পাতাবাহার
বাংলা | পঞ্চম শ্রেণি
গল্পবুড়ো কবিতার প্রশ্ন উত্তর পঞ্চম শ্রেণির বাংলা | Golpo Buro Kobitar Question Answer Class 5 Bengali wbbse
📌 পঞ্চম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌পঞ্চম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here
📌 পঞ্চম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
গল্পবুড়ো
—সুনির্মল বসু
বইছে হাওয়া উত্তুরে;
গল্পবুড়ো থুত্থুড়ে
চলছে হেঁটে পথ ধ’রে—
শীতের ভোরে সত্বরে;
চেঁচিয়ে যে তার মুখ ব্যথা
‘রূপকথা চাই, রূপকথা—’
ডাক ছেড়ে সে ডাকছে রে—
বলছে ডেকে হাঁক ছেড়ে—
‘ঘুম ছেড়ে আজ ওঠ তোরা,
আয় রে ছুটে ছোট্টরা—
কী আছে মোর তল্পিটায়
দেখবি যদি জলদি আয়।
কাঁধের উপর এই ঝোলা—
গল্প-ভরা মন ভোলা,
দত্যি, দানব, যক্ষিরাজ,
রাজপুত্তুর, পক্ষীরাজ,
মনপবনের দাঁড়খানা—
আজগুবি সব কারখানা—
ভর্তি আমার তল্পিটায়,
দেখবি যদি, জলদি আয়।
কড়ির পাহাড় সার-বাঁধা—
মানিক-হীরা চোখ ধাঁধা—
সোনার কাঠি ঝলমলে,—
ময়নামতী টলটলে—
তেপান্তরের মাঠখানা—
হট্টমেলার হাটখানা—
আটকাল এই তল্পিটায়,
দেখবি যদি জলদি আয়।
কেশবতী নন্দিনী
এই থলেতে বন্দিনি।
শীতের প্রখর প্রত্যুষে—
আসবে না যে শত্রু সে—
ভাঙব তাদের মূর্খতা—
বলব নাকো রূপকথা।
শব্দার্থ : উত্তুরে— উত্তর দিক থেকে বয়ে আসা। থুত্থুড়ে— নড়বড়ে। সত্বরে— জলদি / দ্রুত / তাড়াতাড়ি। রূপকথা— কাল্পনিক গল্প। হাঁক— জোরে ডাক। তল্পি— ঝোলা / থলে। আজগুবি— অদ্ভুত। সার-বাঁধা— পরপর সাজানো। চোখ ধাঁধা— যা দৃষ্টিকে ধাঁধিয়ে দেয়। নন্দিনী— মেয়ে / কন্যা। প্রখর— তীব্র। প্রত্যুষ— ভোের। ঝলমলে— উজ্জ্বল।
কবি পরিচিতি : সুনির্মল বসু (১৯০২-১৯৭৫) জন্ম বিহারের গিরিডিতে। সাঁওতাল পরগনার মনোরম প্রাকৃতিক পরিবেশ তাঁর মনে কবিতা রচনার অনুপ্রেরণা জাগায়। প্রধানত ছোটোদের জন্য সরস সাহিত্য রচনা করেছেন, যার মধ্যে রয়েছে ছড়া, কবিতা, গল্প, কাহিনি, উপন্যাস, ভ্রমণ কাহিনি, রূপকথা, কৌতুক-নাটক প্রভৃতি। ভালো ছবি আঁকতে পারতেন। তাঁর লেখা উল্লেখযোগ্য বই-‘হাওয়ার দোলা’, ‘ছানাবড়া’, ‘বেড়ে মজা’, ‘হইচই’, ‘কথা শেখা’, ‘ছন্দের টুং টাং’, ‘বীর শিকারী’ ইত্যাদি। সম্পাদিত বই- ‘ছোটদের চয়নিকা’ ও ‘ছোটদের গল্পসংকলন’। ১৯৫৬ সালে ‘ভুবনেশ্বরী পদক’ পান। রচিত আত্মজীবনী ‘জীবনখাতার কয়েক পাতা’ (১৯৫৫)। তিনি বাংলা সাহিত্যের এক স্মরণীয় শিশুসাহিত্যিক। ‘গল্প বুড়ো’ কবিতাটি ‘সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা’ থেকে নেওয়া হয়েছে।
গল্পবুড়ো কবিতার নামকরণ : ‘গল্পবুড়ো’ শীর্ষক কবিতার কেন্দ্রীয় চরিত্র হলো এক বৃদ্ধ, যাকে গল্পবুড়ো বলা হয়। এই গল্পবুড়োর কাঁধে ঝোলা, যা রূপকথার গল্পে পরিপূর্ণ। শীতের সকালে সে ছোটোদের ডাকে এবং রূপকথার গল্প শোনায়। তার ঝোলার মধ্যে রয়েছে সোনার কাঠি-রূপোর কাঠি, কেশবতী রাজকন্যা, হট্টমালার হাট প্রভৃতি চরিত্র ও স্থান। গল্প বলাই তার একমাত্র কাজ। তাই ‘গল্পবুড়ো’ নামটি যথাযথ এবং সার্থক।
