ধীবর-বৃত্তান্ত নাটকের MCQ প্রশ্ন উত্তর নবম শ্রেণির বাংলা | Dhibor Brittanto Natoker MCQ Question Answer Class 9 Bengali wbbse
ধীবর-বৃত্তান্ত
কালিদাস রায়
নবম শ্রেণি বাংলা (প্রথম ভাষা)
‘ধীবর-বৃত্তান্ত’ নাটকের MCQ প্রশ্নোত্তর নবম শ্রেণি বাংলা | Dhibor Brittanto Natoker MCQ Question Answer Class 9 Bengali wbbse
📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 নবম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
‘ধীবর-বৃত্তান্ত’ নাটকের MCQ প্রশ্নোত্তর নবম শ্রেণি বাংলা | Dhibor-brittanto Natoker MCQ Question Answer Class 9 Bengali wbbse
বহু বিকল্পীয় প্রশ্নোত্তর : ‘ধীবর-বৃত্তান্ত’ নাটক (কালিদাস) নবম শ্রেণি বাংলা | Dhibor Brittanto Natok MCQ Question Answer Class 9 Bengali wbbse
• ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : প্রতিটি প্রশ্নের মান-১
১. ধীবরকে যে অভিযোগে ধরে আনা হয়েছিল, তা হল—
(ক) সোনার হার চুরির অপরাধে
(খ) মৎস্য শিকারের অপরাধ
(গ) আংটি চুরির অপরাধে
(ঘ) হরিণ শিকারের অপরাধে
উত্তরঃ (গ) আংটি চুরির অপরাধে।
২. ধীবর আংটিটি পেয়েছিল—
(ক) রুই মাছের পেটে
(খ) জালের মধ্যে
(গ) জলের তলায়
(ঘ) একটি সোনার দোকানে
উত্তরঃ (ক) রুই মাছের পেটে।
৩. “ঘটনাক্রমে সেই আংটি পেল এক _____ ” আংটিটি পেল—
(ক) ধীবর
(খ) নাপিত
(গ) কৃষক
(ঘ) শিকারী
উত্তরঃ (ক) ধীবর।
৪. “এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন”– বক্তা কে ?
(ক) ধীবর
(খ) জানুক
(গ) সূচক
(ঘ) শ্যালক
উত্তরঃ (ক) ধীবর।
৫. ধীবর যে আংটিটি খুঁজে পেয়েছিল তাতে, ছিল—
(ক) রাজার ছবি
(খ) রানীর নাম
(গ) রাজার খোদাই করা নাম
(ঘ) শকুন্তলার ছবি
উত্তরঃ (গ) রাজার খোদাই করা নাম।
৬. “আপনারা শান্ত হন” বক্তা হলেন—
(ক) ধীবর
(খ) সূচক
(গ) জানুক
(ঘ) রাজশ্যালক
উত্তরঃ (ক) ধীবর।
৭. “একে পূর্বাপর সব বলতে দাও।”– বক্তা কে ?
(ক) সূচক
(খ) প্রথম রক্ষী
(গ) ধীবর
(ঘ) রাজশ্যালক
উত্তরঃ (ঘ) রাজশ্যালক।
৮. ধীবর বৃত্তান্ত নামক নাট্যাংশটি নেওয়া হয়েছে মহাকবি কালিদাসের যে রচনা থেকে–
(ক) রঘুবংশম
(খ) অভিজ্ঞান শকুন্তলম
(গ) কুমারসম্ভবম
(ঘ) মেঘদূতম
উত্তরঃ (খ) অভিজ্ঞান শকুন্তলম।
৯. “ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর…”– আংটি ছিল–
(ক) শকুন্তলার
(খ) মহর্ষি কণ্বের
(গ) রাজশ্যালকর
(ঘ) প্রিয়ংবদার
উত্তরঃ (ক) শকুন্তলার।
১০. “তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি” — এই উক্তিটির বক্তা হলেন —
(ক) সূচক
(খ) প্রথম রক্ষী
(গ) ধীবর
(ঘ) রাজশ্যালক
উত্তরঃ (ঘ) রাজশ্যালক।
১১. “আমি খন্ড খন্ড করে কাটলাম”— যা কাটার কথা বলা হয়েছে–
(ক) রুই মাছ
(খ) কাতল মাছ
(গ) ভেটকি মাছ
(ঘ) ইলিশ মাছ
উত্তরঃ (ক) রুই মাছ।
১২. যার গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছিল, সে হল—
(ক) সূচক
(খ) প্রথম রক্ষী
(গ) ধীবর
(ঘ) ধীবরের স্ত্রী
উত্তরঃ (গ) ধীবর।
১৩. “এই অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে”– এমন মন্তব্য করা হয়েছে কেন ?
