HS History 3rd Semester Question Paper 2026 with Answer wbchse | উচ্চমাধ্যমিক ইতিহাস তৃতীয় সেমিস্টার প্রশ্নপত্র ২০২৬
📌উচ্চমাধ্যমিক সমস্ত বিষয় প্রশ্নপত্র Click Here
HISTORY
SEMESTER-III
2026
প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে OMR উত্তরপত্রে উত্তর দাও।
1. ভারতে আগত পারস্যের পর্যটকের নাম হলো—
(A) পায়েজ (B) নুনিজ
(C) আব্দুর রজ্জাক (D) নিকোলো ডি কন্টি
উত্তরঃ (C) আব্দুর রজ্জাক।
2. আল-বিরুনি কোন্ ভাষায় কিতাব-উল-হিন্দ রচনা করেছিলেন ?
(A) হিব্রু (B) আরবি (C) পারসিক (D) হিন্দী
উত্তরঃ (B) আরবি।
3. ‘বিজয়নগর রাজ্য ছিল শৃঙ্খলাবদ্ধ ও সমৃদ্ধ” মন্তব্যটি করেছেন—
(A) ইবন্ বতুতা (B) জে. বি. তাভার্নিয়ের
(C) আব্দুর রজ্জাক (D) টমাস রো
উত্তরঃ (C) আব্দুর রজ্জাক।
4. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও:
স্তম্ভ ‘ক’ | স্তম্ভ ‘খ’ |
(i) মামালুক রাজবংশ | (a) 1451-1526 খ্রিস্টাব্দ |
(ii) তুঘলক রাজবংশ | (b) 1320-1413 খ্রিস্টাব্দ |
(iii) খলজি রাজবংশ | (c) 1414-1451 খ্রিস্টাব্দ |
(iv) লোদি রাজবংশ | (d) 1290 – 1320 খ্রিস্টাব্দ |
(v) সৈয়দ রাজবংশ | (e) 1206 -1290 খ্রিস্টাব্দ |
সঠিক বিকল্পটি নির্বাচন করো:
(A) i – a, ii – b, iii – c, iv – d, v – e
(B) i – b, ii- c, iii – a, v – e, v – d
(C) i – e, ii – d, iii – b, iv – c, v – a
(D) i – e, ii – b, iii – d, iv – a, v – c
উত্তরঃ (D) i – e, ii – b, iii – d, iv – a, v – c
5. ‘Six Voyages’ গ্রন্থটি কে রচনা করেন ?
(A) তাভার্নিয়ের (B) বার্নিয়ের
(C) টেরি (D) পেলসার্ট
উত্তরঃ (A) তাভার্নিয়ের
6. ‘চারমিনার’ কোথায় অবস্থিত ?
(A) পান্ডুয়া (B) দিল্লী (C) হায়দ্রাবাদ (D) নাগপুর
উত্তরঃ (C) হায়দ্রাবাদ।
7. বাক্যগুলি কালানুক্রম অনুসারে সাজাও:
(a) মার্কো পোলো কুবলাই খাঁর দরবারে আসেন
(b) ইবন বতুতা মহম্মদ বিন তুঘলকের দরবারে আসেন
(c) আব্দুর রজ্জাক দ্বিতীয় দেবরায়ের দরবারে আসেন
(d) বার্নিয়ের ঔরঙ্গজেবের দরবারে আসেন
(A) a – b – c – d (B) b – a – d – c
(C) d – a – c – b (D) c – d – b – a
উত্তরঃ (A) a – b – c – d
8. ‘তেলুগু কবিতার জনক’ হিসাবে পরিচিত—
(A) কৃষ্ণদেবরায় (B) দ্বিতীয় দেবরায়
(C) পেদ্দানা (D) প্রথম হরিহর
উত্তরঃ (C) পেদ্দানা।
9. রামানন্দ কোন্ ধর্মগোষ্ঠীর অন্তর্গত ছিলেন ?
