মাধ্যমিক বাংলা অনলাইন MCQ মক টেস্ট-১| Madhyamik Bengali Online MCQ mock Test-1 West Bengal Board

Madhyamik Exam Preparation Online Mock Test. আজকের বিষয় দশম শ্রেণির জন্য MCQ Mock Test. পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৩০ শতাংশের বেশি নম্বর থাকে। অনলাইন মক্‌ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে দারুণ ভাবে সাহায্য করে। তাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে সমস্ত বিষয়ের Online MCQ Mock Test- এর জন্য প্রশ্ন দেওয়া হল। এবার তোমরা নিজেরাই যাচাই করে নাও নিজের দক্ষতা।

📌মাধ্যমিক অনলাইন মক্ টেস্ট Click Here 

📌মাধ্যমিক প্রশ্নপত্র সমস্ত বিষয় Click Here

Set-1

১. সঠিক উত্তরটি নির্বাচন করো : ১×১৭=১৭

Q ➤ ১.১ ‘জ্ঞানচক্ষু’ গদ্যাংশটি যে গল্প সংকলন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে— (ক) মনের সুখ (খ) মজারু মামা (গ) কখনো কাছে কখনো দুরে (ঘ) কুমকুম


Q ➤ ১.২ ‘বহুরূপী’ শব্দের অর্থ হলো— (ক) বহু রূপ ধারণকারী (খ) বহুমুখী প্রতিভা বিশিষ্ট (গ) অত্যন্ত মূল্যবান (ঘ) খুব সুন্দরী


Q ➤ ১.৩ ‘পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল।’-যা দেখা গেল তা হল— (ক) জনা চারেক বাঙালিকে (খ) জনা পাঁচেক বাঙালিকে (গ) জনা ছয়েক বাঙালিকে (ঘ) জনা তিনেক বাঙালিকে


Q ➤ ১.৪ পাবলো নেরুদা যে দেশের কবি ছিলেন— (ক) ব্রাজিল (খ) চিলি (গ) আর্জেন্টিনা (ঘ) নাইজেরিয়া


Q ➤ ১.৫ ‘আমাদের শিশুদের শব’ যেখানে ছড়িয়ে রয়েছে— (ক) কবির দেশে (খ) দূরে দূরে (গ) কাছে দূরে (ঘ) যুদ্ধক্ষেত্রে


Q ➤ ১.৬ ‘ছিনিয়ে নিয়ে গেলো তোমাকে, আফ্রিকা।’-আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেলো— (ক) উত্তাল সমুদ্র (খ) সৃষ্টিকর্তা (গ) উদ্ভ্রান্ত পৃথিবী (ঘ) রুষ্ট প্রকৃতি


Q ➤ ১.৭ দেশে সবাই স্বাক্ষর না হলেও কলম এখন— (ক) অস্পৃশ্য (খ) দুর্লভ (গ) মহার্ঘ (ঘ) সর্বজনীন


Q ➤ ১.৮ ‘বড়রা শিখিয়ে দিয়েছিলেন’-বড়রা যা শিখিয়ে দিয়েছিলেন— (ক) কলম বানানো (খ) কলমের মুখ চিরে দেওয়া (গ) কালি তৈরি করা (ঘ) কম্পিউটার চালানো


Q ➤ ১.৯ ‘আমি যেখানে কাজ করি।’- লেখক এর পেশা হলো— (ক) সাংবাদিকতা (খ) শিক্ষকতা (গ) কম্পিউটার ইঞ্জিনিয়ার (ঘ) বই লেখক


Q ➤ ১.১০ বিভক্তি— (ক) সর্বদা শব্দের পূর্বে বসে (খ) সর্বদা শব্দের পরে যুক্ত হয় (গ) শব্দের পরে আলাদাভাবে বসে (ঘ) শব্দের পূর্বে আলাদাভাবে বসে


Q ➤ ১.১১ পর পদটি প্রধান হয় যে সমাসে সেটি হল— (ক) অব্যয়ীভাব (খ) তৎপুরুষ (গ) দ্বিগু (ঘ) বহুব্রীহি


Q ➤ ১.১২ কৃত্তিবাস রামায়ণ রচনা করেন। নিম্ন রেখো পদটি কোন সমাসের উদাহরণ ? (ক) কৃতিত্বের বাস (খ) কৃতিত্বে বাস করেন যিনি (গ) কৃত্তি ও বাস (ঘ) কৃত্তি বাস যার


Q ➤ ১.১৩ ‘পড়ুয়ারা পড়ছে।’-রেখাঙ্কিত পদটি কোন জাতীয় কর্তা ? (ক) প্রযোজ্য কর্তা (খ) অনুক্ত কর্তা (গ) সমধাতুজ কর্তা (ঘ) নিরপেক্ষ কর্তা


Q ➤ ১.১৪ ‘পাঁচদিন নদীকে দেখা হয় নাই।’- নিম্ন রেখো পদটি হল— (ক) কর্তৃকারক (খ) কর্মকারক (গ) করণ কারক (ঘ) অপাদান কারক


Q ➤ ১.১৫ নিকট অথবা ক্ষুদ্রতা অর্থে ব্যবহৃত হয়— (ক) উপ (খ) প্রতি (গ) অনা (ঘ) অতি


Q ➤ ১.১৬ দ্বন্দ্ব সমাসে ‘দ্বন্দ্ব’ শব্দের অর্থ— (ক) ঝগড়া (খ) মারামারি (গ) দুইটি গরু দিয়ে যা কেনা হয়েছে (ঘ) জোড়া


Q ➤ ১.১৭ কারক পর্যায়ভুক্ত নয় কোনটি ? (ক) সম্বন্ধ পদ (খ) সর্বনাম পদ (গ) অব্যয় পদ (ঘ) বিশেষ্য পদ


📌আরো দেখুনঃ

📌মাধ্যমিক অনলাইন মক্ টেস্ট Click Here 

📌মাধ্যমিক প্রশ্নপত্র সমস্ত বিষয় Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:3 mins read