গল্পবুড়ো কবিতার সারমর্ম : ‘গল্পবুড়ো’ কবিতায় একটি বৃদ্ধ গল্পকারের জীবনচিত্র তুলে ধরা হয়েছে। শীতের ভোরে, উত্তরের হাওয়ার সঙ্গে গল্পবুড়ো কাঁধে ঝোলা নিয়ে হাজির হয়। ঝোলায় থাকে বিভিন্ন রূপকথার গল্প এবং মনমুগ্ধকর চরিত্র।
গল্পবুড়ো ছোটোদের উদ্দেশ্যে চিৎকার করে ডাকে, ‘রূপকথা চাই, রূপকথা!’ তার ঝোলায় আছে তেপান্তরের মাঠ, সোনার কাঠি-রূপোর কাঠি, এবং কেশবতী রাজকন্যার মতো আশ্চর্য উপাদান। গল্পবুড়ো সবাইকে রূপকথার গল্প শোনাতে চায়, কিন্তু যারা তার ডাকেও আসবে না, তাদের জন্য গল্পবুড়োর কাছে কোনো গল্প নেই। গল্পবুড়োর এই চরিত্র ছোটোদের কল্পনার জগৎকে রঙিন করে তোলে এবং তাদের মনে রূপকথার মাধুর্য ছড়িয়ে দেয়।
বিশেষত্ব : এই কবিতা ছোটোদের জন্য নির্মল আনন্দের বার্তা বহন করে। গল্পবুড়োর চরিত্র শিশুদের রূপকথার প্রতি আকর্ষণ তৈরি করে এবং তাদের কল্পনাশক্তিকে প্রসারিত করে।
‘হাতে কলমে’ প্রশ্নের উত্তর : গল্পবুড়ো কবিতার প্রশ্ন উত্তর পঞ্চম শ্রেণি বাংলা | Golpo Buro Kobitar Prosno Uttor wbbse
১। ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো :
১.১ ‘উত্তুরে হাওয়া’ বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে। এমনভাবে ________ (গ্রীষ্ম / শরৎ / শীত / বর্ষা) কালে হাওয়া বয়।
উত্তরঃ শীতকালে।
১.২ থুথুড়ে শব্দটির অর্থ _______ (চনমনে / জড়সড়ো / নড়বড়ে)।
উত্তরঃ নড়বড়ে।
১.৩ রূপকথার গল্পে যেটি থাকে না __________ (দত্যি-দানো / পক্ষীরাজ / রাজপুত্তর / উড়োজাহাজ)।
উত্তরঃ উড়োজাহাজ।
১.৪ রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো। (আশাপূর্ণা দেবী / দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার / সত্যজিৎ রায় / শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)।
উত্তরঃ দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার।
২.১ লেখালেখি ছাড়াও সুনির্মল বসু আর কোন্ কাজ ভালো পারতেন ?
উত্তরঃ লেখালেখি ছাড়াও সুনির্মল বসু ভালো ছবি আঁকতে পারতেন।
২.২ তাঁর লেখা দুটি বইয়ের নাম লেখো।
উত্তরঃ সুনির্মল বসুর লেখা দুটি বই: কথা শেখা এবং হাওয়ার দোলা।
৩। এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো।
উত্তরঃ
∆ থা রূ ক প— রূপকথা
∆ র তু জ রা পু— রাজপুত্তুর
∆ জ ক্ষী রা প— পক্ষীরাজ
∆ ব প ম ন ন— মনপবন
∆ জ গু বি আ— আজগুবি
৪। অন্ত্যমিল আছে এমন পাঁচজোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। একটি করে দেওয়া হল— বাধা, ধাঁধা
উত্তরঃ
(১) উত্তুরে, থুথুড়ে (২) যক্ষিরাজ, পক্ষীরাজ
(৩) ঝোলা, ভোলা (৪) ঝলমলে, টলটলে
(৫) নন্দিনী, বন্দিনী
৫। বাক্য বাড়াও :
৫.১ শীতকালে হাওয়া বইছে। (কেমন হাওয়া ?)