(A) শৈব (B) বৈষ্ণব (C) বৌদ্ধ (D) জৈন
উত্তরঃ (B) বৈষ্ণব।
10. সুফি পীর অথবা মুরশিদ সাধারণতঃ থাকতেন—
(A) খাল্কায় (B) জুহাদে (C) তওবায় (D) রিজায়
উত্তরঃ (A) খাল্কায়।
11. প্রথম ভক্তিবাদী প্রচারক যিনি হিন্দি ভাষায় তাঁর মতাদর্শ প্রচার করেছিলেন তিনি হলেন–
(A) রামানন্দ (B) কবীর
(C) তুলসীদাস (D) মীরাবাঈ
উত্তরঃ (A) রামানন্দ।
12. ঠিক / ভুল নির্ণয় করো:
ইংরেজ দূত হিসাবে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন—
(i) রালফ ফিচ (ii) উইলিয়াম হকিন্স
(iii) আলমাসুদি (iv) টমাস রো
(A) (i), (ii), (iii), (iv) ভুল
(B) (ii), (iv), ঠিক এবং (i), (iii) ভুল
(C) (i), (ii), (iii), (iv) ঠিক
(D) (i), (ii), (iii) ভুল এবং (iv) ঠিক
উত্তরঃ (B) (ii), (iv), ঠিক এবং (i), (iii) ভুল
13. ‘গুরু কা লঙ্গর’ প্রতিষ্ঠা করেন–
(A) নানক (C) নামদেব (D) রামানন্দ (B) কবীর
উত্তরঃ (A) নানক।
14. কোন্ সংগীতের বিকাশে সুফিদের অবদান অবিস্মরণীয় ?
(A) গজল (B) কাওয়ালি
(C) ভাটিয়ালি (D) কীর্তন
উত্তরঃ (B) কাওয়ালি।
15. কার স্মৃতি রক্ষার্থে ‘কুতুব মিনার’ নির্মিত হয়েছিল ?
(A) নিজামুদ্দিন আউলিয়া
(B) নাসিরুদ্দিন চিরাগ
(C) সিকন্দর শাহ
(D) কুতুবুদ্দিন বখতিয়ার কাকি
উত্তরঃ (D) কুতুবুদ্দিন বখতিয়ার কাকি।
16. কৃষ্ণদেবরায় কোন্ রাজবংশের রাজা ছিলেন ?
(A) সঙ্গম রাজবংশ (B) সালুভ রাজবংশ
(C) তুলুভ রাজবংশ (D) আরাবিডু রাজবংশ
উত্তরঃ (C) তুলুভ রাজবংশ।
17. ‘দক্ষিণ ভারতের আগ্রা’ নামে পরিচিত হলো ………………… শহর।
(A) বিদর (B) গুলবর্গা
(C) বিজাপুর (D) গোলকুণ্ডা
উত্তরঃ (C) বিজাপুর।
18. তালিকোটার প্রথম যুদ্ধ কবে হয়েছিল ?
(A) 1566 খ্রিস্টাব্দে (B) 1565 খ্রিস্টাব্দে
(C) 1558 খ্রিস্টাব্দে (D) 1556 খ্রিস্টাব্দে
উত্তরঃ (B) 1565 খ্রিস্টাব্দে
19. বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন ?
(A) ইলিয়াস শাহ (B) হুসেন শাহ
(C) সিকন্দর শাহ (D) নাসিরুদ্দিন মহম্মদ শাহ
উত্তরঃ (A) ইলিয়াস শাহ।
20. বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় ……………………. নদীর তীরে।
(A) কাবেরী (B) নর্মদা (C) কৃষ্ণা (D) তুঙ্গভদ্রা
উত্তরঃ (D) তুঙ্গভদ্রা।
21. ‘Imperium’ শব্দটির উৎপত্তি হয়েছে—
(A) গ্রীক শব্দ থেকে (B) ল্যাটিন শব্দ থেকে
(C) ইংরেজি শব্দ থেকে (D) জার্মান শব্দ থেকে
উত্তরঃ (B) ল্যাটিন শব্দ থেকে।
22. আফ্রিকাতে সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করেছিল–
(A) ব্রিটিশরা (B) ফরাসীরা
(C) পর্তুগীজরা (D) ওলন্দাজরা
উত্তরঃ (C) পর্তুগীজরা।
23. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :
স্তম্ভ ‘ক’ | স্তম্ভ ‘খ’ |
(i) টিপু সুলতান | (a) লর্ড কর্ণওয়ালিশ |
(ii) শ্রীরঙ্গপত্তনমের সন্ধি | (b) চিলিয়ানওয়ালার যুদ্ধ |
(iii) ওয়ারেন হেস্টিংস | (c) দ্বিতীয় ঈঙ্গ-মহীশূর যুদ্ধ |
(iv) লর্ড ডালহৌসী | (d) সলবাই-এর সন্ধি |
সঠিক বিকল্পটি নির্বাচন করো :
