Class 9 Physical Science 3rd Unit Test Question Paper Set-1 wbbse | নবম শ্রেণির ভৌত বিজ্ঞান তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র সেট-১

3rd SUMMATIVE EVALUATION
CLASS 9 (IX) WBBSE
PHYSICAL SCIENCE QUESTION PAPER

Class 9 Physical Science 3rd Unit Test Question Paper Set-1 wbbse | নবম শ্রেণির ভৌত বিজ্ঞান তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র সেট-১

📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 নবম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

Set-1

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
নবম শ্রেণি
বিষয় : ভৌত বিজ্ঞান

সময় : ৩ ঘণ্টা ১৫ মিনিট               পূর্ণমান : ৯০

বিভাগ-ক

1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখোঃ 1×26=26

(i) প্রতিমিত বল বস্তুর (গতিশক্তির / ভরবেগের / আকারের /বেগের) পরিবর্তন করে।

(ii) ধাক্কা এক প্রকার (বল / শক্তি / চাপ / ঘাত)।

(iii) রকেটের গতি ব্যাখ্যা করা যায় (নিউটনের ১ম গতিসূত্রের সাহায্যে / নিউটনের ২য় গতিসূত্রের সাহায্যে / নিউটনের ৩য় গতিসূত্রের সাহায্যে / নিউটনের মহাকর্ষের সূত্রের সাহায্যে)।

(iv) তরলের চাপ (তরলের গভীরতার / তরলের আয়তনের / তরলের সান্দ্রাতার / তরলের ঘনত্বের) উপর নির্ভর করে না।

(v) কোনো স্প্রিং-এ F বল প্রয়োগের ফলে স্প্রিংটির x একক দৈর্ঘ্য বৃদ্ধি ঘটল।
তাহলে (Fx= ধ্রুবক / `fracF{X}` = ধ্রুবক / Fx²= ধ্রুবক / `fracF{X²}`= ধ্রুবক)।

(vi) তরলের সান্দ্রতা বেশি হলে ওটির সচলতা হবে (কম / বেশি / বেশি ও কম হতে পারে / কোনটিই নয়)।

(vii) একটি স্থায়ী পরমাণুর নিউক্লিয়াসে প্রধানত (n-p / p-p / n-n / p-e) আকর্ষণ বল আছে।

(viii) দুটি আইসোটোপের (ভৌতধর্ম / নিউট্রন সংখ্যা / রাসায়নিক ধর্ম / পারমানবিক ভর) এর সমান। জাত

(ix) 1 গ্রাম কার্বন পরমাণু সংখ্যা- (NA / `frac(NA){12}`/ NAx12 / `frac(NA){6}`)।

(x) একটি N পরমাণুর প্রকৃত ভর (14gm/ 28gm / 14x / 14) ।

(xi) পরন্ত বৃষ্টির ফোঁটার প্রান্তিক বেগ লাভ করার কারণ হল (বায়ুর সান্দ্রতা / বায়ুপ্রবাহ / পৃষ্ঠটান / বায়ুর উচ্চঘাত)।

(xii) তেল শোধনাগারে অয়েলের উপাদানগুলিতে যে ভৌতধর্মের সাহায্যে পৃথক করা যায় তা হল (গলনাঙ্ক / স্ফুটনাঙ্ক / পৃষ্ঠটান / দ্রাব্যতা )।

(xiii) (NaOH / Ca(OH)₂ / Mg(OH)₂ / Na₂CO₃) একটি অ্যান্টাসিড।

(xiv) বেকিং পাউডার একটি (অ্যাসিড / ক্ষার / অ্যাসিড লবন / লবন ) ।

(xv) জলে অস্থায়ী ক্ষরতার কারণ (NaHCO₃ / Ca(HCO₃)₂ / MgSO₄ / Fecl₂)।

(xvi) পানীয় জলের PH হওয়া উচিত (<6 / >9 / 6.8 – 8.5 / 6 – 9.2)।

(xvii) নিম্নের কোনটি পেট্রোলিয়াম থেকে পাওয়া যায় না— (অ্যাসফ্যাল্ট / কোলগ্যাস / ন্যাপথা / ডিজেল )।

