3rd SUMMATIVE EVALUATION
CLASS 9 (IX) WBBSE
GEOGRAPHY QUESTION PAPER
Class 9 Geography 3rd Unit Test Question Paper Set-2 wbbse | নবম শ্রেণির ভূগোল বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র সেট-২
📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 নবম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
Set-2
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
নবম শ্রেণি
বিষয় : ভূগোল
সময় : ৩.১৫ ঘণ্টা পূর্ণমান : ৯০
বিভাগ- ‘ক’
১। বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : 1×14=14
১.১ পৃথিবীর গড় ব্যাসার্ধ হল-
(ক) 6040 কিমি (খ) 6004 কিমি
(গ) 6400 কিমি (ঘ) 6005 কিমি
উত্তরঃ (গ) 6400 কিমি
১.২ সৌরজগতের সর্বাধিক ব্যাসযুক্ত গ্রহ হল-
(ক) বুধ (খ) বৃহস্পতি (গ) শুক্র (ঘ) শনি
উত্তরঃ (খ) বৃহস্পতি।
১.৩ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি হয়-
(ক) 3 জানুয়ারি (খ) 4 জুলাই (গ) 21 মার্চ
(ঘ) 22 ডিসেম্বর
উত্তরঃ (খ) 4 জুলাই
১.৪ 30° দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয়-
(ক) 1 ঘণ্টা (খ) 2 ঘণ্টা (গ) 3 ঘণ্টা (ঘ) 4 ঘণ্টা
উত্তরঃ (খ) 2 ঘণ্টা।
১.৫ ভারতের প্রমাণ দ্রাঘিমারেখার মান-
(ক) 82°30′ পূর্ব (খ) 82°30′ পশ্চিম
(গ) 82°30′ উত্তর (ঘ) 82°30′ দক্ষিণ
উত্তরঃ (ক) 82°30′ পূর্ব
১.৬ ভারতের একটি আগ্নেয়গিরির নাম–
(ক) ফুজিয়ামা (খ) মৌনালোয়া
(গ) ক্রাকাতোয়া (ঘ) ব্যারেন
উত্তরঃ (ঘ) ব্যারেন
১.৭ ভারতে গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী হল-
(ক) যমুনা (খ) কাবেরী (গ) নর্মদা (ঘ) গোদাবরী
উত্তরঃ (গ) নর্মদা
১.৮ শল্কমোচন আবহবিকার বেশি দেখা যায় যে শিলায় তার নাম-
(ক) বেলেপাথর (খ) ব্যাসল্ট (গ) গ্রানাইট
(ঘ) কাদাপাথর
উত্তরঃ (গ) গ্রানাইট
১.৯ একটি আধা প্রাকৃতিক বিপর্যয় হল-
(ক) অগ্ন্যুৎপাত (খ) ঘূর্ণিঝড়
(গ) নদীর পাড়ের ভাঙন (ঘ) খরা
উত্তরঃ (গ) নদীর পাড়ের ভাঙন
১.১০ পশ্চিমবঙ্গের একটি কয়লা উত্তোলন কেন্দ্র হল-
(ক) ঝরিয়া (খ) তালচের (গ) ঝিলিমিলি
(ঘ) সাঁওতালডিহি
উত্তরঃ
১.১১ ভারতের যে অঞ্চলে জলবিদ্যুৎ শক্তির প্রাধান্য দেখা যায়, তার নাম-
(ক) উত্তর ভারত (খ) দক্ষিণ ভারত
(গ) উত্তর-পূর্ব ভারত (ঘ) মধ্যভারত
উত্তরঃ (ক) উত্তর ভারত
১.১২ দ্বারকেশ্বর ও শীলাবতী নদীর মিলিত প্রবাহের নাম-
(ক) রূপনারায়ণ (খ) সুবর্ণরেখা
(গ) হলদি (ঘ) কেলেঘাই
উত্তরঃ (ক) রূপনারায়ণ
১.১৩ পশ্চিমবঙ্গের চারপাশের সীমানায় স্বাধীন দেশ আছে-
(ক) ২টি (খ) ৩টি (গ) ১টি (ঘ) ৪টি
উত্তরঃ (খ) ৩টি
১.১৪ মৌজা মানচিত্রের স্কেল হল-
(ক) বৃহৎ স্কেল (খ) মাঝারি স্কেল
(গ) ক্ষুদ্র স্কেল (ঘ) অতিক্ষুদ্র স্কেল
উত্তরঃ
বিভাগ- ‘খ’
২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখো (যে-কোনো একটি) : 1×1=1
২.১.১ হিমালয় পার্বত্য অঞ্চল অধিক ভূমিকম্প প্রবণ।
২.১.২ টর্নেডোর উৎপত্তিস্থল হল বাংলাদেশ।
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে-কোনো দশটি) : 1×11=11
২.২.১ ONGC-এর পুরো নাম __________________.
উত্তরঃ Oil Natural And Gas Corporation
২.২.২ লৌহ আকরিক উৎপাদনে _______ রাজ্য ভারতে প্রথম স্থান লাভ করেছে।
উত্তরঃ ওড়িশা।
২.২.৩ একটি অদ্বিতীয় সম্পদের উদাহরণ হল __________।
উত্তরঃ ক্রায়োলাইট।
২.২.৪ পশ্চিমবঙ্গের ‘যমজ শহর’ বলা হয় কলকাতা ও _________ কে।
উত্তরঃ হাওড়া।
২.২.৫ __________ উদ্ভিদের শ্বাসমূল দেখা যায়।
উত্তরঃ ম্যানগ্রোভ।
২.২.৬ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম ___________।
উত্তরঃ সান্দাকফু।
২.২.৭ বিহার রাজ্যটি পশ্চিমবঙ্গের __________ দিকে অবস্থিত।
উত্তরঃ পশ্চিম।
২.২.৮ পশ্চিমবঙ্গের ____________ শহরকে ‘ভারতের রুঢ়’ বলে।
উত্তরঃ দুর্গাপুর।
২.২.৯ ____________ মাধ্যমে গ্লোবের মানচিত্র আঁকা হয়।
উত্তরঃ বিবৃতিমূলক স্কেলের।
২.২.১০ পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কৃত হয়েছিল _________ শহরে।
উত্তরঃ ব্যবিলন।
২.২.১১ রাজস্ব আদায়ের জন্য সবচেয়ে নীচের স্তরের প্রশাসনিক একক হল ___________।
উত্তরঃ গ্রামপঞ্চায়েত।
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে-কোনো ১১টি) : 1×10=10
২.৩.১ পৃথিবীর প্রকৃত আকৃতি কীরূপ ?