(A) i – d, ii – a, iii – c, iv – b
(B) i – b, ii – d, iii – a, iv – c
(C) i – c, ii – a, iii – d, iv – b
(D) i – a, ii – c, iii – b, iv – d
উত্তরঃ (C) i – c, ii – a, iii – d, iv – b
24. সঠিক পরিভাষাসহ চার্ট / ডায়াগ্রামটি পূর্ণ করো।
(A) চিরস্থায়ী বন্দোবস্ত (B) ভাইয়াচারী ব্যবস্থা
(C) মালগুজারি ব্যবস্থা (D) রায়তওয়ারি ব্যবস্থা
উত্তরঃ (A) চিরস্থায়ী বন্দোবস্ত।
25. ঠিক না ভুল নির্ণয় করো:
ধনতান্ত্রিক অর্থনীতি বিকাশের পর্যায়গুলি হলো।
(i) শিল্পজাত মূলধন
(ii) কৃষি মূলধন
(iii) রাষ্ট্রীয় মূলধন
(iv) বাণিজ্যিক মূলধন
(A) (i), (ii), (iii) ঠিক এবং (iv) ভুল
(B) (i), (ii), (iv) ঠিক এবং (iii) ভুল
(C) (i), (ii), (iv) ঠিক এবং (ii) ভুল
(D) (ii), (ii), (iv) ঠিক এবং (i) ভুল
উত্তরঃ (B) (i), (ii), (iv) ঠিক এবং (iii) ভুল
26. বিবৃতিগুলির সম্পর্ক নির্ণয় করো :
বিবৃতি (a) : 1822 খ্রিস্টাব্দে ডোম পেট্রা নিজেকে ব্রাজিলের সম্রাট ঘোষণা করেন।
বিবৃতি (b) : এখন ব্রাজিলবাসী ৫ই সেপ্টেম্বর ‘জাতীয় দিবস’ রূপে উদযাপন করেন।
(A) (b) হলো (a) এর কারণ
(B) (a) এবং (b) পরস্পরবিরোধী
(C) (a) সত্য কিন্তু (b) ভুল
(D) (a) এবং (b) উভয়ই ভুল
উত্তরঃ (C) (a) সত্য কিন্তু (b) ভুল।
27. “উন্নত জাতির কর্তব্য হল পিছিয়ে পড়া জাতিকে সভ্য করে তোলা।” এই উক্তির প্রবক্তা হলেন—
(A) জেমস জোল (B) জুল ফেরি
(C) লর্ড মেকলে (D) অ্যাডাম স্মিথ
উত্তরঃ (B) জুল ফেরি।
28. ‘প্রাচ্যের সিজার’ নামে পরিচিত হলেন–
(A) আলবুকার্ক (B) মার্কো পোলো
(C) উইলিয়াম হকিন্স (D) ভাস্কো-দ্য-গামা
উত্তরঃ (A) আলবুকার্ক।
29. ভারতে ‘আধুনিক পুলিশ ব্যবস্থার জনক’ হিসেবে পরিচিত ছিলেন—
(A) ওয়ারেন হেস্টিংস্ (B) লর্ড কর্ণওয়ালিস
(C) লর্ড ক্যানিং (D) চালর্স মেটক্যাফ
উত্তরঃ (B) লর্ড কর্ণওয়ালিস।
30. সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট কবে কলিকাতায় প্রতিষ্ঠিত হয় ?
(A) 1771 খ্রিস্টাব্দে (B) 1772 খ্রিস্টাব্দে
(C) 1773 খ্রিস্টাব্দে (D) 1774 খ্রিস্টাব্দে
উত্তরঃ (D) 1774 খ্রিস্টাব্দে।
31. প্রথম স্বদেশী জাহাজ কোম্পানী প্রতিষ্ঠা করেন–
(A) ওয়ালচাঁদ হীরাচাঁদ (B) কিলাচাঁদ দেবচাঁদ
(C) চিদাম্বরম পিল্লাই (D) নরোত্তম মোরারজি
উত্তরঃ (C) চিদাম্বরম পিল্লাই।
32. অবশিল্পায়নের প্রধান কারণ ছিল—
(A) ব্যবসার প্রসার (B) বৈষম্যমূলক শুল্কনীতি
(C) সুষম শুল্কনীতি (D) কৃষিকাজে অনাগ্রহ
উত্তরঃ (B) বৈষম্যমূলক শুল্কনীতি
33. “ডুরান্ড লাইন” হলো—
(A) ভারত – বাংলাদেশ সীমারেখা
(B) ভারত – তিব্বত সীমারেখা
(C) ভারত – চীন সীমারেখা
(D) ভারত – আফগানিস্তান সীমারেখা
উত্তরঃ (D) ভারত – আফগানিস্তান সীমারেখা
34. ‘ইউরোপের ককপিট’ বলা হয়—
(A) বেলজিয়ামকে (B) স্পেনকে
(C) নেদারল্যান্ডকে (D) পর্তুগালকে
উত্তরঃ (A) বেলজিয়ামকে।
35. ইন্দোনেশিয়া কোন্ ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল ?
