3rd SUMMATIVE EVALUATION
CLASS 9 (IX) WBBSE
LIFE SCIENCE QUESTION PAPER
Class 9 Life Science 3rd Unit Test Question Paper Set-1 wbbse | নবম শ্রেণির জীবন বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সেট-১
📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 নবম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
Set-1
3RD SUMMATIVE EVALUATION
Class – IX
Sub – Life Science
Time – 3.15 hours Full Marks – 90
1. সঠিক উত্তরটি নির্বাচন করোঃ 1×15=15
(i) হায়ারার্কি শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক হল – (a) বর্গ (b) গোত্র (c) পর্ব (d) প্ৰজাতি
(ii) জীববিদ্যার যে শাখায় মানুষের উৎপত্তি ও সভ্যতা নিয়ে আলোচনা করে হয়, তাকে বলে—
(a) জীবরাশিবিদ্যা (b) নৃবিদ্যা (c) জীবমিতি
(d) বাস্তুবিদ্যা
(iii) কর্ডাটা পর্বের উপপর্বের সংখ্যা হল-
(a) দুটি (b) তিনটি (c) চারটি (d) পাঁচটি
(iv) ভিটামিন C এর রাসায়নিক নাম-
(a) রেটিনল (b) থিয়ামিন (c) টোকোফেরল
(d) অ্যাসকরবিক অ্যাসিড
(v) উপবাসকালে শর্করার অভাবে শক্তির উৎস হিসাবে কাজ করে—
(a) প্রোটিন (b) ফ্যাট (c) ফসফোলিপিড
(d) গ্লাইকোলিপিড
(vi) সেন্ট্রোজোম কটি সেন্ট্রিওলে বিভাজিত হয়ে থাকে ?
(a) দুটি (b) তিনটি (c) চারটি (d) পাঁচটি
(vii) একটি দানাবিহীন শ্বেতকনিকা হল—
(a) ইওসিনোফিল (b) বেসেফিল
(c) লিম্ফোসাইট (d) অনুচক্রিকা
(viii) মানব হৃৎপিণ্ডের পেসমেকার হল—
(a) Av- Node (b) SA Node
(c) হিজের বান্ডিল (d) পারকিনজি তন্তু
(ix) TCA – চক্র সংঘটিত হয়—
(a) গলগিবস্তুতে (b) নিউক্লিয়াসে
(c) মাইটোকন্ড্রিয়াতে (d) সাইটোপ্লাজমে
(x) ডেঙ্গু রোগের বাহক হল—
(a) স্ত্রী অ্যানাফিলিলিস (b) স্ত্রী এডিস
(c) কিউলেক্স (d) সি.সি মাছ
(xi) যে রোগে দেহের স্বাভাবিক ইমিউনিটি নষ্ট হয় সেটি হল—
(a) সিফিলিস (b) গনোরিয়া
(c) AIDS (d) হেপাটাইটিস – B
(xii) হিস্টামিন নিঃসরণ করে—
(a) বেসোফিল (b) RBC
(c) ইউসিনোফিল (d) অনুচক্রিকা
(xiii) নিম্ন তাপমাত্রায় বসবাসকারী উদ্ভিদদের বলে—
(a) মেগাথারমস্ (b) মাইক্রোথারমস্
(c) জেরোফাইট (d) সিওফাইট
(xiv) অনবীকরনযোগ্য প্রাকৃতিক সম্পদ হল—
(a) খনিজ তেল (b) বন (c) জল
(d) নৈসর্গিক দৃশ্য
(xv) খাদ্যশৃঙ্খলে পুষ্টিস্তরের সংখ্যা হতে পারে—
(a) 1-2টি (b) 3-5টি (c) 7-10টি
(d) 10 টির বেশি
2. নীচের 25টি প্রশ্নের মধ্যে যে কোন 21টি প্রশ্নের উত্তর দাও : 1×21=21
A. শূন্যস্থান পূরন করো। (যে কোনও 5 টি) 1×5=5
(i) নিউম্যাটিক অস্থি দেখা যায় _____________ প্রাণী গোষ্ঠীতে।
(ii) পেশিকোশে অবাত শ্বসনের ফলে __________ উৎপন্ন হয়।
(iii) ক্লোরেনকাইমা হল ______________ যুক্ত প্যারেনকাইমা।
(iv) পুষ্টি একপ্রকার ______________ বিপাকক্রিয়া।
(v) পৃথিবীতে সঞ্চিত জলের _____________% মিষ্টি জল।
(vi) ফ্লুরোসিস রোগ হয় _______________ মৌলের অভাবে।
B. সত্য অথবা মিথ্যা নির্বাচন করো।(যে কোন 4 টি) : 1×4=4
(i) জীবনবিজ্ঞানের দুটি প্রধান শাখা হল উদ্ভিদবিদ্যা ও কোশবিদ্যা।
(ii) ফ্যাটি অ্যাসিডকে অ্যাম্ফিপ্যাথিক যৌগ বলে ৷
(iii) সালোকসংশ্লেষের অন্ধকার দশায় উৎপন্ন হয় গ্লুকোজ, ADP, NADP
(iv) মাইটিলাস মাছের লার্ভার বুদ্ধি আলোতে ভালো হয়৷
(v) ডায়ারিয়ার জীবানু হল প্রোটোজোয়া।
C. প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও (যে কোনও 7 টি) : 1×7=7
(i) বিসদৃশ শব্দটি বেছে লেখো : জনন, মিথোজীবিতা, উত্তেজিতা, ছন্দবদ্ধতা ।
(ii) ট্রফোপ্লাজম বলতে কী বোঝ ?
