মাধ্যমিক বাংলা সিলেবাস ও নম্বর বিভাজন ২০২৬ | Madhyamik Bengali Syllabus and Marks Distribution 2026 wbbse

মাধ্যমিক বাংলা সিলেবাস  ও নম্বর বিভাজন ২০২৬ | Madhyamik Bengali Syllabus and Marks Distribution 2026 wbbse

মাধ্যমিক বাংলা পাঠ্যসূচী (সিলেবাস) | দশম শ্রেণি বাংলা পাঠ্যসূচী (সিলেবাস) | Madhyamik Bengali Syllabus wbbse 

∆ দশম শ্রেণি বাংলা পাঠ্যসূচী (সিলেবাস)—

১. প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন (পূর্ণমান ৪০ এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন ১০)

• গল্প— জ্ঞানচক্ষু।

• কবিতা— অসুখী একজন, আয় আরো বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা।

• প্রবন্ধ— হারিয়ে যাওয়া কালি কলম।

• কোনি (উপন্যাস) ১ – ৩১ পাতা।

• কারক ও অকারক সম্পর্ক এবং অনুবাদ

২. দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন (পূর্ণমান ৪০ এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন ১০)

• গল্প— বহুরূপী, পথের দাবী।

• কবিতা— অভিষেক, প্রলয়োল্লাস।

• নাটক— সিরাজদ্দৌলা।

• কোনি (উপন্যাস) ৩২ – ৫০ পাতা

• সমাস এবং প্রতিবেদন

৩. তৃতীয় পর্যায়ক্রমিক / নির্বাচনী মূল্যায়ন (পূর্ণমান ৯০ এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন ১০) অর্থাৎ দশম শ্রেণি টেস্ট পরীক্ষা।

• পাঠ্যসূচির অন্তর্গত সমস্ত রচনা।

• কোনি সম্পূর্ণ বই।

• ব্যাকরণের ও নির্মিতির সমস্ত অধ্যায়।

মাধ্যমিক বাংলা পাঠ্যসূচী একত্রে 

• গল্প—

১. জ্ঞানচক্ষু– আশাপূর্ণা দেবী।
২. বহুরূপী– সুবোধ ঘোষ।
৩. পথের দাবী– শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
৪. অদলবদল– পান্নালাল প্যাটেল।
৫. নদীর বিদ্রোহ– মানিক বন্দ্যোপাধ্যায়।

• কবিতা—

(১) অসুখী একজন– পাবলো নেরুদা।
(২) আয় আরো বেঁধে বেঁধে থাকি– শঙ্খ ঘোষ।
(৩) আফ্রিকা– রবীন্দ্রনাথ ঠাকুর।
(৪) অভিষেক– মাইকেল মধুসূদন দত্ত।
(৫) প্রলয়োল্লাস– কাজী নজরুল ইসলাম।
(৬) সিন্ধুতীরে– সৈয়দ আলাওল।
(৭) অস্ত্রের বিরুদ্ধে গান– জয় গোস্বামী।

• প্রবন্ধ—

(১) হারিয়ে যাওয়া কালি কলম– শ্রীপান্থ।
(২) বাংলা ভাষায় বিজ্ঞান– রাজশেখর বসু।

• নাটক— (১) সিরাজদ্দৌলা।

• কোনি (উপন্যাস) সম্পূর্ণ বই।

• ব্যাকরণ—

(১) কারক ও অকারক সম্পর্ক
(২) সমাস
(৩) বাক্য
(৪) বাচ্য

• নির্মিতি অংশ—

(১) প্রবন্ধ রচনা।
(২) অনুবাদ (ইংরেজি থেকে বাংলা)।
(৩) সংলাপ অথবা প্রতিবেদন রচনা।

মাধ্যমিক বাংলা নম্বর বিভাজন ২০২৬ | Madhyamik Bengali Syllabus and Marks Distribution 2026 wbbse 

📌 আরো দেখোঃ

📌 মাধ্যমিক সমস্ত বিষয় প্রশ্নপত্র Click Here

📌 মাধ্যমিক সমস্ত বিষয় মক্ টেস্ট Click Here

📌দশম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌দশম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:2 mins read