2ND SUMMATIVE EVALUATION
CLASS 9 (IX) WBBSE
HISTORY QUESTION PAPER
Set-3
Class 9 History 2nd Unit Test Question Paper Set-3 wbbse | নবম শ্রেণি ইতিহাস দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৩
📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
নবম শ্রেণি বিষয় : ইতিহাস
সময় : ১ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণ মান : ৪০
বিভাগ-ক
১। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১০×১=১০
১.১ ‘কুটনীতির রাজপুত্র’ বলা হয়—
(ক) বিসমার্ককে (খ) মেটারনিখকে
(গ) নেপোলিয়নকে (ঘ) ক্যাভুরকে
১.২ মিটারনিখ কার্লসবাড ডিক্রি জারি করেন—
(ক) ১৮১১ খ্রিস্টাব্দে (খ) ১৮২০ খ্রিস্টাব্দে
(গ) ১৮১৮ খ্রিস্টাব্দে (ঘ) ১৮২১ খ্রিস্টাব্দে
১.৩ ১৮৩০-এর জুলাই বিপ্লবের পর ফ্রান্সে যে রাজবংশের শাসন প্রতিষ্ঠিত হয়—
(ক) বুরবোঁ (খ) অর্লিয়েন্স (গ) হ্যাপসবার্গ
(ঘ) অরেঞ্জ বংশ
১.৪ রিসর্জিমেন্টো আন্দোলন হয়েছিল—
(ক) ইতালিতে (খ) জার্মানিতে (গ) হল্যান্ডে
(ঘ) হাঙ্গেরিতে
১.৫ ‘ইউরোপের রুগ্ন মানুষ’ বলা হত—
(ক) ইতালিকে (খ) তুরস্ককে (গ) রাশিয়াকে
(ঘ) জার্মানিকে
১.৬ ‘শিল্পবিপ্লব’ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন—
(ক) টয়েনবি (খ) কার্ল মার্ক্স (গ) আগস্ট ব্লাঙ্কি (ঘ) ফিশার
১.৭ শ্রেণি সংগ্রামের তত্ত্ব যে বই থেকে জানা যায়—
(ক) কমিউনিস্ট ম্যানিফেস্টো (খ) ডাস ক্যাপিটাল
(গ) ওয়ার অ্যান্ড পিস (ঘ) মাইন ক্যাম্ফ
১.৮ ‘সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর’ পুস্তিকাটি লেখেন—
(ক) হবসন (খ) লেনিন (গ) কার্ল মার্ক্স
(ঘ) হেনরি সেন্ট সাইমন
১.৯ ‘মুক্ত্যার নীতি’র প্রবক্তা—
(ক) হুভার (খ) জন হে (গ) উড্রো উইলসন
(ঘ) জো বাইডেন
১.১০ প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ—
(ক) সেরাজেভো হত্যাকাণ্ড (খ) জুলাই বিপ্লব
(গ) ফেব্রুয়ারি বিপ্লব (ঘ) ফরাসি বিপ্লব
২। (ক) বামস্তম্ভের সঙ্গে ডানস্তস্ত মেলাও :
১×৩=৩
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
(i) বিপ্লবের জননী | (a) ইতালি |
(ii) ভৌগোলিক সংজ্ঞা | (b) আফ্রিকা |
(iii) অন্ধকারাচ্ছন্ন মহাদেশ | (c) প্যারিস |
(খ) সত্য / মিথ্যা নির্ণয় করো : ১×৩=৩
(i) ‘কূটনীতির যাদুকর’ বলা হত বিসমার্ককে।
(ii) জার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথার অবসান ঘটান।
(iii) ইতালির ভেনিস শহরে ‘ঘেটো’ চালু করা হয়েছিল ইহুদীদের জন্য।
বিভাগ-গ
৩। নিম্নলিখিত প্রশ্নগুলির ২-৩টি বাক্যে উত্তর দাও (যে কোনো চারটি) : ২×৪=৮
(ক) জুলাই রাজতন্ত্র কী ?
(খ) মেটারনিখ তন্ত্র কী ?
(গ) কার্বোনারি’ কী ?
(ঘ) সমাজতন্ত্রবাদ কী ?
(ঙ) কোন সময়কালকে ‘সাম্রাজ্যবাদের যুগ’ বলা হয় ?
বিভাগ-ঘ
৪। নিম্নলিখিত প্রশ্নগুলির ৭-৮ টি বাক্যে উত্তর দাও। (যে কোনো দুটি) ৪×২=৮
(ক) টীকা লেখো : ভিয়েনা সম্মেলন।
(খ) টীকা লেখো : রক্ত ও লৌহ নীতি।
(গ) টীকা লেখো : সামাজিক ডারউইনবাদ।
বিভাগ-ঙ
৫। নিম্নলিখিত প্রশ্নগুলির ১৫-১৬টি বাক্যে যে কোন ১টি প্রশ্নের উত্তর দাও : ৮×১=৮
(ক) ইতালির ঐক্য আন্দোলনে ম্যাৎসিনি, ক্যাভুর ও গ্যারিবল্ডীর ভূমিকা আলোচনা করো।
(খ) সমাজ রাজনীতি ও অর্থনীতিতে শিল্পবিপ্লবের প্রভাব সম্পর্কে কী জান ?
📌আরও পড়ুনঃ
📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 নবম শ্রেণির বাংলা প্রশ্নোত্তর Click Here