(xviii) হালকা ও ভারী বস্তুর গতিশক্তি সমান হলে কোনটির রৈখিক ভরবেগ বেশি হবে- (ভারী / হালকা / সমান / বলা যাবে না ) ।

(xix) গতিশক্তি-(সর্বদা ধনাত্মক / সর্বদা ঋণাত্মক / ধনাত্মক বা ঋণাত্মক / সর্বদা অসীম হয়।

(xx) ঘরের তাপমাত্রায় শিশিরাঙ্কের সমান
হলে আপেক্ষিক আর্দ্রতা মান হবে-(100% / 0% / 70% / 50%)।

(xxi) 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে (4.2 জুল কাজ করতে হয় / 4.2 আৰ্গ কার্য করতে হয় / 4.2 কাজ করতে হবে / 4.2 ফুট পাউন্ড কার্য করতে হয়)।

(xxii) 4°C উষ্ণতায় জলের ঘনত্ব (1gm/cc / 1.05gm/cc / 1.005gm/cc / .99gm/cc)।

(xxiii) শব্দের প্রতিধ্বনি শোনার জন্য শ্রোতা ও প্রতিফলকের মধ্যে নূন্যতম দূরত্ব হবে- (শব্দের বেগ 330 m/s )(16.5 m/ 33m / 66m / 99m)।

(xxiv) বাদুড় তার গতিপথের নিয়ন্ত্রণের জন্য কোনটি ব্যবহার করে (শ্রুতিগোচর / শব্দের শব্দ / শব্দোত্তর তরঙ্গ‌ / কোনটিই নয়)।

(xxv) শব্দ এক প্রকার (তির্যক তরঙ্গ / অনুদৈর্ঘ্য তরঙ্গ / তড়িৎচুম্বকীয় তরঙ্গ / কোনটিই)।

(xxvi) খুব কম স্ফুটনাঙ্ক বিশিষ্ট তরলকে ফোটাতে হয় ( বুনসেন শিখা / জল গ্রাহ / হিটার / মাইক্রোওভেন ) দ্বারা।

উত্তরঃ

(i) ভরবেগের
(ii) বল
(iii) নিউটনের ৩য় গতিসূত্রের সাহায্যে
(iv) তরলের আয়তনের
(v) F/x = ধ্রুবক
(vi) কম
(vii) n-p
(viii) রাসায়নিক ধর্ম
(ix) NA/12
(x) 14g
(xi) বায়ুর সান্দ্রতা
(xii) স্ফুটনাঙ্ক
(xiii) Mg(OH)₂
(xiv) অ্যাসিড লবণ
(xv) Ca(HCO₃)₂
(xvi) 6.8 – 8.5
(xvii) কোলগ্যাস
(xviii) ভারী
(xix) সর্বদা ধনাত্মক
(xx) 100%
(xxi) 4.2 জুল কাজ করতে হয়
(xxii) 1 g/cc
(xxiii) 16.5 m
(xxiv) শব্দোত্তর তরঙ্গ
(xxv) অনুদৈর্ঘ্য তরঙ্গ
(xxvi) জল গ্রাহ

বিভাগ- ‘খ’

2. নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাওঃ) : 1×14=14

(i) দ্রুতির একক কী ?

উত্তরঃ দ্রুতির একক — মিটার/সেকেন্ড (m·s⁻¹)

(ii) MLT⁻² এর মাত্রা।

উত্তরঃ MLT⁻² এর মাত্রা — বল (force)।

(iii) বিকৃতি এককহীন রাশি (সত্য / মিথ্যা )।

উত্তরঃ বিকৃতি এককহীন রাশি — সত্য (strain = অনুপাত, এককহীন)।

(iv) উষ্ণতা বৃদ্ধিতে পদার্থের স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায়। (সত্য / মিথ্যা )।

উত্তরঃ উষ্ণতা বৃদ্ধিতে স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায় — মিথ্যা (সাধারণত তাপমাত্রা বাড়লে স্থিতিস্থাপকতা কমে)।

(v) হাইড্রোজেনের দুটি সমস্থানিকের নাম লেখ।

উত্তরঃ হাইড্রোজেনের দুইটি সমস্থানিক — প্রোটিয়াম (protium) ও ডিউটেরিয়াম (deuterium)।

(vi) NTP তে 1 মোল হাইড্রোজেনের আয়তন কত ?

