2ND SUMMATIVE EVALUATION
CLASS 8 (VIII) WBBSE
PORIBESH O BIGGAN QUESTION PAPER
Set-2
Class 8 Poribesh O Bigyan 2nd Unit Test Question Paper Set-2 wbbse | অষ্টম শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-২
📌অষ্টম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌অষ্টম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন-২০২৫
অষ্টম শ্রেণি বিষয় : পরিবেশ ও বিজ্ঞান
সময় : ১ ঘণ্টা ৪০ মিনিট পূর্ণমান : ৫০
RASHMONI BALIKA VIDYALAYA
2nd Summative Evaluation-2025
Class – VIII
Subject-Environment And Science
Time- 1hr 40 Min Full Marks-50
বিভাগ-ক
PHYSICAL SCIENCE (Marks-25)
1. সঠিক উত্তরটি নির্বাচন করো : 1×6=6
(i) লোহার পাইপে জিংকের প্রলেপ দিতে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়-
(a) জিংক (b) লোহার পাইপ
(c) জিংক সালফেট (d) ফেরাস সালফেট।
উত্তর: (b) লোহার পাইপ
(ii) প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি মৃদু তড়িদবিশ্লেষ্য (জলে দ্রবীভূত)
(a) NaCl (b) CuSO₄ (c) KOH
(d) CH₃COOH
উত্তর: (d) CH₃COOH
(iii) জলে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করলে যে বিক্রিয়াটি ঘটে সেটি হল-
(a) তাপমোচী ভৌত পরিবর্তন,
(b) তাপগ্রাহী ভৌত পরিবর্তন
(c) তাপমোচী রাসায়নিক পরিবর্তন
(d) তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন।
উত্তর: (b) তাপগ্রাহী ভৌত পরিবর্তন
(iv) সূর্য থেকে তাপ পৃথিবীতে যে পদ্ধতিতে আসে সেটি হল-
(a) পরিবহন (b) বিকিরন (c) পরিচলন
(d) কোনটিই নই।
উত্তর: (b) বিকিরণ
(v) অনুঘটের সক্রিয়তা নির্ভর করে-
(a) আয়তনের ওপর (b) ভরের ওপর
(c) ক্ষেত্রফলের ওপর (d) ঘনত্বের ওপর।
উত্তর: (c) ক্ষেত্রফলের ওপর
(vi) জলে নুন মেশালে জলের স্ফুটনাঙ্ক হবে-
(a) 100°C (b) 100°C অপেক্ষা বেশি
(c) 100°C অপেক্ষা কম (d) কোনটিই নয়।
উত্তর: (b) 100°C অপেক্ষা বেশি
2. শূন্যস্থান পূরণ করো : 1×4=4
(i) আলুর ____________ এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে অক্সিজেন গ্যাস দেয়।
উত্তরঃ ক্যাটালেজ।
(ii) তড়িদবিশ্লেষণে ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত তড়িদ্দ্বারকে _____________ বলে।
উত্তরঃ অ্যানোড।
(iii) ___________ সমযোজী যৌগ হলেও তড়িৎ পরিবহণ করে।
উত্তরঃ গ্রাফাইট।
(iv) বরফ ও নুন নির্দিষ্ট ভরের অনুপাতে মিশিয়ে __________ তৈরি করা হয়।
উত্তরঃ হিমমিশ্রণ।
3. সংক্ষিপ্ত উত্তর দাও : 2×3=6
(i) লোহাতে মরচে পড়ার প্রক্রিয়ায় জারণ-বিজারণ উভয়ই ঘটে, বোঝাও ?