(ক) ধীবরের গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছিল
(খ) ধীবরের গা থেকে কাঁচা মাছের গন্ধ আসছিল
(গ) ধীবরের গায়ে গো-সাপের ছাল লেগেছিল
(ঘ) ধীবরের গায়ে রক্তের দাগ লেগেছিল
উত্তরঃ (ক) ধীবরের গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছিল।
১৪. ‘আজ আমার সংসার চলবে কীভাবে ?’– উক্তিটির বক্তা—
(ক) শ্যালক
(খ) ধীবর
(গ) সূচক
(ঘ) জানুক
উত্তরঃ (খ) ধীবর।
১৫. “প্রভু, অনুগৃহীত হলাম।”– অনুগৃহীত হওয়ার কারণ—
(ক) রাজা মৃত্যুদণ্ড দেননি
(খ) রাজা তাকে ক্ষমা করেছেন
(গ) রাজা তাকে মুক্তি দিয়েছেন
(ঘ) রাজা তাকে মুক্তির সঙ্গে আংটির মূল্যের সমান পরিমাণ অর্থ খুশি হয়ে দিয়েছেন
উত্তরঃ (ঘ) রাজা তাকে মুক্তির সঙ্গে আংটির মূল্যের সমান পরিমাণ অর্থ খুশি হয়ে দিয়েছেন।
১৬. “তিনি শকুন্তলাকে চিনতেও পারলেন না”– উদ্ধৃতাংশে ‘তিনি’ হলেন—
(ক) মহর্ষি দুর্বাসা
(খ) মহর্ষি কণ্ব
(গ) মহর্ষি বিশ্বামিত্র
(ঘ) মহারাজ দুষ্মন্ত
উত্তরঃ (ঘ) মহারাজ দুষ্মন্ত।
১৭. ধীবর-বৃত্তান্ত নাট্যাংশটি বাংলায় তরজমা করেছেন—
(ক) অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত
(খ) নবারুণ ভট্টাচার্য
(গ) সত্যনারায়ণ চক্রবর্তী
(ঘ) সত্যপ্রিয় রায়
উত্তরঃ (গ) সত্যনারায়ণ চক্রবর্তী।
১৮. ধীবর বৃত্তান্ত নাটকে দুই রক্ষীর নাম ছিল–
(ক) জয় – বিজয়
(খ) ওম্ – ওমকার
(গ) জানুক – সূচক
(ঘ) অমল – বিমল
উত্তরঃ (গ) জানুক – সূচক
১৯. “আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে।” – ‘প্রভু’ বলতে বক্তা বুঝিয়েছেন –
(ক) মহারাজকে
(খ) মহাপাত্রকে
(গ) রাজশ্যালককে
(ঘ) প্রধান প্রহরীকে
উত্তরঃ (গ) রাজশ্যালককে।
২০. “বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন।”– এ কথা বলেছেন—
(ক) পুরুষ
(খ) শ্যালক
(গ) সূচক
(ঘ) প্রথম রক্ষী
উত্তরঃ (ক) পুরুষ।
২১. রাজশ্যালক ধীবরকে ছেড়ে দেওয়ার কথা কাকে নির্দেশ করে বলেছিল ?
(ক) জানুককে
(খ) সূচককে
(গ) দুই রক্ষীকে
(ঘ) এদের কাউকেই নয়
উত্তরঃ (খ) সূচককে।
২২. আংটি দেখে মহারাজের মনে পড়েছিল–
(ক) নিজের ছোটবেলার স্মৃতি
(খ) প্রিয়জনের কথা
(গ) রাজ্যাভিষেকের স্মৃতি
(ঘ) যুদ্ধজয়ের স্মৃতি
উত্তরঃ (খ) প্রিয়জনের কথা
২৩. জেলে পারিতোষিকের অর্ধেক অর্থ দিয়েছিল–
(ক) আংটির দাম হিসেবে
(খ) জালের দাম হিসেবে
(গ) মাছের দাম হিসেবে
(ঘ) ফুলের দাম হিসেবে
উত্তরঃ (ঘ) ফুলের দাম হিসেবে
২৪. ধীবরকে বন্ধু বলে মেনে নিয়েছিলেন–
(ক) রাজশ্যালক
(খ) জানুক
(গ) রাজা
(ঘ) গ্রামরক্ষী
উত্তরঃ (ক) রাজশ্যালক
২৫. ধীবর বৃত্তান্ত নাটকের রচয়িতা হলেন—
(ক) কালিদাস
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) বানভট্ট
(ঘ) শেক্সপিয়ার