উত্তরঃ NTP তে 1 মোল হাইড্রোজেনের আয়তন — প্রায় 24 L (NTP ≈ 20°C, 1 atm)। (STP 0°C হলে ≈22.4 L.)

(vii) রবার ও ইস্পাতের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক ?

উত্তরঃ রবার ও ইস্পাতের মধ্যে বেশি স্থিতিস্থাপক — ইস্পাত (Young’s modulus বেশি)।

(viii) অম্লবৃষ্টির জন্য দায়ী দুটি গ্যাসের নাম লেখো ?

উত্তরঃ অম্লবৃষ্টির জন্য দায়ী দুটি গ্যাস — SO₂ এবং NOₓ (NO, NO₂)।

(ix) পানীয় জলে WHO নির্দেশিত আর্সেনিক এর মাত্রা কত ?

উত্তরঃ পানীয় জলে WHO নির্দেশিত আর্সেনিকের সীমা — 10 µg/L (= 0.01 mg/L)।

(x) 1gm-cm = কত আর্গ ?

উত্তরঃ 1 g·cm ≠ 1 erg (সরাসরি রূপান্তর সম্ভব নয়) — কারণ 1 erg = 1 g·cm²·s⁻² (শক্তির একক)। পরিসংখ্যান: 1 erg = 10⁻⁷ J।

(xi) কম্পাঙ্কের একক কী ?

উত্তরঃ কম্পাঙ্কের একক — হার্টজ (Hz) = s⁻¹.

(xii) একটি সুর সৃষ্টিকারী উৎসের নাম লেখো।

উত্তরঃ একটি সুর সৃষ্টিকারী উৎস — টিউনিং ফর্ক (tuning fork)।

(xiii) শব্দের প্রতিফলনের একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো।

উত্তরঃ শব্দের প্রতিফলনের ব্যবহারিক প্রয়োগ — দূরত্ব পরিমাপক (sonar/echo depth measurement) বা ultrasonic flaw detection.

(xiv) জলে কলিফর্ম কাউন্টের মান কত হওয়া উচিত ?

উত্তরঃ জলে কলিফর্ম কাউন্ট — 0 per 100 mL (স্বাস্থ্যসম্মত মান)।

বিভাগ- ‘গ’

3. নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাওঃ 2×16 = 32

(i) প্রতিমিত কার্যকর বল বলতে কী বোঝ ?

উত্তরঃ প্রতিমিত কার্যকর বল — কোন বহুসংখ্যক বলের সমষ্টিগত বা প্রভব একইভাবে উৎপাদনকারী একটি সমতুল্য একক বল (the single resultant force whose প্রভাব ওই সকল বলের সমান)।

(ii) কোনো মৌলের একটি নিউক্লিয়াসের ভরসংখ্যা 35 এবং পাঃ সংখ্যা 17 । এর নিউক্লিয়াসে আধানযুক্ত ও আধান শূন্য কণার সংখ্যা কত ?

উত্তরঃ নিউক্লিয়াস: ভরসংখ্যা 35, পারমাণবিক সংখ্যা 17 → আধানযুক্ত কণার সংখ্যা = 17 (প্রোটন), আধান-শূন্য কণার সংখ্যা = 18 (নিউট্রন)।

(iii) প্রমাণ কর F=ma [ সাংকেতিক চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে ]

উত্তরঃ F = ma প্রমাণ (সংক্ষিপ্ত): ভরবেগ p = mv। বল F = dp/dt = d(mv)/dt = m dv/dt = ma (m ধ্রুব ধরে)।

(iv) স্থিতিস্থাপকতা কাকে বলে ?

