মাধ্যমিক বাংলা অনলাইন MCQ মক্ টেস্ট-৫ | Madhyamik Bengali Online MCQ Mock Test-5 wbbse
Madhyamik Exam Preparation Online Mock Test. আজকের বিষয় দশম শ্রেণির জন্য MCQ Mock Test. পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৩০ শতাংশের বেশি নম্বর থাকে। অনলাইন মক্ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে দারুণ ভাবে সাহায্য করে। তাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে সমস্ত বিষয়ের Online MCQ Mock Test- এর জন্য প্রশ্ন দেওয়া হল। এবার তোমরা নিজেরাই যাচাই করে নাও নিজের দক্ষতা।
MCQ MOCK TEST – 5
১. সঠিক উত্তরটি নির্বাচন করো : ১×১৭=১৭
Q ➤ ১.১ অমৃতের সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল কে ? (ক) ইসাব (খ) ইসাবের বাবা (গ) কালিয়া (ঘ) কালিয়ার বাবা
Q ➤ ১.২ নদের চাঁদ ছিলেন- (ক) স্কুল মাস্টার (খ) স্টেশন মাস্টার (গ) সহকারী কর্মচারী (ঘ) গার্ড।
Q ➤ ১.৩ লোকটি মাথায় কী তেল মেখেছে- (ক) বাদাম তেল খ) নারকেল তেল (গ) সরষের তেল (ঘ) নেবুর তেল
Q ➤ ১.৪ ‘অসুখী একজন’ কবিতায় কারা খুন হল – (ক) শিশু আর বাড়ি (খ) বৃদ্ধ আর বাড়ি (গ) মহিলা আর বাড়ি (ঘ) ছাত্র আর বাড়ি
Q ➤ ১.৫ ‘প্রদোষকাল” শব্দটির অর্থ কী ? (ক) ভোরবেলা (খ) সন্ধ্যাবেলা (গ) দুপুর বেলা (ঘ) রাত্রিকাল
Q ➤ ১.৬ ‘রাক্ষস কুল-শেখর” বলা হয়েছে- (ক) রাবণকে (খ) বীরবাহুকে (গ) মেঘনাদকে (ঘ) বিভীষণকে
Q ➤ ১.৭ ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম – (ক) পেন (খ) ফাউন্টেন পেন (গ) স্টাইলাস (ঘ) স্টাইল
Q ➤ ১.৮ রাজশেখর বসুর ছদ্মনাম কী ? (ক) হুতোম প্যাঁচা (খ) অনিলা দেবী (গ) পরশুরাম (ঘ) ভানু সিংহ
Q ➤ ১.৯ ‘বাংলা জ্যামিতি’ গ্রন্থটির রচয়িতা- (ক) ব্রহ্মবান্ধব উপাধ্যায় (খ) ব্রহ্মমোহন মল্লিক (গ) যতীন্দ্রমোহন বাগচি (ঘ) যতীন্দ্রনাথ সেনগুপ্ত
Q ➤ ১.১০ কারক হল ক্রিয়াপদের সঙ্গে (ক) নামপদের সম্পর্ক (খ) অনুসর্গের সম্পর্ক (গ) কর্মের সম্পর্ক (ঘ) বিভক্তির সম্পর্ক
Q ➤ ১.১১ ‘তুমি বাড়ি যাও।’- নিম্নরেখ পদটিতে- (ক) বিভক্তি নেই (খ) শূন্য বিভক্তি (গ) অনুসর্গ রয়েছে (ঘ) ‘ই’ বিভক্তি
Q ➤ ১.১২ অনুসর্গ কোনটি ? (ক) টি (খ) এর (গ) দ্বারা (ঘ) কে
Q ➤ ১.১৩ ‘শিক্ষক ছাত্রকে বই পড়াচ্ছেন।’- নিম্নরেখ পদটি কী ধরনের কর্তা ? (ক) প্রযোজ্য কর্তা (খ) প্রযোজক কর্তা (গ) নিরপেক্ষ কর্তা (ঘ) ব্যতিহার কর্তা
Q ➤ ১.১৪ সমাসে পূর্বপদ সাধারণত- (ক) পরে বসে (খ) মাঝে বসে (গ) আগে বসে (ঘ) কোনোটিই নয়
Q ➤ ১.১৫ যে শান্ত সেই শিষ্ট = শান্তশিষ্ট – এটি কোন সমাস ? (ক) দ্বিগু (খ) বহুব্রীহি (গ) কর্মধারয় (ঘ) অব্যয়ীভাব
Q ➤ ১.১৬ হাতে ও কলমে = হাতে কলমে – এটি কোন ধরনের অলোপ সমাস ? (ক) অলোপ তৎপুরুষ (খ) অলোপ দ্বন্দ্ব (গ) অলোপ বহুব্রীহি (ঘ) কোনোটিই নয়
Q ➤ ১.১৭ সমাসে গঠন করা হয়- (ক) বর্ণ (খ) শব্দ (গ) ধাতু (ঘ) প্রত্যয়
📌আরো দেখুনঃ
📌মাধ্যমিকের মক্ টেস্ট Click Here
📌মাধ্যমিকের প্রশ্নপত্র Click Here
📌দশম শ্রেণি ইউনিট টেস্ট Click Here