Class 9 Life Science 3rd Unit Test Question Paper Set-3 wbbse | নবম শ্রেণির জীবন বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সেট-৩

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

3rd SUMMATIVE EVALUATION
CLASS 9 (IX) WBBSE
LIFE SCIENCE QUESTION PAPER

Class 9 Life Science 3rd Unit Test Question Paper Set-3 wbbse | নবম শ্রেণির জীবন বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সেট-৩

📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 নবম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

Set-3

3RD SUMMATIVE EVALUATION
Class – IX
Sub – Life Science

Time – 3.15 hours         Full Marks – 90

GROUP – A

1. সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো : 1 x 15=15

(i) জীবনের কোন অবস্থায় নোটোকর্ড থাকে না-
(a) হেমিকর্ডাটায়, (b) ইউরোকর্ডাটায়,
(c) মেলালোকর্ডাটায় (d) ভাটিব্রাটায়।

(ii) কোয়ানোসাইট কোষ থাকে-
(a) নিমাটোডাতে, (b) ফিতাকৃমিতে, (c) নিডারিয়ায়, (d) টিনোফোয়ায়।

(iii) ট্যাক্সনমি হায়ারার্কির ট্যাক্সনের সংখ্যা-
(a) ৫টি, (b) ৬টি, (c) ৭টি, (d) ৮টি।

(iv) পাতার ন্যায় ফাইলিড থাকে-
(a) অ্যালগিতে, (b) ছত্রাকে, (c) মসে, (d) ফার্ণে।

(v) Systema Naturae (সিস্টেমা ন্যাচুরী) গ্রন্থের রচয়িতা-
(a) লিনিয়াস, (b) থ্রিওফাসটাস, (c) অ্যারিস্টটল, (d) ক্যানডোলে।

(vi) পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু হল-
(a) মাইটোকনড্রিয়া, (b) গলজিবডি, (c) লাইসোজোম, (d) রাইবোজোম।

(vii) DNA-তে কত অণু কার্বনযুক্ত শর্করা থাকে-
(a) 3, (b) 4, (c) 5, (d) 6

(viii) O₂ পরিবহনকারী খনিজ মৌল হল-
(a) Na, (b) P, (c) Mg, (d) Fe

(ix) সর্ববৃহৎ লসিকা গ্রন্থির নাম-
(a) প্লীহা, (b) যকৃৎ, (c) বৃক্ক, (d) অগ্ন্যাশয়।

(x) সংকোচী গহ্বর দেখা যায়-
(a) প্যারামেসিয়াম, (b) ইউগ্নিনায়, (c) হাইড্রায়, (d) ভলভক্সে।

(xi) অ্যান্টিজেন থাকে কোষের-
(a) প্লাজমায়, (b) WBC-তে, (c) RBC-তে, (d) অণুচক্রিকায়।

(xii) নিউমোনিয়া একটি-
(a) প্রোটোজোয়া গঠিত রোগ।
(b) ব্যাক্টেরিয়া গঠিত রোগ।
(c) ভাইরাস গঠিত রোগ।
(d) ফানজাই গঠিত রোগ।

(xii) জীবদেহের লালাগ্রন্থিতে প্রাপ্ত অ্যান্টিবডি হল-
(a) IgG, (b) IgM, (c) IgD, (d) IgA.

(xiii) কী ধরণের বাস্তুতন্ত্র তৈরী হবে তা প্রধানত নির্ভর করে-
(a) উৎপাদকের উপর (b) হারবিভোর এর উপর
(c) কনজিউমারের উপর (d) সবগুলি

(xiv) ট্রিপাসিন্ পাওয়া যায়-
(a) পাকস্থলীতে, (b) লালা গ্রন্থিতে, (c) অগ্ন্যাশয়ে, (d) যকৃতে।

(xv) প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, ট্রাকিড- উপরে উল্লেখিত কলার মধ্যে কয়টি সজীব ?
(a) 1টি, (b) 2টি, (c) 3টি, (d) সবগুলি।

GROUP – B

2. শূন্যস্থান পূরণ করো। 1 x 5=5

2.1. ফুসফুসের বাইরের আবরণীর নাম ___________।

2.2. প্রতিবর্তক্রিয়া হল, স্বতঃস্ফূর্ত, দ্রুত ও ____________।

2.3. ফানজাই-এর কোষপ্রাচীর ___________ উপাদান দিয়ে তৈরী।

2.4. রক্তে সর্বদায় উপস্থিত একটি প্রোটিন যা রক্ত তঞ্চনে সাহায্য করে, তা হল ___________।

2.5. WWF-এর প্রতীক হল ____________।

সত্য/মিথ্যা নির্বাচন করো : 1 x 5=5

2.6 পুনঃস্থাপন যোগ্য সম্পদ হল বন।

2.7 আরশোলার বদ্ধ রক্তসংবহন দেখা যায়।

2.8 মানুষের BMR হল 3000 K.cal

2.9 রেসারপিন সর্পগন্ধার মূল থেকে পাওয়া যায়।

2.10 প্রান্তপ্রাচীর বিহীন কোষ হল ট্রাকিড।

বামস্তম্ভ ও ডানস্তম্ভ মেলাও।

বামস্তম্ভ ডানস্তম্ভ
2.11 লিম্ফোসাইট পরিণতি লাভ করে (a) লিন্ডেম্যান
2.12 মানুষের বর্গ হল (b) ঐচ্ছিক পেশী
2.13 অনুপ্রস্থরেখা দেখা যায় (c) হোমিনিডি
2.14 শক্তিপ্রবাহে 10% নিয়ম (d) জাইমাসে
2.15 ABO রক্ত শ্রেণি চালু করেন (e) ল্যান্ড স্টেইনার

এককথায় উত্তর দাও : 1×6=6

2.16 দৃশ্যমান আলোকের তরঙ্গদৈর্ঘ্য কত ?