উত্তরঃ স্থিতিস্থাপকতা — বাহ্যিক বিকৃতি অপসারণের পরে পদার্থের নিজস্ব আকার ও আয়তন ফিরে পাওয়ার ক্ষমতা।

(v) সোডিয়ামে পারমাণবিক গুরুত্ব 23 কথাটির অর্থ কী ?

উত্তরঃ “সোডিয়ামে পারমাণবিক গুরুত্ব 23” মানে — সোডিয়াম পরমাণুর ভরসংখ্যা ≈ 23, অর্থাৎ নিউক্লিয়নে মোট নিউক্লিয়ন ≈ 23 (গড় পরমাণু ভর ~23 u)।

(vi) শব্দের প্রতিফলনের সূত্রটি লেখ।

উত্তরঃ শব্দের প্রতিফলনের সূত্র — প্রতিসরণ কোণ = প্রতিফলন কোণ (angle of incidence = angle of reflection)।

(vii) প্রশমন ক্রিয়া কাকে বলে ?

উত্তরঃ প্রশমন ক্রিয়া (damping) — স্পন্দনের অ্যামপ্লিটিউড ধীরে কমিয়ে দেয় এমন বল বা প্রক্রিয়া (যেমন ঘর্ষণ), ফলে অস্থিরতা নীরস হয়ে যায়।

(viii) নিষ্ক্রিয় রেজিন স্তরকে কীভাবে সক্রিয় করা হয় ?

উত্তরঃ নিষ্ক্রিয় রেজিন স্তরকে সক্রিয় করা — উপযুক্ত অ্যাসিড/ক্ষার দিয়ে প্রক্রিয়া (উদাহরণ: cation-exchange রেজিনকে HCl দিয়ে, anion-exchange রেজিনকে NaOH দিয়ে) — তারপর ধুয়ে নির্দিষ্ট আয়ন-ফর্মে রূপান্তর।

(ix) আর্সেনিক দূষণ কীভাবে প্রতিরোধ করবে ?

উত্তরঃ আর্সেনিক দূষণ প্রতিরোধ: (সংক্ষেপে) — নিরাপদ গভীর নলকূপ ব্যবহার; জলশোধন (activated alumina/iron-based adsorption, reverse osmosis); বৃষ্টিজল সংরক্ষণ; দূষিত কূপে পানির ব্যবহার বন্ধ।

(x) 10 gm ভরের বস্তুর বেগ 1 কিমি/ঘন্টা হলে বস্তুটির গতিশক্তি নির্ণয় করো।

উত্তরঃ 10 g বস্তুর বেগ 1 km/h হলে গতিশক্তি:

m = 10 g = 0.01 kg; v = 1 km/h = 1000/3600 = 0.27778 m/s.

KE = ½ m v² = 0.5×0.01×(0.27778)² ≈ 3.86×10⁻⁴ J (≈ 3.86×10³ erg) ।

(xi) ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলক ও শ্রোতার নূন্যতম দূরত্ব নির্ণয় কর। (শব্দের বেগ 340 m/s )।

উত্তরঃ ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার নূন্যতম দূরত্ব (distinct echo): মানুষের শ্রবণবিভাগে পৃথক প্রতিধ্বনি শুনতে সাধারণত প্রয়োজন t ≥ 0.1 s। তাই d_min = v·t/2 = 340×0.1/2 = 17 m।

(xii) তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে ?

উত্তরঃ তরঙ্গদৈর্ঘ্য (wavelength) — এক তরঙ্গের দুটো অনুরূপ বিন্দুর (যেমন দুই ক্রেস্ট) মধ্যকার দূরত্ব।

(xiii) সংপৃক্ত বাষ্প কাকে বলে ?

