৯৬০-এর দশকে (ঘ) ১৯৯০-এর দশকে
Q ➤ ১.২ বাংলার প্রথম খাদ্যপ্রণালী সম্পর্কিত বই হল- (ক) প্রাক্ রাজেশ্বর (খ) রান্না বান্না (গ) রন্ধন প্রণালী (ঘ) প্রাক্ নন্দিনী
Q ➤ ১.৩ ইন্টারনেট আবিষ্কার্তা- (ক) টিম বারনারস (খ) স্যামুয়েল মোর্স (গ) টমাস এডিসন (ঘ) ব্লাস্ট ফার্নেস
Q ➤ ১.৪ সরকারী নথিপত্র সংরক্ষণ করে রাখা হয়- (ক) মহাফেজখানায় (খ) জাতীয় অভিলেখ্যাগারে (গ) লেখ্যাগারে (ঘ) পাঠাগারে
Q ➤ ১.৫ ‘হুতোম প্যাঁচার নকশা’র লেখক ছিলেন- (ক) গিরিশচন্দ্র ঘোষ (খ) প্যারীচাঁদ মিত্র (গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত (ঘ) কালীপ্রসন্ন সিংহ
Q ➤ ১.৬ ‘মধ্যবিত্ত শ্রেণি’ কথাটি প্রথম উল্লেখ করা হয়- (ক) বামাবোধিনী পত্রিকায় (খ) সমাচারদর্পণ পত্রিকায় (গ) ‘বঙ্গদূত’ পত্রিকায় (ঘ) হিন্দুপ্যাট্রিয়ট পত্রিকায়
Q ➤ ১.৭ সর্বপ্রথম শব ব্যবচ্ছেদ করেন- (ক) মধুসূদন দত্ত (খ) মধুসূদন গুপ্ত (গ) রাধাকান্ত দেব (ঘ) মতিলাল শীল
Q ➤ ১.৮ ‘নববৈষ্ণব’ আন্দোলন শুরু করেন— (ক) স্বামী বিবেকানন্দ (খ) বিজয়কৃষ্ণ গোস্বামী (গ) কেশবচন্দ্র সেন (ঘ) মনোরঞ্জন গুহঠাকুরতা
Q ➤ ১.৯ Indian Forests Act বলবৎ হয়- (ক) ১৮৬৪ খ্রিস্টাব্দে (খ) ১৮৬৫ খ্রিস্টাব্দে (গ) ১৮৭৮ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৮৩ খ্রিস্টাব্দে
Q ➤ ১.১০ ‘উলগুলান’ নামে পরিচিত- (ক) সাঁওতাল বিদ্রোহ (খ) মুন্ডা বিদ্রোহ (গ) রংপুর বিদ্রোহ (ঘ) কোল বিদ্রোহ
Q ➤ ১.১১ ধলভূমের বর্তমান নাম হল- (ক) ঘাটশিলা (খ) শিলচর (গ) মানভূম (ঘ) শিলদাঘাট
Q ➤ ১.১২ বাংলার ‘নানাসাহেব’ নামে পরিচিত ছিলেন- (ক) রফিক মন্ডল (খ) রামরতন মল্লিক (গ) রামতনু লাহিড়ী (ঘ) ঈশানচন্দ্র রায়
Q ➤ ১.১৩ সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ ছিলেন- (ক) মঙ্গল পান্ডে (খ) দয়াল দাস (গ) রাম সিং (ঘ) নকুল দাস
Q ➤ ১.১৪ ভারতের শেষ মোঘল সম্রাট ছিলেন- (ক) বাহাদুর শাহ (খ) দ্বিতীয় বাহাদুর শাহ (গ) আকবর শাহ (ঘ) দ্বিতীয় শাহ আলম
Q ➤ ১.১৫ ভারতের ‘সভা সমিতির যুগ’ বলা হয়- (ক) আঠারো শতককে (খ) উনিশ শতককে (গ) বিশ শতককে (ঘ) একুশ শতককে
Q ➤ ১.১৬ ‘বিরূপ বজ্র’ ব্যঙ্গচিত্রের শিল্পী হলেন- (ক) নন্দলাল বসু (খ) অবনীন্দ্রনাথ ঠাকুর (গ) রবীন্দ্রনাথ ঠাকুর (ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর
Q ➤ ১.১৭ বাংলা মুদ্রণ শিল্পের জন্মদাতা হলেন- (ক) ওয়ারেন হেস্টিংস (খ) চার্লস উইলকিন্স (গ) পঞ্চানন কর্মকার (ঘ) অগস্টাস হিকি
Q ➤ ১.১৮ জামশেদপুরের পূর্ব নাম ছিল- (ক) সাকচি (খ) ময়ূরভঞ্জ (গ) মানভূম (ঘ) গুরুষ হিসানী
Q ➤ ১.১৯ ‘বসু বিজ্ঞান মন্দিরে’র প্রতীক হল- (ক) বজ্র (খ) বান (গ) গদা (ঘ) শঙ্খ
Q ➤ ১.২০ বিশ্বভারতী কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠানের মর্যাদা পায়- (ক) ১৯৫০ সালে (খ) ১৯৫১ সালে (গ) ১৯৬০ সালে (ঘ) ১৯৬৭ সালে
📌আরো দেখুনঃ
📌মাধ্যমিকের মক্ টেস্ট Click Here
📌মাধ্যমিকের প্রশ্নপত্র Click Here
📌দশম শ্রেণি ইউনিট টেস্ট Click Here