মাধ্যমিক বাংলা অনলাইন MCQ মক্ টেস্ট-২ | Madhyamik Bengali Online MCQ Mock Test-2 West Bengal Board

মাধ্যমিক বাংলা অনলাইন MCQ মক্ টেস্ট-২ | Madhyamik Bengali Online MCQ Mock Test-2 wbbse

Madhyamik Exam Preparation Online Mock Test. আজকের বিষয় দশম শ্রেণির জন্য MCQ Mock Test. পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৩০ শতাংশের বেশি নম্বর থাকে। অনলাইন মক্‌ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে দারুণ ভাবে সাহায্য করে। তাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে সমস্ত বিষয়ের Online MCQ Mock Test- এর জন্য প্রশ্ন দেওয়া হল। এবার তোমরা নিজেরাই যাচাই করে নাও নিজের দক্ষতা।

MCQ MOCK TEST – 2

১. সঠিক উত্তরটি নির্বাচন করো : ১×১৭=১৭

Q ➤ ১.১ বই লেখা ছাড়া তপনের ছোট মেসো মশাই— (ক) ডাক্তারি করেন (খ) অধ্যাপনা করেন (গ) সরকারি অফিসে চাকরি করেন (ঘ) ওকালতি করেন


Q ➤ ১.২ জগদীশ বাবুর বাড়িতে এসেছিলেন— (ক) একজন সন্ন্যাসী (খ) একজন সাধু (গ) একজন পুরোহিত (ঘ) একজন ফকির


Q ➤ ১.৩ অপূর্বকে ভামোতে পাঠিয়েছিলেন— (ক) মেজ বাবু (খ) বড় সাহেব (গ) থানার দারোগা বাবু (ঘ) নিমাইবাবু


Q ➤ ১.৪ শ্রীপান্থ ছদ্মনামে লিখতেন— (ক) কমলা দেবী (খ) কালকূট (গ) কাকাবাবু (ঘ) নিখিল সরকার


Q ➤ ১.৫ বর্তমানে যে পুজোয় খাগের কলম দেখা যায়— (ক) সরস্বতী পুজোয় (খ) বিশ্বকর্মা পুজোয় (গ) কার্তিক পূজোয় (ঘ) গনেশ পূজোয়


Q ➤ ১.৬ ‘করতলের মত পাতা’- পাতাটি হলো— (ক) দোমড়ানো (খ) মোচড়ানো (গ) ছড়ানো (ঘ) উল্টানো


Q ➤ ১.৭ ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হল— (ক) জলই পাষাণ হয়ে আছে (খ) গন্ধর্ব কবিতাগুচ্ছ (গ) রক্ত কল্যাণ (ঘ) আমির আবরণ


Q ➤ ১.৮ আফ্রিকা হলো একটি— (ক) শহর (খ) মহাদেশ (গ) মহাসাগর (ঘ) উপমহাদেশ


Q ➤ ১.৯ ধাত্রী প্রভাসার ছদ্মবেশে ইন্দ্রজিতের কাছে এসেছিলেন— (ক) দেবী সরস্বতী (খ) দেবী দুর্গা (গ) দেবী লক্ষ্মী (ঘ) দেবী চণ্ডী


Q ➤ ১.১০ প্রলয় উল্লাস কবিতা ‘শিশু চাঁদ’ বলতে বোঝানো হয়েছে— (ক) ছোট চাঁদ (খ) সদ্য উদিত চাঁদ (গ) চাঁদের সন্তান (ঘ) চাঁদের মত সুন্দর শিশু


Q ➤ ১.১১ যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয় ও বাক্যে ব্যবহার যোগ্য পদ গঠন করে তাকে বলে— (ক) অনুসর্গ (খ) নির্দেশক (গ) বিভক্তি (ঘ) কোনোটিই নয়


Q ➤ ১.১২ ‘অনুসর্গ’ শব্দের সঙ্গে— (ক) যুক্ত হয়ে যায় (খ) যুক্ত হয় না (গ) আলাদাভাবে বসে (ঘ) কোনোটিই নয়


Q ➤ ১.১৩ তপন, তোমার গল্প তো দিব্যি হয়েছে।- নিম্ন রেখো পদটি— (ক) সম্বন্ধ পদ (খ) সম্বোধন পদ (গ) অপাদান কারক (ঘ) কর্মকারক


Q ➤ ১.১৪ সমাসে প্রাধান্য পায়— (ক) ধ্বনি (খ) অর্থ (গ) বানান বিধি (ঘ) পদক্রম


Q ➤ ১.১৫ তৎপুরুষ সমাসের কোন পদের অর্থ প্রাধান্য পায়— (ক) পূর্বপদের (খ) মধ্যপদের (গ) সমস্ত পদের (ঘ) পরপদের


Q ➤ ১.১৬ বিরূপের ছদ্মবেশে।- নিম্ন রেখো পদটি কোন সমাসের উদাহরণ ? (ক) কর্মধারয় (খ) তৎপুরুষ (গ) বহুব্রীহি (ঘ) দ্বন্দ্ব সমাস


Q ➤ ১.১৭ শেষমেষ ওর মা হাল ছেড়ে দিয়ে…।- নিম্ন রেখো পদটি কোন্ সমাসের উদাহরণ ? (ক) কর্মধারয় (খ) তৎপুরুষ (গ) বহুব্রীহি (ঘ) দ্বন্দ্ব সমাস


📌আরো দেখুনঃ

📌মাধ্যমিকের মক্ টেস্ট Click Here

📌মাধ্যমিকের প্রশ্নপত্র Click Here

📌দশম শ্রেণি ইউনিট টেস্ট Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:3 mins read