মাধ্যমিক ইতিহাস মক্ টেস্ট অনলাইন সেট-১ | Madhyamik History Online MCQ Mock Test-1 wbbse

মাধ্যমিক ইতিহাস মক্ টেস্ট অনলাইন সেট-১ | Madhyamik History Online MCQ Mock Test-1 wbbse

Madhyamik Exam Preparation Online Mock Test. আজকের বিষয় দশম শ্রেণির জন্য ইতিহাস MCQ Mock Test. পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৩০ শতাংশের বেশি নম্বর থাকে। অনলাইন মক্‌ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে দারুণ ভাবে সাহায্য করে। তাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে সমস্ত বিষয়ের Online MCQ Mock Test- এর জন্য প্রশ্ন দেওয়া হল। এবার তোমরা নিজেরাই যাচাই করে নাও নিজের দক্ষতা।

HISTORY MCQ TEST – 1

১. সঠিক উত্তরটি নির্বাচন করো : ১×২০=২০

Q ➤ ১.১ ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন- (ক) রণজিৎ গুহ (খ) রামচন্দ্র গুহ (গ) অমলেশ ত্রিপাঠি (ঘ) রোমিলা থাপার


Q ➤ ১.২ ভারতে ফুটবল খেলা প্রবর্তন করে- (ক) ইংরেজরা (খ) ফরাসীরা (গ) ওলন্দাজরা (ঘ) স্পেনীয়রা


Q ➤ ১.৩ বিশ্বপরিবেশ দিবস পালিত হয়- (ক) ১২ই জানুয়ারি (খ) ৮ই মার্চ (গ) ৫ই জুন (ঘ) ৫ই সেপ্টেম্বর


Q ➤ ১.৪ সরকারী নথিপত্র সংরক্ষণ করা হয়- (ক) জাদুঘরে (খ) সরকারি সেরেস্তায় (গ) মহাফেজফখানায় (ঘ) দপ্তরখানায়


Q ➤ ১.৫ ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন- (ক) হারানচন্দ্র মুখার্জি (খ) হরিশচন্দ্র মুখোপাধ্যায় (গ) গিরিশচন্দ্র ঘোষ (ঘ) হরিনাথ মজুমদার


Q ➤ ১.৬ ‘নীলদর্পন’ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন- (ক) কালীপ্রসন্ন সিংহ (খ) মাইকেল মধুসূদন দত্ত (গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায় (ঘ) রেভারেন্ড জেমস্‌ লঙ


Q ➤ ১.৭ সাধারণ জনশিক্ষা কমিটি (GCPI) গঠিত হয়- (ক) ১৮১৩ খ্রিস্টাব্দে (খ) ১৮২৩ খ্রিস্টাব্দে (গ) ১৮৩৩ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৪৩ খ্রিস্টাব্দে


Q ➤ ১.৮ ‘ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ’ প্রতিষ্ঠা করেন- (ক) রাজা রামমোহন রায় (খ) দেবেন্দ্রনাথ ঠাকুর (গ) কেশবচন্দ্র সেন (ঘ) শিবনাথ শাস্ত্রী


Q ➤ ১.৯ ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয়- (ক) ১৮৬০ খ্রিস্টাব্দে (খ) ১৮৬৪ খ্রিস্টাব্দে (গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে


Q ➤ ১.১০ “উলগুলান” নামে পরিচিত ছিল যে বিদ্রোহ- (ক) সাঁওতাল বিদ্রোহ (খ) কোল বিদ্রোহ (গ) মুন্ডা বিদ্রোহ (ঘ) ভিল বিদ্রোহ


Q ➤ ১.১১ “ওয়াহাবী আন্দোলনের” অপর নাম- (ক) তারিকা-ই-মহম্মদীয়া (খ) মিঞা আন্দোলন (গ) পাগলপন্থী আন্দোলন (ঘ) আগস্ট আন্দোলন


Q ➤ ১.১২ “বাংলার নানাসাহে” নামে পরিচিত ছিলেন- (ক) রামরতন মল্লিক (খ) হরিশচন্দ্র মুখোপাধ্যায় (গ) দিগম্বর বিশ্বাস (ঘ) দীনবন্ধু মিত্র


Q ➤ ১.১৩ ভারতে কোম্পানী শাসনের অবসান ঘটে যে আইন দ্বারা- (ক) মহারাণীর ঘোষণাপত্র (খ) ইন্ডিয়ান কাউন্সিল আইন (গ) চার্টার আইন (ঘ) উন্নততর ভারত শাসন আইন


Q ➤ ১.১৪ “দ্যা গ্রেট রিবেলিয়ান” – গ্রন্থটি রচনা করেন- (ক) রজনীপাম দত্ত (খ) তালমিজ খালদুন (গ) পি সি যোশি (ঘ) চার্লস রেকস


Q ➤ ১.১৫ “বন্দেমাতরম” সঙ্গীতটি রচিত হয়- (ক) ১৮৭০ খ্রিস্টাব্দে (খ) ১৮৭২ খ্রিস্টাব্দে (গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৭৬ খ্রিস্টাব্দে


Q ➤ ১.১৬ ভারত সভার প্রথম সভাপতি ছিলেন- (ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (খ) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় (গ) আনন্দমোহন বসু (ঘ) রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়


Q ➤ ১.১৭ বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল- (ক) বর্ণপরিচয় (খ) এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ (গ) মতির মঙ্গল সমাচার (ঘ) অন্নদামঙ্গল মুখার্জিকে


Q ➤ ১.১৮ জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয়- (ক) মহেন্দ্রলাল সরকারকে (খ) আশুতোষ মুখার্জিকে (গ) তারকনাথ পালিতকে (ঘ) রাসবিহারী ঘোষকে


Q ➤ ১.১৯ আই এ সি এস-এ গবেষণা করে বিজ্ঞানী সি ভি রমন নোবেল পুরষ্কার পান- (ক) ১৯২৮ খ্রিস্টাব্দে (খ) ১৯৩০ খ্রিস্টাব্দে (গ) ১৯৩১ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৩২ খ্রিস্টাব্দে


Q ➤ ১.২০ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাযার্য ছিলেন- (ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) রথীন্দ্রনাথ ঠাকুর (গ) সত্যেন্দ্রনাথ ঠাকুর (ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর


📌আরো দেখুনঃ

📌মাধ্যমিকের মক্ টেস্ট Click Here

📌মাধ্যমিকের প্রশ্নপত্র Click Here

📌দশম শ্রেণি ইউনিট টেস্ট Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:4 mins read