উত্তরঃ পৃথিবীর মতোই বা ‘জিয়ড’।
২.৩.২ কোন্ গ্রহকে লালগ্রহ বলে ?
উত্তরঃ মঙ্গল।
২.৩.৩ কোন্ অঞ্চলে পৃথিবীর আবর্তন গতিবেগ সবচেয়ে বেশি ?
উত্তরঃ নিরক্ষীয় অঞ্চলে।
২.৩.৪ কোন্ দেশকে ‘নিশীথ সূর্যের দেশ’ বলে ?
উত্তরঃ নয়ওয়ে।
২.৩.৫ কোনো স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য কত ?
উত্তরঃ 180°
২.৩.৬ IST-এর পুরো নাম কী ?
উত্তরঃ Indian Standard Time
২.৩.৭ মকরক্রান্তিরেখার মান কত ?
উত্তরঃ `23frac1(2)`° দক্ষিণ
২.৩.৮ কোন্ দুই পর্বতমালার মাঝে তিব্বত মালভূমি অবস্থিত ?
উত্তরঃ হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝে।
২.৩.৯ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি ?
উত্তরঃ গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ।
২.৩.১০ প্যান্থালাসা কী ?
উত্তরঃ
২.৩.১১ রেগোলিথ কী ?
উত্তরঃ
২.৩.১২ কোন্ জলবায়ু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার সর্বাধিক ঘটে থাকে ?
উত্তরঃ মরু জলবায়ু অঞ্চলে।
বিভাগ- ‘গ’
৩। নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 2×6=12
৩.১ GPS-এর দুটি ব্যবহার উল্লেখ করো। অথবা, ফেরেলের সূত্রটি উল্লেখ করো।
৩.২ অক্ষাংশ কাকে বলে ? অথবা, আন্তর্জাতিক তারিখরেখার প্রয়োজনীয়তা কী ?
৩.৩ গ্রস্ত উপত্যকা কাকে বলে ? অথবা, নগ্নীভবন কী ?
৩.৪ বন্যার দুটি কারণ উল্লেখ করো। অথবা, সুনামি কী ?
৩.৫ সাগর সম্রাট কী ? অথবা, মৌসুমি বিস্ফোরণ বলতে কী বোঝো ?
৩.৬ খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কাকে বলে ?
অথবা, স্কেলের সংজ্ঞা দাও।
বিভাগ- ‘ঘ’
৪। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 3×4=12
৪.১ অপসূর ও অনুসূরের মধ্যে পার্থক্য লেখো।
অথবা, স্থানীয় সময় ও প্রমাণ সময় কাকে বলে ?
৪.২ মহিভাবক ও গিরিজনি আলোড়নের মধ্যে পার্থক্য লেখো।
অথবা, মৃত্তিকা ক্ষয়ের কারণ কী কী ?
৪.৩ দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো।
অথবা, বিপর্যয় মোকাবিলায় শিক্ষার্থীরা কীভাবে অংশগ্রহণ করতে পারে ?
৪.৪ পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য লেখো।
অথবা, পশ্চিমবঙ্গের পাটশিল্পের সমস্যাগুলি উল্লেখ করো।
বিভাগ- ‘ঙ’
৫। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 5×4=20
৫.১ কলকাতার (৪৪°30′ পূর্ব) স্থানীয় সময় যখন সকাল 10টা 10 মিনিট, তখন মেলবোর্নে (145° পূর্ব) স্থানীয় সময় কত হবে ?
অথবা, সঞ্চয়জাত ও ক্ষয়জাত পর্বতের মধ্যে পার্থক্য লেখো।
৫.২ রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়াগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও।
অথবা, পৃথিবীর আবর্তন গতির সমর্থনে কয়েকটি প্রমাণ দাও।
৫.৩ খনিজ তেলের গুরুত্ব এবং ভারতে এর উত্তোলন কেন্দ্রগুলির পরিচয় দাও।
অথবা, প্রচলিত ও অপ্রচলিত শক্তির মধ্যে তুলনা করো।
৫.৪ পশ্চিমবঙ্গে পাট চাষের অনুকূল পরিবেশের পরিচয় দাও।
অথবা, পশ্চিমবঙ্গে তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো।
বিভাগ- ‘চ’
৬। পশ্চিমবঙ্গের রেখামানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত নাম ও প্রতীক চিহ্নসহ চিহ্নিত করো : 1×10=10
৬.১ বাঁকুড়া জেলা;
৬.২ পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল;
৬.৩ অজয় নদ;
৬.৪ সুন্দরবন;
৬.৫ রানিগঞ্জ কয়লাখনি;
৬.৬ হলদিয়া;
৬.৭ অযোধ্যা পাহাড়;
৬.৮ রায়গঞ্জ;
৬.৯ আসানসোল;
৬.১০ তিস্তা নদী।
📌 আরো দেখুনঃ
📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 নবম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here