(ii) পারদ কী তড়িদবিশ্লেষ্য পদার্থ ? কারণ দাও।
(iii) 10g জলের উষ্ণতা 25°C থেকে 45°C বাড়াতে কত পরিমাণ তাপ প্রয়োগ করতে হবে।
অথবা,
একটি 200g ভরের তামার পাত্রে তাপ প্রয়োগ করে উষ্ণতা 50°C থেকে 90°C পর্যন্ত বৃদ্ধি করতে কত পরিমাণ তাপ প্রয়োগ করতে হবে ? (তামার আপেক্ষিক তাপ = 0.09 cal / g°C)
4. তিন-চারটি বাক্যে উত্তর দাওঃ (যে কোনো তিনটি) : 3×3=9
(i) তড়িদবিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় এমন একটি ধাতুর নাম লেখো। গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িদবিশ্লেষণে অ্যানোড এবং ক্যাথোডে ঘটা বিক্রিয়া দুটি লেখো। 1+2
(ii) MnO₂+4HCl ➙ MnCl₂+Cl₂+2H₂O এই বিক্রিয়াটিতে জারণ, বিজারণ, জারক দ্রব্য ও বিজারক দ্রব্য চিহ্নিত করো। তড়িদবিশ্লেষণ ঘটাতে কী জাতীয় তড়িৎ ব্যবহৃত হয় ? 2+1
(iii) সন্ধেবেলায় শিশির পড়ে না অথচ গভীর রাতে বা ভোরের দিকে শিশির পড়ে কেন? বরফ গলনের লীনতাপ 80 ক্যারোরি / গ্রাম-এর অর্থ কী ? 2+1
(iv) ইলেকট্রিকের দোকান থেকে কিনে আনা একটি ড্রাইসেলের গায়ে 1.5V লেখা আছে, এর মান কী ? পেন্টোগ্রাফ কী ? 2+1
বিভাগ-খ
LIFE SCIENCE (Marks-25)
১। নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশমত উত্তর দাও :
◆ পূর্ণবাক্যে উত্তর দাও : 1×3=3
(ক) কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিমপোনা তৈরি করতে কোন্ গ্রন্থির নির্যাস ব্যবহার করা হয় ?
উত্তরঃ কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিমপোনা তৈরি করতে পিটুইটারি গ্রন্থি-র নির্যাস ব্যবহার করা হয়।
(খ) DOT’S পদ্ধতিতে কোন্ রোগের চিকিৎসা করা হয়।
উত্তরঃ DOTS পদ্ধতিতে ক্ষয়রোগ (টিউবারকিউলোসিস)-এর চিকিৎসা করা হয়।
(গ) চায়ে উপস্থিত কোন উপাদান রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে ?
উত্তরঃ চায়ে উপস্থিত ক্যাটেচিন (Catechin) রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে।
◆ শূন্যস্থান পূরণ করঃ 1×2=2
(ঘ) গোল্ডেন রাইসে ________ ভিটামিনের পরিমাণ বেশি।
উত্তরঃ A
(ঙ) Vibrio Cholerae হলো _________ রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া।
উত্তরঃ কলেরা।
◆ সত্য / মিথ্যা নির্ণয় করো : 1×2=2
(চ) অজৈব সার মাটির জলধারণ ক্ষমতা বাড়ায়। (মিথ্যা)
(ছ) সাধারণত আষাঢ় মাসে আমগাছের জোড়কলম করা হয়। (সত্য)
◆ স্তম্ভ মিলিয়ে লেখঃ ½×4=2
‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(i) স্মলপক্স (a) উপেন্দ্রনাথ ব্রহ্মচারী
(ii) কালাজ্বর (b) রোটাভাইরাস
(ⅲ) প্লেগ (c) এডওয়ার্ড জেনার
(iv) ডায়ারিয়া (d) র্যাট ফ্রী
উত্তরঃ
(i) স্মলপক্স — (c) এডওয়ার্ড জেনার
(ii) কালাজ্বর — (a) উপেন্দ্রনাথ ব্রহ্মচারী
(iii) প্লেগ — (d) র্যাট ফ্রী
(iv) ডায়ারিয়া — (b) রোটাভাইরাস
২। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর লেখঃ 2×5=10
(ক) জলসেচের দুটি আধুনিক পদ্ধতির নাম লেখ। আধুনিক পদ্ধতিতে জলসেচের সুবিধা কী ? 1+1=2
(খ) রাসায়নিক দমন পদ্ধতিতে ফসল ধ্বংসকারী প্রাণীদের মৃত্যু খুব তাড়াতাড়ি হলেও নানা সমস্যা দেখা দিতে পারে। যে কোন দুটি সমস্যা উল্লেখ করো।
(গ) ম্যালোরিয়ার প্রোটোজোয়া ও কালাজ্বরের প্রোটোজোয়ার বাহক গুলির নাম উল্লেখ করো।
(ঘ) উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় দুটি মুখ্য এবং দুটি গৌণ খাদ্য উপাদানের নাম লেখ।
(ঙ) খারিফ ফসল ও রবি ফসলের দুটি পার্থক্য লেখ।
৩। নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর লেখ: 3×2=6
(ক) ময়লা জলে মাছচাষের সুবিধা কী ?
(খ) মৌমাছির জীবনের চারটি দশা চিহ্নিত চিত্রের মাধ্যমে দেখাও।
📌আরও পড়ুনঃ
📌অষ্টম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌অষ্টম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here