উত্তরঃ শীতকালে উত্তুরে হাওয়া বইছে।
৫.২ গল্পবুড়ো ডাকছে। (কেমন বুড়ো ?)
উত্তরঃ থুত্থুরে গল্পবুড়ো ডাকছে।
৫.৩ গল্পবুড়োর মুখ ব্যথা। (মুখ ব্যথা কেন?)
উত্তরঃ ‘রূপকথা চাই, রূপকথা’ এই বলে চেঁচিয়ে গল্পবুড়োর মুখ ব্যথা।
৫.৪ গল্পবুড়োর ঝোলা আছে। (কোথায় ঝোলা ?)
উত্তরঃ গল্পবুড়োর কাঁধে ঝোলা আছে।
৫.৫ দেখবি যদি আয়। (কীভাবে আসবে?)
উত্তরঃ দেখবি যদি জলদি আয়।
৬। ‘ক’ এর সঙ্গে ‘খ’ স্তম্ভ মিলিয়ে লেখো :
| ‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ | ‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
| তল্পি | কাল্পনিক গল্প | রূপকথা | বাতাস |
| ভোরে | দ্রুত | পবন | ঝোলা |
| সত্বর | বিহানে |
উত্তরঃ
| ‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ | ‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
| তল্পি | ঝোলা | রূপকথা | কাল্পনিক গল্প |
| ভোরে | বিহানে | পবন | বাতাস |
| সত্বর | দ্রুত |
৭। ‘ডাকছে রে’ আর ‘ডাক ছেড়ে’ শব্দজোড়ার মধ্যে কী পার্থক্য তা দুটি বাক্য রচনা করে দেখাও :
যেমন— বাছুরটি ডাক ছেড়ে মাকে ডাকছে রে।
উত্তরঃ
(১) রিমা তোকে বাড়িতে ডাকছে রে।
(২) ছোটো ছেলেটা ডাক ছেড়ে কাঁদছে।
৮। শব্দঝুড়ি থেকে নিয়ে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো।
শব্দঝুড়ি : উত্তরে, থুত্থুড়ে, তল্পি, ঝোলা, জলদি, আজগুবি, সত্বর, শীত, রাজপুত্তুর, কারখানা।
উত্তরঃ
বিশেষ্য— তল্লি, ঝোলা, শীত, রাজপুত্তুর, কারখানা।
বিশেষণ— উত্তরে, থুথুড়ে, জলদি, আজগুবি, সত্বর।
৯। পক্ষীরাজ-এর মতো (ক্+ষ= ‘ক্ষ্’) রয়েছে এমন পাঁচটি শব্দ তৈরি করো :
উত্তরঃ বক্ষ, পক্ষ, বৃক্ষ, শিক্ষা, রক্ষা।
১০। ক্রিয়ার নীচে দাগ দাও।
১০.১ বইছে হাওয়া উত্তরে।
উত্তরঃ বইছে হাওয়া উত্তুরে।
১০.২ ডাক ছেড়ে সে ডাকছে রে।
উত্তরঃ ডাক ছেড়ে সে ডাকছে রে।
১০.৩ আয় রে ছুটে ছোট্টরা।
উত্তরঃ আয় রে ছুটে ছোট্টরা।
১০.৪ দেখবি যদি জলদি আয়।
উত্তরঃ দেখবি যদি জলদি আয়।
১০.৫ চেঁচিয়ে যে তার মুখ ব্যথা।
উত্তরঃ চেঁচিয়ে যে তার মুখ ব্যথা।
১১. তোমার দৃষ্টিতে গল্পবুড়োর সাজ-পোশাকটি কেমন হবে, তা একটি ছবিতে আঁকো।
উত্তরঃ নিজে করো।
১২। নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো।
১২.১ গল্পবুড়ো কখন গল্প শোনাতে আসে ?