উত্তরঃ সংপৃক্ত বাষ্প (saturated vapor) — নির্দিষ্ট তাপমাত্রায় তার তরলের সঙ্গে সমসমতা স্থাপন করা বাষ্প; অতিরিক্ত ঠান্ডা করলে সংঘনী হয়।

(xiv) শীতপ্রধান দেশে জলচর প্রাণী কীভাবে বেঁচে থাকে ?

উত্তরঃ শীতপ্রধান দেশে জলচর প্রাণীর বেঁচে থাকার উপায় (সংক্ষেপে): অ্যান্টিফ্রিজ প্রোটিন তৈরি, গভীর ও উষ্ণ জলে সরে যাওয়া/অবস্থান পরিবর্তন, ধীর মেটাবলিজম/সংক্ষিপ্ত হাইবারনেশন, শারীরিক ইনসুলেশন (চর্বি) ইত্যাদি।

(xv) কার্যহীন বলের দুটি উদাহরণ দাও। তার HCI এর সনাক্তকরণ পরীক্ষাটির সংকেতসহ লেখ।

উত্তরঃ কার্যহীন (balanced/zero net) বল — দুটি উদাহরণ:

একটি স্থির বইয়ের উপর ক্রিয়া করা ওজন (g) ও টেবিলের সমতুল্য নর্মাল রিঅ্যাকশন — নেট বল শূন্য।

সমান ও বিপরীত দিকের টানে টাগ-অফ-ওয়ারে যখন সমান দল দুটি টানছে — নেট বল শূন্য।

HCl সনাক্তকরণ পরীক্ষার সংকেত (সংক্ষেপে) :

HCl গ্যাস নীল লিটমাসকে লাল করে; ammonia গ্যাসের সঙ্গে মিশলে সাদা ভাপ/ফিউম (NH₄Cl) গঠন করে (সাদা ধোঁয়া)।

অথবা, HNO₃ এর দুটি ব্যবহার লেখ।

উত্তরঃ HNO₃ এর দুটি ব্যবহার : সার উৎপাদনে (ammonium nitrate), ধাতু প্রক্রিয়ায় (etching, nitration reactions) ও রসায়নে বীজবিস্ফোরক/অন্য যৌগ তৈরিতে ব্যবহার।

বিভাগ- ‘ঘ’

4. নিচের প্রশ্নগুলির উত্তর দাওঃ (যেকোনো ছ’টি) : 3×6=18

(i) সরন, দ্রুতি, বেগ, ত্বরন, কার্য, চাপ কোনটি কোন রাশি ?

(ii) প্রান্তীয় বেগ কী ব্যাখ্যা কর।

অথবা, উচ্চবেগে ধাবমান ট্রেনের কাছাকাছি দাঁড়ানো উচিত নয় কেন ?

(iii) NTP তে 11gm CO₂ এর আয়তন নির্ণয় কর।

(iv) গাঢ় ও উত্তপ্ত NaOH এর সঙ্গে Al এর বিক্রিয়া কি ঘটে সমীকরন সহ লেখ। NaOH এর ব্যবহার লেখ। 2+1

অথবা, Acid burn ও Alkali burn কী মানবদেহে কোনো স্থানে অ্যাসিড পড়লে কী করা উচিত ? 2+1

(v) জলদূষণ কাকে বলে ? আর্সেনিক দূলণের ফলে একটি রোগের নাম লেখ। 2+1

(vi) –10°C উষ্ণতায় 10 gm বরফকে 80°C উষ্ণতায় জলে পরিণত করতে কি পরিমান তাপের প্রয়োজন ? (বরফের আঃ তাপ = 15 Cal / gmx°C বরফ গলনের লীনতাপ 80 Cal / gm) 2+1

(vii) সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্যগুলি লেখ।

অথবা, বায়ুতে শব্দের বেগ 340 m/s । একটি সুরশলাকার কম্পাঙ্ক 680 Hz হলে বাতাসে উৎপন্ন শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় কর। উপসুর কাকে বলে ? 2+1

📌 আরো দেখুনঃ

📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 নবম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:9 mins read