(A) ইংল্যান্ড (B) ফ্রান্স (C) স্পেন (D) হল্যান্ড
উত্তরঃ (D) হল্যান্ড।
36. ‘অবাধ বাণিজ্য নীতি’র প্রবক্তা হলেন–
(A) কোলবার্ট (B) অ্যাডাম স্মিথ
(C) চতুর্দশ লুই (D) নেপোলিয়ান বোনাপার্ট
উত্তরঃ (B) অ্যাডাম স্মিথ।
37. ঠিক উত্তরটি নির্ণয় করো।
বিবৃতি (a): ইংরেজদের বাণিজ্যকেন্দ্র ছিল মাসুলিপত্তনম, পন্ডিচেরি, শ্রীরামপুর।
বিবৃতি (b): ফরাসীদের বাণিজ্যকেন্দ্র ছিল মাহে, পন্ডিচেরি, চন্দননগর।
বিবৃতি (c): ওলন্দাজদের বাণিজ্যকেন্দ্র ছিল বিদর, সুরাট, কলিকাতা।
(A) a-সত্য, b-মিথ্যা, c-সত্য
(B) a-মিথ্যা, b-সত্য, c-মিথ্যা
(C) a-সত্য, b-সত্য, c-মিথ্যা
(D) a-মিথ্যা, b-মিথ্যা, c-সত্য
উত্তরঃ (B) a-মিথ্যা, b-সত্য, c-মিথ্যা।
38. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তন্ত মেলাও :
স্তম্ভ ‘ক’ | স্তম্ভ ‘খ’ |
(i) সম্পদের নির্গমন | (a) টমাস মুনরো |
(ii) রায়তওয়ারী বন্দোবস্ত | (b) দাদাভাই নৌরজী |
(iii) মহলওয়ারী বন্দোবস্ত | (c) লর্ড কর্ণওয়ালিস |
(iv) চিরস্থায়ী বন্দোবস্ত | (d) এলফিনস্টোন |
সঠিক বিকল্পটি নির্বাচন করো।
(A) (i) – b, (ii) – a, (iii) – d, (iv) – c
(B) (i) – c, (ii) d, (iii) – a, (iv) – b
(C) (i) – d, (ii) – c, (iii) – b, (iv) – a
(D) (i) – b, (ii) – d, (iii) – a, (iv) – c
উত্তরঃ (A) (i) – b, (ii) – a, (iii) – d, (iv) – c
39. ‘জাভা শান্তি চুক্তি’ কবে স্বাক্ষরিত হয়েছিল—
(A) 1830 খ্রিস্টাব্দে (B) 1831 খ্রিস্টাব্দে
(C) 1798 খ্রিস্টাব্দে (D) 1800 খ্রিস্টাব্দে
উত্তরঃ (A) 1830 খ্রিস্টাব্দে।
40. কালানুক্রম অনুসারে বক্তব্যগুলি সাজাও :
(i) কলিকাতা সুগ্রীম কোর্টের প্রতিষ্ঠা
(ii) কোড কর্ণওয়ালিশের প্রবর্তন
(iii) ‘প্রাচ্যের অক্সফোর্ড’ নামে পরিচিত কলেজটির প্রতিষ্ঠা
(iv) দারোগা প্রথার অবসান
(A) (ii), (i), (iv), (iii) (B) (i), (ii), (iii), (iv)
(D) (iv), (ii), (i), (iii) (C) (iii), (ii), (iv), (i)
উত্তরঃ (A) (ii), (i), (iv), (iii)
📌আরো দেখুনঃ
📌উচ্চমাধ্যমিক সমস্ত বিষয় প্রশ্নপত্র Click Here