Class 9 Physical Science 3rd Unit Test Question Paper Set-3 wbbse | নবম শ্রেণির ভৌত বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র সেট-৩

3rd SUMMATIVE EVALUATION
CLASS 9 (IX) WBBSE
PHYSICAL SCIENCE QUESTION PAPER

Class 9 Physical Science 3rd Unit Test Question Paper Set-3 wbbse | নবম শ্রেণির ভৌত বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র সেট-৩

📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

Set-3

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
নবম শ্রেণি
বিষয় : ভৌত বিজ্ঞান

সময় : ৩.১৫ ঘণ্টা                    পূর্ণমান : ৯০

GROUP – A

1. সঠিক উত্তরটি নির্বাচন করে টিক (✓) চিহ্ন দাও : 1×13=13

1.1 সাধারণ স্কেলের সাহায্যে ক্ষুদ্রতম যে দৈর্ঘ্য পরিমাপ করা যায় তা হলো-
(a) 0.1 cm
(b) .01 cm
(c) 0.001 cm
(d) 0.2 cm

উত্তরঃ (a) 0.1 cm

1.2 কোনো গতিশীল কণার অতিক্রান্ত দূরত্ব ও সরণের মানের অনুপাত-
(a) < 1 হয় (b) ≤ 1 হয় (c) ≥ 1 হয় (d) 1 হয়

উত্তরঃ (c) ≥ 1 হয়

1.3 একই উপাদানে নির্মিত দুটি তার A ও B। A-এর দৈর্ঘ্য B অপেক্ষা বেশি। A ও B-এর ইয়ং গুণাঙ্ক যথাক্রমে `Y_{A}` ও `Y_{B}` হলে- (a) `Y_{A}` > `Y_{B}`
(b) `Y_{A}` < `Y_{B}`
(C) `Y_{A}` = `Y_{B}`
(d) `Y_{A}` = `Y_{B}` = 0

উত্তরঃ (C) `Y_{A}` = `Y_{B}`

1.4 SI পদ্ধতিতে শক্তির একক হলো-
(a) নিউটন (b) আর্গ (c) ওয়াট (d) জুল

উত্তরঃ (d) জুল

1.5 100g বিশুদ্ধ জলের উষ্মতা হিমাঙ্ক থেকে স্ফুটনাঙ্কে নিয়ে যেতে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে তা হলো-
(a) 100 cal
(b) 200 cal
(c) 10000 cal
(d) 1000 cal

উত্তরঃ (c) 10000 cal

1.6 একটি সরল দোলকের 20 বার দুলতে 40s সময় লাগে। দোলকটির দোলনের কম্পাঙ্ক হলো-
(a) 0.1 Hz
(b) 0.2 Hz
(c) 0.01 Hz
(d) 0.5 Hz

উত্তরঃ (d) 0.5 Hz

1.7 একটি পরমাণু X-এর ভরসংখ্যা 27 ও নিউট্রনের সংখ্যা 14 হলে, X3+ আয়নের ইলেকট্রন সংখ্যা হবে-
(a) 13 (b) 10 (c) 14 (d) 27

উত্তরঃ (b) 10

1.8 STP-তে 2 গ্রাম অণু CO₂-এর আয়তন হবে-
(a) 22.4L (b) 44.8L (c) 11.2L (d) 2.24L

উত্তরঃ (b) 44.8L

1.9 এরোসলের উদাহরণ হলো-
(a) দুধ (b) জেলি (c) মেঘ (d) ক্রিম

উত্তরঃ (c) মেঘ

1.10 একটি সমযোজী যৌগ যার জলীয় দ্রবণ ক্ষারধর্মী-
(a) CH₄ (b) CCl₄ (c) HCI (d) NH₃

উত্তরঃ (d) NH₃

1.11 একটি আম্লিক দ্রবণের pH হলো-
(a) 9.7   (b) 7   (c) 14   (d) 5.1

উত্তরঃ (d) 5.1

1.12 একটি তরল ও একটি অনুদ্বায়ী কঠিনের মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক করার জন্য ব্যবহার করা হয়-
(a) আংশিক পাতন (b) ঊর্ধ্বপাতন
(c) পাতন (d) কেলাসন

উত্তরঃ (b) ঊর্ধ্বপাতন

1.13 একটি জৈব যৌগ যা জলে দ্রবীভূত হয়-
(a) রেজিন (b) অ্যালকোহল
(c) মোম (d) কার্বন টেট্রাক্লোরাইড

উত্তরঃ (b) অ্যালকোহল

GROUP – B

2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1×23=23

2.1 মাইক্রন = কত সেন্টিমিটার ?