উত্তরঃ (ক) কালিদাস।
২৬. ধীবর-বৃত্তান্ত নাটকটি সংকলিত হয়েছে ___________ থেকে।
(ক) কুমারসম্ভবম্
(খ) রঘুবংশম্
(গ) মৃচ্ছকটিক
(ঘ) অভিজ্ঞান শকুন্তলম্
উত্তরঃ (গ) অভিজ্ঞান শকুন্তলম্।
২৭. বিবাহের পর দুষ্মন্ত ফিরে গিয়েছিলেন—
(ক) স্বর্গে
(খ) হস্তিনাপুরে
(গ) তপোবনে
(ঘ) কশ্যপের আশ্রমে
উত্তরঃ (খ) হস্তিনাপুরে।
২৮. শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন—
(ক) ঋষি দুর্বাসা
(খ) বিশ্বামিত্র
(গ) দোনাচার্য
(ঘ) কৃপাচার্য
উত্তরঃ (ক) ঋষি দুর্বাসা।
২৯. শকুন্তলার হাতের আংটি খুলে পড়ে গিয়েছিল —
(ক) জাহ্নবীর তীরে
(খ) তপোবনে
(গ) বেনারসে
(ঘ) শচীতীর্থে
উত্তরঃ (ঘ) শচীতীর্থে।
৩০. শকুন্তলার হাতের আংটি খুলে পড়ে গিয়েছিল–
(ক) শচীতীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময়
(খ) শচীতীর্থে
(গ) নদীতে নৌকা ভ্রমণের সময়
(ঘ) নদীতে সখীদের সঙ্গে জলকেলি করার সময়
উত্তরঃ (ক) শচীতীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময়।
৩১. “আমি একজন জেলে, _________ আমি থাকি।”– শূন্যস্থানে বসবে–
(ক) পাটলিপুত্র
(খ) কলিঙ্গদেশে
(গ) শক্রাবতারে
(ঘ) প্রয়াগে
উত্তরঃ (গ) শক্রাবতারে।
৩২. শকুন্তলাকে পতিগৃহে পাঠানোর আয়োজন করলেন–
(ক) দুর্বাসা
(খ) প্রিয়ংবদা
(গ) দুষ্মন্ত
(ঘ) কণ্ব
উত্তরঃ (ঘ) কণ্ব
৩৩. রাজশ্যালক কার আত্মীয় ছিলেন?
(ক) শকুন্তলার
(খ) দুষ্মন্তের
(গ) কণ্বর
(ঘ) দুর্বাসার
উত্তরঃ (খ) দুষ্মন্তের
৩৪. ধীবরকে ধরে আনা হয়েছিল কোন অবস্থায় ?
(ক) শিকলবদ্ধ
(খ) মুক্ত
(গ) হাত বাঁধা
(ঘ) অস্ত্রসহ
উত্তরঃ (গ) হাত বাঁধা
৩৫. ধীবর কোন কোন উপায়ে মাছ ধরার কথা বলেছে ?
(ক) জাল ও ছিপ
(খ) বড়শি ও বর্শা
(গ) জাল ও বড়শি
(ঘ) কাঁটা ও ছুরি
উত্তরঃ (গ) জাল ও বড়শি
৩৬. ধীবর কোন মাছ কাটার সময় আংটি পায়?
(ক) কাতল
(খ) রুই
(গ) ইলিশ
(ঘ) বোয়াল
উত্তরঃ (খ) রুই
৩৭. ধীবর আংটিটি কী উদ্দেশ্যে লোককে দেখাচ্ছিল ?
(ক) দান করার জন্য
(খ) বিক্রি করার জন্য
(গ) উপহার দেওয়ার জন্য
(ঘ) রাজাকে ফেরত দেওয়ার জন্য
উত্তরঃ (খ) বিক্রি করার জন্য
৩৮. ধীবরের গা থেকে কিসের গন্ধ আসছিল?
(ক) কাঁচা মাছ
(খ) কাঁচা মাংস
(গ) ধোঁয়া
(ঘ) রক্ত
উত্তরঃ (খ) কাঁচা মাংস
৩৯. “এটা একবার অনুসন্ধান করে দেখতে হবে”- কথাটি কে বলেছে ?
(ক) জানুক
(খ) সূচক
(গ) ধীবর
(ঘ) রাজশ্যালক
উত্তরঃ (ঘ) রাজশ্যালক
৪০. রাজশ্যালক আংটি নিয়ে কোথায় গেলেন ?
(ক) তপোবনে
(খ) রাজবাড়িতে
(গ) নদীতীরে
(ঘ) বাজারে
উত্তরঃ (খ) রাজবাড়িতে
৪১. সদর দরজায় ধীবরকে কার কাছে রেখে যেতে বলা হয়েছিল?
(ক) জানুক
(খ) সূচক
(গ) প্রহরীদের
(ঘ) মন্ত্রীকে
উত্তরঃ (খ) সূচক
৪২. ধীবরকে মারার আগে ফুলের মালা পরানোর কথা কে বলেছিল?
