মাধ্যমিক বাংলা অনলাইন MCQ মক্ টেস্ট-৪ | Madhyamik Bengali Online MCQ Mock Test-4 wbbse
Madhyamik Exam Preparation Online Mock Test. আজকের বিষয় দশম শ্রেণির জন্য MCQ Mock Test. পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৩০ শতাংশের বেশি নম্বর থাকে। অনলাইন মক্ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে দারুণ ভাবে সাহায্য করে। তাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে সমস্ত বিষয়ের Online MCQ Mock Test- এর জন্য প্রশ্ন দেওয়া হল। এবার তোমরা নিজেরাই যাচাই করে নাও নিজের দক্ষতা।
MCQ MOCK TEST – 4
১. সঠিক উত্তরটি নির্বাচন করো : ১×১৭=১৭
Q ➤ ১.১ ‘সিন্ধুতীরে’ কাব্যাংশটি কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত ? (ক) লোরচন্দ্রানী (খ) তোহফা (গ) পদ্মাবতী (ঘ) সতীময়না
Q ➤ ১.২ ইন্দ্রজিতের স্ত্রীর নাম- (ক) ইন্দিরাb(খ) সরমা (গ) নিকষা (ঘ) প্রমীলা
Q ➤ ১.৩ কোনটি জয় গোস্বামীর লেখা কাব্যগ্রন্থ ? (ক) বাবরের প্রার্থনা (খ) অগ্নিবীণা (গ) রূপসী বাংলা (ঘ) পাতার পোশাক
Q ➤ ১.৪ হোলির দিন দলের ছেলেরা অমৃত আর ইসাবকে একরকম পোশাকে দেখে কী করতে বলেছিল? (ক) ছবি আঁকতে (খ) হোলি খেলতে (গ) কুস্তি লড়তে (ঘ) ফুটবল খেলতে
Q ➤ ১.৫ ‘নদেরচাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল’।- (ক) ৭ নং ডাউন প্যাসেঞ্জার (খ) ৫ নং ডাউন প্যাসেঞ্জার (গ) ৭নং আপ প্যাসেঞ্জার (ঘ) ৫নং আপ প্যাসেঞ্জার
Q ➤ ১.৬ ছোটোমাসি তপনের থেকে কত বছরের বড়ো ? (ক) বছর পাঁচকের (খ) বছর আষ্টেকের (গ) বছর দশেকের (ঘ) বছর বারোর
Q ➤ ১.৭ যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণিটি- (ক) ইংরাজি ভাষায় দক্ষ (খ) বাংলা ভাষায় দক্ষ (গ) ইংরেজি জানে না বা অতি অল্প জানে (ঘ) ইংরাজি জানে এবং ইংরাজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে
Q ➤ ১.৮ চার খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন ? (ক) ৭ টাকা (খ) ৮ টাকা (গ) ৯ টাকা (ঘ) ১০টাকা
Q ➤ ১.৯ ‘বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আর একটি দোষ’ প্রসঙ্গে প্রাবন্ধিক, কোন প্রবাদের উল্লেখ করেছেন ? (ক) অরণ্যে রোদন’ (খ) অল্প বিদ্যা ভয়ংকরী (গ) হাতের পাঁচ (ঘ) হ য ব র ল
Q ➤ ১.১০ ‘বয়স ত্রিশ-বত্রিশের অধিক নয়, কিন্তু ভারী রোগা দেখাইল’- এটি কোন শ্রেণির বাক্য ? (ক) সরল (খ) জটিল (গ) যৌগিক (ঘ) মিশ্র
Q ➤ ১.১১ কৃত্তিবাস রামায়ণ রচনা করেন। নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ ? (ক) কর্মধারয় (খ) তৎপুরুষ (গ) বহুব্রীহি (ঘ) দ্বন্দ্ব
Q ➤ ১.১২ বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে ? অর্থগত দিক থেকে এটি কোন শ্রেণির বাক্য ? (ক) না-সূচক (খ) সন্দেহসূচক (গ) প্রশ্ন-সূচক (ঘ) প্রার্থনা সূচক
Q ➤ ১.১৩ ক্রিয়ার অর্থ প্রাধান্য পায়- (ক) কর্মবাচ্যে (খ) কর্তৃবাচ্যে (গ) ভাববাচ্যে (ঘ) কর্মকর্তৃবাচ্যে
Q ➤ ১.১৪ ‘ইসাবের মেজাজ চড়ে গেল’- নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ ? (ক) কর্মকারক (খ) কর্তৃকারক (গ) করণ কারক (ঘ) অপাদান কারক
Q ➤ ১.১৫ ‘ফেলাইলা কনক-বলয় দূরে’- নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ তা হল- (ক) তৎপুরুষ (খ) অব্যয়ীভাব (গ) বহুব্রীহি (ঘ) মধ্যপদলোপী কর্মধারয়।
Q ➤ ১.১৬ ‘বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না’-এটি কী ধরনের বাক্য ? (ক) অনুজ্ঞা (খ) নির্দেশক (গ) বিস্ময়সূচক (ঘ) প্রশ্নবোধক
Q ➤ ১.১৭ ‘নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে।’- এটি কোনবাচ্যের উদাহরণ- (ক) কর্মবাচ্য (খ) ভাববাচ্য (গ) কর্তৃবাচ্য (ঘ) কর্মকর্তৃবাচ্য
📌আরো দেখুনঃ
📌মাধ্যমিকের মক্ টেস্ট Click Here
📌মাধ্যমিকের প্রশ্নপত্র Click Here
📌দশম শ্রেণি ইউনিট টেস্ট Click Here