3rd SUMMATIVE EVALUATION
CLASS 9 (IX) WBBSE
LIFE SCIENCE QUESTION PAPER
Class 9 Life Science 3rd Unit Test Question Paper Set-4 wbbse | নবম শ্রেণির জীবন বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সেট-৪
📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 নবম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
Set-4
3RD SUMMATIVE EVALUATION
Class – IX
Sub – Life Science
Time – 3.15 hours Full Marks – 90
Jhantipahari P.K. Girls’ High School (H.S.)
Third Summative Evaluation-2022
Class IX Sub Life Science
Time: 3 hours 15 minutes F.M – 90
বিভাগ – ‘ক’
1. সঠিক উত্তরটি নির্বাচন করো : 1×15=15
(i) মাইক্রোস্ফিয়ার ধারনার প্রবক্তা হলেন-
(a) দানিকেন (b) হ্যালডেন (c) সিডনি ফক্স (d) ওপারিন।
(ii) কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটি ?
(a) লাইসোজোম (b) রাইবোজোম (c) সেপ্টোজোম (d) মেসোজোম।
(iii) DNA এর শর্করাটি হলো-
(a) মীয়োজ (b) পেস্টোজ (c) হেক্সোজ (d) হেস্টোজ।
(iv) আগুনে হাত লাগলে আমরা তৎক্ষণাৎ হাত সরিয়ে নিই, এই কাজটি নিয়ন্ত্রণ করে (৪) মস্তিষ্ক (b) সুষুম্না কান্ড (c) হাত (d) ত্বক।
(v) ফ্যাটে দ্রবণীয় নয় এমন ভিটামিনটি হলো-
(a) ভিটামিন-৪ (b) ভিটামিন- K (c) ভিটামিন- D (d) ভিটামিন-৪।
(vi) ক্লোরোফিলে যে ধাতুটি থাকে-
(a) Na (b) Fe (c) Mg (d) Mn
(vii) রসের উৎস্রোত-এর জন্য দায়ী কলা-
(a) ফ্লোয়েম (b) ভাজক কলা (c) সমস্ত উদ্ভিদ কলা (d) জাইলেম।
(viii) কোনটি অ্যামাইনোলাইটিক উৎসেচক-
(a) পেপসিন (b) মল্টেজ (c) লাইপেজ (d) ট্রিপসিন।
(ix) বাষ্পমোচন নিয়ন্ত্রণ করে-
(a) HCI (b) H,SO, (c) অ্যাবসেসিক অ্যাসিড (d) HNO,
(x) অ্যান্টিবডির উদাহরণ-
(a) IgC (b) IgA (c) IgB (d) IgN
(xi) অ্যান্টিজেনের যে অংশে অ্যান্টিবডি বন্ধনে আবদষ হয় তা হলো (a) এপিটোপ (b) অ্যাগ্রোটোপ (c) আইসোটোপ (d) প্যারাটোপ।
(xii) ব্রোকবোন জ্বর হয়- (a) ডেঙ্গু (b) যক্ষ্মা (c) নিউমোনিয়া (d) হুপিং কাশি।
(xiii) বাস্তুতন্ত্রে কত শতাংশ শক্তি পরবর্তী পুষ্টিগুরে পৌঁছায়-
(a) 100% (b) 10% (c) 90% (d) 20% 1
(xiv) পুনর্নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ হলো-
(a) জলবিদ্যুৎ (b) বন (c) তাপবিদ্যুৎ (d) পেট্রোলিয়ম।
(xv) পপুলেশনের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে না কোনটি ?
(a) জন্মহার (b) মৃত্যুহার (c) কম্যুউনিটি (d) পরিমাণ।
বিভাগ – ‘খ’
2. নীচের 22টি প্রশ্ন থেকে 21 টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে দাও : 1×21=21
◆ এক কথায় উত্তর দাও :
2.1 কেবস চকে উৎপন্ন প্রথম যৌগটির নাম কী ?
2.2 সারকেলেমা কী ?
2.3 পেঁপে গাছের তরুক্ষীরে বর্তমান কোন উৎসেচকটি প্রোটিন পরিপাকে সাহায্য করে ?
2.4 প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :
শ্বসন : অপচিতি বিপাক :: সালোকসংশ্লেষ : _______________।
2.5 হ্যাভারসিয়ান নালী দেখা যায় কোন কলাতে ?