(ক) জানুক
(খ) সূচক
(গ) রাজশ্যালক
(ঘ) ধীবর
উত্তরঃ (খ) সূচক
৪৩. “শকুনি দিয়ে খাওয়ানো হবে”-এই ভয় দেখিয়েছিল কে?
(ক) জানুক
(খ) সূচক
(গ) রাজশ্যালক
(ঘ) প্রথম রক্ষী
উত্তরঃ (খ) সূচক
৪৪. ধীবরকে ছেড়ে দেওয়ার খবর কে নিয়ে এসেছিলেন ?
(ক) জানুক
(খ) সূচক
(গ) রাজশ্যালক
(ঘ) দূত
উত্তরঃ (গ) রাজশ্যালক
৪৫. আংটির সত্যতা কীভাবে প্রমাণিত হয়েছিল ?
(ক) সাক্ষীর মাধ্যমে
(খ) রাজচিহ্ন দেখে
(গ) অনুসন্ধানের মাধ্যমে
(ঘ) ধীবরের স্বীকারোক্তিতে
উত্তরঃ (গ) অনুসন্ধানের মাধ্যমে
৪৬. ধীবর মুক্তি পেয়ে কাকে প্রথম প্রণাম করে ?
(ক) জানুক
(খ) সূচক
(গ) রাজশ্যালক
(ঘ) রাজাকে
উত্তরঃ (গ) রাজশ্যালক
৪৭. রাজা কী কারণে আংটি দেখে বিহ্বল হয়ে পড়েছিলেন ?
(ক) আংটির দাম দেখে
(খ) রত্নের সৌন্দর্যে
(গ) প্রিয়জনের স্মৃতিতে
(ঘ) নিজের ভুলে
উত্তরঃ (গ) প্রিয়জনের স্মৃতিতে
৪৮. সূচকের মতে রাজশ্যালক কী করেছেন?
(ক) রাজার অপমান
(খ) জেলের সেবা
(গ) রাজার সেবা
(ঘ) অন্যায় বিচার
উত্তরঃ (গ) রাজার সেবা
৪৯. জানুক কাকে হিংসার চোখে দেখেছিল?
(ক) সূচককে
(খ) রাজশ্যালককে
(গ) ধীবরকে
(ঘ) রাজাকে
উত্তরঃ (গ) ধীবরকে
৫০. রাজশ্যালক ধীবরকে কী বলে গ্রহণ করেন ?
(ক) কর্মচারী
(খ) ভৃত্য
(গ) বন্ধু
(ঘ) সহকারী
উত্তরঃ (গ) বন্ধু
৫১. ধীবর বৃত্তান্তে ধীবরের চরিত্রের প্রধান গুণ কী ?
(ক) লোভ
(খ) সাহস
(গ) সত্যবাদিতা
(ঘ) কৌশল
উত্তরঃ (গ) সত্যবাদিতা
৫২. ধীবর নিজের জীবিকাকে কীভাবে ব্যাখ্যা করে ?
(ক) পাপপূর্ণ
(খ) বাধ্যতামূলক
(গ) জন্মগত
(ঘ) সহজ
উত্তরঃ (গ) জন্মগত
৫৩. নাট্যাংশে ধীবর কোন শ্রেণির মানুষের প্রতিনিধি?
(ক) রাজবংশ
(খ) তপস্বী
(গ) সাধারণ শ্রমজীবী
(ঘ) ব্যবসায়ী
উত্তরঃ (গ) সাধারণ শ্রমজীবী
৫৪. ধীবর বৃত্তান্ত নাট্যাংশের মূল ভাব হলো-
(ক) রাজশক্তির মহিমা
(খ) শাস্তির ভয়
(গ) সত্য ও মানবিকতার জয়
(ঘ) অভিশাপের প্রভাব
উত্তরঃ (গ) সত্য ও মানবিকতার জয়
◆ ধীবর-বৃত্তান্ত নাটকের বিষয়বস্তু
◆ SAQ প্রশ্নোত্তর (প্রতিটি প্রশ্নের মান ১)
◆ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর (প্রশ্নের মান ৩)
◆ বড়ো প্রশ্নোত্তর (প্রতিটি প্রশ্নের মান ৫)
📌 আরো দেখুনঃ
📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 নবম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

পরিবেশ বিজ্ঞান, জীবন বিজ্ঞান কোথায়?
মাধ্যমিক এর সাজেশন দিন।
উচ্চ ক্লাসের প্রশ্ন উত্তর তৈরি করতে একটু সময় বেশি লাগছে। নবম শ্রেণীর বাংলা শুরু করেছি অন্য বিষয়ে গুলো দিতে পারব কিনা কথা দিতে পারলাম না। মাধ্যমিক সাজেশন আগামী রবিবারের মধ্যে দেওয়ার চেষ্টা করব।