ANNUAL EXAMINATION WBBSE
CLASS 8 (VIII)
PORIBESH O BIGGAN QUESTION PAPER
Class 8 Poribesh O Biggan 3rd Unit Test Question Paper Set-1 wbbse | অষ্টম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-১
📌অষ্টম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌অষ্টম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
Set-1
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
অষ্টম শ্রেণি
পরিবেশ ও বিজ্ঞান
পূর্ণমান : ৭০ সময় : ২.৩০ ঘণ্টা
বিভাগ- ‘ক’
1. সঠিক উত্তরটি নির্বাচন করো (দশটি) : 1×10=10
1.1 বিশুদ্ধ জলের ঘনত্ব হল—
(ক) 1kg/cm³ (খ) 1gm/cm³ (গ) 1gm/m³
1.2 দুটি আয়নার মধ্যবর্তী কোণ 60° হলে আয়না দুটিতে গঠিত প্রতিবিম্বের সংখ্যা হবে—
(ক) 10 (খ) 3 (গ) 5
1.3 মারকিউরিক আয়নের চিহ্ন হল—
(ক) Hg²⁺ (খ) Hg₂⁺ (গ) Sn²⁺
1.4 সাধারণ অবস্থায় বায়ুমণ্ডলের চাপ হল-
(ক) 76 m পারদস্তম্ভের সমান
(খ) 76 cm পারদস্তন্ত্রের সমান
(গ) 76 mm পারদস্তম্ভের সমান
1.5 বল = বস্তুর ভর x [……] ফাঁকা ঘরে হবে—
(ক) বস্তুর গতিবেগ (খ) বস্তুর সরণ
(গ) বস্তুর ত্বরণ
1.6 প্লেগ নামক রোগটি ছড়ায়—
(ক) ইঁদুর (খ) বিড়াল (গ) কুকুর
1.7 পোলিও হল একটি—
(ক) ব্যাকটেরিয়া ঘটিত রোগ
(খ) ছত্রাকঘটিত রোগ
(গ) ভাইরাস ঘটিত রোগ
1.8. বৃদ্ধিপোষক হরমোন হল—
(ক) ইনসুলিন হরমোন
(খ) অ্যাড্রিনালিন হরমোন
(গ) সোমাটোট্রপিক হরমোন
1.9 কেল্প হল একধরণের—
(ক) মাছ (খ) পোকা (গ) শ্যাওলা
1.10 ফণীমনসা সাধারণত দেখা যায়—
(ক) পার্বত্য অঞ্চলে (খ) জলাশয়ে (গ) মরু অঞ্চলে
1.11 শালগাছ পরিণত হতে সময় লাগে—
(ক) 5 -10 বছর (খ) 10 – 15 বছর
(গ) 25 – 30 বছর
1.12 দারুচিনি হল—
(ক) গাছের ছাল (খ) গাছের পাতা (গ) গাছের মূল
বিভাগ- ‘খ’
2। শূণ্যস্থান পূরণ করো (যেকোন দশটি) : 1×10=10
2.1 একক আয়তনের বস্তুর ভরকে …………………….. বলে।
2.2 ম্যাগনেশিয়াম অক্সাইডের সংকেত হল ……………………..।
2.3 পৃথিবীর কেন্দ্রের উষ্ণতা প্রায় ……………………..°C
2.4 ফুলারিন হল …………………….. একটি রূপভেদ।
2.5 Zn+H₂SO₄ (লঘু)→ ZnSO₄+ ……… উৎপন্ন গ্যাসটি হল ……………………..।
2.6 চাপ = বল ÷ ……………………..।
2.7 যে কোষীয় অঙ্গানু থেকে শক্তি নির্গত হয় সেটি হল ……………………..।
2.8 ডাল, সয়াবিনের মূলে বসবাসকারী উপকারী ব্যাকটেরিয়াটি হল ……………………..।
2.9 WHO এর পুরো নাম ……………………..।
2.10 অক্টোপাস এর বাহুর সংখ্যা হল ……………………..।
2.11 হলুদ এর মধ্যে উপস্থিত জীবাণুনাশক যৌগটি হল ……………………..।
2.12 জরুরীকালীন হরমোন হল ……………………..।
বিভাগ- ‘গ’
3. যেকোন দশটি প্রশ্নের উত্তর দাও : 2×10=20
3.1 প্লবতা কাকে বলে ?
3.2. আলোর প্রতিসরণ কাকে বলে ?
3.3 সালফাইট ও বাইকার্বনেট আয়ন দুটির সংকেত লেখো।
3.4 একটি আয়নীয় যৌগ ও একটি তড়িৎযোজী যৌগের উদাহরণ দাও।
3.5 অন্তর্ধৃতি কী ?
3.6 কার্বনের একটি নিয়তাকার ও একটি অনিয়াতাকার রূপভেদের উদাহরণ দাও।
3.7 CaCO₃ উচ্চতাপমাত্রা(1000°c) ……… + ………. যৌগদুটির নাম লেখো।
3.8 অ্যামোনিফিকেশন ও নাইট্রিফিকেশন কী ?
3.9 বয়ঃসন্ধিকালের দুটি সমস্যা লেখো।
3.10 ভারতবর্ষের দুটি বিপন্ন প্রাণীর নাম লেখো।
3.11 গোলমরিচ ও আদার ব্যবহার লেখো।
3.12 ইনসুলিন ও থাইরক্সিন হরমোনের একটি করে গুরুত্ব লেখো।
3.13 গঙ্গার শুশুক এর বাসস্থান ও স্বভাব লেখো।
বিভাগ- ‘ঘ’
4. যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও : 3×10=30
4.1 আর্কিমিডিসের সূত্রটি লেখো।
4.2 অভ্যন্তরীন পূর্ণ প্রতিফলন কাকে বলে ? একটি প্রাকৃতিক উদাহরণ দাও।
4.3 পরমাণুর ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা কাকে বলে ?
4.4 H₂O₂ থেকে অক্সিজেন প্রস্তুতির প্রয়োজনীয় দ্রব্যগুলি লেখো।
4.5 গ্রিনহাউস এফেক্ট কী ?
4.6 টেফলন, পিভিসি ও টেরিলিনের একটি করে ব্যবহার লেখো।
4.7 ছত্রাক ও শৈবাল এর একটি করে বৈশিষ্ট্য লেখো।
4.8 ঘন থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের একটি চিত্র আঁকো।
4.9 মানবদেহে টেস্টোস্টেরন ও ইস্ট্রোজেন হরমোনের গুরুত্ব লেখো।
4.10 টীকা লেখো : (ক) সাগরকুসুম (খ) স্কুইড
4.11 আমলকী, নয়নতারা ও পুদিনার একটি করে ঔষধী গুন লেখো।
4.12 ইনসিটু ও এক্স সিটু সংরক্ষণ কাকে বলে ?
4.13 জীবনকুশলতা চর্চার তিনটি দিক লেখো।
4.14 বাঁশ ও কচুরিপানার ব্যবহার লেখো।
📌আরও পড়ুনঃ
📌অষ্টম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌অষ্টম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here