উত্তরঃ শীতের ভোরে, যখন উত্তুরে হাওয়া বয় তখন গল্পবুড়ো গল্প শোনাতে আসে।
১২.২ গল্পবুড়োর ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে ?
উত্তরঃ গল্পবুড়োর ঝোলায় দত্যি, দানব, যক্ষরাজ, রাজপুত্র, কেশবতী নন্দিনী, তেপান্তরের মাঠ, কড়ির পাহাড় এইসব নানারকম রূপকথার গল্প আর চরিত্ররা রয়েছে।
১২.৩ গল্পবুড়ো শীতকালের ভোরে ছোটোদের কীভাবে ঘুম থেকে ওঠাতে চায় ?
উত্তরঃ গল্পবুড়ো শীতের ভোরে, ‘রূপকথা চাই, রূপকথা’- এই বলে হাঁক দিয়ে ছোটোদের ঘুম থেকে ওঠাতে চায়।
১২.৪ ‘রূপকথা’র কোন্ কোন্ বিষয় কবিতাটিতে রয়েছে ?
উত্তরঃ দৈত্য-দানব, রাজপুত্র, যক্ষরাজ, পক্ষীরাজ ঘোড়া, কড়ির পাহাড়, চোখ ধাঁধানো হিরে, সোনার কাঠি, কেশবতী নন্দিনী, তেপান্তরের মাঠ রূপকথার এইসব বিষয় কবিতাটিতে রয়েছে।
১২.৫ গল্পবুড়ো কাদের তার গল্প শোনাবে না ?
উত্তরঃ ছোটোদের রূপকথার গল্প শোনানোর জন্য গল্পবুড়ো ‘রূপকথা চাই’, হাঁক দিয়ে সকলকে ডাকে। গল্পবুড়োর এই ডাকেও যারা গল্প শুনতে আসবে না, তাদের গল্পবুড়ো আর গল্প শোনাতে আসবে না।
অতিরিক্ত প্রশ্ন উত্তর : গল্পবুড়ো কবিতার প্রশ্ন উত্তর পঞ্চম শ্রেণি বাংলা | Golpo Buro Kobitar Prosno Uttor wbbse
১। সঠিক উত্তরটি চিহ্নিত করো :
১.১ গল্প বড় কবিতাটি কার লেখা ?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) সুকুমার রায়
(গ) আল মাহমুদ (ঘ) সুনির্মল বসু
উত্তরঃ (ঘ) সুনির্মল বসু
১.২ গল্পবুড়ো কাদের ছুটে আসতে বলেছে ?
(ক) বুড়োদের (খ) কিশোরদের
(গ) ছোটোদের (ঘ) যুবকদের
উত্তরঃ (গ) ছোটোদের
১.৩ গল্পবুড়ো কখন সবাইকে আসতে বলেছে ?
(ক) শীতের বিকেলে (খ) শীতের ভোরে
(গ) গরমের দুপুরে (ঘ) রাতের বেলায়
উত্তরঃ (খ) শীতের ভোরে
১.৪ হাওয়া কোন্ দিক থেকে বইছে ?
(ক) পূর্ব (খ) দক্ষিণ (গ) উত্তর (ঘ) পশ্চিম
উত্তরঃ (গ) উত্তর
১.৫ গল্পবুড়ো কী বিক্রি করে ?
(ক) কবিতা (খ) গোয়েন্দা গল্প (গ) রূপকথা
(ঘ) বই
উত্তরঃ (গ) রূপকথা
১.৬ গল্পবুড়ো কোন সময় পথে হেঁটে চলছিল ?
(ক) দুপুরে (খ) সন্ধ্যায় (গ) শীতের ভোরে
(ঘ) রাত গভীরে
উত্তরঃ (গ) শীতের ভোরে
১.৭ গল্পবুড়োর মুখে ব্যথা কেন ?
(ক) বেশি হাঁটার জন্য (খ) বেশি খাওয়ার জন্য
(গ) বেশি চেঁচানোর জন্য (ঘ) ঠান্ডা লেগে
উত্তরঃ (গ) বেশি চেঁচানোর জন্য
১.৮ গল্পবুড়ো কী চাই বলে চেঁচাচ্ছে?