(iii) নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো ও লেখো : স্টোমা, গ্রানা, ক্লোরোপ্লাস্ট, থাইলাকয়েড।
(iv) একটি স্যাংগুইনিভোরীর উদাহরণ দাও।
(v) CAM – এর পুরোনাম কী ?
(vi) খাদ্যশৃঙ্খলের দুটি বৈশিষ্ট্য লেখো।
(vii) সঠিক সম্পর্ক নিরুপন করো— হেপাটাইটিস : যকৃত :: AIDS : _______________।
(viii) হর্ন টোড প্রাণীটি কীরকম পরিবেশে থাকে ?
(ix) প্যাথোজেন বলতে কী বোঝ ?
D. স্তম্ভ দুটি মেলাও। (যে কোন 5 টি) 1×5=5
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
(i) ধৌতকরনের উপাদান | (a) T – লিস্ফোসাইট |
(ii) জেনার | (b) ছত্রাক |
(iii) পরিযান | (c) প্রাথমিক খাদক |
(iv) কোশভিত্তিক অনাক্রম্যতা | (d) জল |
(v) অনুখাদক | (e) টিকাকরণ পদ্ধতি |
(vi) ট্রিপাসিন | (f) পপুলেশনের ঘনত্ব |
(g) প্রোটিওলাইটিক |
3. নীচের প্রশ্নগুলির যথযথ উত্তর দাও। (যে কোনও 12 টি) : 2×12=24
(i) উভচর উদ্ভিদ বলতে কী বোঝ উদাহরণ সহ লেখো।
(ii) টিনোফোরার শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো।
(iii) মানবদেহে প্লীহার অবস্থান ও একটি কাজ লেখো।
(iv) জোন অফ এক্সক্লুশান বলতে কী বোঝ ?
(v) ABO বিসঙ্গতি কাকে বলে ?
(vi) ‘লক জ’ রোগটির জন্য কোন ব্যাকটেরিয়া দায়ী ? রোগটি কীভাবে সংক্রামিত হয় ?
(vii) দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা বলতে কী বোঝ ?
(vii) নিউক্লিয়াস বিহীন সজীব একটি করে প্রাণী ও উদ্ভিদ কোশের নাম লেখো।
(ix) লিমনোলজি কাকে বলে ?
(x) ডেঙ্গু রোগের উপসর্গগুলি লেখো।
(xi) প্লুরা কার আবরক ? এম্ফাইসেমা কী কারনে হয় ?
(xii) ভাজক কলার দুটি কাজ লেখো।
(xiii) দুটি বিকল্প খাদ্যের নাম লেখো।
(xiv) উদ্ভিদের রেচন ত্যাগের কৌশল গুলি লেখো।
4. নীচের 6টি প্রশ্ন অথবা বিকল্প প্রশ্নগুলির উত্তর দাও : 5×6=30
(i) হুইটেকারের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসের ভিত্তি কী কী লেখো। কনড্রিকথিস ও অসটিকথিসের মধ্যে পার্থক্য লেখো। 2+3=5
অথবা, প্রোটোসেল কীভাবে তৈরী হল লেখো। ট্যাক্সোনমিক ক্যাটেগরি বলতে কী বোঝ লেখো। 3+2=5
(ii) জীবদেহে অ্যামাইনো অ্যাসিডের ভূমিকা লেখো। নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো। 2+3=5
অথবা, কোশপর্দা ও কোশপ্রাচীরের পার্থক্য লেখো। মানবদেহে শুক্রাশয়ের অবস্থান ও কাজ লেখো। 3+2=5
(iii) আলোকদশা ও অন্ধকার দশা কীভাবে পরস্পরের উপর নির্ভরশীল লেখো। কই মাছ ও কেঁচোর শ্বাস অঙ্গের নাম লেখো। 3+2=5
অথবা, বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বলেছেন কোন বিজ্ঞানী এবং কেন বলেছেন লেখো। পতঙ্গভূক উদ্ভিদ বলতে কী বোঝ লেখো। 3+2=5
📌 আরো দেখুনঃ
📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 নবম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here