মাধ্যমিক বাংলা অনলাইন MCQ মক্ টেস্ট-৬ | Madhyamik Bengali Online MCQ Mock Test-6 West Bengal Board

মাধ্যমিক বাংলা অনলাইন MCQ মক্ টেস্ট-৬ | Madhyamik Bengali Online MCQ Mock Test-6 wbbse

Madhyamik Exam Preparation Online Mock Test. আজকের বিষয় দশম শ্রেণির জন্য MCQ Mock Test. পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৩০ শতাংশের বেশি নম্বর থাকে। অনলাইন মক্‌ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে দারুণ ভাবে সাহায্য করে। তাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে সমস্ত বিষয়ের Online MCQ Mock Test- এর জন্য প্রশ্ন দেওয়া হল। এবার তোমরা নিজেরাই যাচাই করে নাও নিজের দক্ষতা।

MCQ MOCK TEST – 6

১. সঠিক উত্তরটি নির্বাচন করো : ১×১৭=১৭

Q ➤ ১.১ ‘গিরিশ মহাশয়ের রুমালে যে ছবি আঁকা ছিল’ ? (ক) বাঘ (খ) সিংহ (গ) রামধনু (ঘ) ফুল


Q ➤ ১.২ ‘এখন তপন গল্প পড়ছে’- (ক) রাশি রাশি (খ) ঝুড়ি ঝুড়ি (গ) বস্তা বস্তা (ঘ) হাতে গোনা


Q ➤ ১.৩ হরিদা সপ্তাহে বড়োজোর বহুরূপী সেজে বের হন- (ক) একদিন (খ) তিনদিন (গ) দুইদিন (ঘ) প্রতিদিন


Q ➤ ১.৪ ‘ছেলেরা খুব খুশি হল’- ছেলেদের খুশি হওয়ার কারণ- (ক) তাদের নতুন বই (খ) তাদের নতুন স্কুল (গ) অমৃত-ইসাবের নতুন নাম (ঘ) তাদের নতুন জামা


Q ➤ ১.৫ প্যাসেঞ্জার ট্রেন কটায় রওনা হত ? (ক) চারটে পঁয়তাল্লিশে (খ) আটটা চল্লিশে (গ) তিনটে পঁচিশে (ঘ) একটা চল্লিশে


Q ➤ ১.৬ অসুখী একজন কবিতাটির কথক ঘুমিয়েছিলেন বারান্দায়- (ক) মেঝেতে (খ) চৌকিতে (গ) ঝুলন্ত বিছানায় (ঘ) খাটে


Q ➤ ১.৭ আঁয় আরো বেঁধে বেঁধে থাকি-ব্যক্যাংশটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে ? (ক) একবার (খ) চারবার (গ) দুবার (ঘ) তিনবার


Q ➤ ১.৮ ‘সভ্যের বর্বর লোভ/নগ্ন করল আপন নির্লজ্জ __________’ কী ? (ক) সাহস (খ) দাম্ভিকতা (গ) ক্ষমতা (ঘ) অমানুষতা


Q ➤ ১.৯ ‘কে কবে শুনেছে, পুত্র _________’ কী ? (ক) পাষান কথা বলে (খ) ভাসে শিলা জলে (গ) ভাসে শ্যাওলা জলে (ঘ) ভাসে মানুষ জলে


Q ➤ ১.১০ ‘কুইল’ হল- (ক) পালকের কলম (খ) খাগের কলম (গ) কঞ্চির কলম (ঘ) নিবের কলম


Q ➤ ১.১১ কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল- (ক) ১৯৩৬ সালে (খ) ১৯৩০ সালে (গ) ১৯২৫ সালে (ঘ) ১৯৪০ সালে


Q ➤ ১.১২ একই ধাতু থেকে কোন বাক্যের কর্ম ও ক্রিয়াপদ উৎপন্ন হলে কর্মটি হয়- (ক) গৌন কর্ম (খ) মুখ্য কর্ম (গ) সমধাতুজ কর্ম (ঘ) বিধেয় কর্ম


Q ➤ ১.১৩ বাক্য নির্মাণের শর্ত – (ক) চারটি (খ) তিনটি (গ) দুটি (ঘ) একটি


Q ➤ ১.১৪ বিভক্তি কখনোই লোপ পায় না- (ক) সম্বন্ধ পদে (খ) কর্ম কারকে (গ) করণ কারকে (ঘ) অধিকরণ কারকে


Q ➤ ১.১৫ মধ্যপদলোপী কর্মধারায় সমাসের উদাহরণ- (ক) শ্বেতপদ্ম (খ) হাতঘড়ি (গ) শূলপানি (ঘ) কাগজপত্র


Q ➤ ১.১৬ “সুতপা সরমাকে বাংলা পড়াচ্ছে।” – এই বাক্যে বিশেষ্য খণ্ডটি হল- (ক) বাংলা (খ) সুতপা (গ) সরমা (ঘ) বাংলা পড়াচ্ছে


Q ➤ ১.১৭ নৌকাচলে এটি যে বাচ্যের উদাহরণ তা হল- (ক) ভাববাচ্য (খ) কর্তৃবাচ্য (গ) কর্মবাচ্য (ঘ) কর্মকর্তৃবাচ্য


📌আরো দেখুনঃ

📌মাধ্যমিকের মক্ টেস্ট Click Here

📌মাধ্যমিকের প্রশ্নপত্র Click Here

📌দশম শ্রেণি ইউনিট টেস্ট Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:3 mins read