Class 9 History 3rd Unit Test Question Paper Set-1 wbbse | নবম শ্রেণির ইতিহাস বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সেট-১

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

3rd SUMMATIVE EVALUATION
CLASS 9 (IX) WBBSE
HISTORY QUESTION PAPER

Class 9 History 3rd Unit Test Question Paper Set-1 wbbse | নবম শ্রেণির ইতিহাস বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সেট-১

📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 নবম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

Set-1

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
নবম শ্রেণি
বিষয় : ইতিহাস

সময় : ৩ ঘণ্টা ১৫ মিনিট               পূর্ণমান : ৯০

1. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও : ১x১০=১০

(i) ফ্রান্সকে ‘ভ্রান্ত অর্থনীতির জাদুঘর’ বলা হয় কোন গ্রন্থে ?

(ii) ফ্রান্সে ‘তেই’ কর কাদের থেকে নেওয়া হত না ?

(iii) অঁসিয়া রেজিম কথাটির অর্থ কী ?

(iv) একজন ফরাসি দার্শনিক এর নাম লেখ।

(v)‘টেনিস কোর্টের শপথ’ কত সালে হয় ?

(vi) স্বাধীনতার বৃক্ষ কে রোপন করেন ?

(vii) ইউরোপীয় রাজনীতিতে ১৭৯৯-১৮১৪ খ্রীঃ পর্যন্ত সময় কালকে কি বলা হয়?

(viii) ‘কার্লসবাড ডিক্রি’ কে জারি করেন ?

(ix) ‘রিসর্জিমেন্টো’ কথাটির অর্থ কী ?

(x) আধুনিক সমাজবাদের জনক কাকে বলা হয় ?

2. সঠিক উত্তরটি নির্বাচন কর : ১x১০=১০

(i) ‘জোলভেরাইন’ শুল্ক সংঘের নেতৃত্ব দেয়— (অষ্ট্রিয়া / প্রাশিয়া / রাশিয়া / ফ্রান্স)।

(ii) ইতালির ঐক্য আন্দোলন সম্পূর্ণ হয়—
(ভিনিসিয়া / রোম / নেপলস / সিসিলি) লাভ করার মধ্য দিয়ে।

(iii) সিনোপের নৌযুদ্ধ রাশিয়া হারায়—
(তুরস্ককে / প্রাশিয়াকে / জার্মানিকে / ফ্রান্স কে)।

(iv) বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার করেন— (হামফ্রি ডেভি / জন স্মিটন / জর্জ স্টিফেনসন / জন কে)।

(v) ‘দ্য মাদার’ উপন্যাসের লেখক—
(টলস্টয় / রুশো / ম্যাক্সিম গোর্কি / গ্যারিবল্ডি)।

(vi) সুয়েজ খাল জাতীয়করণ হয়—
(১৯৫৬ খ্রীঃ / ১৯৪৬ খ্রীঃ / ১৮৫৮ খ্রীঃ / ১৯৬৬ খ্রীঃ)।

(vii) প্রথম বলকান যুদ্ধের অবসান ঘটে— (প্যারিস চুক্তির দ্বারা / পিকিং চুক্তির দ্বারা / লন্ডন চুক্তির দ্বারা / ভার্সাই চুক্তির দ্বারা)।

(viii) ল্যান্ড অ্যান্ড লিবার্টি নামের গুপ্ত সমিতিটি ছিল— (চীনে / আমেরিকায় / আফ্রিকায় / রাশিয়ায়)।

(ix) প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়— (১৯১৪খ্রীঃ / ১৯৩৯খ্রীঃ / ১৯১৮খ্রীঃ / ১৯৪৫ খ্রীঃ)।

(x) ওয়াল স্ট্রিট হল— (মার্কিন শেয়ার বাজার / মার্কিন বস্ত্ৰ বাজার / ইংল্যান্ডের শিল্পাঞ্চল / ফ্রান্সের রাজধানী)।

3. শূন্যস্থান পূরণ করো : ১×৫=৫

(i) ………………. শব্দ থেকে বুর্জোয়া শব্দের উৎপত্তি।

(ii) নাৎসি দলের মুখপাত্রের নাম ছিল ………………… ।

(iii) দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরমানু বোমা ফেলা হয়েছিল …………… ও …………….. শহরে।