2.2 সত্য বা মিথ্যা নির্বাচন করো: ML²T⁻³ হলো ক্ষমতার মাত্রীয় সংকেত।

2.3 চলন্ত সাইকেলের চাকার গতি কী ধরনের গতি ?

2.4 বলের সংজ্ঞা নিউটনের কোন্ গতিসূত্র থেকে পাওয়া যায় ?

2.5 প্রবাহীর কোন্ ধর্মকে অভ্যন্তরীণ ঘর্ষণ বলে ?

অথবা, তরলের কোন্ ধর্মের জন্য শহরে বাড়ি, অফিস ও বিভিন্ন জায়গায় জল সরবরাহ করা যায় ?

2.6 কার্য ও ক্ষমতার মধ্যে সম্পর্ক কী ?

2.7 সত্য বা মিথ্যা নিরূপণ করো :

প্রতিমিত বল প্রয়োগে কার্য হয় না।

অথবা, শূন্যস্থান পূরণ করো :

বল ও সরণের মধ্যবর্তী কোণ _________ হলে প্রযুক্ত বল কোনো কার্য করে না।

2.8 শিশিরাঙ্ক কাকে বলে ?

2.9 SI-তে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের একক কী ?

অথবা, C.G.S. পদ্ধতিতে বরফের গলনের লীনতাপ কত ?

2.10 প্রতিধ্বনি কাকে বলে ?

2.11 অনুদৈর্ঘ্য তরঙ্গে কম্পনশীল কণার ও তরঙ্গের গতি কেমন হয় ?

2.12 পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটি ?

2.13 পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে ?

অথবা, এমন একটি পরমাণুর উদাহরণ দাও যার ভরসংখ্যা ও পারমাণবিক সংখ্যা সমান।

2.14 অ্যাভোগাড্রো ধ্রুবকের মান কত ?

2.15 সত্য বা মিথ্যা নিরূপণ করো :

4g হিলিয়াম ও 22g CO₂-এ অণুর সংখ্যা সমান।

অথবা, শূন্যস্থান পূরণ করো :

8g হাইড্রোজেনে গ্রাম-পরমাণুর সংখ্যা ___________।

2.16 হেনরির সূত্রটি বিবৃত করো।

2.17 নির্দিষ্ট উষ্মতায় যে দ্রবণে আরও দ্রাব দ্রবীভূত করা যায় সেই দ্রবণকে কী বলে ?

2.18 অ্যামোনিয়াম সালফেট নামক অজৈব সার প্রস্তুতিতে কোন্ অ্যাসিড ব্যবহৃত হয় ?

অথবা, মিউরিয়েটিক অ্যাসিড কী ?

2.19 ‘মিল্ক অফ ম্যাগনেশিয়া’ কী ?

2.20 শূন্যস্থান পূরণ করো : চিনির জলীয় দ্রবণ থেকে চিনিকে পৃথক করা যায় ________ পদ্ধতিতে।

2.21 আলকাতরা থেকে বেঞ্জিন কী উপায়ে পৃথক করা হয় ?

2.22 জৈব বিবর্ধন কী ?

অথবা, মোটরগাড়ির রেডিয়েটরে কুল্যান্ট হিসেবে জল ব্যবহার করা হয় কেন ?

2.23 সত্য বা মিথ্যা নিরূপণ করো : ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের কর্মক্ষমতা পুনরুদ্ধারে ব্যবহৃত হয় লঘু NaOH দ্রবণ।

GROUP – C

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 2×15=30

3.1 সমাপনী চোঙের সাহায্যে কীভাবে কোনো তরলের আয়তন পরিমাপ করা হয় ?

অথবা, মৌলিক একক ও লব্ধ এককের সংজ্ঞা লেখো।

3.2 100 dyne-এর একটি বল 5s ধরে 25g ভরের বস্তুর ওপর ক্রিয়া করল। কত বেগ উৎপন্ন হবে নির্ণয় করো।

অথবা, বলের সংযোজনের সামান্তরিক সূত্রটি লেখো।

3.3 রং করার তুলিকে জলে ডুবিয়ে বাইরে আনলে আঁশগুলি গায়ে গায়ে লেগে যায় কেন ?

অথবা, গাছের পাতায় জমা বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কেন ?

3.4 ধারারেখ ও অশান্ত প্রবাহ কাকে বলে ?