(ক) গল্প চাই (খ) রূপকথা চাই
(গ) ছড়া চাই (ঘ) গান চাই
উত্তরঃ (খ) রূপকথা চাই
১.৯ গল্পবুড়ো কাদের ঘুম থেকে উঠতে বলছে ?
(ক) বয়স্কদের (খ) রাজপুত্তুরকে
(গ) ছোট্টদের (ঘ) যক্ষিরাজকে
উত্তরঃ (গ) ছোট্টদের
১.১০ গল্পবুড়োর তল্পিটায় কী রয়েছে ?
(ক) শুধু খাবার (খ) শুধু সোনাদানা
(গ) গল্প-ভরা ঝোলা (ঘ) কাপড়চোপড়
উত্তরঃ (গ) গল্প-ভরা ঝোলা
১.১১ গল্পবুড়ো কোন কোন চরিত্রের কথা বলে ?
(ক) রাজা-রানী (খ) দেবতা-ঋষি
(গ) দত্যি, দানব, যক্ষিরাজ
(ঘ) সিন্ধুবেদী, তিমি মাছ
উত্তরঃ (গ) দত্যি, দানব, যক্ষিরাজ
১.১২ গল্পবুড়োর তল্পিটায় কোনটি নেই ?
(ক) কড়ির পাহাড় (খ) ময়নামতী
(গ) হট্টমেলার হাট (ঘ) কাঁচের ঘর
উত্তরঃ (ঘ) কাঁচের ঘর
১.১৩ গল্পবুড়োর থলেতে বন্দিনী কে ?
(ক) সোনামণি (খ) কেশবতী নন্দিনী
(গ) রূপকথার রানী (ঘ) পক্ষীরাজ
উত্তরঃ (খ) কেশবতী নন্দিনী
১.১৪ শেষে গল্পবুড়ো কী বলবে না বলে জানায় ?
(ক) গান (খ) ছড়া (গ) রূপকথা (ঘ) উপদেশ
উত্তরঃ (গ) রূপকথা
২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
২.১ গল্পবুড়ো কী বলে চেঁচাচ্ছে ?
উত্তরঃ গল্পবুড়ো ‘রূপকথা চাই, রূপকথা’ বলে চেঁচাচ্ছে।
২.২ গল্পবুড়োর থলেতে কে বন্দি আছে ?
উত্তরঃ গল্পবুড়োর থলেতে কেশবতী নন্দিনী বন্দি রয়েছে।
২.৩ ‘গল্পবুড়ো’ কবিতার কবি কে ?
উত্তরঃ ‘গল্পবুড়ো’ কবিতার কবি সুনির্মল বসু।
২.৪ কীসের কাঠি ঝলমল করে উঠেছে ?
উত্তরঃ সোনার কাঠি ঝলমল করে উঠেছে।
২.৫ গল্পবুড়ো কোথা দিয়ে হেঁটে চলেছে?
উত্তরঃ গল্পবুড়ো রাস্তা দিয়ে হেঁটে চলেছে।
২.৬ গল্পবুড়ো কাদের ডেকেছে ?
উত্তরঃ গল্পবুড়ো ছোটোদের ডেকেছে।
২.৭ গল্পবুড়ো কখন হেঁটে চলেছে?
উত্তরঃ শীতের ভোরে গল্পবুড়ো হেঁটে চলেছে।
২.৮ কীসের পাহাড় সার বেঁধে আছে ?
উত্তরঃ কড়ির পাহাড় সার বেঁধে আছে।
২.৯ গল্পবুড়োর ঝুলিতে কীসের দাঁড় রয়েছে ?
উত্তরঃ গল্পবুড়োর ঝুলিতে মনপবনের দাঁড় রয়েছে।
২.১০ ‘গল্পবুড়ো’ কবিতায় রূপকথার কোন নদীর নাম তোমরা পায় ?
উত্তরঃ ‘গল্পবুড়ো’ কবিতায় রূপকথার ময়নামতীর নাম আমরা পাই।
২.১১ ‘গল্পবুড়ো’ কবিতায় রূপকথার কোন্ মাঠের নাম তোমরা পাও ?
উত্তরঃ ‘গল্পবুড়ো’ কবিতায় রূপকথার মাঠ তেপান্তরের নাম আমরা পাই।
📌 আরো দেখুনঃ
📌পঞ্চম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌পঞ্চম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌পঞ্চম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here