2.17 ইনসুলিন কোন্ অংশ থেকে ক্ষরিত হয় ?

2.18 রিকেট কোন বয়সের মানুষের মধ্যে হয় ?

2.19 মেটামেরিজম কোন্ পর্বের প্রাণীদের দেখা যায় ?

2.20 প্যারা রাবার তৈরী হয় কোন্ গাছ থেকে তার বিজ্ঞানসম্মত নাম লেখো।

2.21 বাস্তুতন্ত্রের একক কোনটি ?

GROUP – C 

3. একটি বাক্যে উত্তর দাও 12 টি : 2×12=24

3.1 এককোষী ইউক্যারিওটিক কোন্ রাজ্যকে বলে ? অগ্রাধিকার আইন কে প্রবর্তন করেন ?

3.2 স্পঞ্জি অস্থি কোন্ শ্রেণির প্রাণীতে থাকে ? এই শ্রেণীর দুটি প্রাণীর বিজ্ঞানসম্মত নাম লেখো।

3.3 কোন্ ভিটামিনের অভাবে ফিনোডার্মা ও অস্টিওম্যাসেসিয়া রোগ হয়‌ ?

3.4 রক্ত তঞ্চনে ফ্রাইব্রিনোজের ভূমিকা লেখো।

3.5 দ্বিপত্র কপাটিকার কাজ লেখো।

3.6 একটি উদ্ভিদ ও একটি প্রাণী নিউক্লিয়াস বিহীন কোশের উদাহরণ দাও।

3.7 সালোকসংশ্লেষ কোন্ দশায় NADPH, ও গ্লুকোজ তৈরী হয় ?

3.8 মানুষের শ্বাসপ্রশ্বাসে ডায়াফ্রামের ভূমিকা কী ?

3.9 ইমিউনিটি কাকে বলে ?

3.10 দুটি জীবাণুর নাম লেখ যারা জমির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে।

3.11 ট্রিপল অ্যান্টিজেন কাকে কেন বলে ?

3.12. শিরা ও ধমনীর গঠনগত দুটি পার্থক্য লেখো।

3.13 প্যারাসাইটিজম ও মিউচিয়ালিজম্ এর উদাহরণ দাও।

3.14 খাদ্য শৃঙ্খল সাধারণত কয়টি পুষ্টিস্তরের মধ্যে সম্পন্ন হয় ?

3.15 শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কী ?

3.16 T লিম্ফোসাইট ও ẞ লিম্ফোসাইটের দুটি পার্থক্য লেখো।

3.17 অ্যান্টিবডির পরিবর্তনশীল জোন কোন্ অংশ দ্বারা তৈরী ?

GROUP – D

4. নিম্নলিখিত প্রশ্নগুলি নির্দেশমতো উত্তর দাও : 5×5=25

4.1 খাদ্যশৃঙ্খলে শক্তিপ্রবাহ সর্বদা একমুখী কেন ? খাদক ও বিয়োজকের পার্থক্য লেখো।

অথবা, দুটি বিপন্ন প্রজাতির বিজ্ঞান সম্মত নাম লেখো। বিকল্প খাদ্য ও সাধারণভাবে উৎপাদিত খাদ্যের মধ্যে কোনটি বেশী গ্রহণযোগ্য ও কেন ?

4.2. অ্যান্টিবডির গঠন চিহ্নিত চিত্রসহ ব্যাখ্যা করো।

অথবা, সক্রিয় ও নিষ্ক্রিয় অনাক্রম্যতা বলতে কী বোঝ ? অ্যারিথ্রেরাস্টোসিস ফিটালিস প্রথম সন্তানের ক্ষেত্রে কার্যকরী নয় কেন ?

4.3 সবাত শ্বসন ও অবাত শ্বসনের ৩টি পার্থক্য লেখো। পেশীক্লান্তি কী ?

অথবা, N, বিহীন দুটি রেচন পদার্থের নাম ও উৎস লেখ। মানুষ ও কুমীরের প্রধান রেচন পদার্থ-এর নাম লেখ।

4.4 নিম্নলিখিত প্রাণীগুলি কোন পর্ব/শ্রেণীর অন্তর্ভূক্ত তা উল্লেখ করো- উচেরিয়া, ফেরিটিমা, পাইলা, বেরো, সাইকন।

অথবা, নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি কোন্ পর্ব/রাজ্যে অন্তর্ভুক্ত তা লেখ- টিউবফিট, সিউডোসিলোম, পেপটাইডোগ্লাইকন, প্যাটাজিয়াম, ফ্লেমকোশ।

4.5. রাতকানা রোগের প্রধান কারণ কী ? চর্বিজাতীয় খাদ্য কীভাবে পাচিত হয় ?

অথবা, প্রোটিনের ক্ষুদ্রতম একক কোনটি ? একটি জলে দ্রবণীয় ভিটামিনের উদাহরণ দাও। ভিটামিন ও উৎসেচকের পার্থক্য লেখো।

GROUP – E

5. চিহ্নিত চিত্রাঙ্কন করো : নেফ্রন অথবা নিউরোন। 3+2=5

📌 আরো দেখুনঃ

📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 নবম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:5 mins read