3.5 C.G.S. ও SI পদ্ধতিতে ক্ষমতার পরম এককের সংজ্ঞা লেখো।

অথবা, একটি বস্তুর ভর 20g এবং বেগ 10 m/s। বন্ধুদ্বয়ের অপর একটি বস্তুর ভর 40g এবং বেগ 5m/s গতিশক্তির তুলনা করো।

3.6 অভিকর্ষীয় স্থিতিশক্তি কাকে বলে ? একটি উদাহরণ দাও।

3.7 100°C-এর ফুটন্ত জল এবং স্টিম কোন্টিতে হাত বেশি পুড়বে এবং কেন ?

3.8 তরঙ্গ বেগ (v), তরঙ্গদৈর্ঘ্য (স.) এবং তরঙ্গের কম্পাঙ্ক (n)-এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো।

3.9 হাইড্রোজেন পরমাণুর ভর একটি প্রোটনের ভরের সমান- ব্যাখ্যা করো।

3.10 মোলার ভর বলতে কী বোঝো ?

অথবা, গ্যাসের মোলার আয়তন কাকে বলে ?

3.11 প্রলম্বন কাকে বলে ? উদাহরণ দাও।

3.12 লোহা লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে কিন্তু তামা করে না- ব্যাখ্যা করো।

3.13 হেক্সেন ও টলুইনের মিশ্রণকে সাধারণ পাতন পদ্ধতিতে পৃথক করা হলেও অ্যাসিটোন ও মিথানলের মিশ্রণকে আংশিক পাতন পদ্ধতিতে পৃথক করা হয়- ব্যাখ্যা করো।

অথবা, জল ও কার্বন টেট্রাক্লোরাইডের মিশ্রণ থেকে উপাদানগুলির পৃথককরণ পদ্ধতি বর্ণনা করো।

3.14 খর জল কাকে বলে ? জল খর হয় কেন ?

অথবা, জেল পরিশোধনে স্ফুটন পদ্ধতির দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো।

3.15 অতিরিক্ত জল তোলার ফলে ভূগর্ভস্থ জলে আর্সেনিক দূষণ ঘটে কেন?

GROUP – D

4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 3×8=24

4.1 বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুক পিছু হটে- রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতির সাহায্যে ব্যাখ্যা করো।

4.2 বার্নোলির নীতিটি লেখো ও গাণিতিক সমীকরণটি প্রতিষ্ঠা করো। 1+2

অথবা, স্প্রিং-এর বলধ্রুবক বলতে কী বোঝো ? এর মাধ্যমে স্প্রিং-এর কোন্ ধর্ম পরিমাপ করা হয় ? 2+1

4.3 বায়ুতে শব্দের বেগ 332 m/s হলে কোনো ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হবে তা নির্ণয় করো। শব্দের প্রতিফলনের একটি ব্যাবহারিক প্রয়োগ লেখো। 2+1

4.4 জলজ প্রাণীদের ওপর জলের ব্যতিক্রান্ত প্রসারণের প্রভাব আলোচনা করো।

4.5 U নিউক্লাইডটি থেকে ওটি নিউট্রন কণা বেরিয়ে গেলে নতুন নিউক্লাইডটিকে কীভাবে প্রকাশ করবে ? নতুন নিউক্লাইডটির নিউট্রন সংখ্যা কত হবে ? পূর্বোক্ত ও শেষোক্ত নিউক্লাইড দুটির মধ্যে সম্পর্ক কী ?

4.6 51g অ্যামোনিয়ায় কতগুলি হাইড্রোজেন পরমাণু বর্তমান ? STP-তে ওই পরিমাণ অ্যামোনিয়ার আয়তন কত ? 2+1

4.7 1.5L আয়তনের একটি সালফিউরিক অ্যাসিড দ্রবণে 29.4g সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে। দ্রবণটির মোলারিটি নির্ণয় করে। বীজ কেলাস কাকে বলে ? 2+1

অথবা, 25°C উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেটের 50g সম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করলে 21g দ্রবণ পাওয়া যায়। ওই তাপমাত্রায় জলে পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা নির্ণয় করো। দ্রাবক হিসেবে মিথাইল অ্যালকোহল ব্যবহারের একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো। 2+1

4.8 অম্লবৃষ্টি কাকে বলে ? পরিবেশের ওপর অম্লবৃষ্টির একটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। 2+1

অথবা, দুটি গ্যাসের বিক্রিয়ায় কঠিন পদার্থ উৎপন্ন হওয়ার একটি উদাহরণ দাও। বিক্রিয়াটির সমিত সমীকরণটি লেখো। অম্লরাজের একটি ব্যবহার উল্লেখ করো।

📌 আরো দেখুনঃ

📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 নবম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:7 mins read