2ND SUMMATIVE EVALUATION
CLASS 9 (IX) WBBSE
LIFE SCIENCE QUESTION PAPER
Set-3
Class 9 Life Science 2nd Unit Test Question Paper Set-3 wbbse | নবম শ্রেণির জীবন বিজ্ঞান দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৩
📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
সিলেবাস/Syllabus—
অধ্যায় ৩. জৈবনিক প্রক্রিয়া : সালোকসংশ্লেষ, খনিজ পুষ্টি, বাষ্পমোচন, জল, খনিজ পদার্থ, খাদ্য ও গ্যাসের পরিবহন, শ্বসন, পুষ্টি, সংবহন, রেচন।
DIGNAGAR GIRL’S HIGH SCHOOL (H.S)
2nd Summative Evaluation-2024
CLASS IX
Subject : Life Science
Full Mark : 40 Time : 1 Hour 20 Minutes
বিভাগ-ক
1. সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর দাও : 1×12=12
(i) মানুষের লোহিত রক্তকণিকার গড় আয়ু—
(a) 100 দিন (b) 110 দিন (c) 120 দিন (d) 150 দিন
(ii) মানবদেহে অপাচ্য কার্বোহাইড্রেট হল—
(a) সেলুলোজ (b) মলটোজ (c) গ্লুকোজ
(d) সুক্রোজ
(iii) একটি ট্রেস এলিমেন্ট বা মাইক্রোনিউট্রিয়েন্ট হল—
(a) মলিবডেনাম (b) ক্যালসিয়াম
(c) ম্যাগনেসিয়াম (d) সালফার
(iv) হেপারিন ক্ষরণকারী শ্বেতরক্তকণিকা হল—
(a) মনোসাইট (b) বেসোফিল (c) নিউট্রোফিল
(d) লিম্ফোসাইট
(v) শ্বাসমুল দেখা যায়—
(a) জাঙ্গল উদ্ভিদে
(b) জলজ উদ্ভিদে
(c) পার্বত্য অঞ্চলের উদ্ভিদে
(d) ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে
(vi) গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ঘটে—
(a) সাইটোপ্লাজমে (b) কোশের বাইরে
(c) মাইটোকনড্রিয়ায় (d) ক্লোরোপ্লাস্টে
(vii) সালোকসংশ্লেষে গাছ যে খাদ্য তৈরী করে তা হল—
(a) প্রোটিন (b) ফ্যাট (c) ভিটামিন (d) শর্করা
(viii) উদ্দীপনা পরিবহনের সঙ্গে সম্পর্কিত কলাটি হল—
(a) পেশিকলা (b) আবরণী কলা (c) স্নায়ুকলা (d) যোগকলা
(ix) সঠিক জোড়টি হল—
(a) রুইমাছ – অতিরিক্ত শ্বাসযন্ত্র
(b) মশা – দেহতল
(c) টিকটিকি – ফুসফুস
(d) অ্যামিবা – ট্রাকিয়া
(x) অগ্ন্যাশয় রসে উপস্থিত প্রোটিনভঙ্গক উৎসেচক হল—
(a) পেপসিন (b) ট্রিপসিন (c) ইরেপসিন
(d) অ্যামাইলেজ
(xi) সালোকশ্লেষে উৎপন্ন গ্লুকোজ অণুর-অক্সিজেনের উৎস হল—
(a) H₂O (b) CO₂ (c) SO₂ (d) কোনোটিই নয়
(xii) বাতাসে CO₂-এর ঘনত্ব বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হার—
(a) বাড়ে (b) কমে (c) একই থাকে
(d) বাষ্পমোচন বন্ধ হয়ে যায়
বিভাগ-খ
2. নির্দেশ অনুসারে উত্তর দাও :
• শূন্যস্থান পূরণ করো : 1×5=5
(i) __________ কে সালোকসংশ্লেষে হিল বিকারক বলে।
(ii) খাদ্যে আয়োডিনের অভাব ঘটলে ___________ রোগ হয়।
(iii) অলিন্দ ও নিলয়ের প্রসারণকে ____________ বলা হয়।
(iv) গ্রাহকোলাইসিসের শেষ পদার্থ হল _____________।
(v) অভিস্রবণে অর্ধভেদ্য পর্দার মধ্য দিয়ে _____________ অণু চলাচল করে।
• সত্য/মিথ্যা নির্বাচন করে বাক্যের শেষে লেখো : 1×5=5
(vi) উদ্ভিদের পুষ্টি হল হলোজোয়িক পুষ্টি।
(vi) SA নোডকে রিজার্ভ পেসমেকার বলে।
(viii) ক্রেবসচক্রের বিক্রিয়াটি মাইটোকনড্রিয়ায় ঘটে।
‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভের সমতাবিধান করে লেখো।
‘ক’-স্তম্ভ | ‘খ’-স্তম্ভ |
(ix) প্লুরা | (a) পত্ররন্ধ্র |
(x) সুষুম্নাকাণ্ড | (b) হৃৎপিণ্ড |
(xi) রক্ষীকোশ | (c) ফুসফুস |
(d) নিউরোসিল |
• একটি বাক্যে উত্তর দাও : 1×4=4
(xii) শ্বেত রক্তকণিকা স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে কী রোগ হয় ?
(xiii) হাঁপানির ওষুধ পাওয়া যায় কোন গাছের রেচন পদার্থ থেকে ?
(xiv) চ্যাপ্টাকৃমির রেচন অঙ্গের নাম কী ?
(xv) তোমার শ্বাসক্রিয়া সহায়ক একটি শ্বাসশেশির নাম লেখো।
বিভাগ-গ
3. নীচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও : 2×4=8
(i) মানুষের সপ্ত সংকেতটি লেখো।
(ii) শিরা ও ধমনির একটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লেখো।
(iii) প্রদত্ত উৎসেচকগুলি ক্ষরণ স্থল লেখো।
(a) টায়ালিন (b) পেপসিন
(iv) অভাবজনিত লক্ষণ বা রোগের নাম লেখো।
(a) ডিটামিন A (b) ভিটামিন D
বিভাগ-ঘ
4. মানুষের পৌষ্টিকতন্ত্রের ছবি এঁকে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো :
(a) পাকস্থলী (b) অগ্ন্যাশয় (c) গ্রাসনালি
(d) মলাশয়
অথবা, মানুষের নেফ্রনের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো :
(a) বাওম্যান্স ক্যাপসুল
(b) গ্লোমেরুলাস
(c) সংগ্রাহী নালী
(d) হেনলির লুপ 3+2=5
📌আরও পড়ুনঃ
📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 নবম শ্রেণির বাংলা প্রশ্নোত্তর Click Here