(iv) আমেরিকার অস্ত্র সরবরাহের নীতির নাম ………………।

(v) ১৯৩৭ সালে ………….. চুক্তি সাম্যবাদের প্রসার রোধ করে।

4. ঠিক বা ভুল নির্ণয় করো : ১×৫=৫

(i) অমিই বিপ্লব কথাটি বলেন তৃতীয় নেপলিয়ন।

(ii) বারবারোসা অভিযান শুরু করে রাশিয়ার বাহিনী।

(iii) জার্মানী পার্ল হারবার অক্রমন করে ১৯৪১ খ্রিঃ।

(iv) আমেরিকার ও রাশিয়ার মধ্যে আদর্শগত দ্বন্ধকে ঠান্ডা লড়াই রাজনীতি বলে।

(v) রাষ্ট্র সংঘের সদর দপ্তর নিউইয়র্ক।

5. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও : ১×৬=৬

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(i) অ্যান্তনিও সুতারেস (a) নরওয়ে
(ii) পোপুলো দ্য ইতালিয়া (b) উড্রো উইলসন
(iii) ট্রিগভি লি (c) পোর্তুগাল
(iv) ম্যাজিনো লাইন (d) রাশিয়া
(v) ‘চোদ্দো দফা নীতি’ (e) মুসোলিনি
(vi) জুলিয়েন ক্যালেন্ডার (f) যুদ্ধ ক্ষেত্র

6. দু-তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (১১টি) : ২×১১=২২

(i) মার্শাল পরিকল্পনা কী ?
?

(ii) স্টালিন গ্র্যাডের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল ?

(iii) উষ্ণজল নীতি ?

(iv) ব্লাস্ট ফারনেস কে আবিষ্কার করেন ? এটি কী কাজে লাগে ?

(v) ইংল্যান্ড ও ফ্রান্সে সমাজতন্ত্রবাদের জনক কাদেরকে বলা হয় ?

(vi) কার আমলে কোথায় নিহিলিজম আন্দোলন শুরু হয় ?

(vii) শ্লাইফেন পরিকল্পনা কী ?

(viii) রাশিয়ায় কত খ্রিষ্টাব্দে কে প্রথম জার উপাধি গ্রহণ করেন ?

(ix) অক্ষশক্তি জোট ও মিত্রশক্তি জোটে কোন কোন দেশ ছিল ?

(x)‘ডি ডে’ বা মুক্তি দিবস কী ?

(xi) U.N.O কী ? কেন তৈরী করা হয় ?

(xii) DUKW কী ?

7. নিম্নলিখিত যে কোন ছয়টি প্রশ্নের উত্তর দাও : 4×6=24

(i) ফরাসি বিপ্লবে নারীর ভূমিকা লেখো ।

(ii) টিকা লেখঃ নেপলিয়নের আমলে ইউরোপের পুণর্গঠন ।

(iii) ইতালির ঐক্য আন্দোলনে ম্যাৎসিনির ভূমিকা লেখো।

(iv) টিকা লেখঃ প্যারি কমিউন।

(v) ‘বিশ্বশান্তি প্রতিষ্ঠায় উড্রো উইলসনের চোদ্দ দফা নীতির ভূমিকা লেখো।

(vi) টিকা লেখো : নিউ ইকোনমিক পলিসি অব লেনিন।

(vii) উগ্র জাতীয়তাবাদের প্রচারে ভার্সাই সন্ধির শর্তাবলির ভূমিকা লেখো।

(viii) টিকা লেখো : ইঙ্গ-ফরাসি তোষণ নীতি।

(ix) সম্মিলিত জাতিপুঞ্জের গঠনতন্ত্র আলোচনা করো।

8. নিম্নলিখিত যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ ১×৮=৮

(i) বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কী প্রভাব পড়েছিল লেখো।

(ii) সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব লেখো।

(iii) জার্মানিতে নাৎসিবাদী শক্তির উত্থান কীভাবে হল লেখো।

📌 আরো দেখুনঃ

📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 নবম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:4 mins read