2.6 RuBP এর পুরো নাম কী ?
2.7 B-Lymphocyte কোন ধরণের অনাক্রম্যতার সঙ্গে যুক্ত ?
◆ শূন্যস্থান পূরণ করো :
28 ____________ মৌল রক্ততঞ্জনে সাহায্য করে।
2.9 অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায় ___________ মাছে।
2.10 বাস্তুতন্ত্রে সবুজ উদ্ভিদকে __________ বলা হয়।
2.11 __________ নোডকে হৃদপিন্ডের স্বাভাবিক পেসমেকার বলে।
2.12 B.C.G ভ্যাকসিন ____________ রোগের প্রতিষেধক।
◆ সত্য মিথ্যা নিরূপণ করো :
2.13 উদ্ভিদ দেহে জল ও খনিজ লবণ পরিবহণে সাহায্য করে ফ্লোয়েম।
2.14 পরিফেরা পর্বের প্রাণীদের নালীপথ দেখা যায়।
2.15 ভিটামিন B এর অভাবে রাতকানা রোগ হয়। 2.16 বৃকে উৎপন্ন মূত্র গবিনীর মধ্য দিয়ে মূত্রাশয়ে পৌঁছায়।
2.17 ভূ-জৈব রাসায়নিক চক্রের মাধ্যমে পরিবেশে মৌলিক উপাদানগুলির সমতা বজায় থাকে।
◆ বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সমতা বিধান করো :
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
2.18 সিঙ্গার ও নিকলসন | (a) আরশোলা |
2.19 কেঁচো | (b) কোষ পর্দার তরল মোজাইক নকশা |
2.20 লাইসোজোম | (c) প্রাথমিক খাদক |
2.21 ট্রাকিয়া | (d) নেফ্রিভিয়া |
2.22 তৃণভোজী প্রাণী | (e) আত্মঘাতী থলি |
বিভাগ- ‘গ’
3. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : 2×12=24
3.1 দ্বিপদ নামকরণ কী? উদাহরণ দাও।
3.2 স্থলশামুক কোন পর্বভুক্ত প্রাণী ? এই পর্বের দুটি বৈশিষ্ট্য লেখো।
3.3 ভিটামিন D এবং নিয়াসিনের অভাবজনিত লক্ষণ লেখো।
3.4 সালোকসংশ্লেষ প্রক্রিয়ার রাসায়নিক সমীকরণটি লেখো।
3.5 সবাত শ্বসন ও অবাত শ্বসনের দুটি পার্থক্য লেখো।
3.6 জাইলেম ও ফ্লোয়েমের একটি করে গঠনগত ও একটি করে কার্যগত পার্থক্য লেখো।
3.7 মানুষের স্থায়ী দন্তসূত্রটি লেখো।
3.8 ম্যাক্রো পরিপোষক কাকে বলে ? উদাহরণ দাও।
3.9 ধৌতকরণে ব্যবহারযোগ্য দুটি উপাদানের নাম লেখো।
3.10 হেপাটাইটিস এ রোগের সংক্রমণ পদধতিটি সম্পর্কে লেখ।
3.11 খাদ্যশৃঙ্খল ও খাদ্য জালের সম্পর্ক কী ?
3.12 বিশ্ব খাদ্য সঙ্কটের দুটি কারণ লেখো।
বিভাগ- ‘ঘ’
4. নীচের ছয়টি প্রশ্নের উত্তর দাও : 5×6=30
4.1 একটি মাইটোকোনড্রিয়ার চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো : (a) ক্রিস্টি (b) F1 বস্তু (c) বহিঃপর্দা (d) ম্যাটিক্স। 3+2
অথবা, মানুষের হৃৎপিন্ডের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো:
(a) দ্বিপত্র কপাটিকা (b) ফুসফুসীয় শিরা (c) মহাধমনী (d) আন্তঃনিলয় পর্দা। 3+2
4.2 অ্যানিলিডাকে শনাক্ত করবে কি ভাবে? একটি করে একাইনোডামটো ও মোলাস্কাপর্বের প্রাণীর নাম লেখো। 3+2
4.3 গলগি বডির তিনটি কাজ লেখ। ‘সেল ভমিটিং’ কি ? 3+2
4.4 ক্লোরোফিলের সক্রিয়তা বলতে কি বোঝ ? ফটোলাইসিস ও গ্লাইকোলাইসিসের ২টি পার্থক্য লেখ। সালোকসংশ্লেষকে অঙ্গার আত্তীকরণ বলে কেন ? 1+2+2
4.5 দুটি N, বিহীন রেচন পদার্থের নাম, উৎস ও কাজ লেখ। রেচনে যকৃতের ভূমিকা লেখো। 3+2
4.6 মানুষের পৌষ্টিক নালীতে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক কিভাবে হয় বর্ণনা কর। সুষম খাদ্যের সংজ্ঞা দাও। 3+2
4.7 বনজ সম্পদের ব্যবহার লেখ। অরণ্য ধ্বংসের কারণ ও ফলাফল লেখো। 3+2
📌 আরো দেখুনঃ
📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 নবম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here