ANNUAL EXAMINATION WBBSE
CLASS 8 (VIII)
HISTORY QUESTION PAPER
Class 8 History 3rd Unit Test Question Paper Set-2 wbbse | অষ্টম শ্রেণি ইতিহাস তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-২
📌অষ্টম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌অষ্টম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
Set-2
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
অষ্টম শ্রেণি
বিষয় : ইতিহাস
পূর্ণমান : ৭০ সময় : ২.২০ মিনিট
১। সঠিক উত্তর নির্বাচন করো : ১x১০=১০
(ক) মুর্শিদকুলিকে বাংলার নাজিমপদ দেওয়া হয়- (১৭১৭ খ্রীঃ / ১৭৫৭ খ্রীঃ / ১৭৫৫ খ্রীঃ)।
(খ) ব্রিটিশ কোম্পানিকে বাংলা বিহার উড়িশ্যার দেওয়ানির অধিকার দেন— (দ্বিতীয় শাহআলম / ফারুকশিয়ার / ঔরঙ্গজেব)।
(গ) দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে বলে- (সম্পদের বহির্গমন / অবশিল্পায়ন / সম্পদের আমদানি)।
(ঘ) হুগলির রিষড়ায় প্রথম পাটের কল চালু হয়– (১৮৫০ খ্রীঃ / ১৮৫৫ খ্রীঃ / ১৮৫৩ খ্রীঃ)।
(ঙ) এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা হলেন- (উইলিয়াম জোনস / এলিজাইম্পে / ওয়ারেন হেস্টিংস)।
(চ) গান্ধিজী গুজরাটে ডান্ডি অভিজান করেন— (১৯৩০ খ্রীঃ / ১৯৪০ খ্রীঃ / ১৯৪২ খ্রীঃ)।
(ছ) মহারাষ্ট্রে ‘শিবাজী’ ও ‘গণপতি’ উৎসব চালু করেন- (বিপিনচন্দ্র / লালা লাজপত / বালগঙ্গাধর তিলক)।
(জ) নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি করেন- (লর্ড নথব্রুক / লর্ড লিটন / সি.পি. ইলবার্ট)।
(ঞ) হিন্দুস্থান রিপাবলিকান পার্টির সদস্যপদ নিয়েছিলেন- (ভগৎ সিং / সূর্যসেন / চিত্তরঞ্জন দাস)।
(ট) স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার হলেন- (বি. আর আম্বেদকর / ড. রাজেন্দ্রপ্রসাদ / জওহরলাল নেহেরু)।
২। শূন্যস্থান পূরণ করো : ১x১০=১০
(ক) ___________ সালের _________ জানুয়ারী থেকে ভারতকে ‘সাধারণত তন্ত্র’ বলা হয়।
(খ) কৃষক প্রজাপার্টির নেতা ছিলেন _____________।
(গ) নরমপন্থীদের দাবি অনুযায়ী সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স হবে ____________ বছর।
(ঘ) _________ খ্রীষ্টাব্দে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করে।
(ঙ) নীল বিদ্রোহের দুজন নেতা হলেন _________ ও ________ ।
(চ) ১৯৩০ সালে _______ ______ ও _______ রাইটার্স বিল্ডিং আক্রমণ করেন।
(ছ) ________ সীমান্ত গান্ধি নামে পরিচিত।
(জ) ভারতে প্রথম রেলপথ চালু হয় _________ খ্রীষ্টাব্দে।
(ঝ) _________ সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতি।
(ঞ) পঞ্চায়েত ব্যবস্থায় তিনটি স্তরের মধ্যে সবথেকে নীচের স্তরে রয়েছে ________।
৩। নীচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল লেখো : ১x১০=১০
(ক) ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকী কিংসফোর্ডকে মারতে গিয়ে শহিদ হন।
(খ) বাংলা প্রেসিডেন্সিকে ফোর্ট উইলিয়াম দূর্গ প্রেসিডেন্সি বলা হতো।
(গ) ১৮৫৬ সালে হিন্দু পুনর্বিবাহ আইন জারি হয়।
(ঘ) মুসলিম সমাজের আধুনিকিকরণের অভিযান শুরু করেন স্যার সৈয়দ আহমেদ খান।
(ঙ) মাতঙ্গিনী হাজরা ‘গান্ধিবুড়ি’ নামে পরিচিত।
(চ) মহাত্মা গান্ধি খিলাফৎ আন্দোলনকে সমর্থন করেছিলেন।
(ছ) ১৯৩৩ সালে নেতাজী সুভাষচন্দ্র বসু ইতালির রাষ্ট্রপধান মুসোলিনির সঙ্গে সাক্ষাৎ করেন।
(জ) যুগান্তর পত্রিকা ছিল বাংলার বিপ্লবী আন্দোলনের অন্যতম মুখপত্র।
(ঝ) ‘সারে জাঁহাসে আচ্ছা, হিন্দুস্থাঁ হমারা’ – কবিতাটি মহম্মদ ইকবাল রচনা করেন।
(ঞ) ১৮৮২ খ্রীষ্টাব্দে লর্ড রিপনের উদ্যোগে ভারতে পৌর শাসন ব্যবস্থা তৈরী হয়।
৪। সংক্ষেপে উত্তর দাও (যেকোনো ৫টি প্রশ্নের) : ২x৫=১০
(ক) পলাশির যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল ?
(খ) চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল ?
(গ) জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল এবং এর সভাপতি কে ছিলেন ?
(ঘ) কে কত সালে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন ?
(ঙ) কত সালে কি উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয় ?
(চ) কার নেতৃত্বে, কে কতসালে সতীদাহ প্রথা বন্ধ করেন ?
(ছ) সভাসমিতির যুগ বলা হয় কোন্ সময়কালকে ? কাদের নেতৃত্বে ভারতসভা প্রতিষ্ঠিত হয়েছিল ?
৫। সংক্ষেপে উত্তর দাও (যেকোনো ৪টি) : ৩x৪=১২
(ক) ইলবার্ট বিল বিতর্ক।
(খ) উডের প্রতিবেদন।
(গ) মাস্টারদা সূর্যসেন।
(ঘ) জালিয়ান ওয়ালাবাগের ঘটনা।
(ঙ) আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল ?
(চ) ইয়ংবেঙ্গল কাদের বলে ? এদের উদ্দেশ্যগুলি লেখো।
(ছ) ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে কেন ?
৬। যেকোনো ৩টি প্রশ্নের উত্তর দাও : ৬×৩=১৮
(ক) উনিশ শতকের সামাজ সংস্কার ও নারী শিক্ষা সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা সম্পর্কে লেখো।
(খ) ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহ কেন হয়েছিল এবং একে মহাবিদ্রোহ বলা হয়েছে কেন ?
(গ) বিংশ শতকের প্রথম দিকে বাংলায় বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে ওঠার প্রেক্ষাপট আলোচনা করো।
(ঘ) ১৯৪২-এর ভারতছাড়ো আন্দোলন সম্পর্কে লেখো।
(ঙ) ভারতীয় সংবিধানের নাগরিকদের মৌলিক অধিকার ও কর্তব্য সম্পর্কে লেখো।
📌আরও পড়ুনঃ
📌অষ্টম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌অষ্টম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here